আসল নাম

John Felix Anthony Cena জুনিয়র

জন্মদিন

২৩ এপ্রিল, ১৯৭৭

জন্মস্থান

West Newbury, Massachusetts, US

বাসস্থান

Land O'Lakes, Florida, US

উচ্চতা

৬ ফুট ০.৫ ইঞ্চি (১.৮৪ মি)

ওজন

১১৪ কেজি (২৫১ পাউন্ড)

ট্রেনার

Christopher Daniels, Dave Finlay, OVW

অভিষেক

৫ নভেম্বর, ১৯৯৯


Wrestling এর নাম বললেই অনেকের চোখের সামনে প্রথমে John Cena এর চেহারা ভেসে আসে। বর্তমানে অধিকাংশ রেসলিং ফ্যানই John Cena কে দেখে বড় হয়েছেন। অনেকে রেসলিং বলতে শুধু John Cena কেই চেনে। জন সিনার পূর্ণনাম হলো John Felix Anthony Cena। বর্তমানে তার ওজন ১১৪ কেজি এবং উচ্চতা ৬ ফুট ১ ইঞ্চি। 

২০০২ সালে John Cena Smack Down এর এক Episode এ Kurt Angle এর Open Challenge Accept করার মাধ্যমে তার WWE তে ডেবিউ ঘটান। তারপরে যখন Steve Austin অবসর নেন, Rock Hollywood এ যান এবং Triple H হাটুর ইঞ্জুরি তে পড়েন তখন তিনি কোম্পানি কে একাই Carry করেন। হয়ে উঠেন কোম্পানির Top Guy এবং বিশ্বের অন্যতম বিখ্যাত রেসলার।

JOHN CENA : জন সিনা


জেনে নিন গতকাল Pensacola, Florida তে ঘটে যাওয়া WWE এর একটা লাইভ ইভেন্টের রেসাল্ট::=

♠ Rusev vs. Jack Swagger
♥ ‎Winner‬ Rusev
◘ম্যাচটা মোটামুটি ভালই ছিল।সাবমিশনের মাদ্ধ্যমে ম্যাচটা জিতে নেয় Rusev..

♠ Damien Sandow faced Adam Rose in a dance off
◘ ডান্স অফ সেগমেন্টে ভালই পপ পায় Adam Rose.. এক পর্যায়ে Sandow এ্যাটাক করে Rose কে। কিন্তু Rose আবার ফাইট ব্যাক করে।
◘ তারপর Sandow বিরক্তিকর ভাবে চিল্লায় আর একটা অপেন চ্যালেঞ্জ দেয়।তখন Khali এসে Sandow-র বারটা বাজায়।

♠ Sheamus vs. Cesaro vs. Dolph Ziggler
♥ ‎Winner‬ Sheamus
◘ Dolph আর Cesaro কে হারিয়ে আবার তার টাইটেল পুনরুদ্ধার করে Sheamus..

♠ Dean Ambrose vs. Seth Rollins
♥ ‎Winner‬ Ambrose
◘ ম্যাচের এক পর্যায়ে Seth তার ব্রিফক্যাস ব্যাবহার করায় DQ এর মাদ্ধ্যমে ম্যাচ জিতে Ambrose..

♠ The Usos vs. Ryback & Curtis Axel vs. Erick Rowan & Luke Harper
♥ ‎Winner‬ Usos
◘ ম্যাচটা এক কথায় অসাম ছিল।বলতে গেলে এই ইভেন্টের সেরা ম্যাচ।বাকি দুই টীমকে হারিয়ে তাদের টাইটেল পুনরুদ্ধার করে Usos..

♠ Paige, Summer Rae and Nikki Bella vs. Layla, Rosa Mendes and Alicia Fox
♥ ‎Winner‬ Team Paige
◘ ম্যাচটা তেমন খারাপ ছিল না।মোটামুটি ভালই ছিল।
♠ Roman Reigns vs. Kane (Last man standing match)
♥ ‎Winner‬ Roman
◘Roman তার হোমটাউনে ভালই পপ পাচ্ছিলো। Roman Reigns চ্যান্টে মুখোরিত ছিল পুরো এরিনা।ম্যাচে Seth ইন্টারফেয়ার করলে Ambrose এসে বাধা দেয়।Kane কে টেবিলের মদ্ধ্যে Spear দিয়ে ম্যাচটা জিতে নেয় Roman।
Credit : ‪#‎mikethemiz_Farhan‬™

WWE লাইভ ইভেন্ট (Main Event) রেজাল্ট, 18 July, 2014

আর মাত্র ২ দিন পরেই আসছে WWE এর নেক্সট PPV, BattleGround। প্রথমে যদিও ভাবা হয়েছিল এটা খুবই বোরিং হবে কিন্তু পরবর্তীতে WWE -এর জাদুতে এটা মোটামুটি ভালো দিকেই এগোচ্ছে।

তাহলে আসুন এবার জেনে নেই WWE BattleGround -এর সবকটি ম্যাচের সম্ভাব্য ফলাফল...

 Cameron vs. Naomi 
(Kickoff Match)

◘ Cameron একটা ভালো হিল রোল প্লে করছে এবং এই ম্যাচটা লোকেরা যা ভাবছে তার থেকে ভালোই হবে...যদিও ডিভাস টাইটেল ম্যাচের থেকে এটা অনেকটাই পিছিয়ে।  এটা খুবই স্পষ্ট যে, WWE, নাওমিকে ক্যামেরন -এর থেকে অনেকটাই এগিয়ে রেখেছে। সুতরাং, ক্যামেরন এর জিতার চান্স খুবই কম। 
♥ Winner: Naomi


❀ Rusev (with Lana) vs. Jack Swagger. (with Zeb Colter)
(Singles Match)

◘ একটা কথা ভেবে দেখেছেন, Jack Swagger জীবনে প্রথমবারের জন্য ফেস টার্ন করলো। এখন WWE তাকে এতদিন পরে ফেস বানালো তার পেছনে কিছু কারন তো থাকবেই। WWE যেকোনো ফেসের সঙ্গেই রুসেভ এর ফিউড দিতে পারতো কিন্তু তা না করে স্ব্যাগারকে ফেস টার্ন করিয়ে তার সঙ্গে ফিউড দেওয়া হয়েছে, কারন রুসেভ এর তার দেশের হয়ে ভুমিকার সঙ্গে স্বাগার এর নিজের দেশের প্রতি ভুমিকা মিলে যাচ্ছে। তাছাড়া, প্রত্যেকটা স্ট্রিকই একদিন ভেঙ্গে যায়, সুতরাং রুসেভ এর এই স্ট্রিক্ টাও ভেঙ্গে যাবে এবং আমার মনে হয় সেটা এই ম্যাচেই ভেঙ্গে যাবে। কিন্তু আরও একটা জিনিস হতে পারে যে রুশেভ এইটাতে জিতবে এবং তাদের ফিউড চলতে থাকবে এবং পরবর্তী PPV সামারস্লামে গিয়ে রুশেভ হারবে। তবে সেটা না হতেও পারে। 

♥ Winner: Jack Swagger (৫৫%) ও রুসেভ (৪৫%)

❀ Chris Jericho vs. Bray Wyatt
(Singles Match)

◘ এই ম্যাচের উইনার কে হবে তা বলা খুব কঠিন। এটা দুই দিক দিয়ে ভাবা যায়। প্রথম দিক হল, জেরিকোর ক্যারিয়ারে জিতার আর কোন দরকার নায়! কিন্তু জেরিকো যদি এই ম্যাচে হেরে যায় তাহলে Wyatt ফ্যামিলি অনেক বড় পুশ পাবে। তাছাড়া জেরিকো নতুন ট্যালেন্ট দেরকে পুশ দেওয়ার জন্য বিখ্যাত (যেমন- ফান্ডাঙ্গো) এবং ব্রে ওয়্যাটের সিঙ্গেল ম্যাচে জিতা দরকার।

আবার অন্য দিক দিয়ে ভাবলে, হতে পারে WWE এই ফিউডটাকে আরও বাড়াতে চায় সেজন্য এবার জিতবে এবং পড়ে গিয়ে সামারস্লামে হারবে...এটাও হতে পারে। কিন্তু যাই হোক, জেরিকো হারলে অবশ্যই ক্লিয়ারলি হারবে না, অর্থাৎ, কোন ইন্টারফেয়ারতো হবেই।

♥ Winner: Bray Wyatt (৫৫%) ও Chris Jericho (৪৫%)


❀ Dean Ambrose vs. Seth Rollins
(Singles Match)

◘ সেথ রলিন্স কয়েকদিন আগেই (MITB তে) একটা বড় উইন পেয়েছে । সেজন্য এখন তার কোনরকমের জয়ের দরকার নাই। অন্যদিকে এইটা ডিন আম্ব্রোসের দরকার। সেজন্য অফিসিয়ালি আম্ব্রোসের জিতার কথা, কিন্তু হতে পারে অথরিটির মাধ্যমে বাইরে থেকে জন ইন্টারফেয়ার হবে এবং ডিন ও সেথের ফিউড সামারস্লাম পর্যন্ত চলবে , কিন্তু এটা হবার চান্স কম।

♥ Winner: Dean Ambrose

 ❀ AJ Lee (c) vs. Paige.
(Divas Championship)

◘ আগের ডিভাস ফাইটগুলো ভালো না হলেও এটা ভালো হবে। পেইজ ডিভাস চ্যাম্পিয়ন হিসাবে অনেক ভালো পারফর্ম করেছে। কিন্তু এখনও পেইজকে প্রমান করতে হবে যে সে মেইন রুস্টারে একজন ভালো প্লেয়ার হতে পারবে। সুতরাং, AJ Lee চ্যাম্পিয়ন হবে যদিও তাদের ফাইটটা খুবই ভালো এবং হার্ড হবে। 

♥ Winner: AJ Lee


❀ The Usos (Jimmy and Jey Uso) (c) vs. The Wyatt Family. (Luke Harper and Erick Rowan)
(Tag Team Championship)

◘ আমার মতে হারপার এবং রোয়ান হল পারফেক্ট চ্যালেঞ্জার উসোসদের কাছ থেকে টাইটেল নেবার জন্য। তারা ব্রে ওয়্যাট ছাড়ায় অনেকদূর এগিয়েছে এবং দেখিয়ে দিয়েছে যে ব্রে ছাড়াও তারা ইন্টারেস্টিং।  যদিও এটা হার্ড ফাইট হবে কিন্তু ওয়্যাট ফ্যামিলি শেষে উইনার হিসাবে বেরিয়ে আসবে। 

♥ Winner: The Wyatt Family

❀ Battleground Battle Royal
(Battle Royal for IC Title)

◘ এই ম্যাচটার উইনার কে হবে তা ক্লিয়ারলি কিছুই বলা যায় না। কারন এই ম্যাচের উইনার যেই হোকনা কেন, তার সঙ্গে ব্যাড নিউজ ব্যারেট অর্থাৎ একজন হিলের খেলা পড়বে এটাতো নিশ্চিত। সেজন্য কোন ফেস রেসলার এই ম্যাচের উইনার হতে পারে। কিন্তু অন্যদিকে ব্যারেট এর সঙ্গে সিজারো বা মিজেরও খেলা জমে যাবে। যাইহোক যেহেতু আমাকে একজনকে বাছতে হবে সেজন্য আমি বাছলাম সিজাড়োকে। 

♥ Winner: Cesaro 


❀ John Cena (c) vs. Kane vs. Randy Orton vs. Roman Reigns.
(Fatal 4 Way Match for WWE World Heavyweight Championship)

◘ এই ব্যাপারে আমি আগেই একটা পোস্ট দিয়েছি, সেই জন্য আর নতুন করে কিছু বলার নায়...এই ম্যাচের উইনার হবে জন সিনা। 

♥ Winner: John Cena


::লিঙ্কস::

ব্যাটল গ্রাউন্ড ২০১৪ -এর ফুল প্রেডিকশন

WWE ব্যাটল গ্রাউন্ড 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-

বাংলাদেশের সময়ঃ-

◘ সোমবার (২১ Jul)- সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
◘ বুধবার (২৩ Jul)- রাত ১০ টা থেকে রাত ১.৩০ পর্যন্ত।
◘ রবিবার (২৭ Jul)- সকাল ১০.৩০ থেকে দুপুর ২ টা পর্যন্ত।

ভাতের সময়ঃ- 

◘ সোমবার (২১ Jul)- সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
◘ বুধবার (২৩ Jul)- রাত ৯.৩০ থেকে রাত ১.০০ টা পর্যন্ত।
◘ রবিবার (২৭ Jul)- সকাল ১০ টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত।


::লিঙ্কস:: 

ব্যাটল গ্রাউন্ড 2014 -এর পূর্ণ সময়সূচী

রেসলিং অনেক আগে থেকেই দেখি। তখন Raw এবং  Samckdown নামে দুইটা আলাদা শো ছিলো, এখনও আছে। কিন্তু আগে Raw এবং Samckdown -এ আলাদা আলাদা সুপারস্টার ছিলো।

◘ যারা Raw তে খেলত তারা Smackdown এ খেলত না। তখন দুইটা শোতেই ভালো ভালো সুপারস্টার ভাগ করা ছিলো। এবং টাইটেলও ভাগ করা ছিল।

 যেমনঃ Raw এ ছিলো WWE Title, US Title, Tag Team Title, Womens Title ইত্যাদি... Smackdown এ ছিলো World Heavyweight Title, IC Title, Divas Title ইত্যাদি.. এগুলোর জন্য সব সুপারস্টার লড়াই করত।

◘ আবার Raw vs. Samckdown ও হতো।



◘ প্রত্যেকটা টাইটেল এর পিছনে ভালো ভালো স্টোরিলাইন তৈরি করা থাকত। এগুলো আবার Raw & Samckdown চেঞ্জও হতো। সবচেয়ে মজা লাগত যখন WWE Draft হয়ে সব Raw & Samckdown অদল বদল হয়ে যেত।

◘ তবে, এখনকার WWE দেখে মনে হচ্ছে Raw টাই মানুষ ভালো করে দেখে। Smackdown তেমন করে কেউ দেখে না। WWE এই অবস্থার জন্য তারা নিজেরাই দায়ী। কেন তারা Raw & Samckdown কে একসাথে করে...? কেন তারা সব সুপারস্টারদের এক শোতে নিয়ে আসে...? তার উপরে তারা Raw -এর টাইম SmackDown-এর থেকে ১ ঘণ্টা বাড়িয়ে দিল!!

WWE অথরিটি, WWE চেঞ্জ করছে ঠিক আছে কিন্তু এমন করে কেন...? আমরা চাই Raw & Samckdown দুইটাই ভালো শো হোক। তাদের উচিত WWE এর আগের রুপ ফিরিয়ে আনা।
Credit: Shehab Uddin 

WWE-তে আগে যা ছিলো এখন সেটা নেই...


Roman Reings কে নিয়ে WWE.com বেশ কিছু প্ল্যান করেছে । রেইন্স যেহেতু এখন অরটন এর সাথে ফিউড-এ আছে, তাই এদের ফিউড "Summer Slam" অবধি থাকতে পারে  এবং  ট্রিপল এইচ এর সাথে যে ম্যাচটির কথা হয়েছিল সেটা হয়ত "Night Of Champions" এ বা "Hell in a Cell" এ হতে পারে ।

◘ রেন্স এ বছর খুব বড় ধরনের একটা পুশ পাবে । যার ফলে তার সাথে Brock Lesner এর ম্যাচ হতে পারে রেসেলমেনিয়া ৩১ এ WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ টাইটেল এর জন্য । যেটাতে  রোমানই হবে পরবতীঁ WWE WH চ্যাম্পিয়ন ।

◘ কিন্তু অন্যদিকে আবার, World Heavyweight টাইটেলটাকে WWE তুলে নেওয়া হচ্ছে । সেক্ষেত্রে রোমানই হতে পারে নতুন টাইটেল এর সর্বপ্রথম বিজয়ী

◘ একবার ভেবে দেখুন রোমান কে কি পরিমান পুশ দেওয়া হচ্ছে । অথচ অনেক রেসলিং এর বুদ্ধিজীবিরাই বলে থাকেন , রোমানকে কোন পুশই দেওয়া হয় নাই। রোমান এর থেকে সান্টিনোকে সবচেয়ে বেশি পুশ দেয়া হয়েছে...!!  যারা শুধু রেসলার দেখেই রেসলিং এর বিচার করে আসল রেসলিং দেখে নয়, তারাই এইরকমের কথা বলতে পারে।
♦বিঃদ্রঃ এইগুলো এখনও ফিক্সড না । তবে শুনা যাচ্ছে এরকমই অনেকটা হবে এবং এইগুলো পুরোপুরি ঠিক হবারও কোন গ্যারান্টি নায়। 

Credit: ARj Ashfac Rafsanjany

Roman Reings -এর ভবিষ্যতের প্লান!

এই সপ্তাহের Smack Down এর পুরো সময়সূচী:- 

♣‪বাংলাদেশঃ‬=
শুক্রবার:- বিকেল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে এবং  রাত ১০.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘শনিবার:- বিকেল ৫.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=


শুক্রবার:- বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত এবং  রাত ১০টা থেকে রাত ১২ টা পর্যন্ত।

Raw এবং SmackDown -এর ডেইলি শিডিউলের জন্য এখানে ক্লিক করুন

এই সপ্তাহের Smack Down এর পুরো সময়সূচী


রেসেলমেনিয়ার পর থেকে একটা গুঞ্জন শুনা যাচ্ছিল World Heavywieght Championship টাইটেলটিকে চিরতরে বাদ করে দেয়া হবে , কিছু সমস্যার কারনে তা করা হয় নি , তবে এবার বিভিন্য ওয়েব সাইট থেকে পাওয়া তথ্য অনুযায়ি প্রায় নিশ্চিৎ সামনের Raw তে এই টাইটেলটি চিরতরে বাতিল করা হতে পারে , বড় টাইটেলের মধ্যে শুধু মাত্র WWE Championship টাইটেল রাখা হবে , এতে করে Ic টাইটেল এবং Us টাইটেল এর মর্যাদা বেরে যাবে। 

World Heavywieght Championship টাইটেলটিকে আর দেখতে পাবো না।

এই সপ্তাহের WWE Raw এর পুরো সময়সূচী:- 


♣‪বাংলাদেশঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৩.৩০ থেকে সন্ধ্যা ৬.৪৫ মিনিটে এবং  রাত ৯ টা থেকে রাত ১২ টা পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭.১৫ টা মিনিটে এবং  রাত ৯.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত।


Raw এবং SmackDown -এর ডেইলি শিডিউলের জন্য এখানে ক্লিক করুন


এই সপ্তাহের WWE Raw এর সময়সূচী...

দেখতে পাবেন আগামি শুক্রবার বিকাল ০৫:৩০ -এ Ten Sports এ।

◘ Dean Ambrose এই সপ্তাহের শো শুরু করে| Ambrose বলে, সে Randy Orton, Kane ও Seth Rollins-এর উপর প্রতিশোধ নিতে চায়| এরপর, Ambrose vs. Kane ম্যাচের ঘোষণা করা হয় মেইন ইভেন্টের জন্য|

◘ Alberto Del Rio হারায় Kofi Kingston কে| Kofi কে Cross Arm Breaker দিয়ে সাবমিশনের মাধ্যমে ম্যাচ জিতে Del Rio.

◘ Alicia Fox vs. Eva Marie ম্যাচটি No Contest এর মাধ্যমে শেষ হয়| ম্যাচটি শুরু হওয়ার আগেই তারা Special Guest রেফারি Nikki Bella কে আক্রম করে বসে|

◘ Luke Harper কে DQ -এর মাধ্যমে হারায় Chris Jericho-কে। ম্যাচের মাঝে Bray Wyatt এবং Erick Rowan অবৈধভাবে বাধা দিলে ম্যাচ DQ হয়ে যায়| এরপর The Usos- রা রিঙে আসে এবং Jericho কে সেভ করে|

◘ Jack Swagger ও Zeb Colter এর সাথে আবারও দ্বন্দ্বে জড়িয়ে পড়ে Rusev ও Lana.

◘ WWE U.S. চ্যাম্পিয়ন Sheamus এবং Dolph Ziggler হারায় The Miz এবং Fandango কে|

◘ Divas Tag Team ম্যাচে WWE Divas চ্যাম্পিয়ন AJ Lee এবং Paige হারায় Summer Rae এবং Layla কে|

◘ মেইন ইভেন্টে Dean Ambrose, Diqualification এর মাধ্যমে হারায় Kane কে| ম্যাচে Seth Rollins
আসে এবং Ambrose কে আক্রমন কর.. এভাবেই শো শেষ হয়

Smackdown-এর রেজাল্ট, জুলাই ১৫, ২০১৪

Breaking News!!

CM Punk -কে WWE.com -এ অফিসিয়ালি সুপারস্টার থেকে,  "Alumni" পেজে অর্থাৎ "প্রাক্তনী" -দের পেজে মুভ করা হয়েছে। অর্থাৎ, অফিসিয়ালি তাকে এবার রিটায়ার করা হল...এবং এটা একদম পাক্কা খবর।

তাই যারা যারা ভাবছিলেন পাঙ্ক কিছু দিন পড়ে আসতে পারে তারা সব আশা ছেড়ে দিন কারন এটা এখন অফিসিয়ালি দেখিয়ে দেওয়া হল যে CM Punk রিটায়ার করেছে এবং সে হয়তো আর কোনদিনই রেসলিং জগতে ফিরবে না :(

প্রমান হিসাবে আমি নীচে লিঙ্ক টা দিলাম, এটা WWE -এর অফিসিয়াল Alumni পেজের লিঙ্ক (আপনারা C তে ক্লিক করে একবার ডানদিকের অ্যারোতে ক্লিক করলেই পাঙ্কের নাম দেখতে পাবেন)।



WWE এর সাথে Punk এর Contract এর মেয়াদ শেষ হবে আগামীকাল অর্থাৎ 17 July । শেষ খবর পাওয়া পর্যন্ত এই Contract আর renew হচ্ছে না । এর মানে WWE তে আপাতত Punk কে আমরা পাচ্ছি না ।
PS : Storyline এর খাতিরে বর্তমানে Batista ও Brie Bella এদের profile ও WWE.COM এর Alumni Section এ আছে । কিন্তু Punk এর ব্যাপারটা যেহেতু Storyline না তাইPunk যে আর ফিরছেন না সেটা প্রায় নিশ্চিত ।

CM Punk -কে অফিসিয়ালি রিটায়ার করা হল !!

দেখতে পাবেন আগামি বৃহস্পতিবার বিকাল ০৪:৩০টায় Ten Sports এ


◘ আজকে RAW তে প্রথমেই সিক্স ম্যান ট্যাগ টিম ম্যাচের মেইন ইভেন্ট ঘোষনা করা হয় । এতে Cena, Reigns ও Ambrose এর মুখোমুখি হবে Randy, Kane ও Rollins ।

◘আজকের RAW শুরু করে John Cena । Cena এসে প্রথমেই WWE Network এর সম্পর্কে কথা বলতে শুরু করে । এসময় সিনা  সকলকে মনে করিয়ে দেয় যে শীঘ্রই WWE Network এর সাবস্ক্রিপ্সন মেয়াদ শেষ হয়ে আসছে । এরপর সে নেটওয়ার্ক সম্পর্কে আরও কথা বলতে গেলে রেইন্স তাকে বাঁধা দেয়। রিঙে আসার পর Reigns ও Cena এর মধ্যে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় চলে । তারা এসময় বলে যে Battleground এ তারা প্রথমে Kane ও Orton কে মেরে তারপর তাদের দুজনের মধ্যে বোঝাপড়া করবে । এসময় জায়ান্ট স্ক্রিন -এ Ambrose কে দেখা যায় । সে তাদের ঝগড়া করতে বারন করে এবং আজ তার  অপারেশন "Screw The Authority" নিয়ে চিন্তা করতে বলে । কিন্তু এসময় হঠাৎ ব্যাকস্টেজএ আম্ব্রোস কে আক্রমন করে Kane, Randy ও Rollins। Kane তাকে চোকস্লাম দেয়। তাদের আক্রমনের পর আম্ব্রোস উপরে তাকায়য় এবং বলে "Is that all you got?" । তখন Rollins তাকে Curb Stomp মারে।  Ambrose এর মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। এরপর তারা চলে যায়। এভাবেই এই সেগমেন্টটির সমাপ্তি ঘটে ।


♠ Sheamus vs the Miz :

★★ ভালো ম্যাচ ছিল এটি । ম্যাচের শেষের দিকে Miz, Sheamus কে DDT মেরে একটি near fall লাভ করে । এরপর Miz SCF দিতে গেলে Sheamus counter করে । এরপর Brogue Kick মার‍তে গেলে Miz নিচু হয়ে নিজেকে রক্ষা করে । এরপর Miz 'roll up' এর মাধ্যমে ম্যাচটি জিতে যায় ।


♥ Winner : The Miz

◘ এরপর Backstage এ Orton, Kane ও Rollins কে দেখা যায় । তারা এসময় Ambrose কে মারার কথা আলোচনা করে । এরপর Kane ও Orton তাদের পরস্পরের মধ্যকার অবিশ্বাসের কথা নিয়ে কিছু উত্তপ্ত বাক্য বিনিময় করে । এসময় HHH আসে । HHH তাদের বলে যে তাদের একে অন্যকে বিশ্বাস করতে হবে কারন সে বলছে এই জন্য । এরপর সেখানে Steph আসলে HHH বাদে বাকি সবাই বের হয়ে যায় ।

♠ Dolph Ziggler vs Fandango :

★★ ম্যাচের একপর্যায়ে Fanfango ভস্লো পজিশনে থাকলেও Layla ও Summer Rae তার মিউজিক বাজিয়ে announce table এর উপরে উঠে তাকে distract করে । এই ফাঁকে Ziggler তাকে dropkick মারে । এরপর Fameasser দিয়ে ম্যাচটি জিতে নেয় ।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচ শেষ হবার পর Layla ও Summer একসাথে ring এ উঠে আসে । এরপর তারা Ziggler এর সাথে কিছুক্ষন flirting করে তার সাথে dance করতে করতে ring ত্যাগ করে । Fandango তখন pissed off অবস্থায় corner এ বসে তা দেখতে থাকে ।

◘ এরপর Backstage এ Sandow ও Rose এর মধ্যকার একটা segment দেখানো হয় ।

◘ এরপর Usos রা তাদের entrance theme বাজিয়ে ring এ আসতে থাকে । তখন Harper ও Rowan তাদের পিছন থেকে আক্রমন করে । Harper ও Rowan এরপর Usos দের চরমভাবে assult করতে থাকে ।

◘ এরপর Michael Cole এর hosting এ Rusev & Lana ও Colter & Swagger এর মাঝে একটি debate আয়োজন করা হয় । Lana ও Colter উভয়ে তাদের prome কাট করে । এরপর Colter, Rusev কে Lana এর পিছন থেকে বেরিয়ে এসে Man হতে বলে । Rusev আসতে চাইলে Lana এসময় তাকে বাঁধা দেয় । তখন Colter, Lana কে অপমানসূচক কথা বললে Lana তাকে চড় মারে । এরপর Rusev এগিয়ে গিয়ে Swagger কে মারতে যায় । Swagger কে high kick মেরে Accolade ধরতে গেলে Swagger সরে এসে Patriot Lock এ আটকায় Rusev কে । এরপর Rusev কোনমতে ring থেকে পালিয়ে যায় ।

◘ এরপর Backstage এ দেখা যায় Cena কথা বলার চেষ্টা করছে Reigns এর সাথে । Reigns প্রথমে interest না দেখালেও Cena তাকে যখন বলে যে Ambrose আজকের ম্যাচ খেলতে পারবে না তাই survive করতে হলে তাদের সংঘবদ্ধ থাকতে হবে তখন Reigns তার কথা শোনে । Reigns তখন বলে "they took out one of us tonight, but we are going to take out three of them." ।


♠ Alberto Del Rio vs. Rob Van Dam.
★★ ম্যাচের শেষের দিকে RVD "5 Star Frog Splash" মারতে গেলে ADR তার knee উঁচু করে রক্ষা পায় । এরপর cross armbreaker এর মাধ্যমে ম্যাচটি জিতে নেয় ।

♥ Winner: Alberto Del Rio


◘ এরপর Nikki Bella আসে ring এ । সে handicap ম্যাচ খেলবে Alicia Fox ও Cameron এর বিপক্ষে । Steph এসে তাকে তখন বলে যে তার সকল সমস্যা এসেছে তার বোনের জন্য ।

♠ Nikki Bella vs Alicia Fox and Cameron :

★★ ম্যাচটি সহজেই Alambama Slam এর মাধ্যমে জিততে যায় Fox ও Cameron.

♥ Winner : Fox & Cameron

◘ এরপর WWE 2 এ Sting এর কিছু ভিডিও দেখানো হয় । আর কিছুক্ষন আগে আরেকটি ঘোষনায় বলা হয় যে আগামীকাল WWE Network এ CM Punk এর ক্যারিয়ার এর ডকুমেন্টারি দেখানো হবে ।

◘ এরপর HHH এর অফিসে আবার Orton কে দেখা যায় । HHH এসময় Orton কে বলে যে তাকে ঘিরেই মূল plan হচ্ছে । Kane এখানে কেবল গুটি মাত্র ।

♠ Cesaro vs Big E w/ Kofi Kingston :

★★ খুব ভালো ম্যাচ ছিল এটা । আজ ম্যাচের সময় Heyman ছিল না । ম্যাচের এক পর্যায়ে Cesaro, Big E কে মারতে chair আনতে গেলে Kofi তাকে বাঁধা দেবার চেষ্টা করে । তখন Cesaro তার দিকে chair ছুঁড়ে মারলে Kofi কোনমতে নিজেকে save করে । এরপর Cesaro অন্য একটি chair নিয়ে ring এ মারতে গেলে Kofi দৌড়ে গিয়ে তার হাত থেকে chair টি ছিনিয়ে নিয়ে যায় । এই distraction এর সুযোগে Big E তার Big Ending দিয়ে ম্যাচটি জিতে নেয় ।

♥ Winner : Big E 


◘ পরবর্তী segment এ ring এ আসে Jericho । RAW Is Jericho তে Jericho তার career ও Wyatt কে নিয়ে একটি in ring promo কাট করে । তাকে Giant Screen এ বাঁধা দেয় Bray । এরপর সে একটি promo কাট করার পর অন্ধকার হয়ে যায় চারদিক । তারপর আলো আসলে Harper ও Rowan কে দেখা যায় ring এ । তারা Jericho কে মারতে চাইলে Jericho সেখান থেকে escape করে entrance ramp এ আসলে সেখানে Bray তাকে Clothsline মারে । এরপর Sister Abagail দেয়ার মাধ্যমে এই segment শেষ হয় ।


♠ AJ Leevs Eva Marie :

★★ ম্যাচের সময় commentary তে ছিল Paige । AJ তার submission "black widow" এর মাধ্যমে জিতে নেয় ম্যাচটি ।

♥ Winner : AJ Lee

◘ ম্যাচ জয়ের পর AJ কে দাঁড়িয়ে তালি দিয়ে অভিনন্দন জানায় Paige । এরপর AJ commentary table এর ওখানে গিয়ে JBL এর head set টি নিয়ে নেয় । এরপর AJ ও Paige একে অন্যের প্রশংসা করতে থাকে । এই ফিউডে অন্যরকম একটা ব্যাপার আছে যেটা কয়েক বছর ধরে divas দের ফিউডে missing ছিল ।

♠ Bo Dallas vs Great Khali :

★★ ম্যাচের এক পর্যায়ে ring এর বারে Khali এর knee তে আক্রমন করার পর তাকে Apron এর উপর running bo dog দেয় Bo । এর ফলে Khali 10 count এর মধ্যে ring এ না আসতে পারায় count out এর মাধ্যমে জিতে যায় Bo Dallas । এর সাথে সাথে তার streak গিয়ে দাঁড়ায় 15-0 তে ।

♥ Winner : Bo Dallas


◘ এরপর Backstage এ HHH ও Steph এর সাথে Seth কে কথা বলতে দেখা যায় । Seth বলে যে Kane ও Orton কারও উপরই তার ভরসা নেই । HHH তখন তাকে Plan B আছে বলে আশ্বস্ত করে । Seth তখন সেখান থেকে চলে গেলে Heyman আসে সেখানে । সে তখন বলে যে সে নিজে এখন Plan C এর ব্যাপারে চিন্তা করছে । এর মাধ্যমে Brock এর Return এর আভাস পাওয়া যাচ্ছে ।

◘ এরপর Renee কে দেখা যায় ring এ । সে তখন Ric Flair কে welcome জানায় । তারপর Flair আসে ring এ । এর মাধ্যমে RAW তে return করলেন Flair । এরপর Renee তাকে Battleground এর ম্যাচ কে জিতবে জিজ্ঞেস করলে সে Cena এর নাম উল্লেখ করে । তখন Reigns আসে ring এ । সে এসে Flair এর সাথে handshake করে । এরপর Flair যাওয়ার পথে Cena আসে । এসময় Cena তার একটি championship দেয় Flair এর হাতে । এরপর তারা একসাথে হাত উঠিয়ে celebrate করে ।


♣ Roman Reigns and John Cena vs Seth Rollins, Randy Orton and Kane :

★★ ম্যাচের এক পর্যায়ে Rollins কে বাইরে ফেলে দেয় Reigns । এরপর Kane ও Orton একসাথে মারতেই থাকে Reigns কে । তারা না থামায় refree DQ এর মাধ্যমে Cena ও Reigns কে বিজয়ী ঘোষনা করে ।

♥ Winner : Cena & Reigns (via DQ)

◘ এরপর Kane ও Orton এর হাত থেকে Reigns কে বাঁচাতে Cena আসে । এরপর Kane ও Orton মিলে Cena কে মারতে শুরু করে । এসময় ভুল বশত Orton কে হিট করে বসে Kane । তারপর রিং এর বাইরে Kane কে AA দেবার চেষ্টা করে Cena । তখন তাদের সামনে থাকে Orton কে Reigns তার spear দিতে আসলে Orton সরে যায় ও কেন সিনাকে সামনে ঠেলে দেয় গলে রেইন্স ভুল বশত Cena কে spear দেয় ।

এরপর Reigns কে kick মারে Kane । কিন্তু সেখান থেকে ঘোরার সাথে সাথে Kane কে RKO মারে Orton । এসময় Orton ভাবে যে সে একাই এখন দাঁড়িয়ে আছে এবং তা ভেবে সে সেলিব্রেট  করতে থাকে এবং তার থিমসংও বেজে উঠে । কিন্তু তখন Reigns উঠে তাকে spear মারে । সবাই নিচে শোয়া এবং Reigns একা কেবল দাঁড়িয়ে আছে..... এভাবেই শেষ হয় RAW ।

এই ঘটনার ভিডিওটা নীচে দিলাম- 


WWE Raw এর রেজাল্ট, ১৪/০৭/২০১৪


Kenta হল বর্তমানে সর্বশ্রেষ্ঠ প্রফেশনাল রেসলারদের মধ্যে একজন। অনেকদিনের বিবেচনার পর শেষপর্যন্ত সে পৃথিবীর সবথেকে জনপ্রিয় রেসলিং কোম্পানি WWE -তে জয়েন করলো।
WWE.com -এর সূত্র থেকে পাওয়া যায়, যে জাপানের ওসাকাতে WWE Live Event চলাকালীন, WWE লেজেন্ড Hulk Hogan অফিসিয়ালি এই কন্ট্রাক্ট সাইন করেন। 



উপরের এই ফটোতে দেখা যাচ্ছে, কেনটা -কে নিয়ে দাড়িয়ে রয়েছেন Hulk Hogan এবং হল অফ ফেম ম্যানেজার Jimmy Hart, ব্জেনে রাখা ভালো যে, হোগান জাপানের ফেভারিট রেসলারদের মধ্যে একজন।

এই ব্যাপারে WWE -এর COO, Triple H বলেছেনঃ "Kenta is an incredible performer who brings the crowd to its feet when he steps into the ring, WWE's signing of Kenta reflects our continued dedication to creating a diverse roster that appeals to our global fan base."

৩৩ বছর বয়সি এই সুপারস্টার জাপানে প্রায় সবকিছুই জয় করে ফেলেছে, কারন সে Pro Wrestling Noah -এর হয়ে আটবার আলাদা আলাদা ভাবে টাইটেল জিতেছিল। এখন আশা করছি যে, এই রেসলারের কাছ থেকে আমরা ভবিষ্যতে অনেক কিছু পাবো এবং শীঘ্রই মেইন ইভেন্টেও দেখতে পাবো।


◘ তার কন্ট্রাক্ট সাইনিং এর ভিডিও নীচে দিলাম-

WWE, Kenta -কে NXT ডিভিসনের জন্য সাইন করলো।

ব্রেকিং নিউজ!!

◘পরের দিনের "র" তে Sting ডেবিউ করছে। 

◘স্টিং এখনও পর্যন্ত WWE -এর সাথে কোন রকমের কন্ট্রাক্ট সাইন করেনি কিন্তু পরের "র" তে সে থাকবে।

◘সে কীভাবে আসবে তা ক্লিয়ার না হলেও Wrestling Observer-এ Dave Meltzer এটা কনফার্ম করেছে।

সে বলেছে, “All I can say right now, Sting has not signed. If you watch Raw to see Sting tomorrow you will not be disappointed, but he will not be there live.”

◘অর্থাৎ, স্টিং এর আসার সাথে WWE 2K15  গেমের কিছু সম্বন্ধ আছে। এটা সম্ভবত সেই গেম প্রোমোটের একটা ভিডিও হবে যেটাতে স্টিং থাকবে, যেমনটা আগের বছর এই সময়ে Ultimate Warrior -এর সঙ্গে করা হয়েছিল।

◘স্টিং এর সাথে 2K -এর একটা কন্ট্রাক্ট আছে যেটা হয়তো WWE এর সাথে সরাসরি কন্ট্রাক্টে পরিণত হতে পারে। স্টিং তার টুইটার আকাউন্টে বলেছিল যে, এই গেমটা প্রোমোটের কাজ সে শুরু করে দিয়েছে।

◘আশা করছি সে কিছু দিনের মধ্যেই WWE এর সাথে অফিসিয়ালি কন্ট্রাক্ট সাইন করবে এবং কিছু একটা রূপে আমরা তাকে দেখতে পাবো। 

পরের দিনের Raw তে Sting ডেবিউ করছে...

**OFFTOPIC**

অনেকদিন ধরে ফুটবল বিশ্বকাপ এঞ্জয় করলাম এবং আমার ফেবারিট টিম জার্মানি উইনার হল...এবং মেসিও খালি হাতে গেল না...এর থেকে ভালো আর কি হতে পারে?? কিন্তু দুঃখ একটাই...আর কোন এক্সাইটমেন্ট থাকবে না...যাইহোক নীচে সংগৃহীত করা একটা বিশ্বকাপের শর্ট ডিটেইলস দিলাম-

♥♠ Fifa World Cup 2014 ♠♥

♥ Awards ::

◘ Champion :: Germany

◘ Runners Up :: Argentina

◘ 3rd Place :: Netherlands

◘ 4th Place :: Brazil

◘ Golden Boot :: James Rodriguez ( Colombia)

◘ Silver Boot :: Thomas Muller (Germany)

◘ Bronze Boot :: Neymar (Brazil)

◘ Golden Ball :: Leonel Messi (Argentina)

◘ Silver Ball :: Thomas Muller ( Germany)

◘ Bronze Ball :: Arjen Robben (Netherlands)

◘ Golden Gloves :: Manuel Neuer (Germany)

◘ Young Player :: Paul Pogba (France)

◘ Fair Play Award :: Colombia

♥♥ BYE BYE WORLD CUP 2014 ♥♥


Fifa World Cup 2014 -এর শর্ট ডিটেইলস