<<ব্রেকিং নিউজ>>
◘ ফর্মার WWE চ্যাম্পিয়ন Bryan Danielson যাকে আমরা ড্যানিয়েল ব্রায়েন নামে চিনি সে নিজেই চোর ধরলো।
◘ যখন ব্রায়েন তাঁর Phoenix -এ অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান দুইজন অজানা ব্যাক্তি তাঁর বারিতে লুটপাট চালাচ্ছে এবং তাকে দেখে সেখান থেকে দৌড় মারছে। এই ফর্মার WWE WH চ্যাম্পিয়ন যদিও তাঁর নেক সার্জারি কে এখনও রিকভার করছে কিন্তু সে দুইজনের মধ্যে একজনকে ধরে নেন এবং তাঁর চোকহোল্ড -নামক সাবমিশন মুভের সাহায্যে আঁটকে রেখে দেন ৫ মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে সে জাগাতে পৌঁছায়।
◘ Phoenix -এর পুলিশ জানিয়েছে যে, "দুইজন চোরই ড্যানিয়েলকে বারিতে আসতে দেখে, তাদের লুট করা মাল ফেলে দিয়ে চলে যাচ্ছিল।"
◘ এইব্যাপারে ড্যানিয়েল ব্রায়েন নিজে বলেছে যে, "দুর্ভাগ্যবশত সেই চোরটা মোটেও ভালো অবস্থায় ছিল না সেজন্য আমি তাকে বেশী কিছু করিনি!!"
◘ তাহলে এবার দেখতে পেলেনতো WWE এর সুপারস্টাররা আসলেই কত পাওয়ারফুল এবং সাহসী হয় এবং তাদের সঙ্গেও চুরির ঘটনা ঘটে...
◘ এই ব্যাপারে TMZ -এর নিউজটা একবার দেখে নেওয়া যাক-