আরো ৫ বছর পর কিরকম থাকবে WWE? wwe.com এর এডিটররা এটা নিয়ে তাদের একটা প্রেডিকশন দিয়েছে। আসুন জেনে নেয়া যাক তাদের ভবিষৎবাণী গুলোঃ
■ John Cena কোনো পার্ট টাইম রেসলার হবে না। সে সবসময় Raw তে উপস্থিত থাকবে। তাকে Raw এর জেনারেল ম্যানেজার করা হবে। সে সবসময়ই Authority কে চাপের মধ্যে রাখবে Raw কে ভাল করে পরিচালনা করার জন্য। ১৯ বারের World Champion এর রিং এ অনেক শত্রু আছে, তেমন কোনো পরিস্থিতি এলে সে ফিজিক্যালি রেডী থাকবে। (তাদের মতে GM করার আগে সিনাকে ১৯ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হবে)
■ Roman Reignsর ও Undertaker এর মত একটা স্ট্রীক থাকবে রেসোম্যানিয়ায়। কিন্তু সেটা The Phenom এর মত এত বড় থাকবে না। খুব সম্ভবত তার স্ট্রিক হবে ৭-০..
■ Hideo Itami (NXT Wrestler) নিজেকে একজন মেইন ইভেন্টার হিসেবে প্রমাণ করবে। তাকে Mr. Money In The Bank করা হবে।
■ NXT স্ম্যাকডাউনের মতো একটা ব্র্যান্ড হয়ে যাবে। তখন Raw এর সাথে প্রতি সপ্তাহে রেটিং এর একটা কম্পিটিশন হতে পারে। যেমন এখন অনেক ভালো ভালো ইনডি স্টারেরা NXT তে আছে। Raw তে সেই তুলনায় ইনডি স্টারের সংখ্যা কম।
■ WWE তে নতুন চ্যাম্পিয়নশিপ (WWE Network Championship) আনা হবে। খুব সম্ভবত Tyler Breeze কে প্রথম WWE Network Champion করা হবে। সে NXT এবং WWE এর PPV, Wrestlemania তে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে। চ্যাম্পিয়ন হিসেবে সে ১০ মাস রেইন করবে|
■ Dean Ambrose এর মোডের্ন এরায় সবচেয়ে বেশিদিন WWE ওয়ার্ল্ড হেভিওয়্যাট চ্যাম্পিয়ন থাকার রেকর্ড থাকবে। তাকে Paul Heyman Guy বানানো হবে। Heyman তখন WWE এর COO থাকবে। HHH তার বর্তমান পজিসন থেকে আরো উঁচু পদে থাকবে।
■ চায়নাতে অনুষ্ঠিত হবে WWE এর প্রথম ইন্টারন্যাশনাল রেসোম্যানিয়া। আর রেসোম্যানিয়ার আগের দিন Hall Of Fame Ceremony অনুষ্ঠিত হবে। যেখানে ২০,০০০ ফ্যান উপস্থিত থাকবে। WWE তখন কিছু জাপানিজ লেজেন্ড The Great Muta, fittingly, Chyna এদের HOF এ ইন্ডাক্ট করবে।
Credit : Dewan Farhan Nadeem