☻ব্রেকিং নিউজ...না কোন ব্রেকিং নিউজ নাই, তবে CM Punk -এর রিটার্ন নিয়ে যেসব সাইটে পোস্ট করা হচ্ছে তারা সবাই ফেক...এবং অবিশ্বাসযোগ্য থার্ড ক্লাস সাইট!! 

◘ এমনকি অনেকে WWE.com -এর লিঙ্ক দিচ্ছে, কিন্তু কেউই জানেনা যে সেই লিঙ্কটা ২০১১ এর, যখন পাঙ্ক সেইসময় রিটার্ন করেছিল। তাছাড়া অনেকে সামনের PPV, Hell in a Cell -এও সি এম পাঙ্ক কে নিয়ে ট্রিপল থ্রেড ম্যাচ হবার আশায় আছে...তাদের জন্য বলি I am afraid I have got some bad news for them...। 

 সি. এম. পাঙ্ক ব্যক্তিগতভাবে রিটার্ন করার ব্যাপারে কোন কথায় বলেনি, টুইটও করেনি, যারা এইসব কথা বলছে তারা ডাইরেক্ট ফালতু কথা বলছে। রিটার্ন করাতো দুরের কথা সে রিটার্ন করার ব্যাপারে এখনও পর্যন্ত ভেবেও দেখেনি। কয়েকদিন আগেই সে বলেছিল, 'I'm never, ever going back to WWE', যার মানে সে কোনদিনই আর WWE তে অন্তত আসবেনা, ( যেটা আপনারা এখানে ক্লিক করে দেখে আসতে পারেন)। 

 তাছাড়া, কয়েকদিন আগেই সে WWE -এর উপর কেশ করেছিল তার মার্চেন্ডাইস বিক্রির উপরে নিষেধাজ্ঞার জন্য এবং এরপর সে তার সমস্ত  মার্চেন্ডাইস বিক্রি বন্ধ করে দেয়। এবং WWE -ও তাকে সুপারস্টার দের সবরকম লিস্ট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নেয় এমনকি WWE -এর পরের গেম 2K15 -এও CM Punk -কে রিমুভ করা হতে পারে...!! 

 সুতরাং Punk -এর রিটার্ন এর আশায় যারা বসেছিলেন তারা সব আশা ছেড়ে দিন...আর কোনদিনও সে ফিরে আসবে না এবং প্রত্যেক PPV -এর আগে তাকে নিয়ে যেসব সাইট ফেক নিউজ বানায় তারা আসলে নিজেদের সাইটের রেটিং বাড়াবার জন্য এইসব করে, সেজন্য আশা করি এইসব ফালতু নিউজে আর কান দিবেন না। সে এখন তার জীবন অনেক সুখে শান্তিতে কাটাচ্ছে, রেসলিং থেকে অনেক দূরে এবং তার লাইফকে পুরাপুরি এঞ্জয় করছে, তাকে একজন ফেমাস সিঙ্গারের সাথে একসঙ্গে গান করতেও দেখা গেছে...সে ভালো আছে এবং তাকে ভালো থাকতে দিন এবং তার রিটার্নের ব্যাপারে ভুলেজান। কোন মিরাক্কেল নাহলে সে কোনদিনই রিটার্ন করবে না...আর সে রিটার্ন করলে এমনিতেই শুনতে পাবেন, অইসব ফেক সাইটের দরকার হবে না। 

CM Punk -এর রিটার্ন নিয়ে ফেক নিউজ পোস্ট করা হচ্ছে ...।


◘ আজকের স্মাকডাউন শুরু করে দ্য মিজ এবং সে বলে যে, ডিন আম্ব্রোসের সঙ্গে একটা ফাইট করতে চায়। মিজ আরও বলে যে ফাইট না পাওয়া পর্যন্ত সে এই রিং ত্যাগ করবে না। এরপর আম্ব্রোস আসে এবং তার চ্যালেঞ্জ গ্রহন করে। 

♠ The Miz vs. Dean Ambrose

ডিন আম্ব্রোস, দ্য মিজকে Dirty Deeds দ্বারা ফিনিশ করে। ম্যাচ চলাকালীন কেইন এবং সেথ রলিন্স ডিনকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে। 

♥ Winner : Ambrose

◘ ম্যাচের পরে কেইন এবং সেথ রলিন্স ডিনকে অ্যাটাক করে। আম্ব্রোস দর্শকদের মধ্যে দিয়ে পালায় এবং জাবার সময় সেথ রলিন্স এর MITB ব্রিফকসটাকে সঙ্গে (চুরি করে) নিয়ে যায়। 

◘ বিগ স্ক্রিনে স্টার এবং গোল্ডডাস্ট একটা প্রোমো কাটে, যেটাতে তারা আজকে উসোসদেরকে হারাবার কথা বলে। 

◘ পরের ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের নাম্বার ১ কন্টেন্ডার নির্ণয়ের জন্য একটা ব্যাটল রয়াল ম্যাচ।

♠ Battle Royal for the #1 Contender of the Intercontinental Title

এই ম্যাচের পারটিসিপেন্টসরা হল- Bo Dallas, Jack Swagger, Los Matadores, Cesaro, Zack Ryder, Damien Sandow, Xavier Woods, Kofi Kingston, Heath Slater, Titus O'Neil, Big E, Justin Gabriel এবং Sin Cara।

শেষপর্যন্ত Bo, Swagger, Kofi এবং Cesaro -এর চারজন থেকে যায়। বো আউট হয়ে গেলে সিজারো, কোফি এবং স্বাগারকে একসঙ্গে এলিমিনেট করে দিয়ে ম্যাচটা জিতে যায় এবং ইন্টারকন্টিনেন্টাল টাইটেলের জন্য এখন নাম্বার ১ কন্টেন্ডার হয়ে যায়। 

♥ Winner : Cesaro

♠ The Usos vs. Stardust & Goldust

শেষে জিমি উসো যখন স্টারডাস্টকে ফিনিশ করতে যাবে তখন গোল্ডডাস্ট তার বেল্টের সাহায্যে জিমিকে অ্যাটাক করে এবং ডিস্কোয়ালিফিকেশন ঘটে। এটা একটা ভালোই ম্যাচ হয় এবং ডাস্ট ব্রাদাররা এখনও চ্যাম্পিয়ন। 

♥ Winner by DQ : Usos

◘ কেইন এবং সেথ রলিন্স -এর মাঝে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট হয়। রলিন্স, আম্ব্রোসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় তার ব্রিফকেশ চুরির জন্য। 

♠ Layla & Summer Rae vs.  Natalya & Rosa Mendes

এটা একটা খারাপ ম্যাচ হয় এবং লায়লারা জিতে নেয়।

♥ Winner : Layla & Summer

◘ এরপর বিগ শোকে দেখা যায় রিনি ইয়ং এর সঙ্গে কথা বলতে। সে প্রমিশ করে যে আজকে রাতে রুসেভ কে নক আউট করবে। 

♠ Cesaro vs. Dolph Ziggler (IC Championship)

রোল-আপের মাধ্যমে জিগ্লার জয়লাভ করে, যদিও সিজারো রোপের স্পর্শে ছিল বলে মনে হয়। 

♥ Winner : Ziggler

◘ রিনি ইয়ং, রুসেভ এবং লানার একটা ইন্টারভিউ নেয়। 

♠ Big Show vs. Rusev

এটা ছিল আজকের মেইন ইভেন্ট। ম্যাচের একপর্যায়ে শো, রুসেভকে চোকস্লাম মারে এবং একটা নক আউট পাঞ্চ মারতে যায় কিন্তু লানা তাকে ডিস্ট্রাক্ট করে। এরপর রুসেভ রাশিয়ান ফ্লাগ দিয়ে বিগ শোকে ফিনিশ করে দেয় এবং ডিস্কোয়ালিফিকেশনে জিতে যায় বিগ শো। কিন্তু রুসেভের সেলিব্রেশন বেশীক্ষণ স্থায়ী হয়নি...শো উঠে দাঁড়ায় এবং রুসেভকে নক আউট পাঞ্চ দিয়ে আজকের স্মাকডাউন শেষ করে। 

♥ Winner by DQ : Big Show

$ 9.99 B|

☻WWE SmackDown রেজাল্ট, ২৪ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের RAW শুরু করে ডিন আম্ব্রোস, সে আগের মাসের ব্যাপারে বলে যে কিভাবে সেথ রলিন্স তাকে অ্যাটাক করেছিল। সে আরও বলে যে সে এই রিং ছাড়ছে না যতক্ষণ না পর্যন্ত সে সেথ রলিন্সকে ধোলাই দেয় এবং তারপর সে একটা চেয়ার আনে এবং রিঙ্গের মাঝখানে বসে পড়ে।


◘ জন সিনার মিউজিক হিট করে এবং সে আসার পর একটা মিশ্রিত চ্যান্ট পায়। আম্ব্রোস সিনাকে বলে যে, সে সিনাকে দেখে খুব একটা খুশী হয়নি এবং সে সিনাকে আরও বলে যে এমন কারন না তৈরি হয় জাতে সে সিনাকে লাইক না করে। 


◘ সিনা বলে যে তাদের দুজনেরই একই ধরনের ইন্টারেস্ট আছে কারন সেও আজকে রলিন্সকে ধোলাই দিতে চায়। আম্ব্রোসকে দেখে এখনও মনে হচ্ছে যে সে সিনার কথায় ইম্প্রেস হয়নি এবং কোন গুরুত্বও দেয় না, সিনাকে দেখে মনে হচ্ছে যে সে তার সঙ্গে ফাইট করতে চায়। এরপর ট্রিপল এইচের মিউজিক হিট করে এবং সে Kane, Stephanie, Orton এবং Rollins-এর সাথে আসে।

◘ এরপর আম্ব্রোস এবং সিনা তাদের দিকে তেরে যায় এবং আম্ব্রোস ও রলিন্স ক্রাউডের মধ্যে ফাইট শুরু করে এবং সিনা তাদের দিকেই যায়। তারপর ব্যাকস্টেজেও ফাইট চলতে থাকে এবং সেথ কোনরকমে সিনা এবং আম্ব্রোসকে এড়িয়ে একটা গাড়িতে করে পালিয়ে যায়। আম্ব্রোস থামাবার চেষ্টা করলেও পারেনি এবং সেথ চলে জাবার পরে সিনা ও ডিন একে অপরকে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। 

◘ এবার ট্রিপল এইচকে দেখা যায়। সে কেইনকে অর্ডার করে আম্ব্রোস এর সঙ্গে ম্যাচ খেলতে এবং অরটনকে দেয় সিনার সঙ্গে ম্যাচ। এরপর মিজ তার IC টাইটেল রিম্যাচের জন্য রিংএ আসে। মিজের হাতে যেমন তার আসল IC টাইটেল ছিল তেমনই সান্ডোউ এর হাতে IC টাইটেল-এর একটা রেপ্লিকা ছিল...দারুন ব্যাপার। :v

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

শেষের দিকে জিগ্লার মিজকে Fame-asser মারে এবং দুই কাইন্ট পর্যন্ত নিয়ে যায়। এরপর মিজ রোলআপের চেষ্টা করলেও জিগ্লার কাউন্টার করে এবং মিজকে পিন করে ম্যাচ জিতে নেয়। 

♥ Winner and new IC champion: Dolph Ziggler



♠ Jack Swagger vs. Bo Dallas

এটা একটা শর্ট ম্যাচ হয়। শেষে স্বাগার তার Patriot Lock -এর মাধ্যমে সাবমিশনে জয়লাভ করে। 

♥ Winner: Jack Swagger


♠ Summer Rae vs. Natalya

লায়লা আপ্রনে উঠে Natalya কে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করে কিন্তু এটা কোন কাজে লাগেনি, Natalya সামার কে Sharpshooter দিয়ে সাবমিট করায় এবং জয় লাভ করে। 

♥ Winner: Natalya

♠ Kane vs. Dean Ambrose

তাদের মধ্যে একটা মোটামোটি ভালো ম্যাচ চলে। কিন্তু ম্যাচ চলাকালিন হঠাৎ করে সেথ রলিন্স চলে আসে এবং আম্ব্রোসকে মারতে লাগে, এবং রেফারি তখন বেল বাজিয়ে দেয় এবং আম্ব্রোসকে উইনার করে ডিস্কোয়ালিফিকেশনের জন্য। 

♥ Winner by DQ: Dean Ambrose


◘ এরপর দেখা যায় ট্রিপল এইচ কেইন এবং সেথের সঙ্গে কথা বলছে, কিন্তু হঠাৎ করে আম্ব্রোস চলে  আসে এবং তাদেরকে অ্যাটাক করে। কয়েকজন অফিসিয়াল আসে এবং স্টেফিনির অর্ডারে তারা আম্ব্রোসকে ধরে নিয়ে গিয়ে একটা রুমে লক করে দেয়। 

♠ The Usos and Sheamus vs. Gold and Stardust and Cesaro

এদের মধ্যে একটা ভালো ম্যাচ হয়। শেষে জিমি ডাস্ট ব্রাদারদেরকে Superfly splash মারতে গেলে গোল্ডডাস্ট তার হাঁটু উচু করে দেয় এবং তার ফাইনাল কাট মারে। কিন্তু শেমাস এইবারের মতো ম্যাচটাকে বাচিয়ে দেয়। সে আপ্রোনে স্টারডাস্টকে একটা ব্রোজ কিক মারে এবং তারপর উসোসরা একটা সুপারকিক এবং Superfly splash মেরে ম্যাচটা খতম করে এবং জয়ি হয়। 

♥ Winners: Sheamus and The Usos

◘ এরপর দেখা যায় সেথ, দ্য ভাইপারের সঙ্গে কথা বলছে। সে বলে যে, অরটন সিনার সঙ্গে ম্যাচে রাজি হয়ে দারুন কাজ করেছে এবং তার কাজে একটা সারপ্রাইজ আছে এবং সে ও কেইন ম্যাচটাতে রিংসাইডেই থাকবে।

◘ আম্ব্রোসকে গার্ড দিবার জন্য কিছু অল্প সিকিউরিটির আয়োজন করা হয়েছে। এরপর মার্ক হেনরি রিঙ্গে আসে। মার্ক প্রায় কেঁদে কেঁদে বলে যে সে অ্যামেরিকা বাসীর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে কারন সে রুসেভ এর সঙ্গে হেরে পুরা আমেরিকাকে অপমানিত করেছে। এরপর রুসেভ এর মিউজিক হিট করে এবং লানাও আসে, লানা আমেরিকাকে নিয়ে একটু মজা করে এবং বলে যে আরও একটা মার্ক vs. রুসেভ ম্যাচ হওয়া দরকার। হেনরি বলে যে তাই হবে এবং মনে হচ্ছে পরের মাচেই এরা দুজনে খেলবে। 

♠ Mark Henry vs. Rusev

তাদের মধ্যে ভালো  ফাইট হয় এবং ম্যাচের একপর্যায়ে, তারা দুজনেই রিঙ্গের বাইরে ছিল। হেনরি রুসেভকে স্টিল স্টেপে ছুরে মারে এবং তারপর তাকে JYD headbutt দিয়ে আরও আঘাত করে।

কিন্তু এরপর সে স্প্লাশ দিতে গেলে রুসেভ সরে যায় এবং সে নিজেই আহত হয়, এরপর রুসেভ তার স্টাইল দেখায় এবং হেনরির ঘুরার অপেক্ষা করে। সে তার পায়ে দারাতেই পারেনি, সেজন্য রুসেভ আকোলেডের সাহায্যে কিতে যায়। 

♥ Winner: Rusev

♠ Slater and The Gator vs. Adam Rose and The Bunny

Party Foul -এর মাধ্যমে রোস জয়লাভ করে। 

♥ Winners: Rose and Rabbit

♠ AJ vs. Nikki Bella

ব্লাক উইডোর সাহায্যে এজে লি জয়লাভ করে। 

♥ Winner: AJ

♠ Randy Orton vs. John Cena 

তাদের মধ্যে ভালো ম্যাচ চলে কিন্তু সিনা অরটনকে STF দিয়ে লক করতেই কেইন এবং রলিন্স আসে এবং সিনাকে অ্যাটাক করে ডিস্কোয়ালিফিকেশন ঘটায়। 

♥ Winner by DQ: John Cena

◘ এরপর সিনা সবাইয়ের সঙ্গেই লড়াই করার চেষ্টা করে কিন্তু তাড়াতাড়ি রলিন্স এর একটা কিক এবং কেইন এর একটা চোকস্লাম খেয়ে কাবু হয়ে যায়। 

◘ এরপর কেইন আনাউন্স টেবিল ক্লিয়ার করে এবং সেথ বক্স গুলিকে বাইরে ফেলে, কিন্তু তারপরেই দেখা যায় কে আনাউন্স টেবিলের নীচে ঢুকে ছিল আম্ব্রোস। 
সে সবাইকেই মারতে লাগে এবং টেবিল থেকে লাফিয়ে এসে আবার তিনজনকেই অ্যাটাক করে এবং সেথকে রিঙ্গে নিয়ে গিয়ে একটা জোরদার clothesline দেয়। কিন্তু কেইন তাকে চোকস্লাম দিতে গেলে সিনা এসে বাঁচায় এবং কেইনকে AA দিয়ে হিট করে, এবং আজকের Raw সিনা এবং আম্ব্রোসকে দিয়ে শেষ হয় যারা শেষপর্যন্ত রিঙ্গে দাড়িয়ে ছিল। 

☻WWE Raw রেজাল্ট, ২৩ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের প্রি-শোটাও WWE নেটওয়ার্কে লাইভ ছিল। আজকে গোল্ডডাস্টের মুখে আলাদা ধরনের পেইন্ট করা ছিল। 
◘ প্রথমে ক্রিশ্চিয়ান তার The Peep Show -এর জন্য রিঙ্গে আসে। মাইকেল কোল বলে যে ক্রিশ্চিয়ান কিভাবে ইঞ্জুর হয়েছিল, সে আরও বলে যে ক্রিশ্চিয়ান তাড়াতাড়ি রিটার্ন করবে বলে আশা করছে। এরপর ক্রিশ জেরিকো আসে এবং বলে যে ক্রিশ্চিয়ানএর শোতে এসে সে অনেক এক্সাইটেড, সে তাদের ট্যাগ টিমের কথাও বলে এবং কে সেই টিমের লিডার ছিল তা নিয়ে একটু কথাও হয় তাদের মাঝে। 

এরপর দ্য ভাইপার র‍্যান্ডি অরটন বিগ স্ক্রিনে আসে। সে তাকে আসল জগতের Terrence এবং Phillip নামে সম্বোধন করে। এরপর তাদের মধ্যে একটা ছোট্টো এবং আননেসেসারি সেগমেন্ট হয়। এরপর আসল NOC শুরু হয়। 

◘ আজকের শোটা শুরু হয় একটা ভিডিও থেকে যেটাতে দেখায় যে একটা WWE বেল্ট তৈরি করা হচ্ছে। দারুন লাগলো দেখতে। 

◘ আজকের কিক-অফ শো হল ট্যাগ টিম টাইটেল ম্যাচ। 

♠ The Usos vs. Gold and Stardust

স্বাভাবিক ভাবেই তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। ম্যাচের শেষের দিকে সবাই যেন উড়তে শুরু করে দিয়েছিল। গোল্ডডাস্ট জিমিকে মারে এবং জে উসো, কোডি কে মারে। তারা রিংএর বাইরে থাকায় রেফারি কাউন্ট করা শুরু করে দেয় এবং জে, স্টারডাস্টকে রিঙ্গের মধ্যে নিয়ে যায়। এরপর সে Superfly Splash দিতে গেলে কোডি তার হাঁটু উচু করে দেয় এবং জে কে বিশাল পরিমান আঘাত দেয় এবং এরপর পিন করে ম্যাচটা জিতে নেয় এবং আমাদের নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হল ডাস্ট ব্রাদারস। 

♥ Winners: Gold and Stardust 


♠ Cesaro vs. Sheamus

এই ম্যাচটা অসাম হবে, ম্যাচের প্রথমেই দুজনে একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে। ম্যাচের শেষের দিকে শেমাস একটা ব্রোজ কিক দিতে গেলে মিস করে এবং একটা বিশাল আপার কাট খেয়ে নেয়। এরপর শেমাস একটা রানিং নি এবং পাওয়ারস্লাম দেয় কিন্তু কোন কাজ হয়নি। তারপর শেমাস রেগে যায় এবং আবারও ব্রোজ কিক দিতে যায় এবং আবারও সিজারো কাউন্টার করে এবং এবার রোল-আপের মাধ্যমে প্রায় শেমাসকে কাবু করে নিয়েছিল। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করতেই থাকে। সিজারো, শেমাসকে থাপ্পর দিয়ে রাগাতে থাকে এবং শেমাস মারতে গেলে আরও জোরে মার খায় নিজেই। শেমাস সিজারোকে আরও মারতে বলে এবং সিজারো তার কথা মতোই রানিং বুট দেয় শেমাসকে। কিন্তু কর্নার থেকে শেমাস একটা হঠাৎ করে একটা ব্রোজ কিক দেয় এবং ম্যাচটাকেও সেখানে ফিনিশ করে। 

♥ Winner: Sheamus

◘ এরপর দেখা যায় Big Sow, মার্ক হেনরিকে কিছু ডায়লগ দিচ্ছে, শো বলে যে রুসেভ এর সঙ্গে ম্যাচে আজকে হেন্রির পাশে পুরা আমেরিকা আছে। পরের ম্যাচ হবে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের। 

♠ Dolph Ziggler vs. Miz (IC Title Match) 

এই ম্যাচে স্পেশাল কমেন্টেটার ছিল The Florida/Georgia Line। ডেমিয়েন সান্ডোউ এবং আর-ট্রুথ তাদের পার্টনারকে সাপোর্ট করার জন্য রিং সাইডে ছিল। মিজ এবং জিগ্লারের মধ্যে ভালো ম্যাচ চলে এবং ম্যাচের এক পর্যায়ে রেফারির পিছনদিকে সান্ডোউ জিগ্লারকে অ্যাটাক করে। কিন্তু সেই স্পেশাল কমেন্টেটাররা সান্ডোউএর ১২টা বাজিয়ে দেয়। এরপর মিজ  Skull-Crushing দিতে গেলে মিস করে কিন্তু Figure Four লক দিতে সক্ষম হয়। জিগ্লার নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলে রোল আপের মাধ্যমে মিজ তার পাকে টাইট করে ধরে এবং কিক আউট না করতে পারায় মিজ হয়ে যায় আমাদের নতুন IC চ্যাম্পিয়ন।  

♥ Winner: Miz

◘ ম্যাচটা ভালোই কিন্তু আগেরটার মতো অত ভালো নয়। 

◘ এরপর সেথ রলিন্স আসে তার ম্যাচ এবং রোমান রেইন্স এর ব্যাপারে কথা বলার জন্য। সেথ বলে যে রোমানকে আমি ১০ সেকেন্ড দিচ্ছি রিঙ্গে আসার জন্য নাহলে আমি আমার ফরফিট জয়টাকে মেনে নিব। রেফারি ১০ কাউন্ট করে এবং রোমান না আসায় বেল বাজিয়ে দেয় এবং সেথকে উইনার করে দেয়। 
এরপর দর্শকদের মধ্যে থেকে "We want Ambrose" চ্যান্ট শোনা যায়। রলিন্স তার ব্রিফকেসটাকে দেখায় এবং বলে যে সে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, যেটা সম্ভবত ডিন আম্ব্রোসের দ্বারা আন্সার করা হবে। তারপর একটা ট্যাক্সিকে আসতে দেখা যায় যার মধ্যে থাকে আম্ব্রোস নেমে আসে। সে জলদি রিঙ্গের দিকে যায় এবং দারুন চিয়ার পায় দর্শকদের কাছ থেকে। এরপর সে রিঙ্গে এসে সেথ কে মারতে মারতে ক্রাউডদের মধ্যে নিয়ে যায় এবং সেখানেও ফাইট করে। এরপর অথরিটি এসে লোক পাঠিইয়ে তাদের ঝগড়া ছাড়ায়। কিন্তু আম্ব্রোস এত সহজে ছেড়ে দেবার পাত্র নয়। সে গার্ড ছুটিয়ে আবার রলিন্সকে মারতে যায় এবং একটা চিয়ার নিয়ে আবার মারতে গেলে তাকে  Jamie Noble এবং Joey Mercury ভালোভাবে ধরে নেয়। এরপর রলিন্স ও আম্ব্রোসকে রিংসাইডের বাইরে নিয়ে যাওয়া হয় জোর করে। 

◘ রুসেভের সঙ্গে ম্যাচের জন্য মার্ক হেনরি রিঙ্গে আসে এবং Lilian Garcia অ্যামেরিকার জাতীও সঙ্গিত গায়। এরপর রুসেভ আসে। 

♠ Rusev vs. Mark Henry

তাদের মধ্যে মোটামোটি ভালোই ফাইট হয়। ম্যাচের একপর্যায়ে হেনরি, রুসেভকে World's Strongest Slam দেয় কিন্তু অনেক ক্লান্ত থাকায় সে পিন করতে পারে না এবং রুসেভ রিঙ্গের বাইরে রোল করে বেরিয়ে যায়। এরপর রিঙ্গের বাইরে থেকে রুসেভ হেনরির মাথায় সজোরে একটা কিক মারে। রিঙ্গে ঢুকে আরও একটা কিক মেরে রুসেভ কোনরকমে আকোলেড ব্যবহার করে এবং হেনরি সাবমিট করে দেয় এবং রুসেভ জিতে যায়। 

♥ Winner: Rusev

◘ পরের ম্যাচের জন্য ক্রিশ জেরিকো রিঙ্গে আসে। 

♠ Chris Jericho vs. Randy Orton

এই দুই যোদ্ধার ম্যাচ ভালো হবে এটাই আশা করা হচ্ছে। ম্যাচের শুরুতে জেরিকো কন্ট্রোল করলেও অরটন তারপর কন্ট্রোল নেয় এবং নীচে নেমে জেরিকো আবার মাচকে ঘুরিয়ে দেয় অরটনকে স্টিল স্টেপে ধাক্কা দিয়ে। তাদের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষ পর্যন্ত অরটোন রোপের উপর থেকে DDT মারতে সক্ষম হয়, তখন দর্শকরা Y2J চ্যান্ট শুরু করে দেয়। এরপর অরটোন জেরিকোকে RKO মারার প্রস্তুতি নেয় কারং জেরিকো উঠে আসতেই পারছিলো না, কিন্তু হঠাৎ করেই  Out of nowhere জেরিকো অরটনকে একটা কোডব্রেকার দিয়ে দেয় এবং নিশ্চিত পিনফলের জন্য পিন করে। কিন্তু আজকে দ্য ভাইপার হারতে আসেনি সে ২ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর জেরিকো এবং সব দর্শক আশ্চর্য হয়ে যায় এবং জেরিকো রেফারিকে সজোরে বলে  "Are you serious"!! এরপর জেরিকো উপরে উঠে অরটনের উপর ড্রাইভ দিতে গেলে একটা ডাইরেক্ট ফ্লাইং RKO -এর মুখে পড়ে এবং ম্যাচটা সেখানেই শেষ হয়ে যায়। আফটারঅল দ্য ভাইপার ইস ভাইপার এবং আজকে যেহেতু কাউকে ঠ্যালা মেরে মেরে পুশ দিতে হয়নি তাই ভাইপারের জয় কেউ আটকাতে পারেনি।  

♥ Winner: Randy Orton 

♠ AJ vs. Paige vs. Nikki Bella (Divas Title Match)

পেইজের উপর Black Widow সাবমিশন মুভ প্রয়োগ করে এজে লি নতুন ডিভাস চ্যাম্পিয়ন হয়ে যায়।


♥ Winner: AJ

◘ এরপর আজকের আসল ম্যাচ হবে ব্রক vs. সিনা। 

♠ John Cena vs. Brock Lesnar (WWE World Heavyweight Championship)

ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই সিনা AA দিতে সক্ষম হয় কিন্তু তার এই মুভকে ব্রক মাত্র ১ কাউন্টেই কিক আউট করে দেয়। এরপর লেস্নার কিমুরা লক দিলে সিনা কোনমতে রোপ পর্যন্ত যায় এবং নিজেকে এবং নিজের হাতকে বাঁচায়। এরপর লেস্নার আজ রাতের প্রথম জার্মান সুপ্লেক্স দেয় সিনাকে। 

এরপর সিনা ফাইট করার চেস্টা করলেও লেস্নার আবার তাকে কুপকাত করে দেয়। লেস্নার আবার তাকে কিমুরা লকে ফেলে। কিন্তু সিনা আবার রোপের কাছে গিয়ে লকটাকে ব্রেক করে। সিনা এরপর লেস্নারকে কিছু শট দিতে গেলে লেস্নার কাউন্টার করে আবার একটা জার্মান সুপ্লেক্স দেয়। 

এরপর তাদের মধ্যে দারুন যুদ্ধ চলতে থাকে এবং এইবার সিনা আর আগের মতো নেই সে অনেক ভালো ফাইট করছে লেস্নারের সঙ্গে। এমনকি লেস্নারের রক্তও বার হয়ে যায়। কিছুখন পড়ে সিনা আবার লেস্নারকে একটা AA মারে কিন্তু এইবার সেটা দুই কাউন্ট পর্যন্ত যায়। এরপর সিনা STF প্রয়োগ করে কিন্তু লেস্নার কাউন্টার করে তাকেই কিমুরা লক দিয়ে দেয়, কিন্তু আবার সিনা আগের উপায় অবলম্বন করে মুভটাকে ব্রেক করে। 

এরপর সিনা আবারও লেস্নারকে একটা AA দেয় এবং এইবার আর পিন না করে ডাইরেক্ট  STF প্রয়োগ করে। লেস্নার রোপের দিকে গেলে সিনা আবার লেসনারকে টেনে এনে মাঝে নিয়ে আসে এবং আবার সেই হোল্ড প্রয়োগ করে। এরপরেও টাপ আউট না করায় সিনা আরও একটা AA দেয় যেটা হল ৪ নাম্বার। 

কিন্তু সেথ রলিন্স চলে আসে এবং সিনাকে একটা ব্রিফকেসের বারি দিয়ে ডিস্কোয়ালিফিকেশন ঘটায় এবং সিনা হয়ে যায় উইনার কিন্তু বেল্ট থাকে লেস্নারের কাছে।

♥ Winner by DQ: John Cena

এরপর সেথ আশ্চর্যজনক ভাবে লেস্নারকে একটা  Curb Stomp দেয় এবং রেফকে বলে যে ক্যাশ ইন করতে।

এটা আনাউন্সও করা হয় কিন্তু রিং বাজার আগেই সিনা রলিন্সকে অ্যাটাক করে। রলিন্স সেখান থেকে পালায় এবং সিনা ঘুরা মাত্র একটা F-5 খেয়ে নেয় লেস্নারের কাছ থেকে, অর্থাৎ সেথ ক্যাশ ইন করলে কি হত ভেবে নিন একটু...সেথ আর কোনদিনই লেস্নারের উপর ক্যাশ ইন করবে বলে মনে হয় না...এবার একমাত্র এজে লি আছে ক্যাশ করার মতো। 

আজকের এই শো শেষ হয় লেস্নার এবং পল হেইমানের রিঙ্গে থেকে যাওয়া দিয়ে এবং তাদের হাতেই রয়ে গেল WWE WHC। আপনাদেরকে কেমন লাগলো এই PPV জানাতে ভুলবেন না।  



☻Night Of Champions রেজাল্ট, ২২ সেপ্টেম্বর ২০১৪

WWE তাদের অফিসিয়াল সাইটে আনাউন্স করেছে যে, রোমান রেইন্স তার হার্নিয়া ব্লক হয়ে যাওয়া অর্থাৎ Incarcerate Hernia -এর কারনে প্রচণ্ড ব্যাথা পেতে শুরু করলে  তাকে Nashville, Tennessee -এর একটা লোকাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং এরপর জানা যায় যে, প্রায় ৬ সপ্তাহ পর্যন্ত সে কোনরকম ম্যাচে অংশগ্রহন করতে পারবেন না। অর্থাৎ নাইটস অফ চ্যাম্পিয়ন্সে তার ফর্মার টাগ টিম পার্টনার সেথ রলিন্সের সঙ্গে খেলার কোন চান্স নাই।

এই ব্যাপারে WWE তাদের অফিসিয়াল টুইটার আকাউন্টে একটা টুইট করে বলেছে যে, রোমান রেইন্স NOC তে খেলতে পারবেনা কিন্তু তার সার্জারিটা সফল হয়েছে- 


◘ উল্লেখ্য, স্টোরিলাইন দেখে মনে হচ্ছিল যে ডিন আম্ব্রোস সিওরলি NOC -তে রিটার্ন করবে এবং সেথ কে অ্যাটাক করে রোমানকে সাহায্য করবে এবং তার বদলা নিবে অথবা রোমানের উপর অ্যাটাক হলে তাকে বাচাতে আসবে। এটা WWE -এর একটা দারুন সারপ্রাইজ ছিল এবং NOC তে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল, বলতে গেলে NOC এর প্রধান আকর্ষণ।  কিন্তু রোমান রেইন্স এর ইঞ্জুরির কারনে ম্যাচটাতো বাতিল হোলই, সাথে তিনজন মেজর সুপারস্টার - সেথ রলিন্স, ডিন আম্ব্রোস এবং রোমানের নিজের ঘাটতি এখন WWE কে সামলাতে হবে, আর যাই হোক এটাতো বেস্ট ফর বিজনেস হবেই না। যদিও আমার মনে হয় WWE -এর কাছে এই ঘাটতি পুরন করার একটাই উপায় আছে, সেটা হল সেথ রলিন্স vs. ডিন আম্ব্রোসের ম্যাচ দেওয়া।  

এখন যদি রোমান তার ইঞ্জুরি থেকে তাড়াতাড়ি রিকভার করতে পারে তাহলে রয়াল রাম্বলের আগেই ফিরবে এবং তাহলে রয়াল রাম্বল তথা রেসেলমেনিয়ার স্টোরিলাইনটাকেও ভালোভাবে তৈরি করা যাবে। আশা করি সে খুব তাড়াতাড়ি আবার রিঙ্গে পারফর্ম করতে পারবে এবং ড্যানিয়েল ব্রায়েনের মতো যুগ-যুগ সময় লাগাবেনা।

যাইহোক, রোমানের ইঞ্জুরিটা কমন হার্নিয়া ইঞ্জুরির থেকে আলাদা। সার্জান Dr. Amann বলেছেন যে, 
"This is a completely different type of hernia than sports hernia, A sports hernia usually refers to a tear in the lower abdominal wall that attaches to the ligaments. That type of tear is typically occurs from repeated activity or sports. Roman had what’s called an inguinal hernia. It can sometimes come from sports, but sometimes people are born with these. It is treated differently than a sports hernia."




ব্রেকিং নিউজ : ইঞ্জুরির কারনে NOC-তে খেলতে পারবেন না রোমান রেইন্স।


♠ Brock Lesnar vs. John Cena: WWE World Heavyweight Championship Match:

WWE ইতিহাসের সবচেয়ে ডমিনেটিং রেসলার বলাই যায় লেসনারকে। আর গত এক দশকেরও বেশি সময় ধরে সর্বদা টাইটেল পিকচারেই থাকেন ১৫ বারের চ্যাম্প সিনা। কিন্তু SummerSlam-এ সবাইকে অবাক করে দিয়ে নজিরবিহীনভাবে কোম্পানির সুপারম্যানকে একতরফাভাবে ডমিনেট করেছেন লেসনার।

লেসনারকে অপ্রতিরোধ্য রূপ দিতে সর্বোচ্চ চেষ্টা করেছে WWE। এ ম্যাচে যদি সিনা জিতে যান তবে এইসবের আর কোনো অর্থই থাকবে না। একদিকে যেমন স্টোরিলাইন বোরিং হয়ে যাবে অন্যদিকে SummerSlam-এ লেসনারকে অপ্রতিরোধ্য দেখানো আর সর্বোপরি Streak ভাঙার যৌক্তিকতার উপর প্রশ্ন উঠবে।

অনেকে আবার ভাবতে পারেন কোম্পানির সবচেয়ে বড় সুপারস্টার পরপর দুইবার একই ব্যক্তির কাছে হেরে গেলে তার স্ট্যাটাসের কী অবস্থা হবে? আবার এটাও প্রশ্ন আসতে পারে যে লেসনার তো অনিয়মিত। তার কাছে টাইটেল রাখার যৌক্তিকতাটা কী? লেসনার হচ্ছেন আসলে একটি আকর্ষণ। অতিরিক্ত শোডাউনে আকর্ষণটা কী কেটে যাবে না একটুও? টাইটেলটাও একটু স্পেশালই থাক। আর WrestleMania XXXI-তে Roman Reigns-এর কাছে লেসনার হেরে "Torch Passing Moment"-এর জন্ম দিলেই কেবল তাকে দিয়ে Streak ভাঙানোটা কিছুটা অংশে যৌক্তিক হতে পারে। তাছাড়া তিনি এখনো সিনা ছাড়া অন্য কারো বিপক্ষে টাইটেল ডিফেন্ড করেননি। সবমিলিয়ে তার টাইটেল রিটেইন করাটা খুবই জরুরী।

কিন্তু এই ম্যাচটি হবে শুধুই সিনাকে ঘিরে। তার এটিচিউড কেমন হয় তা নিয়েই হবে ম্যাচটি আর তার দিকেই থাকবে সবার ফোকাস। হয় SummerSlam-এর সম্পূর্ণ বিপরীতভাবে একতরফা ডমিনেট করবেন সিনা কিন্তু শেষে Paul Heyman-এর সাহায্যে চিটিং করে অথবা হঠাৎ F-5 মেরে দিয়ে জিতে যাবেন লেসনার নয়তো লেসনার ডমিনেট করলেও বারবার কামব্যাক করবেন সিনা। শেষে কয়েকটি F-5 মেরে জয়লাভ করবেন লেসনার, ঠিক The Undertaker-এর সাথে ম্যাচটির মতোই। তবে ধরে নিতে পারেন যে এই ম্যাচে সিনাকে বেশ স্ট্রং দেখাবে। বারবারই মনে হবে সিনা হয়তো ১৬ বারের চ্যাম্প হয়ে ছুঁয়ে ফেলবেন Ric Flair-এর রেকর্ডকে। তাই ম্যাচটিও বেশ উপভোগ্য হবে নিঃসন্দেহে।

তবে Seth Rollins-র ক্যাশ ইন করতে আসা আর তারপর Dean Ambrose-এর রিটার্ন অথবা সিনা যখন জয়ের পথে তখন Rusev ইন্টারফেয়ার করে তাকে মারবেন এমনটা ধারণা করছেন অনেকেই। কিন্তু আমার তা মনে হয় না। আমার মতে Reigns vs. Rollins ম্যাচেই রিটার্ন করবেন Ambrose, কেন তা আগের পর্বেই আমি বলেছি। আর Rusev-এর ইন্টারফেয়ারেন্স দিয়ে সিনার মোরাল ভিক্টরি দেখালে লেসনারের অপ্রতিরোধ্য রূপটা কী ঠিক থাকবে?

♥ Winner: Brock Lesnar via pinfall

Brock Lesnar vs. John Cena ম্যাচের প্রেডিকশন।