আজকে WWE -এর ওয়ান অফ দ্য হটেস্ট গার্ল এবং রিং আনাউন্সার রিনি ইয়ং -এর শুভ জন্মদিন। তার আসল নাম হল- Renee Paquette। তাঁর সৌন্দর্য WWE -এর ডিভাদের থেকে কোন অংশে কম নয়। 

রিনি ১৯৮৫ সালে আজকের দিনে ক্যানাডার Toronto-তে জন্মগ্রহণ করেছিলেন এবং আজকে তিনি ২৯ বছরে পা রাখলেন। তিনি তাঁর ক্যারিয়ার শুরু করেন একজন কমেডি আক্ট্রেস হিসাবে কিন্তু পরবর্তীতে তিনি ফিল্মে , মিউজিক ভিডিওতে এবং বিজ্ঞাপনের দিকে মনোযোগ দেন। ২০০৯ -এর শেষদিকে তিনি The Score -এর হয়ে স্পোর্টসকাস্টার এর কাজ করতেন। এরপর ২০১২ -এর অক্টোবর মাসে তিনি WWE এর সঙ্গে সাইন করেন এবং ২৯শে মার্চ, ২০১৩ তে স্মাকডাউন এর একটা এপিসোডে ডেবিউ করেন, যেখানে তিনি Randy Orton, Big Show, এবং Sheamus -এই তিন বড়ো সুপারস্টারের ইন্টারভিউ নেন...প্রথম দিনেই অনেক কিছু ! 

এরপরের কাহিনীতো সবাইয়ের জানা, তার দারুন কমেন্ট্রির জাদুতে আসতে আসতে সবাইয়ের জব তিনি খাওয়া শুরু করে দেন...এমনকি আফটার-বার্ন জাতীও শো WWE রিনিকে দিয়ে হোস্ট করানো শুরু করে। কিছুতো স্পেশাল জিনিস আছে রিনির মধ্যে। আশা করি রিনির ফিউচার অনেক ব্রাইট হবে...এবং সে অনেক দূর এগিয়ে যাবে। 

আজকে WWE -এর ওয়ান অফ দ্য হটেস্ট গার্ল রিনি ইয়ং -এর জন্মদিন।


◘ অনেকদিন ধরেই WWE Magazine বন্ধ হয়ে যাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা অবশেষে সত্যি হল। WWE Magazine এর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে সবাইকে "Thank you." জানিয়ে একটি টুইট পোষ্ট করা হয়। পরবর্তীতে আরও কয়েকটি টুইটের মাধ্যমে তারা এটি নিশ্চিত করে । এর মাধ্যমে ম্যাগাজিন এর কর্মচারীরা বিদায় জানিয়ে তাদের কর্মস্থল ত্যাগ করেছেন। আগামী মাসের 21 তারিখ প্রকাশিত হবে "WWE Magazine" এর শেষ সংখ্যা। এর প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল 1983 সালে “WWF Victory Magazine” নামে। 

◘ ত্রিশ বছরের পথচলার পর অবশেষে WWE এর ইতি টানছে। সর্বশেষ সংস্করণটিতে প্রধান Feature এ থাকছে "The Shield" এর তিন কান্ডারী Reigns, Ambrose ও Rollins অর্থাৎ WWE এর তিন ভবিষ্যৎ তারকা।

◘ WWE Magazine বন্ধের মূল কারন হল অনেকাংশে এর বিক্রয় কমে যাওয়া। বর্তমানে ইন্টারনেটের যুগে টাকা দিয়ে Magazine কেনার চেয়ে সবাই ওয়েবসাইটকেই বেশি পছন্দ করে। তাই WWE তাদের প্রযুক্তি খাতে আরও মনযোগ দিতে এটাকে বন্ধ করে দিল।


এখন একটাই জিনিস বলার...গুড বাই WWE ম্যাগাজিন।

Credit : #jan_bottom




WWE Magazine -এর শেষ সংস্করণ প্রকাশিত হতে চলেছে (১৯৮৩-২০১৪)

WWE নাইট অফ চ্যাম্পিয়ন্স 2014 -এর পূর্ণ সময়সূচী, শুধুমাত্র টেন স্পোর্টসে:-

বাংলাদেশের সময়ঃ-

◘ 
সোমবার (২২ Sept)সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ১০ টা পর্যন্ত।
◘ বুধবার (২৪ Sept)রাত ১১ টা থেকে মাঝরাত ২.৩০ পর্যন্ত।
◘ রবিবার (২৮ Sept)রাত ১১ টা থেকে মাঝরাত ২.৩০ পর্যন্ত।

ভাতের সময়ঃ- 

◘ 
সোমবার (২২ Sept)সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯.৩০ পর্যন্ত।
◘ বুধবার (২৪ Sept)রাত ১০.৩০ থেকে মাঝরাত ২ টা পর্যন্ত।
◘ রবিবার (২৮ Sept)রাত ১০.৩০ থেকে মাঝরাত ২ টা পর্যন্ত।

:: ম্যাচকার্ড ::

No.
Matches
Stipulations
Prediction
1
John Cena vs. Brock Lesnar
Singles match for the WWE World Heavyweight Championship
Lesnar
2
Chris Jericho vs. Randy Orton
Singles match
Randy Orton
3
Roman Reigns vs. Seth Rollins
Singles match
Reigns
4
Stardust and Goldust vs. The Usos
WWE Tag Team Championship Match
Rhodes
Brother
5
Nikki Bella vs. AJ Lee vs. Paige
Singles match for the WWE Divas Championship
Nikki/
Paige
6
Cesaro vs. Sheamus
Singles match for the WWE United States Championship
Cesaro
7
The Miz vs. Dolph Ziggler
Singles match for the WWE Intercontinental Championship
Ziggler
8
Rusev vs. Mark Henry
Singles match
Rusev


☆ Night Of Champions 2014 ☆ -এর সময়সুচী এবং ম্যাচকার্ড।


নানান সূত্র থেকে খবর আসছে যে Stone Cold Steve Austin নাকি ইদানীং তার ফিটনেস ফিরে পেতে জোর ট্রেনিং করে যাচ্ছেন। কয়েকদিন আগে Austin একটা ইন্টারভিউতে খোলামেলা ভাবেই Wrestlemania 31 অথবা 32 তে রিটার্ন করে
 একটি ম্যাচ খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। এসময় Austin বলেছেন যে WM 31 হবে California তে যেটা করলেও করা যায়। কিন্তু WM 32 হবে Austin এর হোমটাউন Texas এ । সেক্ষেত্রে WM 32 তেই তিনি তার আগ্রহ বেশি প্রকাশ করেছেন। কিন্তু উপযুক্ত Creative, Opponent ও টাকা পেলে WM 31 এর সম্ভাবনাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। এখন দেখা যাক কি হয়। 

Wrestlemania তে রিটার্ন করতে পারেন Steve Austin


1. Chris Jericho সামনের পিপিভি Night of Champions এ খেলার পর তার ব্যান্ড Fozzy  এলবামের জন্য লিভ নিবেন।

2. Wrestlemania তে রিটার্ন করতে পারেন Steve Austin 


3. Christian Night of Champions এর Kick Off এ উপস্থিত থাকবেন এবং ইন-রিং সেগমেন্ট "Peep Show" করবেন।  অতিথি হবেন Chris Jericho ।

4. Santino Marrella এর ঘাড়ের ইঞ্জুরি অনেকটা সুস্থ হয়ে উঠেছে। তিনি চান যে শ্রীঘই WWE তে কামব্যাক করতে।

5. Brodus Clay এখন TNA এর ECIII (Ethan Carter 3rd) এর টিম মেম্বার হয়ে খেলবেন।

6. Kenta এর নতুন রিং নেইম করা হয়েছে Hideo Itami।

7. Ryback অনেক দিন ধরেই একটা পুরোনো Injury তে ভুগছিলেন। এ কারনে কয়েকদিন আগে "Hernia Surgery" করেন এবং এটা কনফার্ম যে তার অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন তিনি Injury থেকে ধীরে ধীরে Recover করছেন এবং শেষ খবর অনুসারে তিনি শতভাগ সুস্থ হয়ে তবেই Return করবেন।

8. এতদিন ধরে BNB আশা করছিলেন যে November এর UK ট্যুরের সময় তিনি WWE তে রিটার্ন করতে পারবেন। কিন্তু ডাক্তাররা নাকি তাকে December এর আগে Ring এ ফেরার অনুমতি দেন নি।


9. Bad News Barrett  ইঞ্জুরি থেকে ফিরে এসে Intercontinental চ্যাম্পিয়ন সাথে ফিউড করবেন।

10.Ten Sports  এর সাথে WWE নতুন চুক্তি সম্পাদিত হবে আগামি বছরের জানুয়ারি থেকে। 


♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

๏ Knockouts Title No.1 Contender Battle Royal ম্যাচ : Madison Rayne, Taryn Terrell, Angelina Love, Valvet Sky, Britney, Rebel & Havok.
সবাইকে একাই মারতে থাকে Havok এবং সবাইকে একাই শুইয়ে ফেলে পোজ দিতে থাকে। এরপর পড়ে থাকা Knockouts রা উঠে দাঁড়ায় এবং একসাথে Havok কে আক্রমণ করে কিন্তু আবারো একাই সবাইকে মেরে শুইয়ে ফেলে Havok. এরপর সে Madison Rayne ও Terrell কে এলিমিনেট করে দেয়। এরপর সে ForeArm Shot দিয়ে এলিমিনেট করে Britney কে। এরপর Angelina Love কে এলিমিনেট করে সে। বাকি থাকে Velvet Sky, Rebel ও Havok. Rebel কে এলিমিনেট করে Havok কিন্তু তাকে টপ রোপ থেকে ফেলার পর Rebel এর হাত বাড়ি খায় স্টিল স্টেপে এবং সাথে সাথে হাত ভাঙে। এরপর Sky একটি Crossbody দিতে নিলে Havok তাকে উড়ন্ত অবস্থায় ধরে ফেলে এবং এলিমিনেট করে দেয়। এক কথায় পুরো ম্যাচে ধ্বংশযজ্ঞ চালায় Havok.

• Winner: Havok.

- এরপর Bobby Roode vs. Lashley এবং Team 3D vs. The Wolves vs. The Hardy Boyz এর ladder ম্যাচের কার্ড দেখানো হয়।

- Samuel Shaw এবং Gunner কে ব্যাকস্টেজে দেখা যায়। Shaw একজনকে টার্গেট করার কথা বলে।

- MVP এবং Kenny King রিঙে আসে এবং জানায় আজ Lashley Roode কে ধ্বংস করে দিবে। তারা Sgt.Chris Melendez কে আমন্ত্রণ করে এবং হাত মিলায়। তারা Melendez কে তাদের দলে যোগ দিতে বলে। King জানায় Melendez তাদের ব্যাগ বহন করবে। Melendez অস্বীকৃতি জানালে King তাকে আক্রমণ করে।

๏ Kenny King vs. Sgt. Chris Melendez.

ম্যাচ শুরুর আগেই MVP আক্রমণ করে Melendez কে। ম্যাচ শুরু হয়। King কয়েকটি Suplex ও Chin Lock দেয়। পুরো ম্যাচে আধিপ্ত্য ধরে রাখে King কিন্তু পরে Melendez কে Torture Rack দিতে গিয়ে ধরা খায় এবং #Rollup দিয়ে ম্যাচ জিতে নেয় Melendez.

• Winner: Sgt. Chris Melendez

- ম্যাচ শেষে MVP ও King আক্রমণ করে Melendez কিন্তু Mr. Anderson এসে তাকে সেভ করে।

- এরপর Lashley’র রিটার্নের পর TNA-তে তার আধিপত্যের একটি ভিডিও দেখানো হয়।

๏ Samoa Joe vs. Homicide.

অসাধারণ ম্যাচ। ম্যাচে X-Division Champion Joe'র আধিপত্য বেশি থাকে। একে অন্যকে DDT, Neck Breaker, Clothesline দিয়ে থাকে। একপর্যায়ে Homicide, Joe কে Gringo Killer দিতে গিয়ে মুখের উপর পাঞ্চ খায় এবং Joe তাকে সাবমিশন দিয়ে ম্যাচ জিতে নেয়।

• Winner: Samoa Joe.

- ম্যাচ শেষে Joe হাত বাড়িয়ে সাহায্য করে Homicide কে। James Storms ও Sanada আক্রমণ করে Joe ও Homicide কে। Storm এন্ট্রান্স এর পথে আঙুল তুলে দাঁড়ায় আর সেইদিক দিয়ে Manik তার নতুন লুক নিয়ে প্রবেশ করে। Manik এরপর Splash দেয় Homicide'র উপর।

- The Wolves-দের ব্যাকস্টেজে কথা বলতে দেখা যায়।

- Eric Young ও Bobby Roode ব্যাকস্টেজে। তারা নিজেদের ইতিহাস নিয়ে কথা বলে।

๏ 3-Way Tag Team Ladder ম্যাচ : The Hardy Boyz vs. Team 3D vs. The Wolves.

ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ রিঙের উপর ঝুলানো থাকে। বেল পড়ার আগেই শুরু হয়ে যায় মারামারি। Wolces দের কাছে কয়েকটি Suicide Dives খায় Team 3D ও The Hardy Boyz. The Wolves use the ladder as a weapon. এরপর এক দল আরেক আরেক দলকে Ladder দিয়ে মারতে থাকে। Team 3D'র Devon একটি "What’s Up” দেয় এবং Matt একটি Ladder দিয়ে Team 3D-কে আক্রমণ করে। Matt ও Eddie উপরে উঠলে Devon তাদের ফেলে দেয় কিন্তু Jeff তাকে Ladder দিয়ে আঘাত করে। এরপর Swanton Bomb ও Moonsault দেয় Thএ Hardys. “This Is Awesome.” চ্যান্ট শুরু হয়। এরপর Davey Richards একটি Ladder বইতে গেলে Jeff রিঙের আরেক প্রান্ত থেকে Splash দেয়। এরপর আরও কিছুক্ষ্ণ অসাধারণ মুহুর্ত দেখা যায়। পরে Wolves রা ম্যাচ জিতে নেয়।

• Winners: The Wolves.

๏ Bram vs. Gunner.

ম্যাচের শুরুতেই Gunner তার পায়ে ব্যাথা পায়। তাই ম্যাচ জমে উঠেনি। Shaw রিঙে আসে Gunner কে চিয়ার আপ করতে কিন্তু Gunner তাকে চলে যেতে বলে। পরে Shaw রিঙে উঠে Gunner কে সাহায্য করতে। সে Bram কে মারতে যায় কিন্তু ভুলে Gunner কে মেরে বসে। Bram পরে Shaw কে মেরে ফেলে দেয় এবং Gunner কে পিন করে ম্যাচ জিতে নেয়।

• Winner: Bram.

- ম্যাচ শেষে Gunner রাগে পাগল হয়ে যায় এবং Shaw কে ধাক্কা দেয়। Shaw আপসেট হয় আর Gunner রিঙ ত্যাগ করে।

๏ TNA World Heavyweight Championship (মেইন ইভেন্ট) : Bobby Lashley (c) vs. Bobby Roode.


দুই পাওয়ারহাউজের ম্যাচ এবং অসাধারণও বটে। Roode আধিত্য বিস্তার করতে থাকে। কিন্তু MVP ও Kenny King এর সাহায্যে Lashley ম্যাচে ফিরে। এইরকম প্রায় তারা Roode কে বিভ্রান্ত করতে থাকলে একসময় রেফারীর হাতে ধরা খায় এবং MVP-কে বের করে দেয়া হয়। পরে ম্যাচ চলতে থাকে। এরপর Lashley একটি Spear দিতে যায় কিন্তু Crossface Submission খেয়ে বসে। King বাধা দিতে যায় কিন্তু Erick Young আসে এবং King কে মারতে মারতে নিয়ে যায়। এরপর Roode-কে Spear দেয় Lashley কিন্তু 2-Count এর বেশি পায়না। Lashley অবাক হয়ে যায় এবং তার টাইটেল দিয়ে Roode কে মারতে যায় কিন্তু Roode-Bomb খেয়ে বসে। কিন্তু ২ এর বেশি পায়না। আবার Spear দিতে যেয়ে মিস করে কিন্তু তা এড়াতে যেয়ে Roode পায়ে ব্যথা পায় এবং সেই সুযোগে আবার Spear দিয়ে ম্যাচ জিতে নেয় ও টাইটেল অক্ষুণ্ণ রাখে Lashley.

• Winner: Lashley


টিভিতে (সোনি সিক্স) দেখতে পাবেন সোমবার রাত ৯ টায়।
Credit : #ViperRayan

☻TNA Impact রেসলিং ফুল রেজাল্ট।


♠ Chris Jericho vs. Randy Orton:

জেরিকো এখন পার্ট টাইম রেসলার। WWE-তে তার ইমপ্যাক্টই পড়ে না আর। এই সপ্তাহেই তার চুক্তি শেষ হতে যাচ্ছে। আমরা হয়তো এই পিপিভি এর পরে তাকে বেশ অনেকদিন দেখবো না। অন্যদিকে ওর্টন পরপর ছয়টি পিপিভি ম্যাচ হেরেছেন। WWE সবচেয়ে বড় সুপারস্টারদের তালিকায় তাকে রাখলেও তিনি এমন একটি জায়গায় আটকে গেছেন যে তার সামনে আগানোর কোনো রাস্তায় নেই। তার টাইটেল পিকচারে ফিরে আসার তেমন সম্ভাবনা নেই, তেমন কিছু করার সুযোগও নেই।

গত এক দশক ধরে এই দুই সুপারস্টার WWE-কে দিয়েছে অনেক কিছুই। কিন্তু এখন আসলে তাদের করার মতো কিছুই নেই, অন্তত বর্তমান স্টোরিলাইন অনুযায়ী। এ ফিউডটিও তাই জমেনি মোটেও। ম্যাচটির গুরুত্বও তাই তেমন নেই। এ ম্যাচটি যেন এই দুই সুপারস্টারকে Night of Champions-এ পারফর্ম করার সুযোগ মাত্র।

জেরিকো তো চলে যাচ্ছেন তাই ওর্টনই জিতবেন, তার জেতাটাও জরুরী। ওর্টনকে মিড কার্ড রেসলার বানাতে চায় না কিন্তু মেইন ইভেন্টে তার করারই কী আছে যদি টাইটেল পিকচারেই না থাকেন একের পর এক পিপিভিতে? তার চরিত্রটি এখন সবচে বিরক্তিকর চরিত্র। তার ফেস টার্ন করা আবশ্যক হয়ে দাঁড়িয়েছে।

♥ Winner: Randy Orton


::সমস্ত প্রেডিকশন লিঙ্কস::
Roman Reigns vs. Seth Rollins ম্যাচের প্রেডিকশন।
Mark Henry vs. Rusev এবং ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচের প্রেডিকশন।
Sheamus (c) vs. Cesaro ম্যাচের প্রেডিকশন (NOC)
The Usos vs. Goldust and Stardust ম্যাচের প্রেডিকশন (NOC)

Chris Jericho vs. Randy Orton ম্যাচের প্রেডিকশন (NOC)


♠ Roman Reigns vs. Seth Rollins:

◘ এই ম্যাচটি অন্যতম একটি ফেবারিট ম্যাচ এবারের Night of Champions-এর। এই সপ্তাহের “Monday Night Raw” তে মুখোমুখি হয় এই দুজন যেখানে Reigns জয় পায় সহজেই। হয়তো PPV-তে Rollins’র পালা।
অন্যদিকে সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে Dean Ambrose. এই "Lunatic Fringe" হয়তো এই ম্যাচে জড়াতে পারে যা Rollins এর হারার কারন হতে পারে।


◘ "লকডাউন" মুভির জন্য
 সে কয়েকদিন অনুপস্থিত ছিল, তার রিটারনের উপযুক্ত সময় NOC. সে এই ম্যাচে Rollins কে বিভ্রান্ত করতে পারে Dean Ambrose যা Reigns কে জয় এনে দিতে পারে। আরেকটি বড় কারন হলো Reigns বর্তমানে মাত্রারিক্ত পুশ পাচ্ছে। WWE তাকে এই মুহূর্তে হারাবে বলে মনে হয়না।
♥ Winner: Roman Reigns

Credit : #ViperRayan

Roman Reigns vs. Seth Rollins ম্যাচের প্রেডিকশন (NOC)


কয়েকদিন আগে WWE ও Ten Sports একটি নতুন চুক্তিতে পৌঁছেছে যার মাধ্যমে 2019 সাল পর্যন্ত India তে WWE এর সকল Show সমূহ Broadcast করার রাইট পেল। চুক্তির প্রধান আলোচ্য বিষয় গুলো নিম্নরূপ:

◘ বর্তমান চুক্তি উত্তীর্ণ হবে ডিসেম্বরে । অর্থাৎ জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকরী হবে।


◘ চুক্তি অনুসারে WWE এর সাপ্তাহিক শো RAW,Smackdown ও NXT এর পাশাপাশি মূল মাসিক PPV সমূহ ও NXT এর PPV সমূহ Broadcast করবে Ten Sports।

◘ কেবলমাত্র India এর দর্শকদের জন্য RAW কে Customize করে এক ঘন্টার একটা আলাদা শো করা হবে। এটা মূলত RAW এর Preview অথবা Recap হিসেবে প্রচারিত হবে।

◘ নতুন সংযোজন হিসেবে "WWE Main Event" নিয়মিত প্রচার করা হবে। যেটা শুধুমাত্র USA -এর দর্শকদের জন্য এতদিন মুক্ত ছিল। 

◘ কিছু আঞ্চলিক ভাষায় (তামিল, মারাঠি ইত্যাদি) WWE এর Show গুলো Dubbing করে প্রচার করা হবে।

◘ সবচেয়ে বড় নিউজ হল 2015 তে WWE কয়েকটি লাইভ ইভেন্ট করার জন্য India তে একটা ট্যুর করবে। ইতিমধ্যেই WWE প্লেয়ার ব্যাড নিউজ ব্যারেট ভারতে এসে পৌঁচেছেন। 

◘ এছাড়াও মূল চুক্তিতে উল্লেখ না করলেও Ten Sports তাদের Twitter Account এ জানিয়েছে যে 2015 সাল থেকে WWE এর RAW ও PPV সমূহ লাইভ প্রচার করবে যেটা আপনারা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন।

WWE ও Ten Sports এর মধ্যেকার নতুন চুক্তির শর্তগুলো (Must Read)


♠ Mark Henry vs. Rusev:

হেনরি বেশ ব্যস্ত সময় কাটালেন এই কিছুদিন। একই সাথে তাকে দুটি রোল প্লে করতে হল। একদিকে Big Show-এর সাথে টিমিং করে The Wyatt Family-এর সাথে ফিউড অন্যদিকে আমেরিকান গিমিকে রুসেভের সাথে ফিউড। আর রুসেভকে দিয়ে "Russia vs. U.S.A." স্টোরিলাইনকেও এগিয়ে নিয়ে যাচ্ছেন WWE Creatives । যার ফলে রুসেভ এখনও আনডিফিটেড।

আমার মতে হেনরির ভাগ্য হবে Jack Swagger-এর মতোই, তিনি পুরো ম্যাচ ডমিনেট করবেন কিন্তু শেষে চোরামি করে রুসেভ জিতে যাবেন। অথবা রুসেভ হেরে যাওয়ার ভয়ে চেয়ার বা অন্য কিছু দিয়ে মেরে নিজেকে ডিসকোয়ালিফাইড করে দিবেন। যদি এমন হয় তবে ফিউডটি আরেকটু চলতে পারে।

তবে Jack-এর মতোই হেনরি অন্য কারও সাথে ফিউডে জড়িয়ে পড়বেন খুব শীঘ্রই আর রুসেভও অপর কোনো আমেরিকানের সাথে ফিউড করবেন। আমার মনে হয় তাকে দিয়ে WWE United States Championship জেতানো হবে। US টাইটেল হোল্ডার হয়েই তিনি প্রমাণ করবেন তিনি আমেরিকানদের চেয়ে সেরা, রাশিয়ার শক্তি আমেরিকাকে জয় করে নিয়েছে। অবশেষে কোনো বড় আমেরিকান ফেস সুপারস্টারের সাথে ফিউড করবেন, যিনি তাকে হারিয়ে তার কাছ থেকে টাইটেলটি কেড়ে নিয়ে আমেরিকার মর্যাদা পুনরুদ্ধার করবেন।

♥ Winner: Rusev





♠ Paige (c) vs. Aj Lee vs. Nikki Bella:

পেইজের সাথে এজের SummerSlam-এর আগ থেকেই ফিউড চলছে। পেইজ আছেন হিল চরিত্রে। হিল টার্ন করে এতে যুক্ত হলেন নিক্কিও। এই ম্যাচটি খুব ইন্টারেস্টিং হবে। পেইজ আর এজের ফিউডের সমাপ্তি ঘটবে এখানেই। হিল চ্যাম্পিয়ন হিসেবে থাকবেন পেইজে। বুঝতেই পারছেন পেইজই তার টাইটেল রিটেইন করবেন। কিন্তু টুইস্টটা কোথায়? 

টুইস্ট হল এ ম্যাচটি রাখা হয়েছে আসলে Bella Twins-এর মামলা জমাতে। আমার ধারণা Stephanie McMahon ইন্টারফেয়ার করে নিক্কিকে জিতিয়ে দিতে চেষ্টা করবেন। কিন্তু Brie Bella এসে তাদের প্ল্যান নষ্ট করে দিবেন। Brie নিক্কিকে মেরে দিবেন আর তাকে পিন করে বা সাবমিশনে টাইটেল রিটেইন করে নিবেন পেইজ। অথবা Brie-এর দিকে নিক্কি ডিস্ট্রেকটেড হলে Roll Up Pin বা Page Turn করে পেইজে জিতে যাবেন।

আসল কথা হল সামনে হতে যাচ্ছে Brie Bella vs. Nikki Bella । এই ফিউডটিকে জমাতেই আসলে এই ম্যাচ। আর কেন যেন মনে হচ্ছে Divas Champion হয়ে যাবেন Stephanie ! কিন্তু কাকে হারিয়ে? Brie-এর সাথে তো ইতোমধ্যে খেলে ফেলেছেন। তাহলে কী পেইজ? নাকি অন্য কেউ? সময়ই তা বলে দিবে।


♥ Winner: and still the WWE Divas Champion Paige


Mark Henry vs. Rusev এবং ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচের প্রেডিকশন (NOC)


WWE সুপারস্টার ব্যাড নিউজ ব্যারেট ভারতে পৌঁছিয়ে গিয়েছেন। তিনি গতকাল ভারতের ব্যাঙ্গালুরুতে WWE এর কিছু ছোট ফ্যানদের সঙ্গে দেখা করেছেন যারা  "The Open Door Foundation" থেকে এসেছিল। শুধু তাই নয় ব্যারেট সেই বাচ্চাদেরকে WWE -এর কিছু বই এবং মারচান্ডাইস গিফট করেছেন। 
তিনি ভারতের ব্যাপারে বলেছেন যে, "এটা একটা সুন্দর দেশ! আমি এটার কিছু সামান্য অংশ টিভিতে দেখেছি এবং আমি আশা করছি যে, বাইরে গিয়ে এই দেশের আরও কিছুটা দেখতে পাবো।" 

নীচে ভারতে তোলা তার কয়েকটা ছবি দেওয়া হল- 





ভালো খবর হল এই যে ব্যারেট এর কাছে এবার কোন ব্যাড নিউজ ছিল না...বরং আমাদের কাছে অনেক গুড নিউজ আছে। ২০১৫ থেকে Raw এবং সমস্ত PPV লাইভ দেখতে পাবো এবং টিভিতেই মেইন ইভেন্ট শোটাও দেখতে পাবো যেটা এতদিন দেখতেই পেতামনা...। এখন আমি ২০১৫ হবার অপেক্ষায় আছি। 

Bad News Barrett শেষপর্যন্ত ভারতে পৌঁছালেন...।


☻Dark Matches ::

♠ Kofi Kingston vs. Tyler Breeze

♥ Winner : Kofi Kingston (Trouble In Paradise -এর মাধ্যমে)

♠ The Ascension vs. Adrian Neville and Sami Zayn

♥ Winner : Adrian Neville and Sami Zayn

☻SmackDown ::

♠ Jimmy Uso vs. Stardust  

Jey Uso এবং Goldust রিঙ্গের বাইরে ছিল। 

♥ Winner : Jimmy Uso

♠ Sheamus & Dolph Ziggler vs. The Miz and Cesaro

রিংসাইডে R-Truth এবং Damien Sandow উপস্থিত ছিল। 

♥ Winner : Sheamus & Dolph Ziggle

♠ Adam Rose vs. Heath Slater

Titus O’Neil, স্লেটারের জন্য রিংসাইডে ছিল। বানির ঘটানো ডিস্ট্রাকশনএর ফলে 

♥ Winner : Adam Rose

Roman Reigns vs. Rusev আজকের মেইন ইভেন্টের জন্য ঘোষিত হয়। 

♠ Big Show and Los Matadores vs. The Wyatt Family 

শেষে ব্রে ওয়াট Los Matadores দের একজিনকে Sister Abigail দিয়ে জয় লাভ করে। 

♥ Winner : The Wyatt Family

◘ পরের ম্যাচে এজে লি কমেন্ট্রিতে থাকবে। 

♠ Paige vs. Nikki Bella

♥ Winner : Paige

◘ ম্যাচের পড়ে এজে লি ডিভাস টাইটেল নিয়ে রিঙ্গে আসার সময় সবাই CM Punk চ্যান্ট করতে থাকে। এরপর পেইজ টাইটেলটা দেওয়ার জন্য দাবি করে এবং তাদের মধ্যে ঝগড়া শুরু হয়, এই সুযোগে নিক্কি তাদের দুজনকেই কুপকাত করে ফেলে এবং নিজে টাইটেলটা নিয়ে পোজ দেয়। 

♠ Bo Dallas vs. Jack Swagger

স্বাগার ম্যাচের বেশীরভাগটাই নিজের কন্ট্রোলে রাখে এবং তারা রিঙ্গের বাইরেও লড়াই করে। 

♥ Winner : Bo Dallas

◘ ম্যাচের পড়ে বো একটা প্রোমো কাটে এবং স্বাগারকে বলে বো-লিভ করতে। 

♠ Rusev vs. Roman Reigns

এই ভালো ম্যাচটা শেষ হয় সেথ রলিন্স এর ইন্টারফেয়ারের মাধ্যমে। রুসেভ DQ -এর মাধ্যমে জয় লাভ করে।

♥ Winner : Rusev by DQ

◘ রলিন্স তার ব্রিফকেস নিয়ে উপর থেকে ঝাপ দেয় রোমানকে মারার উদ্দেশে কিন্তু রোমান সরে যায় এবং রুসেভ তার ভাগের ধোলাইটা ভোগ করে। রেইন্স এরপর সেথকে ধোলাই দিয়ে ফ্লোরে ফেলে এবং রুসেভকে একটা সুপারম্যান পাঞ্চ দেয়। এরপর রলিন্স ফ্লোর থেকে রোমানকে টেনে নামায় এবং তারা আনাউন্সারস টেবিলের উপর ফাইট করে। এটা একটা ভালো এবং পাওয়ারফুল ম্যাচ হয় এবং এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়।  

☻SmackDown স্পইল্টার রেজাল্ট, ১৭ সেপ্টেম্বর ২০১৪


◘ আমরা অনেক বছর থেকেই দেখে আসছি যে John Cena এর হিল টার্নের প্রতি WWE বরাবরই রক্ষণশীল। প্রায় দশ বছর ধরে আমরা এই ভাল মানুষ সিনাকে দেখে আসছি। তাকে তার জনপ্রিয় "Rapper" গিমিক থেকে ড্রপ/পরিবর্তন করে বর্তমান সময়কার "Never Give Up" গিমিক দেয়া হয়েছিল।


◘ নানান সূত্র থেকে যে খবরটা ইদানীং সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হল Cena এর হিল টার্ন না করার মূল কারনটা হল অর্থনৈতিক। এখন পর্যন্ত পরিসংখ্যানে দেখা যাচ্ছে যে সিনা না থাকলে WWE এর বিভিন্ন বড় বড় লাইভ ইভেন্ট গুলো হতে প্রায় 60000$ আয় কম হয়। এর সাথে বর্তমান সময়কার আরেকটি তথ্য যোগ করা যাক। ইদানীং CM Punk এর চলে যাওয়ার পর এবং Daniel Bryan এর অনুপস্থিতির ফলে Cena এর মার্চেন্ডাইজ গুলোর বিক্রি প্রায় পুরো রোস্টারের বাকি সবার মার্চেন্ডাইজ সমূহ বিক্রিকে পেছনে ফেলে দিচ্ছে। এর পেছনে আরেকটি বড় কারন হল Orton এর মত টপ তারকার হিল থাকা।

◘ এখন যদি বলা করা হয় যে এই অর্থনৈতিক কারনে কি সিনাকে কখনোই হিল করা উচিত হবে না তাহলে আমি এর বিরোধিতা করব। এর সবচেয়ে ভাল উদাহরণ হল Hulk Hogan। Hogan যখন WCW তে থাকাকালে 1996 সালে heel টার্ন করেছিল তখন এটা কেবল তার ক্যারিয়ারকেই পুনর্গঠিত করে নি,সাথে সাথে WCW এর মার্চেন্ডাইজ এর বিক্রিও অনেকাংশে বাড়িয়ে দিয়েছিল। এটা বিখ্যাত nWo Storyline এর প্রাণ ছিল।

◘এছাড়া Cena -এর প্রতি অতি নির্ভরশীলতার আরেকটি অসুবিধা হতে পারে ভবিষ্যতে Cena এর মত আরেকজন মেইন ইভেন্টার এর অভাব। এটা WWE কে বড় ধরনের সমস্যায় ফেলবে যখন Cena থাকবে না। Cena এর বয়স এখন 37। এরই মধ্যে ক্যারিয়ারে সে কয়েকটি বড় ধরনের ইনজুরিতে সে ভুগেছে। এই বয়সে আর কত ইনজুরি যে তার বডি নিতে পারবে সেটা ভাবার বিষয়। সে যখন off tv ছিল তখন কখনোই WWE অন্য কাউকে তার মত করে পুশ দেয় নি। Daniel Bryan কে পুশ দেয়ার মূল কারন হল দর্শকরা অথরিটি কে এক কথায় বাধ্য করেছিল। Daniel এর পুশ অবশ্য অনেক আগেই শেষ হয়ে যেত। কিন্তু Batiata এর রিটার্নের প্ল্যান ফ্লপ হওয়ায় তার ভাগ্য আবার খুলে যায়।

♠ পরিশেষে বলা যায় অর্থনৈতিক ক্ষতির আশংকা করলেও Cena এর হিল টার্ন হয়তবা WWE এবং Cena উভয়ের জন্য শাপে বর হয়ে আসতে পারে। WWE হয়ত এর মাধ্যমে যে কোন একজনের কাঁধে চলার রাস্তা থেকে বের হয়ে নতুনভাবে শুরু করতে পারে। আর Cena এর ক্যারিয়ারের নতুন পর্বটি হয়ত বর্তমানের চেয়ে আরও ভাল হতে পারে।

সিনার হিল টার্ন কী WWE -এর জন্য এখন সবথেকে জরুরী??


◘ USA নেটওয়ার্কে RAW লাইভ ছিল। আজকের "র" শুরু হয় পল হেইমানের দ্বারা যে NOC-এর WWE World Heavyweight টাইটেল ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাটে। এরপর জন সিনার মিউজিক হিট করে এবং সে আজকে কালো রঙের হাফপ্যান্ট পড়ে আসে। 

সে হেইম্যানকে সোধায় যে লেস্নার কোথায় আছে? সিনা আরও বলে যে, সে আজকে রাতে হয়তো লেস্নারের সাথে ফাইট করবে নাহলে হেইমানের সাথেই ফাইট করবে। 

◘ এরপর হেইম্যান গর্বিতভাবে লেস্নারকে ইন্ট্রোডিউস করে। কিন্তু লেস্নার আসেই না, হেইম্যান এরপর হাসতে শুরু করে। হেইম্যান বলে যে লেস্নারের প্লেন আসতে দেরি হয়েছে কিন্তু সে পরে এখানে আসবেই। এরপর হেইমান পালাতে গেলে সিনা তাকে ধরে ফেলে এবং লেস্নার না আসা পর্যন্ত তাকে হোস্টেজ হিসাবে রাখার জন্য ব্যাকস্টেজে নিয়ে যায়। আজকের "র" টা দারুনভাবে শুরু হয়। 

◘এরপর ক্রিশ জেরিকোর মিউজিক হিট করে এবং আজ রাতের প্রথম ম্যাচের জন্য সে আসে এবং তারপর আসে কেইন।

♠ Kane vs. Chris Jericho

তাদের মধ্যে ভালো ফাইট চলে। ম্যাচের শেষের দিকে কেইন, জেরিকোকে চোক স্লাম দিতে গেলে নিজেই DDT খেয়ে নেয়, যদিও এরপর জেরিকো একটা কোড ব্রেকার দেওয়ার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। এরপর জেরিকো Lionsault দিতে গেলে কেইন তার ঘাড় ধরে নেয় কিন্তু শেষে সামলাতে পারে না এবং জেরিকো রোল-আপের মাধ্যমে ম্যাচটা জিতে নেয়। 

♥ Winner: Chris Jericho

♠ Jack Swagger vs. Bo Dallas

তাদের মধ্যে ভালোই ফাইট চলে এবং শেষপর্যন্ত Patriot Lock -এর মাধ্যমে ম্যাচ শেষ করে। 

♥ Winner: Jack Swagger

♠ Paige and Nikki vs. AJ and Brie

ম্যাচটা ভালো হয়নি। পেজ Rampaige এর মাধ্যমে সহজেই জিতে যায় যেটা সে ব্রি কে দিয়েছিল। 

♥ Winners: Nikkie and Paige

◘ এরপর ব্যাকষ্টেজে ব্রে ওয়াট একটা প্রোমো দেয়। অনেকদিন পরে তার মাইক হাতে জাদু দেখা যায়। বিগশো রিঙ্গে আসে ওয়াটের সঙ্গে ম্যাচের জন্য। 

◘ এরপর হেইমানকে দেখায়, যে খুবই আতঙ্কিত ছিল। ব্রেকের পড়ে দেখা যায় হেইম্যান খালিকে তার সাহায্যের জন্য বলছে এবং তাকে ছেড়ে দিতে বলছে। খালি হেইমানের মোবাইলটা নেয় এবং ব্যাটারি কভারের দিকে পা দিয়ে থেঁতলে দেয়। 

♠ Big Show vs. Bray Wyatt

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ চললেও ওয়াটের সঙ্গিরা ম্যাচে ইন্টারফেয়ার করে এবং ডিস্কোয়ালিফিকেশনের মাধ্যমে বিগশো ম্যাচটা জিতে যায়। শেষে বিগশো সেই দুইজনকেই (হারপার ও রোয়ান) ডবল চোকস্লাম দেয়, এবং ব্রে সেটাকে তার চেয়ারে বসে দেখতেই থাকে। 

♥ Winner: Big Show

♠ The Usos and Sheamus vs. Cesaor and Gold

ম্যাচটা খুবই ভালো হয় এবং শেষে সবাই ভালো ভালো মুভ ইউস করতে থাকে। শেষপর্যন্ত যখন একজন উসো Superfly Splash দিতে সক্ষম হয় তখন ম্যাচটা জিতে যায়। 

♥ Winners: The Usos and Sheamus

◘ ব্রেকের পড়ে দেখা যায়, যে সিনা হেইমানকে ধরে টানতে টানতে রিংএ নিয়ে আসে। তাদের মধ্যে সেগমেন্ট চলতে থাকে এবং যখন সিনা হেইমানকে মেরে রিঙ্গের বাইরে ফেলে দেয় তখন লেস্নারের মিউজিক হিট করে এবং দ্য বিস্ট আসে। প্রথমে লেস্নার ফাইটের মুডে এলেও পালিয়ে যায়, কিন্তু সিনার মুখের জাদুতে লেস্নার, হেইমানকে বেল্টটা দিয়ে সিনার সঙ্গে ফাইট  করতে আসে এবং সিনাকে দারুন একটা German suplex দিয়ে সামারস্লামের কথা মনে করিয়ে দেয়। কিন্তু দ্য চ্যাম্প এবার ঘুরে দাড়ায় এবং লেস্নারকে রিঙ্গের বাইরে মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত সিকিউরিটি এসে তাদেরকে ছাড়ায় এবং তারপর হেইমান এবং লেস্নার রিংসাইড ত্যাগ করে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়। 


♠ Cameron vs. Naomi

রোল-আপ করে সাবমিশনের মাধ্যমে নাওমি জয়লাভ করে। 

♥ Winner: Naomi

♠ Miz and Mizdow vs. Dolph Ziggler and R-Ziggler

তাদের মধ্যে ভালো ফাইট চলে কিন্তু ম্যাচটা ফিনিশ হয় যখন ভুলবশত মিজ সান্ডোউকে হিট করে এবং জিগ্লার সেই সুজোগে জিগ-জাগ এর মাধ্যমে জিতে যায়। 

♥ Winners: Dolph Ziggler and R-Ziggler

◘ সেথ রলিন্স একটা প্রোমো দেয়, NOC -তে রোমানকে দেখে নেওয়ার ব্যাপারে। 

♠ Roman Reigns vs. Seth Rollins

স্বাভাবিকভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয় যেটা না দেখলে বুঝা যাবে না। এই ম্যাচে রলিন্স তার আসল দক্ষতা দেখায়, কিন্তু শেষপর্যন্ত হঠাৎ করে আসা স্পিয়ারের মাধ্যমে সে ম্যাচটা হেরে যায় এবং দ্য পাওয়ারহাউস জয়লাভ করে। 

♥ Winner: Roman Reigns

◘ সবাই ভাববেন এখানেই "র" শেষ, কিন্তু আমাদের কাছে এখনও ১০ মিনিট আছে...। 

◘ আজকের "র" শেষ হয় মার্ক হেনরি এবং রুশেভ ও লানার একটা সেগমেন্টের মাধ্যমে। তাদের মধ্যে কিছু কথা চলার পর রুসেভ অ্যাটাক করে এবং হেনরিকে তার সাবমিশন মুভ Accolade -এ ধরতে সক্ষম হয় কিন্তু হেনরি সেটাকে ছাড়িয়ে দেয় এবং রুশেভকে রঙের বাইরে ফেলে দেয় এবং এইভাবেই আজকের "র" শেষ হয় আমেরিকার এগিয়ে থাকা দিয়ে।

☻WWE Raw রেজাল্ট, ১৬ সেপ্টেম্বর ২০১৪