আসল
নাম |
John Felix Anthony Cena জুনিয়র |
জন্মদিন |
২৩ এপ্রিল, ১৯৭৭ |
জন্মস্থান |
West Newbury, Massachusetts, US |
বাসস্থান |
Land O'Lakes, Florida, US |
উচ্চতা |
৬ ফুট ০.৫ ইঞ্চি (১.৮৪ মি) |
ওজন |
১১৪ কেজি (২৫১ পাউন্ড) |
ট্রেনার |
Christopher Daniels, Dave Finlay, OVW |
অভিষেক |
৫ নভেম্বর, ১৯৯৯ |
Wrestling এর নাম বললেই অনেকের চোখের সামনে প্রথমে John Cena এর চেহারা ভেসে আসে। বর্তমানে অধিকাংশ রেসলিং ফ্যানই John Cena কে দেখে বড় হয়েছেন। অনেকে রেসলিং বলতে শুধু John Cena কেই চেনে। জন সিনার পূর্ণনাম হলো John Felix Anthony Cena। বর্তমানে তার ওজন ১১৪ কেজি এবং উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি।
২০০২ সালে John Cena Smack Down এর এক Episode এ Kurt Angle এর Open Challenge Accept করার মাধ্যমে তার WWE তে ডেবিউ ঘটান। তারপরে যখন Steve Austin অবসর নেন, Rock Hollywood এ যান এবং Triple H হাটুর ইঞ্জুরি তে পড়েন তখন তিনি কোম্পানি কে একাই Carry করেন। হয়ে উঠেন কোম্পানির Top Guy এবং বিশ্বের অন্যতম বিখ্যাত রেসলার।