☻ব্রেকিং নিউজ...না কোন ব্রেকিং নিউজ নাই, তবে CM Punk -এর রিটার্ন নিয়ে যেসব সাইটে পোস্ট করা হচ্ছে তারা সবাই ফেক...এবং অবিশ্বাসযোগ্য থার্ড ক্লাস সাইট!!
◘ এমনকি অনেকে WWE.com -এর লিঙ্ক দিচ্ছে, কিন্তু কেউই জানেনা যে সেই লিঙ্কটা ২০১১ এর, যখন পাঙ্ক সেইসময় রিটার্ন করেছিল। তাছাড়া অনেকে সামনের PPV, Hell in a Cell -এও সি এম পাঙ্ক কে নিয়ে ট্রিপল থ্রেড ম্যাচ হবার আশায় আছে...তাদের জন্য বলি I am afraid I have got some bad news for them...।
◘ সি. এম. পাঙ্ক ব্যক্তিগতভাবে রিটার্ন করার ব্যাপারে কোন কথায় বলেনি, টুইটও করেনি, যারা এইসব কথা বলছে তারা ডাইরেক্ট ফালতু কথা বলছে। রিটার্ন করাতো দুরের কথা সে রিটার্ন করার ব্যাপারে এখনও পর্যন্ত ভেবেও দেখেনি। কয়েকদিন আগেই সে বলেছিল, 'I'm never, ever going back to WWE', যার মানে সে কোনদিনই আর WWE তে অন্তত আসবেনা, ( যেটা আপনারা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন)।
◘ তাছাড়া, কয়েকদিন আগেই সে WWE -এর উপর কেশ করেছিল তার মার্চেন্ডাইস বিক্রির উপরে নিষেধাজ্ঞার জন্য এবং এরপর সে তার সমস্ত মার্চেন্ডাইস বিক্রি বন্ধ করে দেয়। এবং WWE -ও তাকে সুপারস্টার দের সবরকম লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এমনকি WWE -এর পরের গেম 2K15 -এও CM Punk -কে রিমুভ করা হতে পারে...!!
◘ সুতরাং Punk -এর রিটার্ন এর আশায় যারা বসেছিলেন তারা সব আশা ছেড়ে দিন...আর কোনদিনও সে ফিরে আসবে না এবং প্রত্যেক PPV -এর আগে তাকে নিয়ে যেসব সাইট ফেক নিউজ বানায় তারা আসলে নিজেদের সাইটের রেটিং বাড়াবার জন্য এইসব করে, সেজন্য আশা করি এইসব ফালতু নিউজে আর কান দিবেন না। সে এখন তার জীবন অনেক সুখে শান্তিতে কাটাচ্ছে, রেসলিং থেকে অনেক দূরে এবং তার লাইফকে পুরাপুরি এঞ্জয় করছে, তাকে একজন ফেমাস সিঙ্গারের সাথে একসঙ্গে গান করতেও দেখা গেছে...সে ভালো আছে এবং তাকে ভালো থাকতে দিন এবং তার রিটার্নের ব্যাপারে ভুলেজান। কোন মিরাক্কেল নাহলে সে কোনদিনই রিটার্ন করবে না...আর সে রিটার্ন করলে এমনিতেই শুনতে পাবেন, অইসব ফেক সাইটের দরকার হবে না।
◘ এমনকি অনেকে WWE.com -এর লিঙ্ক দিচ্ছে, কিন্তু কেউই জানেনা যে সেই লিঙ্কটা ২০১১ এর, যখন পাঙ্ক সেইসময় রিটার্ন করেছিল। তাছাড়া অনেকে সামনের PPV, Hell in a Cell -এও সি এম পাঙ্ক কে নিয়ে ট্রিপল থ্রেড ম্যাচ হবার আশায় আছে...তাদের জন্য বলি I am afraid I have got some bad news for them...।
◘ সি. এম. পাঙ্ক ব্যক্তিগতভাবে রিটার্ন করার ব্যাপারে কোন কথায় বলেনি, টুইটও করেনি, যারা এইসব কথা বলছে তারা ডাইরেক্ট ফালতু কথা বলছে। রিটার্ন করাতো দুরের কথা সে রিটার্ন করার ব্যাপারে এখনও পর্যন্ত ভেবেও দেখেনি। কয়েকদিন আগেই সে বলেছিল, 'I'm never, ever going back to WWE', যার মানে সে কোনদিনই আর WWE তে অন্তত আসবেনা, ( যেটা আপনারা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন)।
◘ তাছাড়া, কয়েকদিন আগেই সে WWE -এর উপর কেশ করেছিল তার মার্চেন্ডাইস বিক্রির উপরে নিষেধাজ্ঞার জন্য এবং এরপর সে তার সমস্ত মার্চেন্ডাইস বিক্রি বন্ধ করে দেয়। এবং WWE -ও তাকে সুপারস্টার দের সবরকম লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এমনকি WWE -এর পরের গেম 2K15 -এও CM Punk -কে রিমুভ করা হতে পারে...!!
◘ সুতরাং Punk -এর রিটার্ন এর আশায় যারা বসেছিলেন তারা সব আশা ছেড়ে দিন...আর কোনদিনও সে ফিরে আসবে না এবং প্রত্যেক PPV -এর আগে তাকে নিয়ে যেসব সাইট ফেক নিউজ বানায় তারা আসলে নিজেদের সাইটের রেটিং বাড়াবার জন্য এইসব করে, সেজন্য আশা করি এইসব ফালতু নিউজে আর কান দিবেন না। সে এখন তার জীবন অনেক সুখে শান্তিতে কাটাচ্ছে, রেসলিং থেকে অনেক দূরে এবং তার লাইফকে পুরাপুরি এঞ্জয় করছে, তাকে একজন ফেমাস সিঙ্গারের সাথে একসঙ্গে গান করতেও দেখা গেছে...সে ভালো আছে এবং তাকে ভালো থাকতে দিন এবং তার রিটার্নের ব্যাপারে ভুলেজান। কোন মিরাক্কেল নাহলে সে কোনদিনই রিটার্ন করবে না...আর সে রিটার্ন করলে এমনিতেই শুনতে পাবেন, অইসব ফেক সাইটের দরকার হবে না।