আরো ৫ বছর পর কিরকম থাকবে WWE? wwe.com এর এডিটররা এটা নিয়ে তাদের একটা প্রেডিকশন দিয়েছে। আসুন জেনে নেয়া যাক তাদের ভবিষৎবাণী গুলোঃ

John Cena কোনো পার্ট টাইম রেসলার হবে না। সে সবসময় Raw তে উপস্থিত থাকবে। তাকে Raw এর জেনারেল ম্যানেজার করা হবে। সে সবসময়ই Authority কে চাপের মধ্যে রাখবে Raw কে ভাল করে পরিচালনা করার জন্য। ১৯ বারের World Champion এর রিং এ অনেক শত্রু আছে, তেমন কোনো পরিস্থিতি এলে সে ফিজিক্যালি রেডী থাকবে। (তাদের মতে GM করার আগে সিনাকে ১৯ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন করা হবে)

■ Roman Reignsর ও Undertaker এর মত একটা স্ট্রীক থাকবে রেসোম্যানিয়ায়। কিন্তু সেটা The Phenom এর মত এত বড় থাকবে না। খুব সম্ভবত তার স্ট্রিক হবে ৭-০..

■ Hideo Itami (NXT Wrestler) নিজেকে একজন মেইন ইভেন্টার হিসেবে প্রমাণ করবে। তাকে Mr. Money In The Bank করা হবে।

■ NXT স্ম্যাকডাউনের মতো একটা ব্র্যান্ড হয়ে যাবে। তখন Raw এর সাথে প্রতি সপ্তাহে রেটিং এর একটা কম্পিটিশন হতে পারে। যেমন এখন অনেক ভালো ভালো ইনডি স্টারেরা NXT তে আছে। Raw তে সেই তুলনায় ইনডি স্টারের সংখ্যা কম।

■ WWE তে নতুন চ্যাম্পিয়নশিপ (WWE Network Championship) আনা হবে। খুব সম্ভবত Tyler Breeze কে প্রথম WWE Network Champion করা হবে। সে NXT এবং WWE এর PPV, Wrestlemania তে তার চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে। চ্যাম্পিয়ন হিসেবে সে ১০ মাস রেইন করবে|

■ Dean Ambrose এর মোডের্ন এরায় সবচেয়ে বেশিদিন WWE ওয়ার্ল্ড হেভিওয়্যাট চ্যাম্পিয়ন থাকার রেকর্ড থাকবে। তাকে Paul Heyman Guy বানানো হবে। Heyman তখন WWE এর COO থাকবে। HHH তার বর্তমান পজিসন থেকে আরো উঁচু পদে থাকবে।

■ চায়নাতে অনুষ্ঠিত হবে WWE এর প্রথম ইন্টারন্যাশনাল রেসোম্যানিয়া। আর রেসোম্যানিয়ার আগের দিন Hall Of Fame Ceremony অনুষ্ঠিত হবে। যেখানে ২০,০০০ ফ্যান উপস্থিত থাকবে। WWE তখন কিছু জাপানিজ লেজেন্ড The Great Muta, fittingly, Chyna এদের HOF এ ইন্ডাক্ট করবে।

আরো ৫ বছর পর কিরকম থাকবে WWE? -জেনে নিন এখান থেকে।


সম্প্রতি কয়েকটি বিশ্বস্ত সোর্স (যেমন 
PWMania.com) জানিয়েছে যে ৩-৪ মাসের মধ্যে বেবিফেইস টার্ন করবে রেন্ডি অরটন। 

খুব সম্ভব রেসোম্যানিয়া ৩১ এ আমরা ফেইস রেন্ডিকে দেখতে পারব। তাছাড়াও এই সপ্তাহের Raw তে কিছুটা আভাস পাওয়া গেছে। ডীন এম্ব্রোসের সাথে সেগমেন্টের পর যখন সেথ রোলিন্স ব্রিফকেস ফেরত নিয়ে ব্যাকস্টেজে অথোরিটির কাছে আসে তখন তার সারা শরীরে সবুজ পদার্থ লেগে থাকায় সেথের উপর হাসে রেন্ডি অরটন। তারপর যখন ত্রিপল এইচ রেন্ডি আর কেইনের সাথে সিনা আর এম্ব্রোসের ম্যাচ ঠিক করে তখন রেন্ডি আর কেইন বলে যে সেথকে রক্ষা করতে করতে তারা অথিস্ট। এবার দেখা যাক পরের Raw গুলিতে আর কোনো আভাস পাওয়া যায় কি না.....।

বর্তমানে অথরিটি তার চুড়ান্ত মিসইউস করছে, এবং তাকে সেথ রলিন্স এর ঘটানো সমস্যাগুলিকে সামলাতে হচ্ছে, এখান থেকেই সম্ভবত অরটন ফেস টার্ন করবে কারন দ্য ভাইপারের কোন প্রবলেম হয় না যে কাউকে RKO দিতে এবং কিছুদিনের মধ্যেই হয়তো আমরা Mr. মানি ইন দ্য ব্যাঙ্ককে RKO খেতে দেখতে পারি...যেটা ঘটার সম্ভাবনা প্রবল। 

তাছাড়া অরটন হিল হিসাবে এখন সিনার থেকে বেশী চ্যান্ট পায়! BleacheRreport -এর একটা আর্টিকেল অনুযায়ী অরটনের পপুলারিটি এখনও অনেকটাই বেশী, কারন সে এত বছর ধরে WWE ফ্যানদেরকে যা দিয়ে এসেছে তা ভুলে যাবার নয়। বর্তমানে WWE -এর টপ হিল হলেও অরটন অনেক বেশী পপ বা পজিটিভ চ্যান্ট পায় যা সত্যিই অবিশ্বাস্য!! এখন অরটনের ফেস টার্ন হয়তো তার ক্যারিয়ারের জন্যও আর একটা জীবনদান হতে পারে যদি তাকে দিয়ে এবার হিলদেরকে পুশ করানো না হয়, কারন অরটনের কাছ থেকে এখনও অনেক কিছু পাওয়ার আছে। তাছাড়া অরটন বেবিফেস টার্ন করলে অথরিটির এই বোরিং স্টোরিলাইন থেকেও আমরা মুক্তি পেতে পারি। আর স্ক্রিপ্ট রাইটাররা এই সামারস্লামের স্ক্রিপ্টগুলি এত ফালতু করেছে এবং রোমান, ড্যানিয়েলের মতো টপ ফেসদের অনুপস্থিতির কারনে অরটনের ফেস টার্নের চান্স অনেকটাই বেড়ে গিয়েছে। 

এখন কথা হচ্ছে অরটনের অপনেন্ট কে হবে ফেস টার্ন করলে?? অরটন, সেথের সাথে ফিউডেই সম্ভবত ফেস টার্ন করবে এবং তার সাথেই কিছুদিন ফিউড চলবে। তারপর সে WWE হেভিওয়েট চ্যাম্পিয়ন অফ দ্য ওয়ার্ল্ড ব্রক লেসনারের সাথে খেলতে পারে কারং রেসেল্মেনিয়া ৩০ -এর পর ড্যানিয়েল এর কাছে হারার পর অরটোন এখনও তার রিমাচ পায়নি এবং সে এইব্যাপাটাকে বারে বারে ট্রিপল এইচের কাছে মনে করিয়ে দেয়। বর্তমানে ব্রকের অপনেন্ট কে হবে তা নিয়েও চিন্তা আছে...কারন সিনাকে দিয়ে আর কতবার চালানো হবে, আবার রোমানও অতটা অভিজ্ঞ হয়নি ব্রকের সাথে খেলার জন্য, এখন বাকি থাকে একাই অরটন। অরটনকে হয়তো আবার আমরা চ্যাম্পিয়নশিপ ফিউডে দেখতে পাবো যেটা হবে আসলেই বেস্ট ফর বিজনেস...!!  

ফেইস টার্ন করতে পারে দ্য ভাইপার Randy Orton

◘ এই সপ্তাহের Raw তে Big Show এবং Rusev, Lanaর সেগমেন্টে এক পর্যায়ে তারা ব্রলে জড়িয়ে পরে। তখন Rusev কে Big Show নিচে ফেলে দেয় এবং রাশিয়ান পতাকা Holder থেকে নিচে নামিয়ে ফেলে। দুর্ঘটনাবশত রাশিয়ার জাতীয় পতাকাকে অসম্মান করায় রাশিয়ানদের কাছে ক্ষমা চায় WWE।

◘ Hell in a cell ppv এর আগের কোন এক RAW তে ডিন এমব্রোস বনাম জন সিনা ম্যাচ হবে...যে জিতবে তার ম্যাচ হবে সেথ রোলিনস এর সাথে আর যে হারবে তার ম্যাচ হবে রেন্ডি অর্টনের সাথে....wwe এর এরকমই প্লান হচ্ছে।

◘ রেন্ডি অর্টন কয়েক মাসের মধ্যেই ফেস টার্ন করবে এবং তিনি তার বর্তমান ক্যারাক্টার নিয়ে হতাশা ব্যাক্ত করেছেন। 

 Brock Lesnar আগের থেকে কিছুটা সুস্থ হয়েছে তবে এখনো তার প্রবলেম আছে। Hell in a Cell পিপিভিতে না খেলার সম্ভাবনা বেশী।

◘ Batista আরেকটি ছবিতে ভিলেন অভিনয় করবেন। সিনেমার নাম "Bus 657". এই ছবির নায়িকা MMM Female fighter Gina Carano

◘ Luke Harper কে সিঙ্গেল পুশ দিতে আগ্রহী WWE অথরিটি। তার ফাইটিং স্কিল দেখে খুশি হয়েছেন তারা। তাকে Wyatt Family থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আর এভাবে Bray ফেস টার্ন করতে পারেন

◘ WWE2k15 গেমটির পুরো ভার্সন আগামি মাসের নভেম্বরের শেষের দিকে ছাড়া হবে। 

◘ CM Punk বর্তমানে নিজেকে গায়ক হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য ট্রেনিং নিচ্ছেন। তাছাড়া, জনপ্রিয় গায়কদের সাথে তিনি গান গেয়েছেন।

◘ Alberto Del Rio একটি ইন্টার্ভিউতে বলেছেন যে তিনি WWE থেকে লিভ নিয়ে অনেক ভাল একটা কাজ করেছেন।

◘ এখন থেকে FWE তে Drew Mcintyre নিয়মিত রেসলিং করবেন।

◘ John Cena তার মুভির কাজের জন্য Survivor Series এর পরে কিছুদিন ব্রেক নিতে পারেন।


আন্ডারটেকার জানিয়েছেন তার রেসলম্যানিয়ার বেস্ট প্রতিপক্ষ ট্রিপল এইচ&শন মাইকেল

◘ Wwe.com ভোটিং করেছিলো,জন সিনার বিপক্ষে বেস্ট রাইভালি কার ?? সি,এম পাঙ্ক&এডজ কে পেছনে ফেলে জিতেছেন দ্য ভাইপার রেন্ডি অর্টন। 


☻রিটার্ন নিউজ :- 

◘ Tamina Snuka কয়েক মাসের মাঝেWWE -তে রিটার্ন করবে

◘ জেরিকো তার ব্যান্ড দলের সফর শেষে আবার WWE তে আসতে পারেন

◘ স্টিভ অস্টিন আবারও জানিয়েছেন তার বেতন আর সুযোগ সুবিধা তার পছন্দ মত হলে তিনি WWE তে আসবেন

◘ স্টিং এর wwe তে আসা কনফার্ম... ফিউড হতে পারে ব্রে ওয়েটের সাথে।

Credit : Mukul Ahmed

♦♦ WWE -এর কিছু লেটেস্ট নিউজ ♦♦

◘ আজকে লিজেন্ডারি রেসলার "Mr. Perfect" Curt Hennig এর ছেলে Curtis Axel এর ৩৫ তম জন্মদিন। ট্যালেন্টেড হওয়া সত্বেও WWE তে বর্তমানে যে কয়জন অভাগা মিসইউজড রেসলার আছে তাদের মধ্যে সে অন্যতম। 
 ২০১০ সালে The Nexus এর সদস্য হয়ে Michael McGillicutty নামে সে ডেবিউ করে। সে FCW এবং NXT (Season 2) তে ছিল। The New Nexus এর সদস্য হিসেবে ২০১১ সালে সে David Otungaর সাথে ট্যাগ টীম চ্যাম্পিয়নশিপ জিতে। 

◘ ২০১৩ সালের মে মাসে  সে তার বর্তমান রিং নেইম Curtis Axel নিয়ে Paul Heyman Guy হিসেবে ডেবিউ করে। তারপর বেশ কয়েকদিন ধরে তাকে ভালই পুশ দেয়া হয়। ত্রিপল এইচ, সি এম পাংক এর মত রেসলারের সাথে সে ম্যাচ খেলে। পরে তাকে Intercontinental চ্যাম্পিয়নশিপ জেতানো হয়। কিন্তু IC টাইটেল হারার পরপরই WWE তে তার খারাপ দিন শুরু হয়। 

◘ রাইব্যাকের সাথে তার Rybaxel নামক টীম ঘটন করানো হয়। যে টীমটা সবার কাছেই একটা বিরক্তিকর টীম ছিলো। কিন্তু তাদের ট্যালেন্টকে সঠিকভাবে ব্যবহার করলে হয়ত WWE এর আলোচিত টীমগুলোর একটি হতে পারত এই টীমটা। এখন তো তাকে মেইন শো গুলোতে দেখাই যায় না। হয়ত আরো লম্বা কয়েকটা সময় ধরে এভাবেই মিসইউজড হয়ে থাকতে হবে তাকে। 

৩৫ তম জন্মদিনে রইলো তার প্রতি অনেক শুভেচ্ছা আর শুভকামনা।


আজকে WWE সুপারস্টার Curtis Axel -এর জন্মদিন।


জন সিনা আজকের স্মাকডাউন শুরু করে এবং একটা বড়ো পপ পায়। কিন্তু ডিন আম্ব্রোস ইন্টারফেয়ার করে এবং তাদের মধ্যে তর্ক চলে যে কে সেথ রলিন্সকে আগে পাবে। এরপর তারা যখন মুখোমুখি হয় তখন কেইন, সেথ রলিন্স এবং দ্য ভাইপার বিগ স্ক্রিনে আসে, কেইন আজকে রাতের জন্য তাদেরকে একটা ট্যাগ ম্যাচ দেয়।

♠  Dolph Ziggler ও Sheamus vs. The Miz ও Damien Sandow

♥ Winner :  Dolph Ziggler ও Sheamus


◘ ম্যাচের পড়ে শেমাস, সান্ডোউকে স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করে।

♠ Naomi vs. Paige

♥ Winner : Paige


◘ ম্যাচের পড়ে আলিসিয়া ফক্স নাওমিকে অ্যাটাক করার জন্য পেইজকে সাহায্য করে কিন্তু তাকে বাঁচাতে এজে লি ছুটে আসে এবং পেইজ তখন ভয়ে JBL -এর পিছনে লুকিয়ে যায়।

◘ এরপর বিগ শো একটা স্যুট পড়ে আসে এবং আগের দিনের "র" তে রাশিয়ান ফ্লাগের সঙ্গে যা করেছিল তার জন্য ক্ষমা চায়। কিন্তু তাকে ইন্টারাপ্ট করে রুসেভ এবং লানা। এরপর রুসেভ, শো কে ফ্লাগ দিয়ে অ্যাটাক করে এবং সে উঠে দাঁড়াবার আগেই সেখান থেকে পালিয়ে যায়।

♠ The Usos vs. Titus O'Neil ও Heath Slater

♥ Winner : The Usos


♠ R-Truth vs. Cesaro

ম্যাচের আগে ট্রুথ একটা প্রোমো কাটে।

♥ Winner : Cesaro


♠ John Cena ও Dean Ambrose vs. Kane ও Randy Orton

ম্যাচ চলাকালীন সেথ রলিন্স আসে এবং সিনাকে অ্যাটাক করে (যখন আম্ব্রোস রিঙ্গেই ছিল) ফলে ডিস্কোয়ালিফিকেশন ঘটে।

♥ Winner by DQ : John Cena ও Dean Ambrose

◘ এরপর সিনা, সেথকে তারা করে তার পিছনে দৌড় মারে এবং রিঙ্গের মধ্যেই একাই আম্ব্রোস পড়ে থাকে সব হিলের সামনে...এবং এই ভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়।

☻WWE SmackDown স্পইলারস রেজাল্ট, ১ সেপ্টেম্বর ২০১৪


◘ আজকের Raw -এর প্রি-শোতে আলেক্স রিলেই বলে যে হাল্ক হোগান আজকের "র" -তে থাকবে। তারা  Breast Cancer Awareness মাসের ব্যাপারে বলে যেটা আজকে রাত থেকেই শুরু হবে। 

◘ USA নেটওয়ার্কে "র" লাইভ ছিল এবং আগের সপ্তাহের ইভেন্টের একটা রিক্যাপ ভিডিও দেখানো হয়, আজকের "র" হবে CM Punk -এর হোমটাউন চিকাগোতে।

◘ স্টেফনি মিকম্যান এবং ট্রিপল এইচ আজকের শো শুরু করে এবং সাথে সাথেই ক্রাউডরা সবাই মিলে সি এম পাঙ্ক চ্যান্ট শুরু করে দেয় যেটা প্রত্যাশিত ছিল। স্টেফনি এই ইয়র্কার ডেলিভারিকে ছক্কা হাঁকিয়ে বলে যে ক্রাউডরা একটা কুইটারের জন্য এত চ্যান্ট করছে কেন?? তারা ডিন আম্ব্রোসের ব্যাপারে বলে কিন্তু পল হেইম্যান চলে আসে। হেইমান বলে যে NOC তে যা হয়েছে তাতে লেস্নার খুব আপসেট হয়েছে। এরপর হেইম্যান রলিন্সের পেছন থেকে এসে আঘাত করার কথা বলে, এবং এরপর রলিন্স আসে। 

◘ রলিন্স বলে যে NOC তে ক্যাশ ইনের আইডিয়াটা অথরিটির নয় তার নিজের ছিল। এরপর সে বলে যে সিনাকে চ্যাম্পিয়ন হিসাবে আর কেউই দেখতে চাইনা, (তখন দর্শকরা তাকে চিয়ার করে) এছারাও রলিন্স ক্যাশ ইন করার আরও কিছু ভালো কারন দেখায় এবং CM Punk চ্যান্ট সাময়িক খতম হয়ে যায়। এরপর ডীন আম্ব্রোস বিগ স্ক্রিনে আসে এবং তার হাতে ছিল সেই MITB ব্রিফকেশ। সে রলিন্সকে বলে যে নিজে এসে ব্রিফকেশটা নিয়ে জাও। কিন্তু তারপর সিনা চলে আসে এবং রলিন্সকে অ্যাটাক করে। শেষপর্যন্ত ক্রাউডদের মধ্যে দিয়ে রলিন্স পালিয়ে যায় এবং এইভাবেই সেগমেন্টটা খতম হয়।


♠ Dolph Ziggler vs. Miz vs. Cesaro (IC Title Match)

এটা একটা দারুন ম্যাচ হয়, সবথেকে ভালো খেলে জিগ্লার নিজেই। শেষে জিগ্লার মিজকেই ফিগার ফোর লকে আটকায়, কিন্তু সিজারো এসে সেটাকে ভেঙ্গে দেয় এবং জিগ্লারের উপর দুই কাউন্ট পায়। শেষে মিজকে সুপারকিক দিয়ে জিগ্লার তার টাইটেল রিটেইন করে। 

♥ Winner: Dolph Ziggler 

◘ এরপর Noble এবং Mercury, দ্য গ্রেট খালিকে সোধাই যে আম্ব্রোস কোথায় আছে, কিন্তু না জানার ভান করে খালি। 

◘ ওয়াট ফ্যামিলির একটা দারুন প্রোমো দেখা যায়। 

◘ এরপর স্টেফনি বলে যদি আম্ব্রোসকে না খুজতে পারে তাহলে Noble এবং Mercury -কে ফায়ার করে দেওয়া হবে। এরপর সান্ডোউ এবং মিজ তাদের কাছে আসে এবং সান্ডোউ এমনভাবে কথা বলে যেন সেই আসল মিজ!! ট্রিপল এইচ বলে সান্ডোউ তাকে অনেক হাসিয়েছে এবং পুরষ্কার হিসাবে আজকে শেমাসের সঙ্গে একটা ম্যাচ পাবে!! 

♠ Layla vs. Rosa

লায়লা, রোসাকে ফিনিশিং মুভ মারে এবং ম্যাচটা জিতে যায়। 

♥ Winner: Layla

◘ এরপর আম্ব্রোসকে দেখা যায়, সে ব্রিফকেস  হাতে করে রিঙ্গের দিকে আসে তাও আবার লুকিয়ে। নিচ থেকে একটা টেবিল বার করে সে ব্রিফকেসটাকে টেবিলের উপরে সেট করে, এবং একটা মাইক হাতে নেয়। এরপর সে একটা সুন্দর প্রোমো কাটে এবং সেথ রলিন্স কিছু সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে আসে তার ব্রিফকেস নিবার জন্য। আম্ব্রোস বলে এই সিকিউরিটি গার্ডরাই কী আগের সপ্তাহের Rosebuds ছিল।

◘ সে কেশটাকে রিঙ্গের মধ্যে রেখে ক্রাউডদের মধ্যে চলে যায় এবং রলিন্সকে বলে এসে সেটাকে নিয়ে জেতে। এরপর রলিন্স তাই করে কিন্তু যখন সে তার কেশটাকে ওপেন করে তখন সেখান থেকে সবুজ রঙের স্প্রে নির্গত হয়। 
আম্ব্রোস এমন ভান করে যেন কিছুই জানতোনা এই ব্যাপারে কিন্তু তারপর হাসতে শুরু করে। এইভাবেই সেগমেন্টটা শেষ হয়। 

♠ Mark Henry vs. Bo Dallas

ড্যালাস একটা Vaderbomb-কে কাউন্টার ক অরে এবং একটা বো-ডগের মাধ্যমে পিন লাভ করে এবং জিতে যায়...হ্যাঁ আপনি ঠিকি দেখেছেন , ড্যালাস ওয়ার্ল্ড'স স্ট্রঙ্গেস্ট ম্যান কে হারিয়ে দিল, আপ্নিও পারবেন যদি বোলিভ করেন :v 

♥ Winner: Bo Dallas

◘ এরপর ব্যাকস্টেজে রিনির সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় হেনরি, বো ড্যালাসকে অ্যাটাক করে। 

♠ Brie Bella vs. Eva Marie and Cameron

রোল-আপের মাধ্যমে ব্রি জয়লাভ করে। 

♥ Winner: Brie Bella

♠ Los Matadores vs. Slater Gator

ডিস্ট্রাকশনের মাধ্যমে স্লেটার জয় লাভ করে। 

♥ Winners: Slater Gator

◘ এরপর রুসেভ ও লানার সঙ্গের বিগ শোর একটা সেগমেন্ট হয়, যেটাতে বিগ-শো এগিয়ে থাকে। 

◘ আজকে অনেক ডিভাস ম্যাচ হচ্ছে। -_-

♠ AJ vs. Alicia Fox

পেইজের ঘটানো ডিস্ট্রাকশনের মাধ্যমে scissor কিক দিয়ে ফক্স জয়লাভ করে। 

♥ Winner: Alicia Fox

♠ Damien Mizdow vs. Sheamus

ডেমিয়েনের বুকে সেই ১০ বার আঘাত করে একটা ব্রোজ কিকের মাধ্যমে শেমাস জয়লাভ করে। 

♥ Winner: Sheamus

◘ এরপর হাল্ক হোগান আসে আজকে রাতের সবথেকে আলোচিত সেগ্মমেন্টের জন্য। সে প্রধানত ব্রেস্ট ক্যান্সারের Susan G. Komen ফাউন্ডেশনের ব্যাপারে বলে। 

◘ এরপর ব্যাকষ্টেজে দেখা যায় যে অরটন এবং কেইন আলোচনা করছে যে সেথ রলিন্সের ফাইট তাদেরকে লড়তে হচ্ছে এবং তারা এইব্যাপারে মোটেও খুশি নয়। স্টেফনি আসে এবং বলে যে তারা হল একটা ফ্যামিলি, যেখানে একজনে আরেকজনের উপরে ভরসা করে দাড়িয়ে থাকে। 

◘ এরপর আজকের মেইন ইভেন্টের জন্য ডিন আম্ব্রোস প্রথমে আসে। 

♠ John Cena and Dean Ambrose vs. Kane and Randy Orton

সিনা এবং অরটন ম্যাচ শুরু করে, শেষে সিনাকে মারতে মারতে কেইনের কর্নারে নিয়ে গিয়ে তাকে ট্যাগ দেয় অরটন। তাদের মধ্যে ভালো ফাইট চলতে থাকে। শেষে আম্ব্রোস কেইনকে মারার পড়ে রিঙ্গে এসে অরটনকে একটা সুইসাইট ড্রাইভ দেয় এবং Dirty Deeds -এর মাধ্যমে তাকে প্রায় ফিনিশ করে দেয় , কিন্তু পিন করতে গেলে সেথ সেটাকে ব্রেক করে দেয় এবং সিনা ও আম্ব্রোস DQ -এর মাধ্যমে জয়ি হয়। 

♥ Winners by DQ: Cena and Ambrose

◘ এরপরেও তাদের ফাইট চলতে থাকে। সিনা এবং আম্ব্রোস মিলে রলিন্সকে মারার চেষ্টা করে। অরটন তাকে সাহায্যের চেষ্টা করলে সিনা তাকে ছুড়ে ফেলে দেয়। আম্ব্রোস সিনার উপর দিয়ে ড্রাইভ মারে জাতে সেও সেথকে মারতে পারে কিন্তু সিনা তাকে ধরে ফেলে দেয় জাতে সে নিজেই রলিন্স এর উপর তার পাঞ্চ চালিয়ে জেতে পারে।। 

আম্ব্রোস সিনাকে রিঙ্গের বাইরে ফেলে দেয় কিন্তু এটার মাধ্যমে সে নিজের বিপদ ডেকে আনে কারন রিঙ্গে তার সঙ্গেই ছিল আংগ্রি ভাইপার...ঘুরে দাঁড়ানো মাত্র একটা RKO খেয়ে শুয়ে পড়ে ডিন, সিনার ভাগের মারটা সেই খেয়ে নেয়। এরপর কেইন সিনাকে ফিনিশ করে এবং অথোরিটির মেম্বাররা ডিনকে একাই পেয়ে যায়। আম্ব্রোসকে ব্রিফকেশটারি উপরে Curb Stomp দেওয়া হয় এবং সিনা খাই তার ভাগের একটা RKO এবং তারপর আবার একটা এক্সট্রা চোকস্লাম খেয়ে সিনা তার খাবার ফিনিশ করে। হিলদের পোজ দেওয়া দিয়ে আজকের RAW এখানেই শেষ হয়। 


☻WWE Raw রেজাল্ট, ৩০ সেপ্টেম্বর, ২০১৪

আগের পোস্টেই বলেছিলাম যে পাঙ্কের রিটার্নের কোন আশাই নেই, কিন্তু তবুও তার কিছু ফ্যান বিলিভ করতে চায় না। আর সামনের Raw হবে পাঙ্কের নিজের হোমটাউন চিকাগোতে!! সেজন্য অনেকেই মনে করছেন সেখানেই পাঙ্ক রিটার্ন করবে, যেটা স্বাভাবিক, WWE -এর অফিসিয়ালদেরও একই প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। 

এতদিন অফিসিয়ালরা ব্যাপারটাকে এড়িয়ে যেতেন কিন্তু এখন পাঙ্কের নিজের শহরে Raw হবে বলে প্রশ্নের চাপে স্টেফনি মিকম্যান সরাসরি বলে দিলেন 'Never say never', অর্থাৎ ধরে নেওয়া যায় যে পাঙ্ক কোনদিনই আর ব্যাক করবে না।  এটা পাঙ্ক ফ্যানদের জন্য এবং কিছু ফেক সাইটের জন্য (যারা প্রতি মাসে পাঙ্কের রিটার্নের ফেক নিউজ বানায়) খুবই দুঃখের সংবাদ। 

অবশ্য, ফেক সাইটদের কোন প্রবলেম নাই, এখন আর পাঙ্ককে নিয়ে নিউজ বানানো যাবে না তাই জেফ হার্ডিকে নিয়েই তারা নিউজ বানাতে শুরু করেছে, ওই পাঙ্কের স্টাইলেই WWE.com -এরও লিঙ্ক দেওয়া হচ্ছে যদিও সেই লিঙ্ক অনেক বছর আগেকার যখন হার্ডি রিটার্ন করেছিল। 

PS: যারা যারা আমার কথায় বিলিভ করেন না যে স্টেফনি এইরকম বলেছে তারা এই লিঙ্ক থেকে ঘুরে আসুন (এই সাইটটা WWE -এর সবথেকে বিশ্বাসযোগ্য সাইট)। 





CM Punk রিটার্ন করবে না...বলে দিলেন স্টেফনি মিকম্যান