>>Breaking News<<

WWE এর হোস্ট প্রেজেণ্টার Renee Young,  WWE ছেড়ে চলে যাচ্ছেন ESPN -এ।


কি কারনে তিনি চলে যাচ্ছে এবিষয়ে কিছু জানা যায় নি , তিনি WWE তে আসেন ২০১২ সালে , তার আসল না Renee Paquette, জন্ম ১৯ সেপ্টম্বর ১৯৮৫। এই সামান্য সময়ে তিনি WWE -তে অনেক উন্নতি করেছেন...আশা করি তার ভবিষ্যৎ আরও ভালো হবে। 

Renee Young, WWE ছেড়ে চলে যাচ্ছেন !!!

◘ Wrestling Observer Newsletter এর সূত্র থেকে পাওয়া যায়, WWE এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী, পরের বছর WrestleMania 31 -এ  The Rock -এর আসার চান্স খুব কম।


রেসেলমেনিয়ার কয়েক সপ্তাহ আগে পর্যন্ত দ্য রক সারা বিশ্বে Fast 7 এর প্রচারের জন্য ব্যস্ত থাকবেন, যেটা ৩ এপ্রিল থেকে ১০ এপ্রিল এর মধ্যে রিলিজ করবে।  

অন্যদিকে কার্ট অ্যাঙ্গেলের ফ্যানদের জন্য সুখবর আছে কারন, তার সাথে  TNA এর সাথে চুক্তি শেষ হবে এই বছরের সেপ্টেম্বরের ২১ তারিখে , তিনি ঐ কোম্পানির সাথে নতুন করে আর চুক্তি করবে না বলে জানিয়েছেন , তিনি বলেছেন আমি Wwe তে আসছি । কবে আসবে এবিষয়ে নিশ্চিৎ হওয়া যায় নি তবে যেহুতু সেপ্টেম্বরে ঐ কোম্পানি ছারবে তাই ধারনা করা হচ্ছে রয়েল রম্বলে তিনি আসবেন ।


দ্য রক ফ্যানদের জন্য দুঃখের খবর এবং কার্ট অ্যাঙ্গেল ফ্যানদের জন্য সুখবর।

আসুন একবার জেনে নেই, এই পর্যন্ত ফিক্স হওয়া  ‪Battleground‬ এর ম্যাচ সমূহঃ


 Cameron vs. Naomi 
(Kickoff Match)

❀ Rusev (with Lana) vs. Jack Swagger. (with Zeb Colter)
(Singles Match)

❀ Chris Jericho vs. Bray Wyatt
(Singles Match)

❀ Dean Ambrose vs. Seth Rollins
(Singles Match)

❀ AJ Lee (c) vs. Paige.
(Divas Championship)

❀ The Usos (Jimmy and Jey Uso) (c) vs. The Wyatt Family. (Luke Harper and Erick Rowan)
(Tag Team Championship)

❀ Alberto Del Rio vs. Big E vs. Bo Dallas vs. Cesaro vs. Curtis Axel vs. Damien Sandow vs. Dolph Ziggler vs. Fandango vs. Kofi Kingston vs. Rob Van Dam vs. Ryback vs. Sheamus vs. The Great Khali vs. (TBA)
(Battle Royal for IC Title)

❀ John Cena (c) vs. Kane vs. Randy Orton vs. Roman Reigns.
(Fatal 4 Way Match for WWE World Heavyweight Championship)

WWE Battle Ground -এর ম্যাচ সমূহ...



ক্রিশ্চিয়ান ফ্যনদের জন্য খুশির খবর 
অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ক্রিশ্চিয়ানের রিটার্ন করার খবর শুনা যাচ্ছে , যদিও এবিষয়ে WWE পরিষ্কার ভাবে এখনো কিছু বলে নি , তবে সে রিটার্ন করবে এমনটাই শুনা যাচ্ছে , রিটার্ন করলে নিশ্চিৎ সে বড় ধরনের পুশ পাবে ।

খবরটা সম্পুর্ন নিশ্চিৎ হবার পর আমরা আপনাদের জানাবো , আমাদের সাথেই থাকুন ।

ক্রিশ্চিয়ান ফ্যনদের জন্য খুশির খবর...



WWE -এর পরবর্তী PPV, Battle Ground -এ WWE World HeavyWeight -এর জন্য ফ্যাটাল-ফোর-ওয়ে ম্যাচের চ্যাম্পিয়ন কে হবে সেটা বলার জন্য কোন বিশেষজ্ঞের প্রয়োজন নায়, এটা একপ্রকারের জলের মতো পরিষ্কার যে জন সিনাই তার টাইটেল রিটেইন করবে। কারণটা জানতে হলে একটু নীচে দেখুন- 

প্রথমে আমরা WWE World HeavyWeight চ্যাম্পিয়নের প্রতিযোগীদের নাম একবার দেখে নেই- 


◘ Kane


◘ John Cena

◘ Roman Reigns


◘ Kane :-  আপনারা মানি ইন দ্য ব্যাঙ্ক এবং তার আগের ব্যাপার দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন যে Kane কে কোন টাইটেল রান দেওয়া হবে না এবং তাকে শুধুই র‍্যান্ডি অরটন এর সহযোগিতার জন্য রাখা হবে সুতরাং অপশনের মধ্যে থেকে কেন বাদ গেল!

◘ Randy Orton :- র‍্যান্ডি অরটনকে ২০১৩ তে এবং ২০১৪ -এর শেষের দিকে টাইটেল রান দেওয়া হয়েছিল, সুতরাং তাকে আবার টাইটেল রান দেওয়ার সম্ভাবনা প্রায় নায়...যদিও এটা হলে দারুন হবে। যাইহোক, অরটনও বাদ গেল। 

◘ Roman Reigns :- এখন অনেকেই ভাবছেন দর্শকদের প্রিয় রোমান রেইন্সকেই চ্যাম্পিয়ন করা হবে...কিন্তু মানি ইন দ্য বাঙ্কের মতো এখানেও নতুনদের উপর পুরোপুরি ভরসা করা যায় না। তাছাড়া অকে এত তারাতারি টাইটেল রান দেওয়াও উচিত হবে না!! তাকে পরের বছর রেসেলমেনিয়ার আগে হয়তো আমরা টাইটেল হাতে দেখতে পাবো না। তাছাড়া যদি সামনের রেসেলমেনিয়াতে সে চ্যাম্পিয়ন হয় তাহলে এটা হবে আরও অনেক বেশী স্পেশ্যাল এবং ঐতিহাসিক। 

আসলে, WWE এটা ভেবে ঠিক করেনি যে, এই ম্যাচের সবকটা প্লেয়ারই দর্শকদের কাছে টাইটেল শটের দাবি রাখে। 

সেজন্য, সিনাই একমাত্র রেসলার যে ২০ জুলাই WWE World HeavyWeight টাইটেল জিতবে অর্থাৎ, সেটা  রিটেইন করবে।

সবশেষে আরও একটা ব্যাপার আছে, অফিসের কিছু মিস্টেকের কারনে সামারস্লাম এর পোস্টার লিক হয়ে যায় এবং রিটেইল সাইট অ্যামাজন এরকম একটা পোস্টার প্রকাশ করে যার মধ্যে ছিল সিনা vs. লেসনার, তাও আবার WWE World HeavyWeight চ্যাম্পিয়নশিপের জন্য।

তাছাড়া, এই MMA ফাইটার আন্ডারটেকারের আন্ডিফিটেড স্ট্রিককে ভেঙ্গেছিল এবং তার রিটার্ন এর পর শুধু মাত্র একজনকেই হারাতে পারেনি... সে হল জন সিনা। সেজন্য সে সামারস্লামে সিনাকে হারাবে এটা প্রায় নিশ্চিত কারন সে অনেকদিন ধরে চ্যাম্পিয়ন হয়নি এবং সিনার সঙ্গে লেসনার এবং পল হেইম্যান এর ফিউড অনেক জমজমাট হবে তাতো বলার দরকার নায়। 

কিন্তু তার আগের PPV, ব্যাটল গ্রাউন্ড যে, খুব একটা জমজমাট হবে না এবং অনেকটা বোরিং হবে সেটাও প্রায় নিশ্চিত!! এখন দেখা যাক কি হয়... । 


ব্যাটল গ্রাউন্ডে John Cena জিতবে -এটা পরিস্কার...

দেখতে পাবেন আগামি শুক্রবার বিকাল ০৫:৩০টায় Ten Sports এ।


◘ Smackdown এর শুরুতেই রিং এনাউনসার লিলিয়ান কানাডার জাতীয়সঙ্গীত গেয়ে Smackdown এর সুচনা করে এবং JBL & Micheal Cole সাবাইকে রিংসাইডে স্বাগত জানায় ।

এরপর আগমন হয় Lana & Rusev এর । এরপর Lana কানাডাকে নিয়ে বাজে বাজে কথা বলতে থাকে এবং Roman এর মিউজিক হিট হয় এবং সে আসে। Lana বলে Roman Rusev কে হারতে পারবে না। Lana বলে Roman এর ভয় পাওয়া উচিৎ। তারা মারামারি করতে যায় এমন সময় রেফারি এসে বাধা দেয়। Lana Rusev কে নিয়ে চলে যায়।

◘ Cameron vs. AJ Lee.
◘ Winner: AJ Lee.
Match শূরুতেই Cameron না খেলেই বেরিয়ে যাতে চাইল পিছন দিকে Naiomi  এসে তার চুল ধরে রিং দিয়ে যায় এবং AJ ফিনিশার মেরে জিতে যায় ।

◘ Renee Young, Randy Orton এর Interview নেয়। Randy বলে Roman Best for business এর কি করে সেটা তার দেখার বিষয় না। সে আজ Chris Jericho এর সাথে Legend Killer এর পরিচয় করাবে।

◘ Adam Rose vs. Fandango.
◘ Winner- Adam Rose(By Count Out)
ম্যাচ শুরু হয়নি কারন রিং এর বাইরে Summer Rae & Layla মারামারি লাগিয়ে দেয়। তা থামাতে গিয়েই Fandango Count out এ হেরে যায় । ঐ নিয়ে রেফারির সাথে তর্কাতর্কি করতে থাকলে Adam Rose তার ফিনিশার "Party Foul" মেরে দেয় এবং Celebration করতে থাকে ।

◘ Heath Slater & Titus O’Neil vs. The Usos.
◘ Winners: The Usos.
সারা Match এ USOS রা ভালো খেলে এবং জিতে যায় ।

◘ Chris Jericho vs. Randy Orton.
◘ Winner: Randy Orton.
(Match এর শূরুতেই Bray Wyatt একটা Promo cut করে । এবং Match শূরু হয় । Match এর একসময় Jericho দারুন খেলতে থাকে এবং Randy কে Bulldog এবং Lionsault দিয়ে পিন করতে যাবে ঐসময় Bray Wyatt  বড় স্ক্রিন এ আসে Jericho তা দেখতে থাকে এই সুযোগে Randy পিছন দিয়ে RKO দিয়ে জিতে যায় । যাইহোক এটি ছিল আজকের Smackdown এর Best Match)

◘ Layla vs. Summer Rae.
◘ Winner- no contest Match এর শূরুতেই Summer এবং Layla Fandango কে Kiss করে। Fandango Dance করতে থাকে। শেষ পর্যন্ত Layla ও Summer দুই জনেই  Fandango কে attack করে। এবং নাচতে থাকে । (বেচারা Faannndanngooo :D)

◘ Goldust vs. Ryback.
◘ Winner: Goldust defeated Ryback.
মোটামুটি একটা Match ছিল এটা । Match এর পর Ryback Goldust কে Shellshock দেয় এবং যথারীতি Crowd বু দেয় ।

◘ Bo Dallas vs. Diego and El Torito.
◘ Winner: Bo Dallas.
ঐ Match এর কয়েকটা Moment বেশ Funny ছিল । Match এর পর BO কে Attack করে । এবং দর্শক তাকে বু দেয় (আসলে এটা বু ছিলনা, এটা ছিল বো !)

◘ Rusev vs. Roman Reigns.
◘ Winner: Roman Reigns. (by DQ)
(সারা Match এ Rusev ডমিনেট করে । একসময় Roman Rusev কে Superman Punch দেবার পর Spear দিতে যায় তখন Randy এসে Attack করে এবং Match DQ হয়েযায় । Rusev Roman কে সাবমিশন ধরে এবং  Randy এর কাছে দিয়ে যায়। Randy তাকে RKO দেয় এবং Randy তারপর Roman Spear দিতে গেলে এমন সময় Roman উঠে Randy কেই Spear দেয়।

- End Show -

Credit- #shehab™

Smackdown এর রেজাল্ট ১১/০৭/২০১৪

Jack Swagger শেষ পর্যন্ত তার জীবনে প্রথমবারের মতো ফেস টার্ন করতে যাচ্ছে।

◘আমি রুসেভ এর খেলা এবং অ্যামেরিকার প্রতি অপমান দেখে অনেকদিন ধরেই ভাবছিলাম যে তার সঙ্গে কিছু রিয়াল অ্যামেরিকানের ফিউড প্রয়োজন এবং হোলও তাই... Zeb Colter এবং Jack Swagger -কে Lana এবং Rusev -এর জন্য নতুনতম রাইভ্যাল হিসাবে ঠিক করা হয়েছে, যার ফলে জ্যাক হতে যাচ্ছে একজন ভালো মানুষ যা সে কোনদিনই ছিল না!!

◘জ্যাক স্বাগ্যার ২০০৮ সালে, ECW -তে আগমনের পরে থেকে একইরকম ভাবে রয়ে গেছে। সে এই ছয় বছর ধরে একবারও ফেস রেসলার হয়নি। অনেকদিন ধরেই এই চেঞ্জটার দরকার ছিল।

◘Jack Swagger এবং Kofi Kingston বাদে অন্য রেসলার দেরকে এত লম্বা সময় ধরে ফেস এবং দুটোকেই আলাদা আলাদা ভাবে টেস্ট না করে রাখা হয়নি। এমনকি আমাদের কাছে সবসময় ফেস থাকা জন সিনাও প্রথমে হিল রোল প্লে করতো।

◘অন্যদিকে Zeb Colter, WWE তে সবসময় একজন হিল ম্যানেজার হিসাবেই কাজ করেছেন। তার ক্লায়েন্টদের মধ্যে ছিল -  JBL, The Blu Brothers -দের মতো রেসলার। কিন্তু এখন সেও দর্শকদের কাছ থেকে অনেক চিয়ার পাচ্ছে, যেটা তার ক্লায়েন্টদের জন্য সবসময় ভালো খবর, এবং Jack Swagger এর ক্যারিয়ারের জন্য এই ফেস টার্ন টাই হয়তো সবথেকে গুরুত্বপূর্ণ ছিল।

Jack Swagger জীবনে প্রথমবারের মতো ফেস টার্ন করতে যাচ্ছে...

◘◘এই সপ্তাহের Raw এর Result (১০/০৭/২০১৪)◘◘
দেখতে পাবেন আগামি বৃহস্পতিবার বিকাল ০৪:৩০টায় Ten Sports এ।



Pre Show:

♦ আজকের Raw এর Pre Show তে অনেক ম্যাচ ঠিক করা হয় এদের ভিতর হলঃ
♠ AJ & Paige vs. Cameron & Naomi.
♠ Big E vs. Dolph Ziggler.
♠ Cesaro vs. Kofi Kingston.
♠ Dean Ambrose vs. Randy Orton.
♠ The Miz vs. Chris Jericho.
♠ Seth Rollins vs. John Cena.

WWE Raw:

♦ Raw এর শুরু তে Roman Reigns এর music হিট হয় এবং সে আসে। Roman Reigns বলে সে Battleground এ Cena কে জিতা থেকে Stop করতে পারবে যা Kane or, Randy পারবে না। সে বলে সেই হবে Next champion. এর ভিতর Kane আসে। Roman Reigns বলে সে Authority এর পক্ষ্য হয়ে কাজ করছে এবং তাকে Authority'র Lapdog এর মত লাগছে। এবং সে Randy Orton কে Bitch বলে বকা দেয়। Kane রিং এ এসে মারামারি শুরু করে। Kane না পেরে শেষ পর্যন্ত রেফারি কে Chockslam দেয় কিন্তু তার পরেই সে Roman এর হাতে Superman Punch খায় ও রিং ত্যাগ করে।

♦ আজকের Raw তে Bret Hart আসবে।

♦ Erick Rowan & Luke Harper vs. The Usos.
♠ Winners: Erick Rowan & Luke Harper.

♦ Alicia Fox vs. Nikki Bella.

♠ Authority বলে প্রতেকের এক হাত পিছনে বেঁধে দিয়ে ম্যাচ শুরু করা হোক। রেফারি আগে Nikki Bella এর আগে বাঁধে কিন্তু Alicia Fox এর হাত বাঁধতে গেলে সে সরে যায় এবং Nikki Bella কে attack করে।

♦ Rusev vs. Rob Van Dam.
♠ Winner: Rusev.

♦ Randy Orton vs. Dean Ambrose.
বেশীরভাগ লোক আজকে ডিন এর পক্ষে ছিল কিন্তু শেষে অরটন একটা দারুন RKO দিয়ে জিতে যায়।  ♠ Winner: Randy Orton.

♦ Dolph Ziggler vs. Alberto Del Rio.
♠ Winner: Alberto Del Rio.

♦ Fandango Layla এর সাথে আসে। Layla জিজ্ঞাসা করে Summer Rae Dolph কে kiss করে তাতে তার হিংসা হয় কেন? Fandango বলে না আমার কিছু হয় না। তখন সে Layla কে hug দেয়।

♦ Jerry Lawler বলে আজকের Raw টা বিশেষ কারন আজ Patterson ও Bret Hart আসবে। Jerry তাদের স্বাগতম জানায়। তারা যখন কথাবার্তা বলে তখন মাঝে দিয়ে Damien Sandow আসে তাও আবার Hitman এর রুপে।

♦ Sheamus vs. Damien Sandow,
♠ Winner: Sheamus.

♦ The Miz vs. Chris Jericho.
♠ Winner: Chris Jericho.

♦ AJ & Paige vs. Cameron & Naomi.
♠ Winners: AJ & Paige.

♦ Cesaro vs. Kofi Kingston.
♠ Winner: Kofi Kingston.

♦ Roman Reigns vs. Rusev ম্যাচটা স্মাকডাউন এর জন্য ঘোষণা করা হল।

♦ El Torito vs. Bo Dallas.
♠ Winner: Bo Dallas.

♦ John Cena vs. Seth Rollins.

♠ Winner: কেউ Winner না তবে মনে হচ্ছে Disqualification এ Cena জিতেছে কারন ম্যাচ মাঝে দিয়ে Kane ও Randy Cena কে attack করে। পরে Roman Reigns এসে Kane ও Randy কে মারতে থাকে। Kane ও Randy Cena কে attack এর পর Cena পড়ে থাকে তখন Seth Rollins Money In The Bank cash করতে চায়। কিন্তু Dean Ambrose এসে বাধা দেয় এবং তাকে মারতে মারতে বাইরে নিয়ে যায়। Cena Randy কে AA দেয় তখন Kane Cena কে Chockslam দিতে চায় কিন্তু Roman Reigns Kane কে Spear দিয়ে দেয়। John Cena ও Roman Reigns Raw শেষ করে।

Credit- Shehab Uddin 

Raw এর রেজাল্ট ১০ জুলাই ২০১৪


আজকে আমি নিয়ে এসেছি WWE  WWE-এর লেটেস্ট কিছু রিউমর বা গুজব...অর্থাৎ এগুলি বিভিন্ন জায়গা থেকে শোনা খবর বা সম্ভাবনা...জেগুলি ঠিক হতে পারে কিন্তু পুরোপুরি ঠিক হবার কোন গ্যারান্টি নেই।  তাহলে আসুন সেই রিউমরগুলো জেনে নেওয়া যাক- 

1. ২০১৫ সালের Royal Rumble ম্যাচে রিটার্ন করতে পারেন Kurt Angle। 

2. WWE, Adam Rose-এর 'Rosebud' ক্যারেক্টারটি খুব শীঘ্রই পরিবর্তন করতে যাচ্ছে । এছাড়া The Miz-এর ক্যারেক্টারেও পরিবর্তন ঘটতে পারে ।

3. ফরমার WWE রেসলার Bully Ray WWEতে আবার রিটার্ন করতে ইচ্ছুক ।



4. এখন থেকে Dolf Ziggler ও Summer Rae-কে পার্টনার হিসেবে একত্রে দেখা যাবে ।


5. এই বছরের শেষের দিকে রিটার্ন করবেন Christian. রিটার্নের পর তিনি একটা পুশও পেতে পারেন বলে ধারনা করা হচ্ছে ।

6. ২০১৬-১৭ সালে The Shield- কে আবার পুনর্গঠন করার চিন্তাভাবনা করছে WWE কর্তৃপক্ষ ।

7. SummerSlam পিপিভিতে Stephanie McMahon vs. Brie Bella ম্যাচ হবার কথা শোনা যাচ্ছে । Brie Bella-কে এই ম্যাচের মাধ্যমেই WWEতে রিটার্ন করানো হতে পারে ।


8. Jack Swagger-কে সম্ভবত পুশ দেয়া হবে কিছুদিনের মধ্যে । তিনি ইতোমধ্যেই Face টার্ন করেছেন ।

9. WrestleMania 31-এ Roman Reigns vs. Brock Lesnar ম্যাচের জন্য পরিকল্পনা করছে WWE. এবং ম্যাচটি হবে WWE WHC চ্যাম্পিয়নশিপ ম্যাচ । এর মাধ্যমে রেইন্জ তার ক্যারিয়ায়ের সবচেয়ে বড় একটি অর্জন লাভ করতে পারেন ।

WWE-এর লেটেস্ট কিছু রিউমর !!


আপনাদের জন্য আজ দেব WWE এর বর্তমান অবস্থা উপর একটি পোস্ট। চিএটি লক্ষ করুন। ট্রিপল এইচ ও স্টিফিনি মিকম্যান রয়েছেন ছবিটিতে।WWE এর জন্য তাদের অবদান অনেক।তবে ২০১৪ সালে রেসেলমেনিয়ার পর থেকেই বিভিন্ন ভুল সিদ্ধান্ত ও রেসলারদের অপারগতার ফলে বিশাল ক্ষতির সম্মুক্ষিন হতে হচ্ছে এই দুজনকে।এখনো পর্যন্ত তারা ক্ষতি পুশিয়ে উঠতে সক্ষম গন নি।ক্রমে ক্রমে তারা ক্ষতির সম্মুক্ষিন হয়েছে। 






তারা ভেবেছিল সি এম পাঙ্কের কন্ট্রাক্টের মেয়াদ শেষ জবান পর সে নতুন কন্টাক্ট সাইন করে রেসলিং-এ বহাল থাকবে.....কিন্তু সে চলে যাওয়ায় প্রথম ধাক্কা খান তারা।



পেইজকে NXT থেকে WWE তারা নিয়ে এসেছিল এ জে লির সাথে ভাল একটি ফিউড তৈরি করার জন্য,তবে চ্যাম্পিয়নশিপ হারপার পর এ জে বিয়েন জন্য চলে যাওয়ার কারনে ২য় ধাক্কা খান তারা।অবশ্য তারা এখন সেই ফিউডটি তৈরি করতে পারবেন।






ড্যানিয়েল ব্রায়েন,তাকে পুশ দেয়ার জন্যে ৩টি টম্বস্টন খাওয়ানো হলে ফল হয়ে যায় হিতের বীপরিত।ইন্জুরিতে চলে যায় ব্রায়েন এবং তার চ্যাম্পিয়নশিপটি স্যারেন্ডার করতে হয়।সেখানে এক ধাক্কা। সেটা পূরণ করার জন্য মানি ইন দ্যা ব্যাংকে তারা ৮ জনের ল্যাডার ম্যাচের আয়োজন করে।সেখানে প্রথম স্টোরিটি ছিল রেনডিকে জেতানো হবে এবং পরে সেতের সাথে তার ছোট একটি ফিউডের ব্যাবস্থা করে ফেস রেসলার করা হবে রেনডিকে।তবে মানি ইন দা ব্যাংকের আগের র তে স্টোরি পরিবর্তন করে কেন কে ম্যাচে ঢুকিয়ে সিনাকে চ্যাম্পিয়ন করার পরিকল্পনা করে তারা।উদ্দেশ্য ছিল সিনাকর ফ্যান বেশি তাই তাকে চ্যাম্পিয়ন করলে লাভ হবে।তবে এই ভুল ডিসিশনের জন্য আরেকটা ধাক্কা খেল WWE, আর এইটা পুশানোর জন্য হয়ত WWE এর সবচেয়ে নিম্ন মানের PPV(BATTLE GROUND) -এ চার জনের জন্য এই ম্যাচটা দেয়া হয়েছে অবশ্য স্টোরি পরিবর্তন হলে এই ম্যাচে ব্রায়েনকে ঢুকান হবে।


তবে, WWE তার ক্ষতি পূরনের চেষ্টা করছে,যেমন, AJ Lee ও Chris Jhericho কে ফিরিয়ে আনা ইত্যাদি।তবে আমি আশা করব WWE তার ক্ষতি পূরণ করতে সক্ষম হোক। 


আপনারা কী আশা করবেন????????



Credit : Sohag

WWE এর বর্তমান অবস্থান...

আজ আমাদের সবার প্রিয় WWE এর প্রতিষ্ঠাতা Vincent James McMahon এর জন্ম দিন৷

তিনিই সর্ব প্রথম Wrestling নিয়ে একটি প্রতিষ্ঠান গড়তে চান৷ ১৯৫৬ সালের দিকে তিনি এবং তার কিছু বন্ধু North American Wrestling নামক একটি শো বানান। ১৯৬১ সালে প্রতিষ্ঠানের নাম দেন WWWF (World Wide Wrestling Federation). পরে ১৯৭৯ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে WWF (World Wrestling Federation) রাখা হয়৷ ২০০০ সালে আবার নাম পালটিয়ে রাখা হয় WWE (World Wrestling Entertainment).

আগে আমেরিকা ছিল বক্সিং এর জন্য বিখ্যাত৷ কিন্তু তার প্রতিষ্ঠানটি বক্সিং কে পিছে ফেলে আমেরিকার Top Sports এবং Entertainment এর খেতাব পায়।

তিনি যদি না থাকতেন তাহলে হয়ত আমরা Hulk Hogan, The Undertaker, Stone Cold Steve Austin, The Rock, HBK, Triple H, Edge, Brock Lesner, John Cena, Randy Orton, CM Punk etc Wrestlerদের কে চিনতামই না৷

তিনি ১৯৮৪ সালের মে মাসের ১২ তারিখে ৬৯ বছর বয়সে মৃত্যুবরন করেন। তিনি বেঁচে থাকলে আজ ১০০ বছরে পা দিতেন৷

আজ WWE এর প্রতিষ্ঠাতা Vincent James McMahon এর জন্মদিন