এই সপ্তাহের Smack Down এর পুরো সময়সূচী:- 


♣‪বাংলাদেশঃ‬=
শুক্রবার:- বিকেল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে এবং  রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘শনিবার:- বিকেল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=
শুক্রবার:- বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং  রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
◘শনিবার:- বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।

এই সপ্তাহের Smack Down এর পুরো সময়সূচী

এই সপ্তাহের WWE Raw এর পুরো সময়সূচী:- 


♣‪বাংলাদেশঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে এবং  রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা মিনিটে এবং  রাত ৯.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত।

এই সপ্তাহের WWE Raw এর সময়সূচী


আমরা জানি যে ব্যাড নিউজ ব্যারেট এর ইঞ্জুরি হওয়াই সে মানি ইন দ্য ব্যাঙ্ক কন্ট্রাক্ট ম্যাচে খেলতে পারেনি...সে এখন খেলায় অসামর্থ্য হওয়ায়, তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকেও ভ্যাকান্ট করে দেওয়া হয়েছে।

WWE -এর নেক্সট পি.পি.ভি. Battleground -এ ভ্যাকান্ট হয়ে থাকা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ব্যাটল রয়্যাল ম্যাচ হবে। সান্ডো, সিসারো, কোফি এবং গ্রেট খালি এই ম্যাচে অংশগ্রহন করবে। অনেকদিন পড়ে আমরা কোন টাইটেল ম্যাচে খালি কে দেখবো...যদিও আমার মনে হয় সিসারো জিতবে এবং নতুন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে, আপনাদের কি মনে হয় কে জিতবে??

Battleground-এ ভ্যাকান্ট ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য একটা ব্যাটল রয়্যাল ম্যাচ হবে

30/06/2014

অনলাইনে দেখার জন্য নীচে জান (ডাউনলোড লিঙ্ক শেষে দেওয়া আছে) :-

PART-1




PART-2




PART-3



 ডাউনলোড লিঙ্ক 

 PART-1 

 PART-2 

 PART-3 

(ডাউনলোড করার জন্য উপরের লিঙ্কে গিয়ে ডান দিকে দেখুন সেখানে আপনার পছন্দের সাইজটি ডাউনলোড করুন, ২য় অপসনে থাকা ৩২০X২৪০ টা সবথেকে ছোট।)

অনলাইনে দেখুন বা ডাউনলোড করুন WWE Raw, 30/06/2014


অনলাইনে দেখুন বা ডাউনলোড করুন WWE Main Event 1/07/14...এটা আপনারা টিভিতে দেখতে পাবেন না!! 





ডাউনলোড লিঙ্কঃ= 

(ডাউনলোড করার জন্য উপরের লিঙ্কে গিয়ে ডান দিকে দেখুন সেখানে আপনার পছন্দের সাইজটি ডাউনলোড করুন, ২য় অপসনে থাকা ৩২০X২৪০ টা সবথেকে ছোট।)

অনলাইনে দেখুন বা ডাউনলোড করুন WWE Main Event 1/07/14


WWE 2K15 -এর কভার ফটোর জন্য WWE World HeavyWeight চ্যাম্পিয়ন জন সিনাকে বাছা হয়েছে।

আমরা সাধারনত ১৫ টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা কে WWE-এর বিভিন্ন শোতে দেখি কিন্তু এখন আমরা তাকে WWE -এর 2K Sports সিরিজের নেক্সট গেমের কভার স্টার হিসাবেও দেখতে পাবো।

তাহলে এবার গেমেও দ্য চ্যাম্প ইজ হেয়ার...!!

এই গেমটা রিলিজ হবে আগামী ২৮শে অক্টোবর, শুধুমাত্র  Xbox One, Xbox 360 এবং PlayStation 3, 4 -এদের জন্য।

এই ঘোষণাটা করা হয় সিনা MITB -তে চ্যাম্প হবার পরের দিনেই যেখানে সে Randy Orton, Roman Reigns, Cesaro, Sheamus, Bray Wyatt, Kane এবং Alberto Del Rio -কে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয়েছিল।

এই জয়ের পর সে তার টুইটার আকাউন্টে নিজের এই ছবিটা পোস্ট করেছিলঃ- 




WWE 2K15 -এর কভার ফটোতে থাকবে জন সিনা...!!


◘ Seth Rollins শো শুরু করে কিন্তু Dean Ambrose তাকে অ্যাটাক করে। 
Randy Orton তাকে বাচায় এবং Roman Reigns তারপর আসে।

◘ Big E defeated Cesaro by count-out.

◘ United States champion Sheamus defeated Alberto Del Rio.


◘ Chris Jericho , Bray Wyatt -এর উপর একটা প্রোমো কাটে কিন্তু The Miz তাকে বাধা দেয়। Jericho তাকে চুপ করারার লেগে একটা Codebreaker দেয়।


◘ Divas champion AJ Lee defeated Eva Marie। AJ ম্যাচের আগে একটা প্রোমো কাটে এবং Paige কমেন্ট্রি তে ছিল।


◘ Damien Sandow এবার Bruce Springsteen -এর ড্রেস পড়ে আসে এবং "Born in the USA" -এই গান গায়। Lana and Rusev তাকে বাধা দেয়। কিন্তু তারাও Jack Swagger এবং Zeb Colter -এর দ্বারা বাঁধা পায়, যারা রাশিয়ার ব্যাপারে মজা করে এবং অনেক চিয়ার পায়।


◘ Ambrose defeated Orton by disqualification যখন Rollins interferedইন্টারফেয়ার করে।


◘ Reigns তাকে বাচায় এবং Orton কে ধোলাই দিয়ে শো শেষ করে।

WWE SmackDown Spoilers, Jul 1, 2014



এই ছবিটা দ্য ভাইপার র‍্যান্ডি ওরটন তার অফিসিয়াল টুইটার আকাউন্টে আপ্লোড করেছে।

মানি ইন দ্যা ব্যংকে WWE World Heavyweight চ্যম্পিয়নশিপ ম্যচ খেলার সময় ল্যডারের সাথে রেন্ডি অরটন মাথায় প্রচন্ডভাবে আঘাত পেয়ে তার মাথা ফেটে যায় , তবুও ম্যচ খেলতে ছিলেন , ম্যচ শেষে, ডাক্তাররা তার মাথায় ১১টি শেলাই করেছে ,ডাক্তাররা জানিয়েছে তার মাথার খুলির উপর ক্ষত দেখা গেছে। কিন্তু চিন্তার কোন বিষয় নাই কারন পরের দিনের "র" তেই সে খেলেছে এবং এখন বিপদমুক্ত।

সবাই তার সুস্থতা কামনা করুন ।


•• র‍্যান্ডি ওরটন এর জীবনী

MITB তে ল্যডারের সাথে রেন্ডি অরটন মাথায় প্রচন্ডভাবে আঘাত...


আজকের "র" তে WWE -এর COO ট্রিপল এইচ আনাউন্স করেছে যে, আগামী ২০ জুলাই WWW -এর নেক্সট পি.পি.ভি. Battleground -এ WWE World HeavyWeight চ্যাম্পিয়নশিপের জন্য একটা Fatal Four Way ম্যাচ হবে, যেখানে  WWE World HeavyWeight চ্যাম্পিয়ন জন সিনার খেলা পড়বে- দ্য ভাইপার র‍্যান্ডি অরটন, রোমান রেইন্স এবং দ্য ডিমন কেইন -এর সঙ্গে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই ম্যাচের উইনারও হবে জন সিনা....। 

WWE World HeavyWeight চ্যাম্পিয়নশিপের জন্য একটা Fatal Four Way ম্যাচ হবে।

আপনি যে রেসলারের ব্যাপারে জানতে চান তার নামের উপর ক্লিক করুনঃ- 

আপডেটঃ বর্তমানে এই সেকশনটিকে রেসলারদের জীবনী নামক আলাদা পেজে দেওয়া হয়েছে, সেখানে অনেক বেশী রেসলারদের তথ্য আছে। এইখানে লিঙ্ক সংযুক্ত করা হল। 















রেসলারদের সম্পর্কে বিভিন্ন তথ্য

WWE Raw রেজাল্ট, ৩০ জুনঃ- 



#USA নেটওয়ার্কে আজকের "র" লাইভ ছিল এবং এটা শুরু হয় MITB -এর রিক্যাপের দ্বারা। 

◘ট্রিপল এইচের মিউজিক দ্বারা "র" শুরু হয়। তারা অনেক হাসিমুখনিয়ে আসে এবং এরপর অনেক CM Punk চ্যান্ট শোনা যায়। তারা বলে যে ড্যানিয়েল ব্রায়েনের ইঞ্জুরি যা ভাবা হয়েছিল তার থেকেও বেশী সময় নিবে।

◘এরপর ট্রিপল এইচ জন সিনাকে নিয়ে আসে। সিনা একটা মিশ্রিত রিঅ্যাকশান পায় যার মধ্যে নেগেটিভ চ্যান্টই বেশী ছিল। সিনা বলে যে ব্রায়েন আসার পরেও সে চ্যাম্পিয়ন থাকবে এবং ব্রায়েনকে একটা ম্যাচ দিবে।

◘শেষে ট্রিপল এইচ আনাউন্স করে যে Battleground -এ চ্যাম্পিয়নশিপের জন্য একটা Fatal-4-way  ম্যাচ হবে যার মধ্যে থাকবে কেন, অরটন, রেইন্স এবং চতুর্থ জন ঠিক হবে আজকের ম্যাচের পর, যেটা আরও কিছুক্ষণ পড়ে হবে।

♥Seth Rollins vs. RVD
♠Winner: Seth Rollins 

♥The Usos and Sheamus vs. The Wyatt Family 
♠Winners: The Wyatt Family

♥The Funkadactyls vs. Nikki Bella
♠Winners: The Funkadactyls

♥Kofi vs. Cesaro
♠Winners: Kofi. (◘বিজ্ঞাপনের পরে এসে দেখা যায় কোফি সেলিব্রেট করছে, এরপর সিসারো কোফিকে অ্যাটাক করে এবং শেষে অফিসিয়ালরা এসে ঝগড়া মেটায়।)


♥Khali vs. Damien McSandow
♠Winner: Khali 


◘ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে কিন্তু তার বদলে আসে ডেমিয়েন সান্ডোউ...সে মোটামুটি ভালোই নকল করে কিন্তু এতে ভালো না হয়ে খারাপ হয়, 

এরপর স্টেফনিকে দেখায়, সে খুব রেগে ছিল এবং সাজা হিসাবে সান্ডোউ এর সঙ্গে গ্রেট খালির ম্যাচ দেয়।


◘এরপর একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে...এখন যদি সে হিল হিসাবে আসে তাহলে আলাদাই মজা হবে, সে রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।

◘মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."

◘এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!

♥Fandango vs. Dolph Ziggler 
♠Winner: Dolph Ziggler 

♥Stardust & Golddust vs. Rybaxel 
♠Winner: Stardust


♥AJ vs. Paige (Divas Title Match)
♠Winner and new Divas champion: AJ 

(◘মনে আছে আগেরবার একই কাজ করে পেইজ চ্যাম্প হয়েছিল এবার তাকে ঠিক সেইভাবেই হারিয়ে নতুন চ্যাম্প হল এজে।
◘এরপর পেজ মনের দুঃখে কাঁদতে থাকলো এবং আমাদের নতুন চ্যাম্প নিজের বেল্টকে জরিয়ে ধরলো)



র‍্যান্ডি অরটন রিঙে এলো মেইন ইভেন্ট এর জন্য...এত তারাতারি ইঞ্জুরি কাটিয়ে ওঠা দ্য ভাইপার ছাড়া অন্য কারো সম্ভব নয়!!

◘Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena -এই ম্যাচটা হল আজকের মেইন ইভেন্ট। প্রথমে সিনা এবং অরটন শুরু করলো, সিনা খুব বিপরীত চ্যান্ত পেল!!

◘এরপর খুব তারাতারি ট্যাগ পেয়ে রোমান এবং কেন এলো, কেনকে রোমান রিঙ্গের বাইরে ফেলে দিল।
শেষে অরটন আচমকা সিনাকে একটা RKO দিয়ে দিল এবং রোমান অরটনকে রিঙ্গের বাইরে ফেলে দিল। অরটন এবং রেইন্স রিঙ্গের বাইরে লড়াই করছিল এবং কিছুক্ষণ পর ভিতরে সিনা এবং কেনের লড়াই শুরু হয়ে গেল। কেন সিনাকে স্টিল স্টেপে মারলো এবং এইভাবেই রেফারী ম্যাচটা ডিস্কোয়ালিফাই করে দিল এবং অরটন দেরকে উইনার করে দিল।

♥Randy Orton and Kane vs. Roman Reigns and John Cena 

♠Winners by DQ: Kane and Randy Orton



◘এবার কেন সিনাকে রিঙ্গের ভিতর থম্বস্টোন দেয় এবং ট্রিপল এইচ তখন একজনকে আসার সিগ্নাল দেয়, তখন সেথ রলিন্স আসে এবং ক্যাশ ইন করার চেষ্টা করে।

সিনা ইঞ্জুর থাকায় রেফারী করছিল না কিন্তু ট্রিপল এইচ তাকে আদেশ দেয় সেটা করতে তখন ডিন আম্ব্রোস আসে এবং সেথ কে মারার চেষ্টা করে কিন্তু কেন তাকে মারতে একটা চেয়ার নিয়ে আসে কিন্তু রোমানের কাছে একটা স্পিয়ার খেয়ে নেয়....।

রোমান রেইন্স দাড়িয়ে থাকে এবং এইভাবেই "র" দারুন মাত্রাই শেষ হয়।

WWE Raw রেজাল্ট, ৩০ জুন, ২০১৪

দ্য মিজ এবং জেরিকোর সারপ্রাইজ রিটার্নএর পর এবার রিটার্ন করলো একজন ডিভা। সে হল সি এম পাঙ্কের বিবাহিত স্ত্রি এজে লি। শুধু এখানেই নিউজ খতম নয়, যদিও মিজ এবং জেরিকো ধোলাই খেয়েছে কিন্তু এজে ডিভার চ্যাম্পিয়নের লেগে ম্যাচ খেলল এবং চ্যাম্পও হয়ে দেখাল।

মনে আছে আগেরবার একই কাজ করে পেইজ চ্যাম্প হয়েছিল এবার তাকে ঠিক সেইভাবেই হারিয়ে নতুন চ্যাম্প হল এজে।

এরপর পেজ মনের দুঃখে কাঁদতে থাকলো এবং আমাদের নতুন চ্যাম্প নিজের বেল্টকে জরিয়ে ধরলো...। 

ব্রেকিং নিউজঃ রিটার্ন করে চ্যাম্প হলো এজে লি!!

ব্রেকিং নিউজ আজকের "র" তে দ্য মিজ এবং জেরিকো রিটার্ন করেছে!!

একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে এবং রেসেলমেনিয়াতে মেইন ইভেন্ট করেছেল সেই ব্যাপারে বলে এবং তখন আচমকা ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে... WWE আগে থেকেই আজকে রিটার্ন করার ব্যাপারে বলছিল।

আমি এই ব্যাপারে WWE এর টুইটের ভিডিও দিলাম-


**মিজ জেরিকোকে বাধা দিতে গেলে একটা Codebreaker খেয়ে নেয় এবং তারপর মাইক হাতে নিয়ে বলে - "it felt good to hurt Miz and he has been waiting a long time to come back."

এরপর লাইট নিভে যায় এবং Wyatt ফ্যামিলি আসে, তারা জেরিকো কে  ভালোমতো ধোলাই দেয় এবং Sister Abigail দেয়, অর্থাৎ দুটো রিটার্নিং সুপারস্টারই ধোলাই খেল!!


ব্রেকিং নিউজ দ্য মিজ এবং জেরিকো রিটার্ন করেছে!!


WWE Raw Live Coverage


USA নেটওয়ার্কে আজকের "র" লাইভ ছিল এবং এটা শুরু হয় MITB -এর রিক্যাপের দ্বারা। 

◘ট্রিপল এইচের মিউজিক দ্বারা "র" শুরু হয়। তারা অনেক হাসিমুখনিয়ে আসে এবং এরপর অনেক CM Punk চ্যান্ট শোনা যায়। তারা বলে যে ড্যানিয়েল ব্রায়েনের ইঞ্জুরি যা ভাবা হয়েছিল তার থেকেও বেশী সময় নিবে। 

◘এরপর ট্রিপল এইচ জন সিনাকে নিয়ে আসে। সিনা একটা মিশ্রিত রিঅ্যাকশান পায় যার মধ্যে নেগেটিভ চ্যান্টই বেশী ছিল। সিনা বলে যে ব্রায়েন আসার পরেও সে চ্যাম্পিয়ন থাকবে এবং ব্রায়েনকে একটা ম্যাচ দিবে।

◘শেষে ট্রিপল এইচ আনাউন্স করে যে Battleground -এ চ্যাম্পিয়নশিপের জন্য একটা fatal-4-way  ম্যাচ হবে যার মধ্যে থাকবে কেন, অরটন, রেইন্স এবং চতুর্থ জন ঠিক হবে আজকের ম্যাচের পর, যেটা আরও কিছুক্ষণ পড়ে হবে। 

♥Seth Rollins vs. RVD
♠Winner: Seth Rollins 

♥The Usos and Sheamus vs. The Wyatt Family 
♠Winners: The Wyatt Family

♥The Funkadactyls vs. Nikki Bella
♠Winners: The Funkadactyls

♥Kofi vs. Cesaro 
♠Winners: Kofi. (বিজ্ঞাপনের পড়ে এসে দেখা যায় কোফি সেলিব্রেট করছে, এরপর সিসারো কোফিকে অ্যাটাক করে এবং শেষে অফিসিয়ালরা এসে ঝগড়া মেটায়।)

◘ভিন্স মিকম্যানের মিউজিক হিট করে কিন্তু তার বদলে আসে ডেমিয়েন সান্ডোউ...সে মোটামুটি ভালোই নকল করে কিন্তু এতে ভালো না হয়ে খারাপ হয়, এরপর স্টেফনিকে দেখায়, সে খুব রেগে ছিল এবং সাজা হিসাবে সান্ডোউ এর সঙ্গে গ্রেট খালির ম্যাচ দেয়।

♥Khali vs. Damien McSandow
♠Winner: Khali 

◘এরপর একটা প্রোমো দেখানো হয় এবং দ্য মিজ রিটার্ন করে, তার ব্যাপারেই আজকে WWE টুইট করছিল। যাইহোক, সে একটা স্কার্ফ এবং সানগ্লাস পড়ে আসে...এখন যদি সে হিল হিসাবে আসে তাহলে আলাদাই মজা হবে। 

♥Fandango vs. Dolph Ziggler
♠Winner: Dolph Ziggler

♥Stardust & Golddust vs. Rybaxel
♠Winner: Stardust

♥AJ vs. Paige (Divas Title Match)
♠Winner and new Divas champion: AJ

PS:- কিছুক্ষণ অন্তর এটাকে রিলোড করুন আমি লাইভ আপডেট দেব এডিট করে... 

WWE Raw লাইভ কভারেজ!! (Reload for Update)

♠ The Usos (Jimmy & Jey Uso) (c) vs. The Wyatt Family (Luke Harper & Erick Rowan)
♦ Winners: The Usos.

♠ Paige (c) vs.  Naomi (with Cameron)
♦ Winner: Paige. (Divas Title Match)

♠ Adam Rose vs. Damien Sandow.
♦ Winner: Adam Rose.

♠ Seth Rollins defeated Dean Ambrose, Dolph Ziggler, Kofi Kingston, Rob Van Dam & Jack Swagger (with Zeb Colter)

♠ Goldust & Stardust vs. Rybaxel (Ryback and Curtis Axel)
♦ Winners: Goldust & Stardust.

♠ Rusev (with Lana) vs. Big E.
♦ Winner: Rusev.

♠ Layla vs. Summer Rae.
♦ Winner: Layla.

♠ Alberto Del Rio vs. Bray Wyatt vs. Cesaro (with Paul Heyman) vs. John Cena vs. Kane vs. Randy Orton vs. Roman Reigns vs. Sheamus.
♦ Winner: John Cena.



লেখক-shehab™

Money In The Bank 2014 এর রেজাল্ট

ফ্যানদের মনের কথা জানার জন্য, #WWE অনেকধরনের জরিপ বা সারভের সাহায্য নেয়। এই কাজের জন্য তারা কিছু সিলেক্টেড ফ্যানদের কাছে মেল পাঠায়, আবার কখনও তারা আরও বিস্তারিত কোন জিনিসের সাহায্য নেয় যেমন DVD প্রোজেক্ট, WWE নেটওয়ার্কের শো, বিভিন্ন গেম প্রভৃতি।

#PWInsider -এর একটা খবর থেকে জানা যায় যে, সম্প্রতি WWE এইরকম একটা সার্ভের আয়োজন করেছিল যার মুল উদ্দেশ্য ছিল “SummerSlam” পিপিভি এর ম্যাচের ব্যাপারে ধারনা তৈরি করা।

এই সার্ভের সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল - "যদি ব্রক লেস্নার সামারস্লামে WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে তাহলে কে হবে তার অপনেন্ট??" ফ্যানদের কাছে ছিল সাতটা অপশন যার মধ্যে থেকে যেকোনো একটাকে বাছতে হবে...এরা হলঃ- Randy Orton, John Cena, Roman Reigns, Bray Wyatt, Cesaro, Alberto Del Rio এবং Sheamus, অর্থাৎ এইবারের MITB -এর ল্যাডার ম্যাচের প্লেয়াররা।

ফর্মার চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়েনএর ইঞ্জুরির কারনে নতুন চ্যাম্পিয়ন কে হবে সেটা বার করতে এই ম্যাচের আয়োজন করা হয়েছিল। আপনারা হয়তো লক্ষ করেছেন আগের অপশনে একটা ইম্পরট্যান্ট নাম ড্যানিয়েল ব্রায়েন নাই!! , যদিও এটা শোনা যাচ্ছিল যে সে সামারস্লামে ব্যাক করবে।

একটা সময় মনে হচ্ছিল যে, ব্রায়েনএর নেক্সট ম্যাচ হবে ব্রক লেস্নারের সঙ্গে যে আগের Wrestlemania তে আন্ডারটেকারের স্ট্রিককে ভেঙ্গেছিল। কিন্তু, এখন বোজা যাচ্ছে যে সামারস্লামে ব্রায়েনএর সঙ্গে ব্রক লেস্নারের কোন ম্যাচ হবে না!!

এই সার্ভে থেকে প্রমান হয় যে ব্রায়েনএর রহস্যজনক ইঞ্জুরির কারনে সে সামারস্লামেও খেলতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে লেস্নারের ব্যাক কনফার্ম, তাহলে তার অপনেন্ট কে হবে?? অনেকে বলছে সিসারো হতে পারে...কিন্তু আমার মনে হয় সে খেলবে MITB এর WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপের জন্য হওয়া ল্যাডার ম্যাচের উইনার এর সঙ্গে, অর্থাৎ সে এবার নর্মাল ম্যাচ নয়, চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে। 

সামারস্লামে ব্রক লেসনারের অপনেন্ট কে হবে?

☻'End of an Era' আসলে কী?? এইরকম নাম হওয়ার পিছনে কারনটা কী?? (লম্বা হলেও পড়ে দেখার অনুরোধ রইলো)

উত্তরঃ- 'End of an Era' হল শুধুই একটা ম্যাচের নাম (যেমন রক এবং সিনার মধ্যে হওয়া 'Once in a Lifetime' )। এই ম্যাচটা হয়েছিল The Undertaker এবং Triple H -এর মধ্যে যেটা ছিল Hell in a Cell ম্যাচ। WrestleMania ২৮ -এ হওয়া এই ম্যাচের স্পেশাল রেফারী ছিল, ট্রিপল এইচ এর খুব কাছের বন্ধু শন মাইকেল। শেষ পর্যন্ত এই ম্যাচটা টেকার জিতে নেয় এবং তার স্ট্রিককে ২০-০ করে অক্ষত রাখে। এই ম্যাচের শেষে ট্রিপল এইচ, টেকার এবং শন তিনজনে মিলে একসাথে দাড়ায় এবং সেটা ছিল Wrestlemania -এর ইতিহাসে একটা বিশেষ মুহূর্ত কারন এই তিনজনই WWE এর মেরুদন্ড ছিল এবং তারা সেইদিন এক হয়েছিল।  


◘এবার এটার নামকরনের ব্যাপারে আসা যাক...। এটার নামকরন সত্যিই খুব রহস্যজনক, কারন এটা কোন এরার এন্ড তা বুঝা খুব মুশকিল, তাছাড়া, এরপরেও টেকার এবং ট্রিপল এইচ খেলেছিল, এর পরেও পিজি এরা এবং হেল ইন এ সেল ম্যাচ কন্টিনিউ করেছিল।
যাইহোক, এর উত্তরের ব্যাপারে WWE ইউনিভার্স দুইভাগে বিভক্ত।

◘এর মধ্যে একভাগের যুক্তি  হল- এটা ছিল রেস্লারদের দিক থেকে, attitude era -এর অফিসিয়াল এন্ডিং। কারন সেই এরার রেস্লারদের মধ্যে কেবল ট্রিপল এইচ এবং টেকারি বাকি ছিল। যদিও কেন ও মার্ক হেনরিও ছিল কিন্তু তারা টেকার ও ট্রিপল এইচের মতো আইকন নয়। এই ম্যাচটা ছিল আসলে attitude era -এর প্রতি একটা স্যালুট কারন এই এরার কারনেই WWE, WCW -এর থেকে উপরে উঠতে পেরেছিল।

◘অন্যভাগের যুক্তি হল 'End of an Era' -তে "Era'" বলতে বিশেষ কোন এরা কে বোঝানো হয়নি, বরং আগের সবকটি এরাকে একসঙ্গে বোঝানো হয়েছে। আন্ডারটেকার হল একমাত্র রেসলার যে, Golden Era , Attitude Era, Ruthless Aggression Era এবং  PG Era তে খেলেছে। সে শুধুমাত্র ৪টা এরা তে খেলেছে শুধু টাই নয়, সে আন্ডারটেকার নামে ২২ বছর খেলেছে এবং রেসেলমেনিয়া তে ২২ বার এসেছে...যেটা একটা রেকর্ড।

অন্যদিকে ট্রিপল এইচ Attitude Era শুরু হবার ঠিক আগেই এসেছে এবং এই এরার একজন বিখ্যাত রেস্লার ছিল এবং তার থেকেও বেশী বিখ্যাত ছিল Ruthless Aggression Era তে।

শন মাইকেলও প্রায় ট্রিপল এইচের সঙ্গেই ছিল যদিও তার থেকে বেশী দিন ধরে WWE তে ছিল।

◘অর্থাৎ, এই ম্যাচের মাধ্যমে যে এরাটা শেষ হয়েছে সেটা কোন বিশেষ একটা এরা নয়, এটা ছিল এইতিন রেস্লার দ্বারা খেলা সেইসব এরার সমষ্টি। যারা WWE কে এখনকার WWE বানিয়ে তুলেছে তারা এরপর রিটায়ার করবে বা অলরেডি করে গেছে।

দুঃখের বিষয় হল এটা যে আমরা আর দ্বিতীয় টেকার, ট্রিপল এইচ বা শন মাইকেল পাবোনা...সেইসব রোমহর্ষক ম্যাচও আর দেখতে পাবো না যা এরা একদিন দেখিয়েছে। আমরা শুধু একটাই কাজ করতে পারি, সেটা হল তাদের কথা স্বরন করি এবং তাদেরকে একটু মন খুলে রেস্পেক্ট করি...স্যালুট করি এই তিন বসকে...তোমাদের অবদান জিবনেও ভুলতে পারবো না...!!!

'End of an Era' আসলে কী??

আজকে দ্য ভাইপার এর ব্যাপারে কিছু কথা বলবো যা অনেকদিন থেকেই বলতে চায়তাম কিন্তু সময় হয়ে উঠেনি...যাইহোক আপনি তাকে লাইক করেন বা না করেন লেখাটা পরা উচিত!!

র‍্যান্ডি অরটন এর উচিত অথরিটির বিরুদ্ধে গিয়ে এবং অথরিটি থেকে আলাদা হয়ে,  নিজের ক্যারিয়ারকে পুনর্জীবিত করে দ্য ভাইপার নামের প্রতি ন্যায় বিচার করা।

আমার মতে, এখন হচ্ছে সঠিক সময়  অরটনের ফেস টার্নের জন্য। আগের বছরের একটা মাজারি ধরনের হিল টার্নের পর, #WWE এবং অরটনকে এটা মেনে নেওয়া উচিত যে, ট্রিপল এইচ ও স্টেফনি মিকম্যানের চাকর হিসাবে কাজ করে মোটেও তার কোন উপকার হয়নি!!

◘অরটন আগের কিছু মাস ধরে শুধুমাত্র মিকম্যান ফ্যামিলির জন্য কাজ করছে, এমনকি তার চ্যাম্পিয়ন হবার পরেও কিছুই বদলায়নি। এই সময় আমরা ভালো ম্যাচ প্রায় দেখতেই পায়নি বরং বিগ শো বা সিনার সঙ্গে হওয়া বোরিং চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখেছিলাম।

এটা দেখে সত্যিই অবাক লাগছে যে অরটনের মতো প্লেয়ারকে এখন গুরুত্বপূর্ণ জাগার কাছাকাছিও রাখা হয়নি। এখন তাকে জোর করে একটার পর আর একটা বোরিং ফিউড দেওয়া হচ্ছে যেটা সে আদও করতে চায়না।

◘এখন একটা বেবিফেস টার্ন হয়তো তার এই বোরিং ক্যারেক্টার থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে...এখন যা চলছে তা চালিয়ে জাওয়া মোটেই উচিত নয়।

হ্যাঁ...যদি হিল হিসাবেই সে অথরিটি থেকে আলাদা হয়ে যায় তাহলেও কাজ হবে।

আর এই ঘটনাটা ঘটার একটা দারুন চ্যান্স আছে MITB তে। দ্য ভাইপার যদি ল্যাডার ম্যাচটা জিতে নতুন চ্যামিয়ন হয় এবং বলে যে তার অথরিটির কাছ থেকে আর কোন সাহাজ্জের প্রয়োজন নায়  এবং ট্রিপল এইচ ও স্টেফনির ছত্রছায়া থেকে বেরিয়ে আসে তাহলে দারুন হবে।

◘সবশেষে আমাদের এটা ভোলা উচিত নয় যে অরটন আমাদেরকে আগে কত ভালো ভালো ম্যাচ দিয়েছে, এমন একটা সময় ছিল যখন WWE চলতো মেইনলি অরটনের জন্য...সেজন্য তার কাছে আরও ভালো ভালো ম্যাচের আশাতে রইলাম এবং আমি আবার তার পুরনো রূপকে দেখতে চায়...।

এখন হচ্ছে সঠিক সময় অরটনের ফেস টার্নের জন্য

মানি ইন দ্য ব্যাঙ্ক হল Wrestlemania -এর পর  #WWE -এর সবথেকে বড় পি.পি.ভি.। এই ম্যাচে আমরা শুধুমাত্র যে একজন  WWE world heavyweight  চ্যাম্পিয়ন পাবো তাই না...এর সঙ্গে WWE -এর ভবিষ্যতের ব্যাপারেও একটা ধারনা পাবো।

♣তো এখন সবথেকে বড় প্রশ্ন হল, আমাদের নতুন WWE World Heavyweight  চ্যাম্পিয়ন  কে হবে???

উত্তরঃ- আগে একবার এই ম্যাচের পার্টিসিপেন্টদেরকে দেখে নেওয়া যাক-

◘Alberto Del Rio
◘Bray Wyatt
◘Cesaro
◘John Cena
◘Kane
◘Randy Orton
◘Roman Reigns
◘Sheamus


♥এদের মধ্যে সবথেকে বেশী সম্ভাবনা হচ্ছে, জন সিনা, র‍্যান্ডি অরটন এবং রোমান রেইন্স এর।

♠এখন ব্যাপার হচ্ছে WWE তাদের চ্যাম্পিয়ন বাছার সময় খুব কম রিস্ক নেয় অর্থাৎ তাদের বিশ্বাসযোগ্য প্লেয়ার দেরকে চ্যাম্পিয়ন করে। আগেরবার WWE রিস্ক নিয়ে ড্যানিয়েল ব্রায়েনকে চ্যাম্পিয়ন করেছিল যেটা হিটের বদলে ফ্লপ হয়ে যায়। সেজন্য এবার WWE -এর রিস্ক নেবার চান্স খুব কম অর্থাৎ Roman Reigns, Cesaro, Bray Wyatt -এর চ্যাম্পিয়ন হওয়ার চান্স খুব কম।

♥এরপর বাকিদের মধ্যে Alberto Del Rio, Kane -কে এত বড় পুশ দেবারও চান্স খুব কম অর্থাৎ তাদের চ্যাম্পিয়ন হবার আশাও প্রায় নেই।

♠এখন বাকি থাকে Sheamus, Randy Orton এবং John Cena। এদের মধ্যে Sheamus কে চ্যাম্পিয়ন করা হবে না কারন সে US চ্যাম্পিয়ন এবং একসঙ্গে তিনটা বেল্ট WWE তাকে কোনদিনও দিবে না।

♥এখন ফাইনাল কম্পিটিশন হবে অরটন এবং সিনার মধ্যে। যদিও অরটনের হবার চ্যান্স প্রবল কারন কেন তার সঙ্গে আছে এবং আমিও তার সঙ্গে আছি, কিন্তু আমার মনে হয় চ্যাম্পিয়ন হবে সেই জন সিনা। কারন এরপর যে চ্যাম্পিয়ন হবে তার সঙ্গে ব্রক লেস্নার এর খেলা পরবে, এই খেলা যদি অরটন vs. ব্রক হয় তাহলে ভালো জমবে না অন্যদিকে যদি সিনা vs. ব্রক হয় তাহলে সেই খেলা ভালো জমবে কারন সিনাই একমাত্র ব্রককে রিটার্ন এর পর হারিয়েছিল এবং ব্রক এখন তার বদলা নিবে।

♠তাছাড়া নীচে যে পোস্টার দেওয়া আছে সেটা অনেকের মতে সামারস্লাম এর লিক হওয়া পোস্টার (আসল কি নকল জানিনা)। এই পোস্টার আসল হলে অবশ্যই সিনা এই ল্যাডার ম্যাচে জিতবে এবং আমাদের নতুন WWE world heavyweight  চ্যাম্পিয়ন হবে।



WWE World Heavyweight চ্যাম্পিয়ন কে হবে???

WWE মানি ইন দ্য বাঙ্ক 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-


বাংলাদেশের সময়ঃ-

সোমবার (৩০ Jun)- সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০.৩০ পর্যন্ত।
বৃহস্পতিবার (২ Jul)- রাত ৯.৩০ থেকে রাত ১ টা পর্যন্ত।
রবিবার (৬ Jul)- সকাল ১১.৩০ থেকে দুপুর ৩ টা পর্যন্ত।

­
ভাতের সময়ঃ- 

সোমবার (৩০ Jun)- সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত।
বৃহস্পতিবার (২ Jul)- রাত ৯ টা থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
রবিবার (৬ Jul)- সকাল ১১ টা থেকে দুপুর ২.৩০ পর্যন্ত।

মানি ইন দ্য বাঙ্ক 2014 -এর পূর্ণ সময়সূচী