WWE তাদের অফিসিয়াল ব্লগসাইটে তাদের নতুন কন্টাক্টের ব্যাপারে বলেছে। ভারতে WWE -এর সমস্ত PPV গুলি বিশাল পরিমানে হিট করায় টেন স্পোর্টস সিদ্ধান্ত নিয়েছে WWE -কে এবার থেকে গুরুত্ব দিবার। তাছাড়া স্টার স্পোর্টস বেশীরভাগ লাইভ শো দেখানোর ফলে টেন স্পোর্টস এর হাতে দুই একটা ছাড়া আর লাইভ শোই এখন নাই, তাই WWE -কে যোগ করা তাদের জন্যে একটা ভালো পদক্ষেপ হতে পারে। 

২০০২ সাল থেকে টেন স্পোর্টস -এর সঙ্গে WWE-এর কন্টাক্ট ছিল কিন্তু এবারের ৫ বছরের কন্টাক্টটা হবে অনেকটাই স্পেশাল। ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়ে ২০১৯ সাল পর্যন্ত হওয়া এই কন্টাক্টে WWE -এর অনেক শোকে যোগ করা হয়েছে। ২০১৫ সাল  থেকে আরও নিয়মিত Raw, SmackDown , NXT দেখানো হবে। এছারাও WWE -এর রিয়ালিটি শো Total Divas এবং ভারতীও ফ্যানদের জন্য Raw -এর ১ ঘণ্টার স্পেশাল এপিসোড দেখানো হবে। তাছাড়াও এতদিন  যেটা আমরা টিভিতে দেখতে পেতামনা সেই "Main Event" -ও আমরা দেখতে পাবো যেটা এতদিন শুধুই USA তে দেখানো হত। তবে এই চুক্তির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে, WWE Raw এবং WWE -এর সমস্ত PPV (যেমন- রেসেল্মেনিয়া, সামারস্লাম, রয়েল রাম্বেল) -এইসব গুলোই আমরা লাইভ দেখতে পাবো।

বলে রাখা ভালো যে বেশিরভাগ লাইভ শো হয় সকালের দিকে। Ten Sports -এর CEO, Rajesh Sethi বলেছেন যে, We are very delighted to extend our long standing successful partnership with WWE for the Indian Subcontinent.WWE Shows are enormously popular in the region and WWE broadcasts are synonymous with the Ten Sports Network having been broadcasted on our channels since 2002.With this new deal till 2019, we promise to offer more hi-quality entertainment andbreakthrough programming and engagement opportunities for fans.

◘ এই  ব্যাপারে টেন স্পোর্টস তাদের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা পোস্ট দিয়েছে- 

◘ তাছাড়াও, CEO  Rajesh Sethi -এর সাথে WWE -এর সুপারস্টার জন সিনা এবং COO ট্রিপল এইচ -এর ছবিও তারা পোস্ট করেছে-



২০১৫ থেকে WWE Raw এবং সমস্ত PPV লাইভ হবে...কনফার্ম, বিস্তারিত দেখুন।



আজকে টেন স্পোর্টসে স্মাকডাউন দেখার পর একটা জিনিস দেখলাম যেটা দেখে সত্যিও খুব আশ্চর্য লাগছে এবং অনেক খুশিও লাগছে।

টিভির নীচের দিকে WWE -এর কিছু সুপারস্টারকে দেখালো লাইক ড্যানিয়েল, বিগ শো এবং তারপর দারুন জিনিস লেখা উঠলো!! 

WWE Raw is Coming Soon LIVE !!!

অর্থাৎ আমরা হইতো খুব তাড়াতাড়ি WWE Raw লাইভ দেখতে পাবো। তাছাড়া, কয়েকদিন আগেই জানা গেছে যে ব্যাড নিউজ ব্যারেট ভারতে আসবে কারন, সুতরাং WWE -এর শো লাইভ দেখানো কোন অসম্ভব ব্যাপার নয়। সেজন্য অদূর ভবিষ্যতে আমরা লাইভ WWE দেখতে চলেছি, তখন আমাদের লাইভ আপডেটের গুরুত্ব কমে যাবে ;) 

তবে লাইভ হলে সকালের দিকে হবে... এখন দেখা যাক কি হয়! প্রমান হিসাবে নিচে স্ক্রিনশট দিলাম- 


ব্রেকিং নিউজ : WWE Raw হতে চলেছে LIVE !!


■ আজকের স্ম্যাক ডাউন শুরু হয় ট্যাগ টীম ম্যাচের মধ্য দিয়ে। The Usos, Mark Henry এবং Big Show রা Erick Rowan , Luke Harper Stardust and Goldust দের হারায়। ফেস রেসলারদের জয় উদযাপনের মাধ্যামে আজকের Smack Down কিক অফ হয়।

#Winner→ The Usos, Mark Henry & Big Show

■ Bo Dallas vs. Justin Gabriel

□ রিংসাইডে ছিল Jack Swagger..। Bo কে ম্যাচে ভালই লাগছিলো। Bulldog দিয়ে এই ম্যাচটা জিতে যায় Bo..
#Winner→  Bo Dallas

■ Paige vs. Summer Rae 

□ Layla ছিল রিংসাইডে এবং AJ ছিল কমেন্টারিতে। Aj Leeর Black Widow দিয়ে ম্যাচ জিতে Paige..
#Winner→ Paige

■ Mark Henry vs. Rusev ( Arm Content ) 

□ প্রথমে Rusev কে arm Contest এ হারায় Henry..। কিন্তু পরে রিম্যাচ চায় Rusev, তখন তাদের মধ্যে আবার রিম্যাচ হলে Henry এর মুখে Lana পাউডার ছুড়ে মারে। আর Rusev জিতে যায়।
#Winner→ Rusev

■ Dolph Ziggler and R-Truth vs. The Miz and Damien Sandow 

□ এই ম্যাচটা খুবই মজার ছিল। খুব সহজেই Ziggler রা জিতে যায়।
#Winner→ Ziggler & R Truth

■ Chris Jericho and Roman Reigns vs. Randy Orton and Seth Rollins

□ এই ম্যাচটাও খুব মজার ছিল। Randy -র কে DDT দিয়ে রোল আপ করে ম্যাচটা জিতে নেয় Jericho..। তাদের জয় উদযাপনের মাধ্যামে পর্দা নামে Smack Down এর।
#Winner→ Jericho & Reigns

এটুকুই ছিল আজকের Smack Down..।  আমার মতে আজকে শো টা একদম ফালতু ছিল।

#farhan_vivadelrio

Smack Down স্পইল্টার রেজাল্ট, ১০ সেপ্টেম্বর ২০১৪


আজকের RAW -এর শুরুতে স্টিল কেজ নিচে নেমে আসে এবং মাইকেল কোল আমাদেরকে ওয়েলকাম করেন। আজকের "র"-তে আমরা জেরি স্প্রিংলারের সঙ্গে বেলা টুইন্সদের আলোচনা দেখতে পাবো। আমরা আজকে একটা সামারস্লাম রিমাচও দেখতে পাবো যেটা হবে দ্য ভাইপার র‍্যান্ডি অরটন এবং রোমান রেইন্সের মধ্যে। শেষপর্যন্ত, পল হেইমান জন সিনাকে, ব্রক লেস্নারের তরফ থেকে একটা ওয়ার্নিং দেয়। 

♠ Steel Cage Match: Chris Jericho vs. Bray Wyatt

ব্রে ওয়াট আসার আগে বলে, “Baltimore… we’re here.”। ব্রে এর সাথীরা রিংসাইডেই ছিল। ব্রে রিঙ্গে ঢোকার আগে তাদেরকে কিছু বলে যায়। তাদের মধ্যে ভালো ম্যাচ চলে। ম্যাচের শেষের দিকে জেরিকো সেলের উপরে উঠে যায় এবং সেখান থেকে নিচে নামার চেষ্টা করে কিন্তু ওয়াটএর বাকি মেম্বাররা তাকে সেটা করতে দেয় নি। তাদের মধ্যের ফাইটে জেরিকোর হাঁটুতে প্রচন্ড লাগে। এরপর জেরিকো আবার ম্যানেজ করে দরজা দিয়ে বাইরে বেরতে গেলে ব্রে তার পা ধরে নেয় এবং তার ইঞ্জুর হাঁটুতে বারে বারে পাঞ্চ করতে থাকে। শেষপর্যন্ত জেরিকো কাউন্টার করে তাকে ঠেলে ফেলতে সক্ষম হয় কিন্তু সে সোজা বাইরে গিয়ে পরে ফলে ম্যাচটা জেরিকো হেরে যায়। 

♥ Winner by Escaping the Cage: Bray Wyatt

◘ ডলফ জিগ্লার, কয়েকদিন আগে ঘটে যাওয়া সেলিব্রিটিদের লিক ফটো প্রসঙ্গে মিজের কিছু লিক হওয়া ফটো দেখায়। তাদের মধ্যে একটা মজাদার সেগমেন্ট হয়। শেষপর্যন্ত মিজ এবং সান্ডোউ পালিয়ে যায়।

♠ Rosa Mendes and Natalya vs. AJ Lee and Paige

রোসা মেন্ডিসকে নিশ্চয় চিনতে পারছেন। ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয় লাভ করে এরপর এজে এবং পেজ দুজনে মিলেই ডিভাস চ্যম্পিয়নশিপকে কিস করে । 

♥ Winners by Submission: AJ Lee and Paige

◘ এরপর পল হেইমান আসে লেস্নারের ম্যাসেজ নিয়ে, কিন্তু ম্যাসেজ দিবার আগেই সিনা চলে আসে এবং তাদের মধ্যে একটা সেগমেন্ট হয়। শেষে সিনা বলে যে, যদি সামনের "র" তে লেস্নার না আসে তাহলে পল হেইমানের উপরেই সিনা তার যাবতীয়রাগ মিটাবে।  

♠ Seth Rollins vs. Sheamus

শেমাস কিছুক্ষণের মধ্যেই সেথের উপর কন্ট্রোল পেয়ে যায়। কিন্তু রিংসাইডে থাকা সিজারো শেমাসের US টাইটেলকে নিয়ে ঘাঁটাঘাঁটি করতেই শেমাসের নজর সেখানে চলে যায়। তারা বেল্ট নিয়ে ঝামেলা করতেই সেথ সুযোগের ব্যবহার করে এবং একটা Curb Stomp -এই সেমাস ফিনিশ হয়ে যায়। 

♥ Winner by Pinfall: Seth Rollins

◘ ম্যাচের পরে সিজারো রিঙ্গের মধ্যে আসে এবং শেমাসকে অ্যাটাক করে। শেষপর্যন্ত শেমাসের নিশ্চল দেহতে তার US টাইটেলকে রেখে সিজারো চলে যায়। 

◘ এরপর রুসেভ এবং লানা আসে। তারা প্রথমে সেখানকার মানুষদেরকে অপমান করে। তারপর আমেরিকার জাতীও সঙ্গিতকে নিয়ে মজা করে ট্রোল ভার্সনের গান করে এবং তারপর গর্বের সাথে রাশিয়ার জাতীও সঙ্গিত গায়। 

♠ Tyler Breeze and Tyson Kidd vs. Sami Zayn and Adrian Neville

Red Arrow -এর মাধ্যমে নাভিলি জয় লাভ করে। 

♥ Winners by Pinfall: Adrian Neville and Sami Zayn


◘ এবার হয় বেলা টুইন্স এবং জেরি স্প্রিংলারের বোরিং সেগমেন্ট। আশামতোই তাদের মধ্যে ঝগড়া থামেনি বরং আবার ঝগড়া লেগে যায় এবং তাতে বেলাদের ভাই রিঙ্গের বাইরে পরে যায় এবং স্প্রিংলারের (পিতা) মাথায় চোট লাগে।

♠ Goldust and Stardust vs. Los Matadores

Dark Matter -দিয়ে স্টারডাস্ট সহজেই জিতে নেয় ম্যাচটা। 

♥ Winner by Pinfall: Stardust and Goldust 

◘ ম্যাচের পরে উসোসরা দেখা দিলে ডাস্ট ব্রাদার সেখান থেকে পলায়ন করে।

♠ Adam Rose vs. Titus O'Neil

ম্যাচটা অ্যাডাম রোজ Party Foul নামক মুভের সাহায্যে জিতে নেয়। এরপর বানিটা O'Neil কে অ্যাটাক করে। 

♥ Winner by Pinfall: Adam Rose

♠ Randy Orton vs. Roman Reigns

ম্যাচের আগেই অরটন প্রমিস করেছিল যে, সেথ রলিন্স, আম্ব্রোসের সঙ্গে যা করেছিল অরটন তার থেকেও খারাপ জিনিস করবে রোমানের সাথে। ক্রিস জেরিকোকে অ্যাটাকের মাধ্যমে সে ওয়ার্ম আপ করে। 

তাদের মধ্যে দারুন ফাইট চলে। অরটন প্রচুর মার খায় এবং শেষ পর্যন্ত একটা স্পিয়ার খায়। কিন্তু এরপর রলিন্স এবং কেন রিঙ্গের দিকে আসে। তারা দুজনে মিলেই রোমানকে অ্যাটাক করে, অরটন তাদের সঙ্গে যোগ দেয় এবং রোমানকে অনেক চিয়ার শট দেয়। শেষপর্যন্ত রলিন্স চেয়ারের উপরে Curb Stomp দিয়ে রোমানকে ফিনিশ করে এবং ম্যাচটা নো-কন্টেস্টে শেষ হয়।

♥ Winner : No Contest. 

◘ এইভাবেই আজকের "র" শেষ হয় এবং আজকের শোটা অরটনের ফ্যানরা নিশ্চয় মিস করতে চাইবে না!! 


☻WWE Raw রেজাল্ট, ৯ সেপ্টেম্বর, ২০১৪


♦ ব্যাড নিউজ ব্যারেট তাঁর টুইটার আকাউন্টে বলেছেন, যে তিনি WWE -এর কিছু প্রোমোশনাল কাজে ভারতে এই মাসেই আসছেন।  ১৬ই সেপ্টেম্বর থেকে ১৮ই সেপ্টেম্বরে তিনি ভারতের মুম্বাই এবং বাঙ্গালোরে আসবেন।

এইব্যাপারে তিনি তাঁর অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা টুইট করেছেন যেখানে  নামক ট্রেন্ডও তিনি যোগ করেছেন। নিচে সেই টুইটটা দেওয়া হল- 

◘ যাইহোক, ব্যারেট অনেকদিন ধরেই WWE -এর বাইরে আছেন, কারন স্মাকডাউনের একটা শোতে জ্যাক সোয়াগারএর সঙ্গে হওয়া একটা ম্যাচে তাঁর শোল্ডার ইঞ্জুরি হয়েছিল। সম্ভবত সেপ্টেম্বরেই এই রেস্লার ব্যাক করবে কিন্তু এই ব্যাপারে নিশ্চিত হয়ে কিছু বলা যায় না। 

এখন WWE -এর প্রসার ভারতেও ভালোভাবে হচ্ছে, তো অদুর ভবিষ্যতে WWE -এর শো ভারতেও হবে বলে আশা করছি এবং 9.99 ডলারের WWE নেটওয়ার্কও ভারতে আসতে পারে। 

WWE সুপারস্টার Bad News Barrett আসছেন ভারতে।