☻টিভিতে দেখাবার সময়সূচী :
➢ ১৫ ডিসেম্বর, সোমবার সন্ধ্যা ৬:৩০ মিনিট (আজ)
➣ ১৭ ডিসেম্বর, বুধবার রাত ৯:৩০ মিনিট
➣ ২১ ডিসেম্বর, রবিবার বেলা ১১:৩০ মিনিট
☻প্রি-শো এবং রেজাল্ট :
◘ আজকের কিক অফ শো WWE Network-এ লাইভ দেখিয়েছে। আজকের প্যানেলে Renee Young, Booker T, Alex Rile এবং Paul Heyman ছিল। আজকের প্রথম ম্যাচের জন্য কোফি এবং বিগ ই -দ্য নিউ ডেই আসে, তাদের প্রতিপক্ষ হবে হবে ডাস্ট ব্রাদারস।
♠ The New Day vs. Gold and Stardust (কিক-অফ শো)
আজকেও স্টারডাস্টের ড্রেসে কিছুটা নতুন জিনিস ছিল, আজকে তার ড্রেসে নিল বা লাল বাদে সবুজ রঙ ছিল।
শেষে স্টারডাস্ট টপ রোপ থেকে বিগ ইকে একটা বিউটিফুল ডিসাস্টার হিট করে, কিন্তু কোফি এটাকে ব্রেক করতে সক্ষম হয়। এরপর গোল্ডডাস্টের কাহিনী খতম করে কোফি এবং বিগ ই একসঙ্গে তাদের ডবল টীম ফিনিশার দেয় এবং জয়লাভ করে।
♥ Winners: The New Day
◘ এখন TLC -এর মূলপর্ব শুরু হবে এবং সেটাও WWE নেটওয়ার্কে লাইভ। এই শো এর শুরুতে কিছু ভিডিও রি-ক্যাপ দেখানো হয়, তারপর সবথেকে প্রথমে আসে ডলফ জিগ্লার তার ম্যাচের জন্য।
♦ Ladder Match:-
♠ Luke Harper (c) vs. Dolph Ziggler (IC Title)
• তাদের মধ্যে যে দারুন ম্যাচ হবে তা বলার দাবি রাখে না। এটা ছিল একটা দারুন রোমাঞ্চকর এবং কিছুটা হার্ডকোর ম্যাচ, কে জিতবে তা বোঝায় যাচ্ছিল না। শেষে জিগ্লার অন্য একটা ল্যাডারের সাহায্যে তাকে ব্রিজ হিসাবে ব্যবহার করে টাইটেলের কাছে থাকা ল্যাডারটিতে যায় এবং হারপারকে ধরে ফেলে। এরপর জিগ্লার হারপারকে নীচে ফেলে উঠতে থাকে এবং হারপার অন্য ল্যাডারটিকে সেট করে উঠার জন্য কিন্তু জিগ্লারের সুপারকিকের দৌলতে সে নীচে পরে যায় এবং জিগ্লার উপরে উঠে টাইটেলটাকে পেরে নিয়ে আমাদের নতুন IC চ্যাম্পিয়ন হয়ে যায়।
♥ Winner: Dolph Ziggler
◘ এরপর জিগ্লার তার জয় সেলিব্রেট করে।
♠ The Miz and Damien Mizdow (c) vs. The Usos (Tag Team Championships Match)
• দ্য মিজ এবং জেই উসো আজকের ম্যাচ শুরু করে। তারা খেলে যায় এবং মিজডোউ মিজের মিমিক্রি করতেই থাকে। তাদের মধ্যে ভালোই ম্যাচ হয় এবং শেষে মিজ এবং জিমিই আবার ফিরে আসে, জিমি হাফ ক্রাবের মাধ্যমে মিজকে লক করে ফেলে। মিজ রোপের কাছে যায় সাবমিশনটা ব্রেক করার জন্য কিন্তু এর মাসুল হিসাবে তাকে একটা সুপারকিক খেতে হয়। এরপর মিজ তার স্বভাব অনুসারে টাইটেলগুলিকে ধরে এবং বাড়ি নিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু জিমি টপ রোপের উপর দিয়ে মিজডোউএর উপরে ডাইভ দেয়। এরপর মিজ তার টাইটেলের মাধ্যমে উসোসদেরকে স্লাম করে দেয় এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটিয়ে দেয়।
♥ Winners by DQ: The Usos
♦ Stairs Match:-
♠ Big Show vs. Erick Rowan
• ম্যাচ শুরু হবার সঙ্গে সঙ্গেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা রিঙ্গেই বাইরেও অনেক ফাইট করে, শেষে তারা দুজনেই রিঙ্গে উঠে এবং বিগ শো রোয়ানকে স্টিল স্টেপের উপরে একটা চোকস্লাম দেয় এবং তারপর একটা KO পাঞ্চ হিট করে এবং অন্য একটা স্টেপের সাহায্যে রোয়ানকে ধরে যাতে সে হিলতে না পারে, এই অবস্থায় পিন করে বিগ শো জিতে যায় এবং প্রথম স্টেয়ারস ম্যাচের বিজয়ী হিসাবে ইতিহাস গরে দ্য বিগ শো।
♥ Winner: Big Show
◘ এর পরের ম্যাচ হবে সিনা vs. রলিন্স।
♦ Tables Match:-
♠ Seth Rollins vs. John Cena
• তাদের মধ্যে দারুন একটা ম্যাচ হয়। শেষে আনাউন্স টেবিলের উপরে সিনা, রলিন্সকে একটা AA দিয়ে দেয়, কিন্তু AA টার দম এত বেশী ছিল যে আনাউন্সটেবিল্টা ভাঙ্গেইনি, এরপর সিনা ভাবে যে সে জিতে গেছে কিন্তু রেফারি সিনাকে জানিয়ে দেয় যে টেবিল না ভাঙলে সে জিতবে না। সেজন্য সিনা এবার আনাউন্স টেবিল ছেড়ে নিচ থেকে কিছু সাধারন টেবিল আনতে যায়। কিন্তু কোন একটা কারনে বিগ শো ইন্টারফেয়ার করে এবং সিনাকে মারতে থাকে, ঠিক তখনই অনেক দিন পরে ফ্যান ফেবারিট সুপারম্যান রোমান রেইন রিটার্ন করে। রেইন্স রিঙ্গে উঠে যায় এবং বিগ শোকে একটা সুপারম্যান পাঞ্চ হিট করে এবং তারপরে টেবিলের উপরে তাকে একটা স্পিয়ার দিয়ে দেয়। রলিন্স তাকে অ্যাটাক করার চেষ্টা করে কিন্তু রেইন্স তার আগেই তাকে একটা সুপারম্যান পাঞ্চ দিয়ে দেয় এবং তারপর এই সুযোগে সিনা রলিন্সকে কাঁধে চেরে নেয় এবং টেবিলের উপর একটা AA দিয়ে দেয় যেটা ফাইনালি ভেঙ্গে যায় এবং সিয়াকে জয়ী হিসাবে ঘোষণা করা হয়, অর্থাৎ আমাদেরকে আবার সিনা vs. ব্রকের সুপারবোরিং ম্যাচ দেখতে হবে, থাঙ্কস টু রোমান রেইন্স।
♥ Winner: John Cena
♠ Nikki vs. AJ (Divas Title Match)
• তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। এজে লি একটা শাইনিং উইজার্ড দেয় কিন্তু নিক্কি রোপের খুব কাছে থাকায় বেঁচে যায়। ব্রি তার বোনকে সাহায্য করার চেষ্টা করে কিন্তু রেফারি এটাকে দেখে নেয়, সেজন্য রেফারি তাকে রিংসাইড থেকে তারিয়ে দেয়। এরপর নিক্কি কিছু একটা জিনিস এজে লি এর চোখে স্প্রে করে দেয় এবং রাক অ্যাটাকের মাধ্যমে জয়লাভ করে নেয়।
♥ Winner: Nikki Bella
♦ Chairs Match:-
♠ Kane vs. Ryback
• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। একসময় কেইন একটা চিয়ার নিয়ে রাইব্যাককে অনেকবার মারে, এরপর কেইন সমস্ত চেয়ারকে রিঙ্গের মধ্যে ছুরে ফেলতে থাকে। কিন্তু এই সময় পেয়ে রাইব্যাকের শক্তি ফিরে আসে এবং সেও একটা চিয়ার নিয়ে কেইনকে নির্মমভাবে মারতে থাকে। এরপর রাইব্যাক একটা মিটহুক ক্লোথসলাইন দেওয়ার চেষ্টা করে কিন্তু কেইন তার ফেসের উপর চেয়ার ছুরে মারে এবং একটা চোক্সলাম হিট করে দুই কাউন্ট লাভ করে। এরপর রাইব্যাক উঠার পরে কেইনকে একটা শেলশক দিয়ে ম্যাচটা জিতে যায়।
♥ Winner: Ryback
♠ Jack Swagger vs. Rusev (US Title Match)
• এই ম্যাচটা যা আশা করা হয়েছিল তার থেকে অনেক শর্ট হয়। শেষে রুসেভ একটা সুপারকিক দিতে গেলে স্বাগার সেটাকে ধরে ফেলে এবং প্যাট্রিয়ট লক দেওয়ার চেষ্টা করে কিন্তু রুসেভ কাউন্টার করে সেটাকে ব্রেক করে এবং প্রায় আকোলেড দিয়েই ফেলেছিল, কিন্তু স্বাগার রোপের কাছে গিয়ে এবারের মতো বেঁচে যায়। কিন্তু রুসেভ আবার তার আকোলেড দিতে সক্ষম হয়ে যায় কিন্তু স্বাগার এটার কাউন্টার করে প্যাট্রিয়ট লকে পরিনত করে দেয়। রুসেভ স্বাগারের মুখে একটা কিক মেরে তার সাবমিশন ছাড়িয়ে দেয়। এরপর স্বাগার নীচে পরে যায় কিন্তু রেফারির দশ কাউন্টের আগেই সে রিঙ্গে চলে আসে এবং রিসেব তারপর তাকে একটা কিক এবং আকোলেড দিয়ে জয়লাভ করে।
♥ Winner: Rusev
◘ এরপরের ম্যাচ হবে আজকের মেইন ইভেন্ট, সবথেকে ভালো ম্যাচ।
♦ TLC Match:-
♠ Dean Ambrose vs. Bray Wyatt
• এই ম্যাচের জন্য আম্ব্রোস তার নিজের একটা ল্যাডার নিয়ে আসে। এবং তারপর তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায় প্রায় সঙ্গে সঙ্গেই। তাদের ম্যাচের বর্ণনা দিলে তার আগেই TLC টিভিতে দেখিয়ে দিবে এত বড়ো ম্যাচ হয়েছে। এই ম্যাচটা কেউ মিশ করবেন না, সবকিছুর প্রয়োগই এই ম্যাচে দেখতে পাবেন বলতে গেলে অন্য ম্যাচগুলির বাপ এই ম্যাচ। শেষে তারা দুজনেই নিজেদের পায়ে দাঁড়াতে থাকে, আম্ব্রোস এটা প্রথমে করতে সক্ষম হয়, এবং সে একটা টিভিকে ধরে নেয় যেটা সে রিঙ্গের নীচে থেকে পেয়েছিল। কিন্তু টিভির কর্ডটা এতটাই ছোট ছিল যে, সে টিভিটাকে নিয়ে ছুটে গেলে সেটা থেকে স্পার্ক বার হতে থাকে যেটা সরাসরি ডীনের মুখে গিয়ে পরছিল। এরপরে আম্ব্রোস প্রায় সাময়িক অন্ধই হয়ে গিয়েছিল এবং এই সুযোগে ব্রে ওয়াট এসে তাকে একটা জোরদার সিস্টার আবিগেল দিয়ে জয়লাভ করে, অর্থাৎ ডিন আবারও একটা ম্যাচে হারলো যদিও ব্রেও ক্লিয়ার ভিক্টোরি পাইনি জাস্ট লাইক ডিনের অন্যান্য প্রতিপক্ষ।
♥ Winner: Bray Wyatt
◘ ম্যাচের পরে ব্রে অন্ধ ডিনকে নিয়ে বিদ্রুপ করে যাচ্ছিল যদিও রেফারিরা এসে তাকে সামলায় এবং আজকের TLC এখানেই শেষ। এন্ডিংটা ছিল পুরাই অন্যধরনের।