<<ব্রেকিং নিউজ>>

◘ ফর্মার WWE চ্যাম্পিয়ন Bryan Danielson যাকে আমরা ড্যানিয়েল ব্রায়েন নামে চিনি সে নিজেই চোর ধরলো। 

◘ যখন ব্রায়েন তাঁর Phoenix -এ অবস্থিত বাড়িতে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পান দুইজন অজানা ব্যাক্তি তাঁর বারিতে লুটপাট চালাচ্ছে এবং তাকে দেখে সেখান থেকে দৌড় মারছে। এই ফর্মার WWE WH চ্যাম্পিয়ন যদিও তাঁর নেক সার্জারি কে এখনও রিকভার করছে কিন্তু সে দুইজনের মধ্যে একজনকে ধরে নেন এবং তাঁর চোকহোল্ড -নামক সাবমিশন মুভের সাহায্যে আঁটকে রেখে দেন ৫ মিনিট পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত পুলিশ এসে সে জাগাতে পৌঁছায়। 

◘ Phoenix -এর পুলিশ জানিয়েছে যে,  "দুইজন চোরই ড্যানিয়েলকে বারিতে আসতে দেখে, তাদের লুট করা মাল ফেলে দিয়ে চলে যাচ্ছিল।" 

◘ এইব্যাপারে ড্যানিয়েল ব্রায়েন নিজে বলেছে যে, "দুর্ভাগ্যবশত সেই চোরটা মোটেও ভালো অবস্থায় ছিল না সেজন্য আমি তাকে বেশী কিছু করিনি!!" 

◘ তাহলে এবার দেখতে পেলেনতো WWE এর সুপারস্টাররা আসলেই কত পাওয়ারফুল এবং সাহসী হয় এবং তাদের সঙ্গেও চুরির ঘটনা ঘটে... 

◘ এই ব্যাপারে TMZ -এর নিউজটা একবার দেখে নেওয়া যাক-

ব্রেকিং নিউজ: ফর্মার WWE-WH চ্যাম্পিয়ন ড্যানিয়েল ব্রায়েন নিজেই চোর ধরে ফেললো !!

ল হেইম্যান এর সঙ্গে বিচ্ছেদের পরেও যদি সিসারো WWE -তে তার মান ধরে রাখতে চায়, তাহলে তার একমাত্র উপায় হচ্ছে অথরিটির সঙ্গে যোগদান করা। 

এই সপ্তাহের WWE RAW-তে, আমরা এটা বুঝতে পেরেছি যে সিসারো খুব সম্ভবত ট্রিপল এইচদের সঙ্গে জয়েন করতে চলেছে। এই ফর্মার পল হেইম্যান গাই ব্যাকস্টেজে, ট্রিপল এইচকে জানিয়েছে যে তার সঙ্গে পল হেইম্যানের আর কোন সম্পর্ক নায়, অর্থাৎ সে আর পল হেইম্যান গাই নয় এবং সে এখন হতে চায় অথরিটি গায়! এটা শোনার পরে WWE -এর COO তাকে বলে যে, সে যদি ডিন আম্ব্রোসকে হারাতে পারে তাহলে এই ব্যাপারে ভেবে দেখা যাবে। 
সিজারো সেই ম্যাচে অলরেডি ইঞ্জিউর ডিনকে বেশ ভালোমতো ধোলাই দেয় এবং ম্যাচের বেশীরভাগ সময় নিজেই রাজত্ব করে এবং ডিনের অনেক মুভকে কাউন্টারও করে, যদিও এই ম্যাচটা শেষপর্যন্ত ডিসকোয়ালিফিকেশনে শেষ হয় যখন ডিন একটা স্টিল চেয়ারের ব্যবহার করে, কিন্তু আমার মনে হয় সে ম্যাচটাতে যেভাবে ডমিনেট করেছে তাতে ট্রিপল এইচরা নিশ্চয় তার প্রতি ইম্প্রেস হবে এবং তাকে অথরিটি জয়েনের সুযোগ দিবে। 

এখন এটাতো ক্লিয়ার যে, পল হেইম্যানের সঙ্গে বিচ্ছেদের পর সিসারোর ক্যারিয়ার এখন সূক্ষ্ম সুতোর ডগায় ঝুলছে, কারন এতদিন সেই হেইম্যানই সিসারোকে তার মোমেন্টাম হারাতে দেয়নি। যদিও তার আগে সিসারোকে কোন ভালো স্টোরিলাইন দেওয়া হচ্ছিলনা এবং সে পর পর অনেক ম্যাচ হেরেই যাচ্ছিল। 

তাকে অবশ্যই অথরিটির মতো কিছু পাওয়ারফুল জিনিসে জয়েন করতে হবে যাতে করে তার ক্যারিয়ারটা আবার সঠিক রাস্তায় আসবে। ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যানের সঙ্গে যুক্ত যেকোনো রেসলারই একটা গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে সে ব্যাপারেতো কোন সন্দেহ নায়। 
অথরিটির সঙ্গে যুক্ত হবার পরে সে হয়তো কিছুদিন অথরিটির হেল্পার হিসাবে কাজ করবে যেমন, অরটনকে আবার তার টাইটেল ফিরিয়ে দেওয়া অথবা অথরিটির বিরুদ্ধে আসা রেসলার যেমন আম্রোস বা দ্য উসোস-দেরকে ধোলাই দিয়ে কন্ট্রোলে রাখা ইত্যাদি...। 

তাছাড়া সে যদি এই হিল গ্রুপ জয়েন করে তাহলে তাকে আমরা হয়তো মেইন ইভেন্টেও দেখতে পাবো, হয়তো আমরা তার সঙ্গে সিনা বা রোমানের ম্যাচও দেখতে পাবো। আর তাছাড়া তার রেসলিং ক্ষমতা এবং দক্ষতা নিয়ে কোন সন্দেহ নায়। আগের বছরে তার সঙ্গে ড্যানিয়াল ব্রায়েনের হওয়া  Gauntlet ম্যাচটা পুরো "Raw" -এর ইতিহাসে অন্যতম সেরা ম্যাচের মধ্যে একটা ছিল। 
যাই হোক, অথরিটির সঙ্গে জয়েনের পরে হয়তো সে তার আসল ক্ষমতা দেখাতে পারবে এবং তখন হয়তো কত্রিপক্ষ ভাববে যে তাকে পুশ দিতে এত সময় কেন ব্যয় করলো...তবে আগে আপাতত অথরিটি জয়েনতো করুক, তারপর না হয় ভাবা যাবে। আশা করবো এই রেসলারের ট্যালেন্ট যেন নষ্ট না হয়। 

Cesaro -এর ভবিষ্যৎ প্ল্যান, অথরিটিতে যোগদান।


ফর্মার WWE আনাউন্সার জিম রস বলেছেন যে, এই সপ্তাহেই তিনি অফিসিয়ালি তাঁর WWE ক্যারিয়ার অর্থাৎ, WWE -এর সঙ্গে তাঁর সব সম্পর্কে ইতি টানবেন।  

তিনি বলেছেন যে, "কালকে হবে WWE -এর সঙ্গে আমার শেষ লিগ্যাল দিন। এটা ২১ বছরের দারুন অভিজ্ঞতা ছিল। আমার সবথেকে ভালো সিধান্ত ছিল ৯৩ সালে WWE তে আসা। সবাইয়ের কাছেই আমি কৃতজ্ঞ থাকবো।" 

এই ব্যাপারে তার টুইটটা একবার দেখে নেওয়া যাক- 
◘ কখনও ভেবে দেখেছেন কমেন্ট্রি ছাড়া রেসলিং কেমন লাগবে?? না ভেবে দেখলে টিভিটাকে মিউট করে একবার রেসলিং দেখুন, দেখবেন কোন মজাই পাচ্ছেন না!! সেজন্য আমাদেরকে সব কমেন্টেটারকেই রেসপেক্ট করা উচিত। জিম রস ছিলেন একজন বিখ্যাত কমেন্টেটার এবং WWE -এর হয়ে তিনি অনেকদিন কমেন্ট্রি করেছেন...আশা করি তাঁর পরবর্তী জীবন সুখের হবে। স্যালুট বস!!

আসুন, WWE -তে তাঁর সেরা কিছু মুহূর্তকে দেখি- 


WWE আনাউন্সার Jim Ross তাঁর ক্যারিয়ারের সমাপ্তি ঘটালেন।

আজকে আমি নিয়ে এসেছি WWE -এর ১০ টি লেটেস্ট নিউজ এবং রিউমর, অর্থাৎ এগুলি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে...যাইহোক তাহলে এবার সেইগুলির দিকে একবার নজর দেওয়া যাক... 

শেইমাস ইঞ্জুরির কারণে এই সপ্তাহের স্ম্যাক ডাউনে উপস্থিত থাকতে পারে নি।


 WWE তে জীবনেও ফিরে আসবেনন না, জানালেন পাংক।

 IC আর US টাইটেল ইউনিফাই করা হতে পারে।

 ব্রক লেসনার ৪-৫ টা পিপিভি আর ২০-২৫ লাইভ শো এর জন্য WWE এর সাথে চুক্তি করেছেন।

 WWE WH চ্যাম্পিয়নশিপ জেতার পর ব্রক টাইটেল দুটো একসাথে করে দিবেন।

 রক আবার রিটার্ন করতে চান WWE তে।

 সামারস্ল্যামে কেইন বনাম বিগ শো ম্যাচ হতে পারে।

 জেল থেকে ছাড়া পাওয়ার পর স্টেফেনীকে আনতে যান ত্রিপল এইচ। Miami পুলিশের বিরুদ্ধে এ্যাকশন নিবে WWE। 

 মুভির জন্য WWE ছাড়তে পারেন জন সিনা

 রুসেভ আর য্যাক সোয়েগারের ফিউড শেষ হয়ে গিয়েছে এবং ব্রক লেসনারের সাথে ফিউড করতে চায় রুসেভ।

[Collected]

WWE -এর কিছু লেটেস্ট নিউজ এবং রিউমর...

এই সপ্তাহের WWE Raw এর পুরো সময়সূচী:- 


♣‪বাংলাদেশঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪.৩০ থেকে সন্ধ্যা ৭.৪৫ মিনিটে।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭.১৫  মিনিটে।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত।

এই সপ্তাহের WWE Raw এর পুরো সময়সূচী


☆☆☆Smack Down Results☆☆☆


Smack Down শুরু হয় গতকাল Raw এর HHH আর Beast এর সেগমেন্টের রিকেপের মদ্ধ্য
দিয়ে।



♠ Ryback and Curtis Axel vs. The Usos

** Axel কে পিন করে ম্যাচটা জিতে Usos রা। এই হারের জন্য খুব Upset হয় Ryback.. এবং Axel
কে একা ফেলে রিং ত্যাগ করে।

♥ Winner Usos

◘ Miz Tv: Miz এর Parents-রা Crowd এ ছিল।
Miz তার মাকে জিজ্ঞেস করে তার প্রিয় Superstar কে। তিনি বলেন Roman Reigns.. তারপর Bo Dallas এসে ইন্টারপুট করে। তারপর তারা দুইজন কিছু কথা বলে। পরে Ziggler একটা Promo কাট
করে।এবং Bo Dallas কে বলে Bo-lieve করতে।


 Bo Dallas vs. Dolph Ziggler

Commentary তে ছিল Miz..ম্যাচের এক পর্যায়ে সে রিংসাইডে আসে। তখন Dolph তার কাছে গেলে পেছন দিতে Roll Up করে ম্যাচ জিতে যায় Bo Dallas.. তারপর তারা দুজন মিলে মারতে থাকে Dolph কে।

♥ Winner Bo Dallas

 তারপর ব্যাকস্টেজে Renee কে দেখা যায় Roman এর ইন্টার্ভিউ নিতে। সে Randy আর Alberto কে নিয়ে কথা বলে।

 Cesaro vs. Dean Ambrose in a No DQ match

ম্যাচটা ছিল দেখার মত। অনেকটাই ECW টাইপের ম্যাচ। Dean আর Cesaro চেয়ার
আর স্টিক দিয়ে দুজন একে উপরকে মারতে থাকে। ম্যাচে ইন্টারফেয়ার করে Seth.. কিন্তু Ambrose
তাকে টাইমকীপার এরিয়ায় ফেলে দেয়। Cesaro পরে Ambrose কে superplex দেয় চেয়ার দিয়ে।
পরে Cesaro পিন করতে গেলে Roll Up করে Ambrose ম্যাচটা জিতে। পরে Seth এসে তাকে মারে।

♥ Winner Ambrose

 Paige vs Aj আর Cena vs Brock ম্যাচের একটা Promo দেখানো হয়।

 Backstage segment with Goldust and Stardust


 Bray Wyatt vs R Truth

♥ Winner Bray

◘ ম্যাচে Bray জেতার পর Chris Jericho চ্যান্ট চলতে থাকে। Wyatt রা একটা অসাধারণ Promo কাট করে।

♠ Alberto Del Rio vs. Roman Reigns

ম্যাচে Alberto বু পায় বেশি। Spear দিয়ে ম্যাচ জিতে Celebrate করে Roman.. 

♥ Winner Roman


এভাবেই শেষ হয় আজকের Smack Down....কেমন লাগল বলবেন।

Smack Down Results, ২২ জুলাই, ২০১৪

◘ আজকে WWE এর অন্যতম সেরা রেসলার ও Hall of Fame শন মাইকেলসের ৪৯ তম জন্মদিন , তিনি ১৯৬৫ সালের আজকের দিনে Arizona তে জন্মগ্রহণ করেন , তার আসল নাম Micheal Shawn Hickenbottom

♦তিনি ১৯৮৭ সালে WWE তে আসেন , 
তিনি ১৯৯৬ সালে PWI এ প্রায় ৫০০ জন রেসলার টপকিয়ে ১ নাম্বার হয়েছিলেন , 
তার হাতেই Hall of Fame, Ric Flair এর ৩৬ বছরের ক্যরিয়ার শেষ হয় ।
তিনি ৬ বার World চ্যম্পিয়ন , ২ বার রয়েল রাম্বল উইনার । 
তার অনেক ম্যচ WWE এর ইতিহাসের সেরা ম্যচের তালিকায় আছে , বেশিরভাগই দ্যা আন্ডারটেকারের সাথে, কিন্তু বাস্তব জীবনে তারা বেস্ট ফ্রেন্ড। 
রেসলিং এবং রেসলিং এর বাহিরে শন মাইকেলসের শত্রু ব্রেট দ্যা হিট ম্যন হার্ট

◘ এই সেরা রেসলারের বডি তেমন না থাকলেও সে আমাদের যে ফিউড , ম্যচ উপহার দিয়েছে তা মানুষের মনে এবং রেসলিং এর ইতিহাসের পাতায় আজীবন স্বর্নক্ষরে লিখা থাকবে। 

◘ মন থেকে তার প্রতি শ্রদ্ধা এবং জন্মদিনের শুভেচ্ছা রইলো । 
ɦǟքքʏ ɮɨʀᎿɦ ɖǟʏ ʟɛɢɛռɖ :)
Credit : GTS Rex 

আজকে Hall of Fame শন মাইকেলসের ৪৯ তম জন্মদিন

ডাউনলোড করুন আজকের RAW


ডাউনলোড লিঙ্ক




(লিঙ্কে গেলে যদি কোনরকম ওয়ার্নিং দেয় তাহলে সেটাকে ইগ্নোর করুন কারন এটা অফিসিয়াল সাইট, ডাউনলোড করার জন্য উপরের লিঙ্কে গিয়ে ডান দিকে দেখুন সেখানে আপনার পছন্দের সাইজটি ডাউনলোড করুন, ২য় অপসনে থাকা ৩২০X২৪০ টা সবথেকে ছোট।)

ডাউনলোড করুন WWE Raw, ২১ জুলাই


Woo...Woo...Woo...শেষ পর্যন্ত জ্যাক রাইডারের লুসিং স্ট্রিক শেষ হয়ে গেল এবং অবশেষে সে একটা জয় পেল। এখন আপনারা বলবেন যে এই লুসিং স্ট্রিকটা আবার কি জিনিস? আরে, আন্ডারটেকারের যেই স্ট্রিকটা ছিল সেটা ছিল উইনিং স্ট্রিক এবং জ্যাকের যেটা ছিল সেটা পরাজয়ের অর্থাৎ লুসিং স্ট্রিক। 

সে এই জয়টা পেয়েছে আজকের "Raw" তে, যেখানে তার সঙ্গে ফানডানগোর ম্যাচ ছিল। 

আগের দিনের মতোই ফানডানগোর অপনেন্টের সঙ্গে লাইলা এবং আমার রে এসেছিল এবং আজকেতো অপনেন্ট ছিল জ্যাক রাইডার। কিছুক্ষণ ম্যাচ চলার পড়ে লায়লার তার ফর্মার বয়ফ্রেন্ডকে ডিস্ট্রাকশন করে এবং এই সুযোগে জ্যাক তার Rough Ryder শট দেয় এবং ম্যাচটা জিতে যায়, যেটা আমি লাস্ট কবে দেখেছি তা ঠিক মনে পরছে না!! 

ম্যাচের পড়ে দুইজন রমনি জাকের সঙ্গে সেলিব্রেট করতে থাকে এবং ফানডানগো আগের দিনের মতোই বেচারার মতো দেখতে থাকে। সত্যিই  ফানডানগোর এখন খুবই খারাপ লাক চলছে। এমনকি সেও একটা লুসিং স্ট্রিক চালু করে দিয়েছে...। দেখি আর কতদুর যায় এই স্ট্রিক। 

ম্যাচটার একটা ভিডিও দিলাম:-

Zack Ryder -এর লুসিং স্ট্রিক শেষপর্যন্ত ভেঙ্গে গেল !

<<ব্রেকিং নিউজ>>

WWE সুপারস্টার CM Punk -কে কয়েকদিন আগে WWE -এর প্রাক্তনীদের পেজে বা Alumni Section -এ সরিয়ে দেওয়া হয়েছে, এবার CM Punk -ও তার জবাব দিল। "AP Music Awards" -এর একটা শোতে তাকে যখন প্রশ্ন করা হল যে রিঙে আর কোনদিন দেখা যাবে কিনা তখন সে সরাসরি বলেদিল কখনই না...Never...Ever-Ever-Ever...। 

♦পুরো ঘটনাটার ভিডিও নীচে দেওয়া হল- 



যখন তাকে বলা হয় যে সে কি এখন WWE সুপারস্টার না ফর্মার  WWE সুপারস্টার...তখন সে বলে যে আমি শুধুই CM Punk...আমি শুধুই সুপারস্টার। সে এখন তার জীবন সুখেই কাটাচ্ছে।

আসুন, সে কি বলেছে সেটা একবার দেখে নেই- 
"There's chunks of my life that I don't remember due to staph infections and concussions. You can't blame it all on drugs with this guy because, you know, I'm straight edge. What's been going on the past six months? Boom! What's up? Off the market. I'm CM Punk, I'm just a superstar. No. Never, ever. Never, ever, ever! They're going to go crazy about that on Twitter. They're going to hold me to it. And they're going to... yeah, whatever."
আমরা জানিনা যে সে সিরিয়াসলি এই কথাটা বলেছে না মজা করে, হতে পারে যে কিছু সময় পড়ে যখন সে পুরোপুরি সুস্থ হবে তখন আবার তার মন পরিবর্তন হতে পারে কিন্তু এখনকার মতো সে আর খেলছেনা এবং তার লাইফকে পুরোপুরি এঞ্জয় করছে!!  

ব্রেকিং নিউজ: CM Punk বললো 'I'm never, ever going back to WWE'

☻টিভিতে দেখতে পাবেন, 

♦বাংলাদেশঃ-
বৃহস্পতিবার, 24 July - 4:30PM - 7:45PM এবং
শুক্রবার, 25 July - 8:30AM - 11:30AM
♦ভারতঃ- 
বৃহস্পতিবার, 24 July - 4:00PM - 7:15PM এবং
শুক্রবার, 25 July - 8:00AM - 11:00AM

☻রেজাল্টঃ-

◘ আজকের "র" USA Network -এ লাইভ, আজকের "র" তে ট্রিপল এইচ একটা বিগ আনাউন্সমেন্ট করবে।

◘ শো-এর প্রথমেই ট্রিপল এইচকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মনে হচ্ছে যে, আজকে বিগ আনাউন্সমেন্টটা সে এখনই করে ফেলবে।

◘ ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ার দর্শকদের নিয়ে মজা করে ব্যাটল গ্রাউন্ডের ব্যাপারে বলার সময়। সে একজন দারুন হিল। ট্রিপল এইচ বলে যে সে এখনও একটা ওয়ান-অন-ওয়ান ম্যাচের জন্য ওয়েট করে আছে যেটা হবে WWE WHC ম্যাচ। সে গ্যারান্টি দেয় যে সে সিনাকে সামারস্লামে হারাতে পারবে।

◘ ট্রিপল এইচ বলে যে সে পুরো রুস্টারকেই চান্স দিবে নিজের সুযোগ করে নেবার...প্রত্যেককেই দেখাতে হবে যে টাইটেল শট পাবার জন্য সে কি কি করতে পারে!!


◘ এরপর অরটন, ব্যাটল গ্রাউন্ডে তার হারের পিছনে কেনের উপর দোষ দেয়,  তখন কেইন আসে এবং তার দিকের কাহিনি শোনায়। সে বলে যে অরটনের বেবিসীটিং সে আর করতে পারবে না।

♠ Roman Reigns vs. Randy Orton & Kane 

এই ম্যাচে কেইন এবং অরটনের সম্পর্কের তিক্ততা আবার ধরা পরলো। ম্যাচ চলাকালীন যখন কেন, অরটনকে ট্যাগ দিতে চাইল তখন তা নিতে অরটন অস্বীকার করলো এবং তার পড়ে সেই সুযোগে রেইন্স, কেইনকে সুপারম্যান পাঞ্চ এবং তারপর অরটনকে স্পিয়ার দিয়ে ম্যাচটা জিতে নেয়।

♥ Winner: Roman Reigns

♠ Nikki Bella vs. Alicia Fox, Cameron, Rosa Mendes and Eva Marie 

♥ Winners:  Everyone (Nikki ছাড়া)

♠ Damien Sandow vs. Bo Dallas 

♥ Winner: Bo Dallas

◘ মাইকেল কোল কনফার্ম করে যে জেরিকো এর উপর ওয়াট ফ্যামিলি অ্যাটাক করেছিল।

◘ ব্রেকের আগে মিজ তার টাইটেল নিয়ে রিঙে আসে।

◘ এখন হবে মিজ এর সঙ্গে জিগ্লার এর ম্যাচ।

♠ Miz vs. Dolph Ziggler

শেষের দিকে জিগ্লার ক্লোজ ২ কাউন্ট পায় এবং তারপর জিগজ্যাগ এর মাধ্যমে জয়ি হয়।

♥ Winner: Dolph Ziggler

◘ সিজারো এবং সেথ রলিন্স দুজনেই নিজেদেরকে WWE WHC ম্যাচের জন্য যোগ্য প্রমান করার চেষ্টা করে। সিজারো বলে যে সে আর পল হেইম্যান গাই নয়। সে ট্রিপল এইচের গাই হতে চায়...

◘ এরপর ট্রিপল এইচ তাকে এটা হবার জন্য চান্স দেয় এবং বলে আজকে তাকে ডিন আম্ব্রোস কে হারাতে হবে।

♠ AJ and Paige vs. Emma and Natalya

♥ Winners: AJ and Paige

♠ Fandango vs. Zack Ryder

♥ Winner: Zack Ryder

◘ Flo Rida -এর সঙ্গে Heath Slater -এর মুখোমুখি হল এবং WM28 এর মতোনই সে স্লেটার কে মেরে মাটিতে ফেলে দিল।

◘ কোন একটা কারনের জন্য Stephanie McMahon, Flo Rida -কে ইন্ট্রোডিউস করিয়ে দেয়।

◘ ব্যাচসহ কছু লোককে রিংসাইডে দেখা যায় যারা ব্রি কে চর মারার অপরাধে Stephanie -কে হয়তো আরেস্ট করতে এসেছে,।

◘ এটা পাক্কা হবার পর, জনতার মধ্যে থেকে "ইয়েস" চ্যান্ট শোনা যায়।

◘ শেষপর্যন্ত এক অফিসার বলে তাকে আরেস্ট করা হচ্ছে এবং তাকে একটা হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং তখন জনতা উৎসাহতে ফেতে পড়ে।

◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।

◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।

♠ RybAxel vs. Big E and Kofi Kingston

শেষে বিগ ই এবং আক্সেল পরস্পরের সঙ্গে লড়াই করে কিন্তু রিঙ্গের মধ্যে কোফি রাইব্যাককে ক্রসবডি দিতে গেলে নিজেই মার খেয়ে নেই এবং হেরে যায়।

♥ Winners: RybAxel

◘ Xavier Woods এলো এবং বিগ ই ও কোফিকে খুবই জ্ঞান ভরা ডাইলগ দিল যেন আমরা নতুন একজনকে দেখছি!!

◘ ব্রেকের পড়ে রুসেভ এবং লানা রিঙে এলো এবং তখন অনেক বু...পেল।

◘লানার কিছু বলার আগেই খালির মিউজিক হিট করলো এবং সে রিঙে এলো।

♠ Khali vs. Rusev

খালি কিছুটা ফাইট করলেও শেষ পর্যন্ত রুসেভ তার সেই  Accolade সাবমিশন দিয়ে জিতে নেই...।

♥ Winner: Rusev

◘ স্টারডাস্ট -এর আরও একটা প্রোমো দেখানো হল...এই প্রোমোটা সবথেকে আলাদা ধরনের ছিল।

◘ ডিন আম্ব্রোসের এনট্রান্স এর জন্য  রিঙ্গের দিক দেখানো হল, পরের ম্যাচ হবে সিজারো এর সঙ্গে ডিনের।

♠ Dean Ambrose vs. Cesaro

তাদের দুজনের মধ্যে দারুন ফাইট শুরু হয়ে গেল। প্রথমে আম্ব্রোস মার দিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিজারো তাকে ভালোমতো ধোলাই দিতে লাগলো। এর পড়ে আবার আম্ব্রোস, সিজারোকে কনট্রোলে আনলো। সে সিজারোকে রিঙের বাইরে ফেললো এবং তার দিকে গিয়ে রিঙ্গের উপর দিয়ে ঝাপ দিল, কিন্তু সোজা একটা জোরদার আপারকাট খেয়ে নিল এবং ব্রেক শুরু হল।

শেষ পর্যন্ত, আম্ব্রোস সিজারোকে মারতে থাকলো এবং তার রাগ কন্ট্রোল না করতে পেরে একটা চিয়ার দিয়ে, স্টিল পোস্টে সিজারোর হাতকে স্মাশ করে দিল।

♥ Winner by DQ: Cesaro

◘ ট্রিপল এইচ রিঙে এলো এবং  Randy Orton -কে আনলো সামারস্লামে জন সিনার অপনেন্ট হিসাবে। কিন্তু তখনই রোমান রেইন্স অরটনকে অ্যাটাক করলো। তারা ফাইট করতে থাকলো ব্যাকষ্টেজে এবং তখন সবাইমিলে চ্যান্ট করতে লাগলো- We Want Lesnar... ।

◘ পল হেইম্যান এলো এবং সে ইন্ট্রডিউস করলো দ্য বিস্ট ব্রক লেসনার কে এবং তখন দর্শকরা ফেটে পরলো আওয়াজে... ।
◘ দ্য বিস্ট ইজ ব্যাক!!
◘ ট্রিপল এইচ হেইম্যান এবং লেসনারের সাথে হ্যান্ডশেক করলো এবং মনে হচ্ছে যে এই ম্যাচটা এখন অফিসিয়াল। হেইম্যান লেস্নারএর ব্যাপারে বলতে গিয়ে আবারও স্ট্রিকের কথা তুললো।

◘ পল হেইম্যান বকতেই থাকলো এবং লেসনার রেগে দাড়িয়েই থাকলো, এইভাবেই এই শোটা শেষ হল।
♦♣ আপনাদেরকে কেমন লাগলো এই সপ্তাহের "RAW" ??

☻ WWE Raw রেজাল্ট, ২১ জুলাই, ২০১৪

আজকের "র" USA Network -এ লাইভ।
5 Min বাদে বাদে পেজকে রিলোড করুন... 

◘ শোএর প্রথমেই ট্রিপল এইচকে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মনে হচ্ছে যে, আজকে বিগ আনাউন্সমেন্টটা সে এখনই করে ফেলবে।

◘ ট্রিপল এইচ সোশ্যাল মিডিয়ার দর্শকদের নিয়ে মজা করে ব্যাটল গ্রাউন্ডের ব্যাপারে বলার সময়। সে একজন দারুন হিল। ট্রিপল এইচ বলে যে সে এখনও একটা ওয়ান-অন-ওয়ান ম্যাচের জন্য ওয়েট করে আছে যেটা হবে WWE WHC ম্যাচ। সে গ্যারান্টি দেয় যে সে সিনাকে সামারস্লামে হারাতে পারবে।

◘ ট্রিপল এইচ বলে যে সে পুরো রুস্টারকেই চান্স দিবে নিজের সুযোগ করে নেবার...প্রত্যেককেই দেখাতে হবে যে টাইটেল শট পাবার জন্য সে কি কি করতে পারে!!

◘ এরপর অরটন কেনের উপর দোষ দেয় তার হারের পিছনে তখন কেইন আসে এবং তার দিকের কাহিনি শোনায়।

♠ Roman Reigns vs. Randy Orton 
♥ Winner: Roman Reigns

♠ Nikki Bella vs. Alicia Fox, Cameron, Rosa Mendes and Eva Marie 
♥ Winners: Everyone but Nikki

♠ Damien Sandow vs. Bo Dallas 
♥ Winner: Bo Dallas 

◘ মাইকেল কোল কনফার্ম করে যে জেরিকো এর উপর ওয়াট ফ্যামিলি অ্যাটাক করেছিল। 

◘ ব্রেকের আগে মিজ তার টাইটেল নিয়ে রিঙে আসে। 

◘ এখন হবে মিজ এর সঙ্গে জিগ্লার এর ম্যাচ।

♠ Miz vs. Dolph Ziggler

শেষের দিকে জিগ্লার ক্লোজ ২ কাউন্ট পায় এবং তারপর জিগজ্যাগ এর মাধ্যমে জয়ি হয়।

♥ Winner: Dolph Ziggler

◘ সিজারো এবং সেথ রলিন্স দুজনেই নিজেদেরকে WWE WHC ম্যাচের জন্য যোগ্য প্রমান করার চেষ্টা করে। সিজারো বলে যে সে আর পল হেইম্যান গাই নয়। সে ট্রিপল এইচের গাই হতে চায়...

◘ এরপর ট্রিপল এইচ তাকে এটা হবার জন্য চান্স দেয় এবং বলে আজকে তাকে ডিন আম্ব্রোস কে হারাতে হবে।
Sorry বাট আমার একটা কাজের জন্য একটু দেরি হল।

♠ AJ and Paige vs. Emma and Natalya
♥ Winners: AJ and Paige

♠ Fandango vs. Zack Ryder
♥ Winner: Zack Ryder

◘ Flo Rida -এর সঙ্গে Heath Slater -এর মুখোমুখি হল এবং WM28 এর মতোনই সে স্লেটার কে মেরে মাটিতে ফেলে দিল।

◘ আজকে মেইন ইভেন্ট এর জন্য ঘোষণা হল Sheamus vs. Rusev ম্যাচ।

◘ কোন একটা কারনের জন্য Stephanie McMahon, Flo Rida -কে ইন্ট্রোডিউস করিয়ে দেয়।

◘ ব্যাচসহ কছু লোককে রিংসাইডে দেখা যায় যারা ব্রি কে চর মারার অপরাধে Stephanie -কে হয়তো আরেস্ট করতে এসেছে,।

◘ এটা পাক্কা হবার পর, জনতার মধ্যে থেকে "ইয়েস" চ্যান্ট শোনা যায়।

◘ শেষপর্যন্ত এক অফিসার বলে তাকে আরেস্ট করা হচ্ছে এবং তাকে একটা হ্যান্ডকাফ পরিয়ে দেয় এবং তখন জনতা উৎসাহতে ফেতে পড়ে।

◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।

◘ ব্যাকস্টেজে দেখা যাচ্ছে যে, ট্রিপল এইচ সেই পুলিশদেরকে তাদের ব্যাচগুলি দেখাতে বলছে এবং স্টেফনি হয়তো হ্যান্ডকাফ পড়ে খুসিই হয়েছে।

♠ RybAxel vs. Big E and Kofi Kingston
শেষে বিগ ই এবং আক্সেল পরস্পরের সঙ্গে লড়াই করে কিন্তু রিঙ্গের মধ্যে কোফি রাইব্যাককে ক্রসবডি দিতে গেলে নিজেই মার খেয়ে নেই এবং হেরে যায়।
♥ Winners: RybAxel

◘ Xavier Woods এলো এবং বিগ ই ও কোফিকে খুবই জ্ঞান ভরা ডাইলগ দিল যেন আমরা নতুন একজনকে দেখছি!!

◘ ব্রেকের পড়ে রুসেভ এবং লানা রিঙে এলো এবং তখন অনেক বু...পেল।

◘লানার কিছু বলার আগেই খালির মিউজিক হিট করলো এবং সে রিঙে এলো।

♠ Khali vs. Rusev

খালি কিছুটা ফাইট করলেও শেষ পর্যন্ত রুসেভ তার সেই  Accolade সাবমিশন দিয়ে জিতে নেই...।

♥ Winner: Rusev

◘ স্টারডাস্ট -এর আরও একটা প্রোমো দেখানো হল...এই প্রোমোটা সবথেকে আলাদা ধরনের ছিল।

◘ ডিন আম্ব্রোসের এনট্রান্স এর জন্য  রিঙ্গের দিক দেখানো হল, পরের ম্যাচ হবে সিজারো এর সঙ্গে ডিনের।

♠ Dean Ambrose vs. Cesaro
তাদের দুজনের মধ্যে দারুন ফাইট শুরু হয়ে গেল। প্রথমে আম্ব্রোস মার দিচ্ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যেই সিজারো তাকে ভালোমতো ধোলাই দিতে লাগলো। এর পড়ে আবার আম্ব্রোস, সিজারোকে কনট্রোলে আনলো। সে সিজারোকে রিঙের বাইরে ফেললো এবং তার দিকে গিয়ে রিঙ্গের উপর দিয়ে ঝাপ দিল, কিন্তু সোজা একটা জোরদার আপারকাট খেয়ে নিল এবং ব্রেক শুরু হল।

শেষ পর্যন্ত, আম্ব্রোস সিজারোকে মারতে থাকলো এবং তার রাগ কন্ট্রোল না করতে পেরে একটা চিয়ার দিয়ে, স্টিল পোস্টে সিজারোর হাতকে স্মাশ করে দিল।

♥ Winner by DQ: Cesaro

<<ব্রেকিং নিউজ>>

◘ ট্রিপল এইচ রিঙে এলো এবং  Randy Orton -কে আনলো সামারস্লামে জন সিনার অপনেন্ট হিসাবে। কিন্তু তখনই রোমান রেইন্স অরটনকে অ্যাটাক করলো। তারা ফাইট করতে থাকলো ব্যাকষ্টেজে এবং তখন সবাইমিলে চ্যান্ট করতে লাগলো- We Want Lesnar... ।

◘ পল হেইম্যান এলো এবং সে ইন্ট্রডিউস করলো দ্য বিস্ট ব্রক লেসনার কে এবং তখন দর্শকরা ফেটে পরলো আওয়াজে... ।

◘ দ্য বিস্ট ইজ ব্যাক!!

◘ ট্রিপল এইচ হেইম্যান এবং লেসনারের সাথে হ্যান্ডশেক করলো এবং মনে হচ্ছে যে এই ম্যাচটা এখন অফিসিয়াল। হেইম্যান লেস্নারএর ব্যাপারে বলতে গিয়ে আবারও স্ট্রিকের কথা তুললো। 

◘ পল হেইম্যান বকতেই থাকলো এবং লেসনার রেগে দাড়িয়েই থাকলো, এইভাবেই এই শোটা শেষ হল।

 আপনাদেরকে কেমন লাগলো এই সপ্তাহের "র" ??






• WWE Raw লাইভ আপডেট, মায়ামি

প্রত্যাশিতভাবেই জন সিনাই হল আমাদের WWE WH চ্যাম্পিয়ন। 
◘ WWE তে দর্শকদের কাছ থেকে সবথেকে বেশী আলাদা আলাদা রিঅ্যাকশান পাওয়া এই সুপারস্টার Battleground -এ তার চ্যাম্পিয়নশিপ রিটেইন করেছে কেইন কে পিন করে। যখন অরটন কেনকে RKO দেয় তখন কেনের উপর দিয়ে সিনা অরটনকে AA দেয় এবং তার জয় নিশ্চিত করে। 

◘ অবশ্যই এই রেজাল্টে আশ্চর্য হবার কিছুই নাই, কারন সামনেই আসছে সামারস্লাম, যেটা রেসেলমেনিয়ার পড়ে সবথেকে বড় PPV। এই PPV এর জন্য কোম্পানির সবথেকে বড় স্টারের জেতারই কথা ছিল। যদিও শেষটা আশা মতোই হল কিন্তু এই মেইন ইভেন্টটা সত্যিই দারুন ছিল।

◘ এই ম্যাচে অনেককটা নিয়ারফল ছিল, অনেক আকর্ষণীও ফাইটিং ছিল। রোমান রেইন খুব সম্ভবত এই ম্যাচে সবথেকে ভালো খেলেছে। এই ম্যাচের সবথেকে স্বরনীও মুহূর্ত ছিল - যখন রোমান বাকি তিনজনকেই আপ্রন কিক মারলো এবং শেষে অরটনকে ব্যারিকেডের মধ্যে স্পিয়ার মারলো। তখন দর্শকদের মধ্যে থেকে "this is awesome" চ্যান্ট শোনা জাচ্ছিল। এরপর সবকটি পারটিসিপেন্টই অনেকগুলি ফিনিশিং মুভ ইউস করে এবং অনেকগুলি পিনও  দেখা যায় কিন্তু শেষ পর্যন্ত সিনা সবাইকে হারাতে সক্ষম হয়। 

◘ সিনা তার জয়ের ব্যাপারে, তার টুইটার আকাউন্টে নীচের পোস্টটা করেছিল- 



◘ সেথ রলিন্স, সিনা জিতার পর কাশ ইন করতো কিন্তু তার পুরনো বন্ধু ডিন আম্রোস সেই ব্যাপারে লক্ষ রেখেছিল এবং উপজুক্ত পদক্ষেপ নিয়েছিল। 

◘ এরপর প্ল্যানটা বুজতে খুব একটা অসুবিধা হবার কথা নয়, এবার আমাদের আগ্রহটা যাবে সামারস্লামের দিকে এবং সিনার সঙ্গে ফিউড হবে ব্রক লেসনারের যেটা সত্যিই অসাম হবে।

◘ এছাড়াও আর একটা জিনিস ঘটতে পারে যেটা হল কেন এবং অথরিটির মধ্যে ব্রেক আপ, বিশেষ করে কেন যখন অথরিটির কথা অমান্য করলো এবং অরটনকে ধোলাই দিল। রলিন্স এর কাছে ব্রিফকেস থাকা এবং রোমানের কাছে অথরিটির উপর রাগ থাকা -এই দুটো জিনিস সামনের সপ্তাহগুলিকে জমজমাট করে রাখবে বলে আমার মনে হয়। 

জন সিনার জয় এবং তার পরবর্তী প্ল্যান...

তার জীবনে তৃতীয়বারের মতো The Miz ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হল, কিন্তু সঠিক উপায়তো দূরে থাক, সে চ্যাম্পিয়ন হল খুবই বিতর্কিতভাবে!! 

ব্যাড নিউজ ব্যারেটের ভ্যাকান্ট টাইটেলের জন্য হওয়া ব্যাটল রয়্যালে মিজ রিঙ্গের বাইরে ফ্লোরে লুকিয়ে থাকলো যেখানে বাকি ১৯ জন পার্টিসিফেন্টরা  টাইটেলের জন্য সমানে একে অপরের সঙ্গে লড়াই চালিয়ে গেল। যখন জিগ্লার, শেমাসকে এলিমিনেট করলো এবং সবাই ভাবলো যে জিগ্লার জিতে গেল ঠিক তখনই মিজ পেছন থেকে এসে শো-অফ -কে রিঙ্গের বাইরে ফেলে দিল এবং আমাদের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে গেল। 

সিজারো কোফিকে এলিমিনেট করার পর Heath Slater (আসলেই) সিজারোকে এলিমিনেট করলো, যেটা মনে হয় এই ম্যাচের সবথেকে বড় লস! এরপর বাচলো মাত্র ৫ জন- Slater, Sheamus, Bo Dallas, Ziggler এবং Miz। এরপর শেমাস স্লেটারকে এলিমিনেট করলো, বো কে এলিমিনেট করলো জিগ্লার এবং এই সময় মিজ চুপ করে লুকিয়ে বসে ছিল...ঠিক তখনই ক্লিয়ার হয়ে গিয়েছিল যে মিজই জিতবে। 
WWE এই ম্যাচের পরে ইন্সটাগ্রামে মিজের একটা লুক দিয়েছে যেটা নীচে দেওয়া হল :-
উল্লেখ্য, যখন ব্যাড নিউজ ব্যারেট -এর শোল্ডার ইঞ্জুরি হল তখন WWE একজন ভালো প্লেয়ারতো হারালই তার সাথে অনেক লসও খেল এবং এবার মিজকে চ্যাম্পিয়ন করার পড়েও খুব বেশী কিছু হবে বলে মনে হয় না। তবে এবার জিগ্লারের সঙ্গে মিজের ফিউড হলে এবং পরের PPV সামারস্লামে জিগ্লার, টাইটেলটাকে জিতে নিলে দারুন হবে বলে আমার মনে হয়।
যদিও মিজকে চ্যাম্পিয়ন করা WWE -এর একটা বিতর্কিত মুভ কিন্তু এরপর ব্যাপারটাকে তারা কোনদিকে নিয়ে যায় সেটা দেখতে খুবই মজা লাগবে বলে আশা করা যায়। 

লুকিয়ে থেকে ব্যাটল রয়্যালের চ্যাম্পিয়ন হল দ্য মিজ!!

<<ব্রেকিং নিউজ!!>>


পরের দিনের RAW তে পল হেইম্যান এর তথাকথিত Plan "C" অর্থাৎ দ্য বিস্ট ইঙ্কারনেট ব্রক লেসনার রিটার্ন করবে -এটা এখন কনফার্ম। এবং এটাতে কোন সন্দেহ নায় যে, তার টার্গেট হবে WWE WHC জন সিনা এবং অবশ্যই সে চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্যই রিটার্ন করছে। 

◘ এটা এখন জানা গেছে যে, সে আগামী কাল ঘটতে চলা "র" এর জন্য Miami, Florida -এর উদ্দেশে রওনা দিয়েছে। 

◘ কালকের দিনটা অবশ্যই খুবই স্পেশাল...তাই আমি কালকে চেষ্টা করবো "র" -এর লাইভ আপডেট দিবার...আমাদের সাথেই থাকুন...সকাল ৬ টা থেকে ৬.৩০ এর মধ্যে আমি আপডেট দেওয়া শুরু করবো... 

ব্রেকিং নিউজ: পরের RAW তেই রিটার্ন করতে চলেছে ব্রক লেসনার!!