আজকে WWE এর একজন অন্যতম ট্যালেন্টেড মিসইউজড রেসলার Sin Cara -এর ৩৭ তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে রইলো অনেক অনেক অনেক শুভকামনা। তার আসল নাম হল Jorge Arias। যদিও এটা আসল সিন কারা নয়। মনে আছে একসময় সিন কারার সঙ্গে নকল সিন কারার ফিউড হচ্ছিল, তখন যে নকল সিন কারা ছিল সেই আজকের আসল সিন কারা হয়ে খেলছে। আসল সিন কারা এই অবস্থায় WWE তে না থাকায় নকল সিন কারাকে যাকে আমরা Hunico বলে জানি, তাকে কাজে লাগানো হয় কারন সে খুবই ভালো নকল এবং তার রিং স্কিলও প্রায় সেম।

যাইহোক, আসল সিন কারার নাম হল Luis Ignascio Urive Alvirde...মোটেও ছোট-খাটো নাম নয়। তার জন্মদিন হল ৩০শে এপ্রিল এবং সে মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করে। নকল সিন কারাও সেখানেই তৈরী। 

আজকে সিন কারার (দ্বিতীয় সংস্করণ) জন্মদিন...।


◘ আজকের স্মাকডাউন শুরু হয় জন সিনার দ্বারা। সে বলে, সবাইয়কে তার উপর সন্দেহ করা বন্ধ করা উচিত। সিনা নিজেকে একজন যোদ্ধা বলে সম্বোধন করে বলে যে, সে একজন চ্যাম্পিয়ন হতে চায়। যেদিন সে আর চ্যাম্পিয়ন হতে চাইবেনা সেই দিনটিতে সে আর WWE তে থাকবেনা। সে এই সুত্রেই WWE নেটওয়ার্কেরও কথা বলে, এরপর কেইন এবং সেথ রলিন্স চলে আসে। সিনা কিছু কমেডি করার চেষ্টা করে। এরপর রোমান রেইন্স ক্রাউডএর মধ্যে থেকে আসে। তারপর লাইট নিভে যায় এবং ওঅ্যাট ফ্যামিলির আগমন ঘটে। এরপর ক্রিস জেরিকোর মিউজিক বাজে এবং তার সঙ্গে হেনরি এবং বিগশোও আসে। তারপর শেষে ট্রিপল এইচ আসে এবং আজকের মেইন ইভেন্টের জন্য Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins -ম্যাচ ঠিক করে।

♠ Cesaro vs. Dolph Ziggler

শেমাস এই ম্যাচে কমেন্ট্রিতে ছিল। ম্যাচটা দারুন ম্যাচ হয় কিন্তু শেষে রোল আপের মাধ্যমে জিগ্লার জিতে যায়।

♥ Winner : Dolph Ziggler

◘ ম্যাচের পরে সিজারো, জিগ্লারকে অ্যাটাক করে কিন্তু শেমাসের লেগে জিগ্লার বেঁচে যায়।

◘ স্টারডাস্ট এবং গোল্ডডাস্ট আবার উসোসদের উপর প্রোমো কাট করে।

♠ Jimmy Uso vs. Heath Slater

Titus O'Neil এবং Jey Uso রিং সাইটে ছিল।

♥ Winner : Jimmy Uso

◘ এরপর লানা এবং রুসেভ একটা প্রোমো কাটে কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হয়নি কারন মার্ক হেনরি ইন্টারফেয়ার করে এবং দর্শকদের কাছ থেকে প্রচুর চিয়ার পায়।

♠ Brie Bella vs. Paige

এই ম্যাচে এজে লি এবং নিক্কি বেলা কমেন্ট্রিতে ছিল। তারা একে অপরের সঙ্গে লড়াই শুরু করে দেয়। ব্রি সেখানে যায় তাদের ঝগড়া থামাতে। এরপর রিঙ্গে আস্তেই ব্রি একটা DDT খেয়ে নেয় পেজের কাছে।

♥ Winner : Paige (সম্ভবত)

♠ Bo Dallas vs. Zack Ryder

বো, খুব সহজেই বো-ডগ এর মাধ্যমে ম্যাচটা জিতে নেয়।

♥ Winner : Bo Dallas

◘ এরপর ড্যালাস একটা প্রোমো কাটে কিন্তু জেব কোল্টার এবং জ্যাক সোয়াগার তাতে বাঁধা দেয়। তাদের মধ্যে লড়াই শুরু হলে বো পালিয়ে জেতে বাধ্য হয়।

♠ Cena, Reigns, Jericho, Henry and Show vs. Bray Wyatt, Erick Rowan, Luke Harper, Kane ও Rollins
এটা একটা লম্বা ম্যাচ হয়, শেষে সিনার ফেসের দল জয়লাভ করে যখন, সিনা ট্যাগ পায় এবং সকল হিল মিলে তাকে অ্যাটাক করে। যদিও তারপর সব ফেসেরা তাদের ফিনিশিং মুভ ইউস করে সিনাকে বাঁচায় এবং সেলিব্রেট করে আজকের স্মাকডাউন শেষ করে।

♥ Winner by DQ : Cena, Reigns, Jericho, Henry and Show

◘ ম্যাচের পরে অনেক সিনা এবং জেরিকো চ্যান্ট শোনা যায়।

☻Smack Down রেজাল্ট, ৩ সেপ্টেম্বর ২০১৪


◘ USA নেটওয়ার্কে আজকের "Raw" লাইভ। ক্রিশ জেরিকোর মাধ্যমে আজকের শো শুরু হয়। সে অরটনকে তার The Highlight Reel-এ ডাকে। সে অরটনকে মোটেও ভালোভাবে ইন্ট্রোডিউস করে না, কিন্তু শুধুমাত্র অরটনের বদলে আমরা সাথে কেইন, ট্রিপল এইচ, সেথ রলিন্সকেও স্যুট পরে এগিয়ে আসতে দেখি। ট্রিপল এইচ এবং জেরিকো আগেকার  দিনের মতো একে অপরের ইন্সাল্ট করতে থাকে। ট্রিপল এইচ বলে যে সে লেসনারএর নতুন প্রতিপক্ষের নাম বলার ব্যাপারে ভাবছে, অরটন বলে যে সেই একমাত্র ব্যাক্তি যে কিনা লেসনারকে হারাতে পারবে।

কেইন এবং রলিন্সও অরটোনের সঙ্গে যোগ দেয় এবং বলে তারাও এই ম্যাচ খেলতে চায় , কিন্তু তারপরেই জেরিকো তার মনের কথা জানায় কিন্তু তার কথা ফিনিশ না হতেই সিনার মিউজিক হিট করে। 


সিনা বলে যে, ট্রিপল এইচ যদি তাকে তার ম্যাচ  না দেয় তাহলে সে কোর্টে যাবে। 

ট্রিপল এইচ বলে যে কোনটাই গুড ফর বিজনেস নয়!! রলিন্স বলে সিনার রিম্যাচ পাওয়া উচিত কারন সেথ তার উপরেই ক্যাশ ইন করতে চায়। অরটন এবং জেরিকোর যোগ দিবার আগেই রোমান রেইন্স ক্রাউডদের মধ্যে থেকে আস্তে থাকে। ট্রিপল এইচ আজকের জন্য  Reigns, Cena এবং Jericho vs. Kane, Rollins এবং Orton-ম্যাচ বানায় এবং  রলিন্স, রেইন্সকে অ্যাটাক করতে গেলে নিজেই কুপকাত হয়ে পরে।

♠ Dolph Ziggler and Sheamus vs. Cesaro and Miz
এই ম্যাচে ডেমিয়েন সান্ডোউ মিজকে সাহায্য করে, মিজের সঙ্গে একজন মেকআপ ম্যানও থাকে। জিগ্লার এবং সিজারোকে দিয়ে তাদের ম্যাচ শুরু হয়। ম্যাচের লাস্টের দিকে যখন মিজ এবং জিগ্লার ট্যাগ দিয়ে রিঙ্গে আসে, তখন একটু লড়াই করে মিজ সান্ডোউকে বলে যে তার জাগায় আসতে। সান্ডোউ গেলে জিগ্লার তাকে জিক-জ্যাক মারে, কিন্তু মিজ চলে আসে এবং একটা Skull Crushing Finale দিয়ে জয়লাভ করে। যাইহোক ম্যাচটা দেখতে দারুন লাগলো।

♥ Winners: Miz and Cesaro

♠ Eva Marie, Rosa and Cameron vs. Naomi, Layla and Summer Rae

সবকটা হিল মিলে লায়লাকে অ্যাটাক করে এবং রেফারি বেল বাজিয়েদেয় যখন নাওমি এবং সামার সাহায্যের জন্য আসে।

♥ Winners: No Contest

♠ Mark Henry and Big Show vs. Luke Harper and Erick Rowan

তাদের মধ্যে ভালো এবং মাজাদার ম্যাচ দেখা গেলেও , ম্যাচের একপর্যায়ে রুসেভ চলে আসে এবং হেনরির মুখে কিক মেরে ডিস্কোয়ালিফিকেশন করে দেয়।

♥ Winners by DQ: Big Show and Mark Henry


◘ নিকি বেলা আরও একটা সুন্দর স্টোরি শেয়ার করে তার বোনকে নিয়ে।

◘ এরপর পল হেইম্যান আসে এবং একটা প্রোমো কাটে।

◘ পরের ম্যাচে জ্যাক সোয়াগার এর সঙ্গে  Zeb Colter -ও রিটার্ন করে।

♠ Curtis Axel vs. Jack Swagger

ম্যাচ চলাকালীন বো ড্যালাসও ছিল এবং ম্যাচের সময় কয়েকজন ক্রাউডকেও সে এনেছিল। কিন্তু শেষপর্যন্ত স্বাগার Patriot Lock-এর  মাধ্যমে জয় লাভ করে।

♥ Winner: Jack Swagger

◘ ম্যাচের পরে ড্যালাস মাইক নেয় এবং বলে যে সে চায় স্বাগারকে কিছু অ্যামেরিকানদের আওয়াজ শোনাতে জাদেরকে সে সামারস্লামে অপমানিত করেছে।

◘ কোন একটা কারনে ড্যালাস এখন পুতিনের ছবি দেখাছে স্বাগারকে জ্বালাবার জন্য। এই সেগমেন্টটা শেষ হয় বো -এর বোলিভ এর মাধ্যমে।

♠ Adam Rose vs. Titus O'Neil

রোল-আপের মাধ্যমে অ্যাডাম জয় লাভ করে।

♥ Winner: Adam Rose

◘ আবারও নিকি বেলার আরও একটা স্টোরি দেখানো হয়।

◘ পরের ম্যাচের জন্য রুসেভ আসে, এখন দেখা যাক হেনরি তার বদলা নিতে পারে কিনা।

♠ Zack Ryder vs. Rusev

ম্যাচের ব্যাপারে কিছুই বলার নাই, যা হবার ছিল তাই হল।

♥ Winner: Rusev


◘ ম্যাচের পরে মার্ক হেনরি আসে খুবই রেগে এবং রুসেভ একটা কাপুরুষের মতো সেখান থেকে পালিয়ে যায়।


◘ এরপর স্টেফনি, ব্রি, নিক্কি, পেইজ এবং এজে লিকে নিয়ে একটা মজাদার সেগমেন্ট হয়। নিক্কি বলে যে সে ব্রি কে ক্ষমা করে দিবে যদি সে আবার WWE কে কুইট করে। ব্রি তাকে এরপর অ্যাটাক করে। এবং পেজ ক্রসফায়ারে ফেসে যায়। এরপর সুজোগ বুঝে  এজে চ্যাম্পিয়নশিপকে নিয়ে রিঙ্গের চারিদিকে ঘুরতে থাকে জদিও জাওয়ার আগে সেটাকে আবার দিয়ে যায়।

♠ Jimmy Uso vs. Goldust

♥ Winner: Goldust

◘ ম্যাচের পরে ডাস্ট ব্রাদার উসোস দেরকে অ্যাটাক করে।

♠ John Cena, Roman Reigns and Chris Jericho vs. The Authority

এই মেইন ইভেন্ট ম্যাচটা শুরু হয় রেইন্স এবং অরটনকে দিয়ে। এই দুই টিমের মধ্যে এক্সাইটিং ফাইট চলতে থাকে, মেইন ইভেন্টের মতোই। একটা দীর্ঘস্থায়ী ম্যাচ হয়। ম্যাচের শেষে অরটন জেরিকোকে একটা সুপারপ্লেক্স মারতে গেলে Y2J কাউন্টার করে তাকে ক্রস বডি দেয়। শেষ পর্যন্ত সিনা আসে এবং কেইনকে অ্যাটাক করে। জেরিকো সিনাকে চোকস্লামের হাত থেকে বাঁচায়। সিনা রলিন্সলে একটা জার্মান সুপ্লেক্স দেয় তার অভিজ্ঞতা থেকে। শেষপর্যন্ত সে রেইন্সকে ট্যাগ করে এবং কেইনকে একটা স্পিয়ার দিয়ে পিন করে এই ম্যাচটা তাদের টিম জিতে যায়।

♥ Winners: Reigns, Cena and Jericho

◘ প্রত্যাশিতভাবেই ফেসরাই আবার জয়লাভ করলো এবং ফেসদের পোজের মাধমেই আজকের "র" শেষ হল।

☻WWE Raw রেজাল্ট, ২ সেপ্টেম্বর, ২০১৪

কয়েকদিন পরেই হবে WWE -এর নেক্সট PPV নাইটস অফ চ্যাম্পিয়ন (NOC)। আসুন এক নজরে WWE Night of Champions-এর সব মেইন ইভেন্টগুলো দেখে নেই-
Vengeance: Night of Champions: John Cena (c) vs. Mick Foley vs. Bobby Lashley vs. Randy Orton vs. King Booker: WWE Championship: 5-Pack Challenge Match। 

Night of Champions (2008): Triple H (c) vs. John Cena: WWE Championship ম্যাচ।

Night of Champions (2009):  CM Punk vs. Jeff Hardy: World Heavyweight Championship ম্যাচ।

Night of Champions (2010): Sheamus (c) vs. Wade Barrett vs. Chris Jericho vs. Edge vs. Randy Orton vs. John Cena: WWE Championship: 6-Pack Challenge Elimination ম্যাচ।

Night of Champions (2011): Triple H vs. CM Punk: No Disqualification match; If CM Punk wins, Triple H will have to resign as the COO of WWE।

Night of Champions (2012): CM Punk (c) vs. John Cena: WWE Championship: ম্যাচ।

Night of Champions (2013): Randy Orton (c) vs. Daniel Bryan: WWE Championship ম্যাচ।

◘ আপনার প্রিয় NOCMoment কোনটি?

◘ আমার প্রিয় NOCMoment হল যখন CM Punk vs. John Cena ম্যাচের শেষদিকে টপ টার্নবাকলের উপর থেকে Super German Suplex মেরে থ্রি কাউন্ট পেয়েছিলেন Cena।



WWE Night of Champions-এর সব মেইন ইভেন্টগুলো দেখে নিন।