এই সপ্তাহের WWE Raw এর পুরো সময়সূচী:- 


♣‪বাংলাদেশঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪.৩০ থেকে সন্ধ্যা ৭.৩০ মিনিটে এবং  রাত ১০ টা থেকে রাত ১ টা পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮.৩০ মিনিট থেকে ১১.৩০ পর্যন্ত।

‪‎ভারতঃ‬=
◘বৃহস্পতিবার:-  বিকেল ৪ টা থেকে সন্ধ্যা ৭ টা মিনিটে এবং  রাত ৯.৩০ থেকে রাত ১২.৩০ পর্যন্ত।
◘শুক্রবার:- আগামিকাল সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত।



<<Raw এবং SmackDown -এর ডেইলি শিডিউলের জন্য এখানে ক্লিক করুন >>

এই সপ্তাহের WWE Raw এর সময়সূচী...

◘ আজকের SmackDown শুরু হয় মিজ টিভি দিয়ে। মিজ, রোমান রেইন্সকে মিজ টিভিতে আসার জন্য ডাকে। রেইন্স আসে এবং দর্শকদের কাছ থেকে অনেক চ্যান্ট পায়। মিজ তার স্বভাব অনুসারে রেইন্সকে অসঙ্গতিপূর্ণ কথা বলতে থাকে এবং তখন রোমান রেগে তার মুখে একটা জোরদার শট দেয়। এরপর রেইন্স একটা প্রোমো কাটে এবং বলে অরটনকে সামারস্লামে সে হারাবে এবং দর্শকদের কাছে থেকে আবারো অনেক পপ পায়। 

♠ Dean Ambrose vs.  Cesaro
♥ Winner: Dean Ambrose

♦ ম্যাচের পরে রলিন্স আসে এবং আম্ব্রোসের উপর একটা প্রোমো কাটে। 

◘ আজকে রাতের জন্য Reigns vs. The Miz -ম্যাচটি আনাউন্স করা হয়। 

♠ Dolph Ziggler vs.  Titus O'Neil
♥ Winner: Dolph Ziggler

♠ Mark Henry vs. Luke Harper
♥ Winner: Mark Henry (by DQ)

♦ ডিসকোয়ালিফিকেশন হয় যখন  Erick Rowan ম্যাচে ইন্টারফেয়ার করে। এরপর হেনরিকে বাঁচাতে বিগ শো আসে এবং তাদের চারজনের মধ্যে ট্যাগ টিম ম্যাচ ঠিক হয়। 

♠ AJ Lee vs. Eva Marie
♥ Winner: Eva Marie

♦ ইভা কাউন্ট আউটে জিতে নেয় যখন এজে লি, পেজকে ধরার জন্য ধাওয়া করে কারন পেজ অনেকক্ষণ ধরেই তাকে বিরক্ত করছিল। শেষপর্যন্ত পেজ, এজে কে রিঙ্গে নিয়ে গিয়ে মারে এবং শেষে এজের স্টাইলে রিঙ্গের চারিদিকে ঘুরে বেড়ায়। 

♠ Jack Swagger vs.  Bo Dallas
♥ Winner: Jack Swagger

♦ জ্যাক সোয়াগার, বো ড্যালাসকে একপ্রকারের স্কোয়াশ করে দেয়। ম্যাচের পরে লানা এবং রুসেভ আসে এবং তারা প্রচুর USA চ্যান্ট পায়। এরপর বো বলে যে আসলে ট্যাপ আউট করেনি। 

♠ Roman Reigns vs. The Miz
♥ Winner: Roman Reigns

♦ তাদের মধ্যে ভালোই ম্যাচ হয়। ম্যাচের সময় মিজ রিঙ্গের বাইরে গিয়ে পালাবার চেষ্টা করেছিল কিন্তু জিগ্লার এসে তাকে আবার রিঙ্গের মধ্যে ঢুকিয়ে দেয়। শেষপর্যন্ত রেইন্স তার জয়ের সেলিব্রেট করে এবং আরও একবার রেইন্সকে দিয়েই আজকের স্মাকডাউন শেষ হয়। 

☻Smack Down‬ রেজাল্ট, ১৩ আগস্ট ২০১৪

☻Raw শুরু হয়..পল হেইমান এবং ব্রক লেসনার এর রিং এ আসা দিয়ে...হেইমেন বলে যে..ব্রক যে ভাবে রেসালমেনিয়াতে আন্ডারটেকার এর স্ট্রিক ভেঙে ছিল..ঠিক সেই ভাবে এই রবিবার সে সিনা কে মেরে শেষ করে দিবে.. এরপর আরও বলে ব্রক আগে রক এবং হাল্ক হোগেন কে Conquer করেছিল..এখন আজতো হাল্ক এন জন্মদিন..সে যদি ব্রক এর সাথে বদলা নিতে আসে..তাহলে হয়ত আমরা আজ কোন জন্মদিন উৎসব দেখবো না..সিনা এবং ব্রক এর আগের ম্যাচে সিনা জিতেছিল..কিন্তু এইবার সে জিততে পারবে না..হেইমেন এবং ব্রক চলে যাবার আগে বলে..এটা লেসনার এর রিং.এখানে লেসনার ছাড়া অন্য কেই রাজত্ব করতে পারবে না...

♠Roman Reigns vs RybAxel
♥Winner- Roman Reigns

♠Seth Rollins vs RVD
♥Winner-Seth Rollins

Stephanie McMahon রিং এ আসে..বলে যে আজ আমরা ব্রাইন এর চিকিৎসক এর সাথে কথা বলবো..একটা মেয়ে আসে রিং এ ...সে বলো যে সে চায় ব্রাইন খুব তাড়াতাড়ি রিং এ ফিরে আসুক..কারন সে এটা করতে ভালবাসে...কিন্তু সে আর ব্রাইন এর চিকিৎসা করতে পারবে না..কারন সে ব্রাইন এর সাথে প্রেমে জরিয়ে পরেছে....ব্রি রিং এ আসে..এসেই ওই মেয়ে থাপ্পর মারে..ওদিকে Stephanie..ব্রাইন এর Yes চেন্ট নিয়ে মজা করতে থাকে..ব্রি দৌড়ে গিয়ে..Steph কে মারতে শুরু করে..তারপর WWE অফিশিয়ালরা তাদের আলাদা করে..

♠Jack Swagger vs Cesaro
♥Winner- Jack Swagger

ওয়ায়েট এবং জেরিকো একটা প্রোমো কাট করে...

সিনা রিং এ আসে..বলে যে এই রবিবার ব্রক তাকে যতই মারুক..সেটা জিততে পারবে না...ব্রক তাকে পরাজিত করার চেষ্টা করবে..কিন্তু সিনা এত সহজে পরাজিত হবার পাএ নয়...ব্রক WWE World Heavyweight Championship এর যোগ্য না..সিনা আরও বলে..এই টাইটেল গুলো সব সময় তার কাছে থাকবে না..একদিন তাকে এটা হারেতেই হবে..কিন্তু সে লেসনার না..এরপরে আর কিছু কথা বলে সে তার প্রোমো শেষ করে.

Brie Bella vs Stephanie McMahon
ম্যাচ শুরু হবার আগেই দুইজন মারামারি শুরু করে...

♠Dolph Ziggler vs Heath Slater
♥Winner- Heath Slater

♠Randy Orton vs Sheamus
♥Winner- Randy Orton

শেষ সেগমেন্টে সবাই মিলে হাল্ক হোগেন এর জন্মদিন উৎযাপন করে....nWo আবার ইউনিট হল, Ric Flair এলো। এরপর, Lesnar এবং Heyman এলো এবং তাদের সবাইকে ধোলাই দেওয়ার চেষ্টা করলো কিন্তু সিনা চলে এলো এবং লেস্নারকে ফাইটের জন্য চ্যালেঞ্জ করলো, কিন্তু লেস্নার হেইম্যানের সঙ্গে পিছু হটে গেল।

[Collected]

WWE Raw রেজাল্ট, 12 আগস্ট, ২০১৪

আজকে প্রথমবারের মতো আমাদের ওয়েবসাইটে TNA -এর কোন শো এর রেজাল্ট দেওয়া হচ্ছে।

সাধারনত বেশিরভাগ ফেসবুক পেজেও এই শো এর রেজাল্ট দেওয়া হয়না, তার কারন একটাই যে এটা বেশী ফেমাস না। কিন্তু অনেকেই জানেনা যে এটাতে WWE -এর থেকে অনেক বেশী ভালো ফাইট হয় এবং কিছু দিনের মধ্যেই এটাতে স্টোরিলাইনও ভালো হয়ে যাবে, তখন নিঃসন্দেহে এটা WWE -এর থেকেও ফেমাস হয়ে যাবে, তাই আমি আজথেকে এটার রেজাল্ট দেওয়া শুরু করবো ভবিষ্যতের কথা ভেবে। আপনারা যারা যারা এটাকে দেখেন না তারা অবশ্যই এটাকে দেখুন নাহলে রেসলিংএর আসল মজাই মিস করবেন, এর প্রত্যেকটা ম্যাচই WWE -এর বর্তমানের মেইন ইভেন্টের সমান। এটা  সোনি সিক্স -নামক চ্যানেলে হয় এবং মাজে মাজে মেইন ইভেন্ট লাইভও দেখায়!! যেটা টেন স্পোর্টস-এ কোনদিনও দেখতে পাবো না।

আজকে প্রথম দিন তাই এর শর্ট রেজাল্ট এবং সময়সূচী দিলাম- 

☻ রেজাল্টঃ-

Manhattan Center -এ আজকের শোটা শুরু হয় অভিভাবকদের প্রতি একতা সতর্কতামুলক নোটের মাধ্যমে, কারন এই এপিসোডটা হবে স্ট্রং নেচারের। তারপর একতা প্রি-শো সেগ্মেন্ট হয় যেটাতে Bully একটা প্রোমো কাট করে যেটাতে সে Carter বংশের সঙ্গে কি কি করবে সেই ব্যাপারে বলে।

♠ Monster's Ball: Abyss vs. Bram
♥ রেজাল্ট: Bram defeats Abyss via pinfall.

♠ ম্যাচ: BroMans ও DJ Z vs. Mr. Anderson, Gunner ও Samuel Shaw
♥ রেজাল্ট: BroMans and DJ Z defeat Mr. Anderson, Gunner and Samuel Shaw (Robbie, Anderson-কে পিন করে)

♠ Extreme Weapons ম্যাচ: Team EC3 vs. Team Bully
♥ রেজাল্ট: Team 3-D wins via pinfall (Devon, Rhino-কে পিন করে)

◘ একটা শর্ট প্রোমো দেখানো হয় "H***K" -এর ব্যাপারে যে TNA -তে জয়েন করবে।


◘আগামি সপ্তাহের ম্যাচ কার্ডের ব্যাপারেও দেখানো হয় যেটাতে টিম 3-D এবং Hardy Boys -এর মধ্যে দুই দশকে প্রথমবারের মতো মিটীং হবে।

♠ X-Division টাইটেল ম্যাচ: Sanada vs. Low Ki vs. Samoa Joe 
♥ রেজাল্ট: Samoa Joe (Sanada সাবমিট করে এবং সামোয়া জিতে যায়।)



☻ সময়সূচীঃ-

♦ সোমবার (আজকে)- 
•9:30PM - 11:30PM (বাংলাদেশ)
•9:00PM - 11:00PM (ভারত)
শুধুমাত্র সোনি সিক্সে

TNA Impact Wrestling রেজাল্ট, ৮ আগস্ট, ২০১৪

গোপন সুত্র থেকে জানা যাচ্ছে যে, TNA -এর প্রতিনিধিরা আলবারটো ডেল রিও -এর কাছে গিয়েছিলেন। 

বৃহস্পতিবারে ডেল দিও -কে WWE রিলিজ করে দেয়, অপেশাদারি কাজ এবং এবং একজন কর্মীর সঙ্গে খারাপ ব্যাবহারের কারন দেখিয়ে। এই ব্যাপারে বিস্তারিত পড়ার জন্য এখানে ক্লিক করুন। 

এটা মনে করা হচ্ছে যে, এই রিলিজের আনাউন্সমেন্ট হবার কিছু মিনিটের মধ্যেই TNA রিওর সঙ্গে কন্টাক্ট করার চেষ্টা করে। 

F4W forums -এর একটা পোস্ট অনুসারে, Dave Meltzer এটা কনফার্ম করেছে যে, TNA -এর কিছু কর্মীবৃন্ত ডেল রিও এর সঙ্গে যোগাযোগ করে কারন তারা এই ফর্মার WWE চ্যাম্পিয়নকে তাদের কোম্পানির পরবর্তী টেলিভিশন শোগুলিতে হাজির করতে চায়। 

এখন একটা জল্পনা ছরিয়েছে, TNA হয়তো এই রকমের অপশন ট্রাই করে দেখছে স্পাইক টিভিকে তৃপ্ত করার জন্য যারা, TNA -কে ধমকি দিয়েছে যে তাদের রেটিংস যদি হাই না হয় তাহলে তারা TNA ইমপ্যাক্টকে সম্প্রচার করা ছেড়ে দিবে এবং তখন TNA ইমপ্যাক্টকে টিভিতে আর দেখা যাবে না। 

Dave Meltzer আরও বলেছেন যে, ডেল রিও এর উপর WWE থেকে ৯০ দিনে নো কমপিট ক্লজ -নামক ধারা প্রয়োগ করা  আছে, অর্থাৎ সে ৯০ দিনের জন্য খেলতে পাবে না। সেজন্য, ডেল রিও -এর TNA জয়েন করার চান্স এখন অনেক বেশী এবং যেকোনো সময় সে TNA -এর সঙ্গে জয়েন করতে পারে, এবং তার জীবনের নতুন দিশা খুজে পাবে।

Alberto Del Rio কী TNA জয়েন করছেন ??

আগের বৃহস্পতিবারে অর্থাৎ ৭ ই আগস্ট WWE আশ্চর্যজনকভাবে আলবার্টো ডেল রিওকে রিলিজ করেছে। এই খবরটা প্রচারের পরে এটা শোনা যায় যে, ডেল রিও নাকি WWE প্রোগ্রামিং-এ একজন সোশ্যাল মিডিয়া ওয়ার্কারকে থাপ্পর মেরেছেন। এছাড়াও তিনি নাকি একজন এমপ্লোয়িকে বর্ণবিদ্বেষী কথা বলেছে।

যদিও WWE এই ব্যাপারে তাদের ওয়েবসাইটে একটা খুবই ছোট স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু পরের দিন তারা একটু বিস্তারিও তথ্য দিয়েছে। এটা তারা কোন ওয়েবসাইটে দেয়নি, এটা দেওয়া হয়েছে WWE -এর অফিসিয়াল টুইটার আকাউন্টে।

নিচে তাদের টুইট দুইটা দেওয়া হল-

◘ এটা অবশ্যই অদ্ভুত ব্যাপার যে WWE এইভাবে টুইটারে তাদের স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু এই ব্যাপারটাকে আরও আশ্চর্যজনক করে তুলেছে এই টুইটগুলির পরে ট্রিপল এইচের রিঅ্যাকশান। এই টুইটগুলি পোস্ট হবার পরেই WWE -এর COO সেগুলিকে রিটুইট করেছেন এবং ব্যাপারটার গুরুত্বকে অনেক বাড়িয়ে দিয়েছেন।

নিচে ট্রিপল এইচের রিটুইটের একটা স্ক্রিনশট দেওয়া হল- 

এখন আমার মনে হয় এটা কোন সাধারন ব্যাপার ছিল না, ডেল রিও শুধুমাত্র থাপ্পর মারলে এইরকম কিছুই হতনা, সে নিশ্চয় তার থেকে অনেক বেশী কিছু করেছে বা অন্য কোন ব্যাপার আছে...। 

ডেল রিও-কে রিলিজের পরে WWE এবং Triple H -এর রিঅ্যাকশন।