◘ প্রথম প্রথম দেখলে হঠাৎ করে গা শিউরে উঠবে যে কারো। এটা হচ্ছে CZW এর খেলা। WWE, TNA এর মতো CZW (Combat Zone Wresting) একটা রেসলিং কোম্পানি। শুনে অবাক হলেও সত্যটা হচ্ছে এই রেসলিং কোম্পানির সব গুলো ম্যাচই হয় অতিরিক্ত পরিমানে হার্ডকোর। দর্শকরা কয়েক হাত দূরে দাড়িয়ে থেকেই সরাসরি এই মরণ খেলা উপভোগ করে। 

 রক্তারক্তি এখানকার নিত্য নৈমিত্তিক ব্যাপার। কি সব অস্ত্র যে ব্যবহার করা হয় তা তো দেখতেই পারছেন। স্টেজের চারপাশে দড়ির বদলে তারকাটার ব্যারিকেড দেয়া থাকে। 

 আমি আমার জীবনে অনেক Hardcore ম্যাচ দেখেছি। কিন্তুু এর চেয়ে Hardcore ম্যাচ জীবনে আগে কখনো দেখি নি, আর দেখবো বলেও মনে হয় না। যেই রেসলারটার মাথাতে করাত চালানো হচ্ছে সেটা কে জানেন? অবাক হয়ে যাবেন। ও হচ্ছে Dean Ambrose। বুঝতেই পারছেন কতটা Hardcore ম্যাচ খেলার অভিজ্ঞতা ওর আছে। ব্যাথা সহ্য করা ওর কাছে যেনো কোনো ব্যাপারই না। একটা মার খেলে চারটা মার না দেয়া পর্যন্ত ও ঠান্ডা হতো না। যত যাই হোক, ও এক কথায় অপ্রতিরোধ্য। 

 ওদিনের ম্যাচটা Youtube এ দেখার পরই আমি পুরোদমে Dean ওর ভক্ত হয়ে যাই। আগের থেকেই ওর Mick Skill এর চরম ভক্ত। এই ছেলে যে ভবিষ্যতে WWE এর একজন Icon হবে তা আর বলাই বাহুল্য। একটা ফিউড জমাতে হলে সবচেয়ে বেশি প্রয়োজন প্রোমো কাটিং। Dean অসম্ভব সুন্দর Promo কাটতে পারে। The Shield এ থাকাকালীন ওর Fighting Skill এর প্রকাশ ঘটে। বাকিটা তো এখন সবারই জানা। ওর আছে দর্শক আকর্ষন করার একটা বিরল প্রতিভা। ইদানিং ওর পাগলামি গুলোই মূলত RAW আর Smack Down এর Rating টা বাচিয়ে রেখেছে। 

 Dean Ambrose তার জীবনের সবচেয়ে বড় ম্যাচটা খেলতে যাচ্ছে Hell In A Cell PPV তে। সম্ভবত এর পরেই ওর সাথে Seth এর মহাকাব্যিক উপভোগ্য ফিউডটার সমাপ্তী ঘটবে। ওর পাগলামি গুলা আমাদের আরো মাতিয়ে রাখবে এই আশাতেই রইলাম...। 

Credit : Þrinçe Øf Þaradise

DEAN AMBROSE এর জীবনী

Dean Ambrose -এর কিছু অজানা দিকের ব্যাপারে জেনে নিন।

◘ এই সপ্তাহের Impact কিক-অফ করে Kurt Angle. সে Lashley কে রিঙে ডাকে। Lashley আসে এবং Angle জানায় সে খুশি না। কারন Lashley'র ম্যাচে প্রায় MVP ও Kenny King "Interfere" করে। Angle বলে তাকে টাইটেল ডিফেন্ড করতে হবে এবং Roode এর Rematch সে কেন ফিরিয়ে দিয়েছে তা জানতে চায়। Lashley জানায় Roode তা পাবে কিন্তু Kurt যদি টাইটেল শট চায় তবে সেও পাবে। ফ্যানরা "Angle' চ্যান্ট করে। Angle জানায় সময় হলে সে ঠিকই ফেস করবে। এরপর Angle জানায় Lashley'র জন্য নতুন Contenders খুঁজবে। আর তাই আজ Eric Young, Austin Aries, Bobby Roode এবং Jeff Hardy'র মধ্যে#1Contenders ম্যাচ হবে। যে জিতবে তার সাথে Lashley টাইটেল ডিফেন্ড করবে।◘ এরপর Team 3D কে নিয়ে TNA Hall of Fame এর একটি ভিডিও দেখায়। Tommy Dreamer তাদের Induct করবে।

๏ TNA Knockouts Championship : Havok © (vs) Madison Rayne.

ম্যাচের বেশিরভাগ অংশে Havok আধিপত্য ধরে রাখে। Madison এর প্রায় সকল মুভ Havok কাউন্টার করে। ম্যাচের শেষদিকে Havok কে La Magistral Cradle দিতে যায় Madison কিন্তু Havok আবারো তা ব্লক করে। Havok এরপর Madison কে Harlot Slayer (Chokeslam) দিয়ে ম্যাচ জিতে নেয়।

• Winner : Havok (Pinfall)

◘ ব্যাকস্টেজে দেখা যায় EY কে কথা বলতে Fatal 4-Way ম্যাচ নিয়ে।

๏ Matt Hardy (vs) Magnus.

এইটা First Time Ever ম্যাচ ছিল। ম্যাচটি অসাধারণ ছিল। A+ ম্যাচ। ম্যাচের শেষদিকে Matt উপরে উঠে Shoulders Block দেয়। এরপর Magnus উপরে উঠে এবং Dive দেয় কিন্তু Matt তাকে Mid Air-এ ধরে ফেলে এবং Diamond Cutter দিয়ে ম্যাচ জিতে যায়।

• Winner : Matt Hardy (Pinfall)



๏ Intergender Tag Team Match : Bro-Mans (Jessie & Zema Ion) & Angelina Love w/Velvet Sky (vs) The Menagerie (Crazzy Steve, Knux, & Rebel)

মোটামুটি ভাল ম্যাচ। Mix Tag Team ম্যাচ যেখানে দুই দলে একজন করে মেয়ে রেসলার ছিল। Steve ম্যাচের এক পর্যায়ে Jassie কে পিন করতে যায় কিন্তু Love এসে ২কাউন্টের সময় পিন ব্রেক করে। Steve এর মাথা Sideways-তে বাড়ি খায় কিন্তু সে Love কে ধরে ফেলে এবং তার ঠোঁটে চুমু দিতে যায়। কিন্তু Jessie Steve'র চুল ধরে টান দেয়। সে Steve কে Military Press দিতে যায় কিন্তু Steve সরে যায় এবং Tornado DDT দেয় Jassie কে। পিন করে এবং ম্যাচ জিতে নেয়।

• Winner : The Menagerie.

◘ এরপর Bobby Roode ও Austin Aries কে ব্যাকস্টেজে দেখা যায়।

◘ এরপর Ethan Carter III আসে। সাথে ছিল Tyrus (Brodus Clay). তারা প্রমো কাট করে কিন্তু Devon এসে তাদের বাধা দেয়। পরে Devon প্রমো কাট করে। এরপর Bram আসে এবং ট্রাশক্যান দিয়ে Devon কে আক্রমন করে চলে যায়। ডাক্তার Devon চেক করে এবং তাকে নিয়ে যায়।

◘ EC3 ও Tyrus তখনো রিঙে। এরপর তারা Sharkboy কে রিঙে ডাকে। তার মিজিক বাজে কিন্তু সে আসে না। ব্যাকস্টেজে দেখা যায় Sharkboy বাদাম খাচ্ছে। পরে তাকে বলা হয় তার ম্যাচ আছে। এরপর সে রিঙে আসে।

๏ Tyrus (vs) Shark Boy.

Shark কে উড়িয়ে দেয় Tyrus. কোন সুযোগ না দিয়েই Shark কে Chokeslam দিয়ে ম্যাচ জিতে নেয় Tyrus.

• Winner : Tyrus (Pinfall)



๏ TNA World Title #1 Contenders Fatal 4-Way: Bobby Roode def. Eric Young, Jeff Hardy, & Austin Aries

আজকের রাতের সেরা ম্যাচ। অসাধারণ ম্যাচ। Jeff এর হাই-ফ্লাইং মুভগুলো ছিল অস্থির। ম্যাচের শেষপর্যায়ে Roode তার ফিনিশার Roode Bomb দেয় EY কে আর একই সময় Aries তার ফিনিশার Brain Buster দেয় Jeff কে। Roode ও Aries দুজনই একসাথে পিন করে Young ও Jeff কে। ফলে Jeff ও EY একসাথে এলিমিনেট হয়ে যায়। পরে কিছুক্ষণ ম্যাচ চলে। শেষে Aries কে Roode Bomb দিয়ে ম্যাচ জিতে নেয় Bobby Roode এবং হয়ে যায় TNA World চ্যাম্পিয়নশিপ ম্যাচের No. 1 Contender.

• Winner : Bobby Roode (Pinfall)

◘ ম্যাচ শেষে Jeff ও EY আসে। এরপর সব চ্যালেঞ্জাররা Roode এর সাথে হাত মেলায়। তারা ৪জন একে অন্যের হাত ধরে উপরে তুলে। এভাবেই শো শেষ হয়।


Credit : #ViρεrRαγαn

☻TNA Impact রেজাল্ট, ১৭ অক্টোবর ২০১৪


আমাদের সবাইয়েরই জানার ইচ্ছা থাকে যে রেসলিং ম্যাচ খেলতে খেলতে কোন রেসলারের মৃত্যু হয়েছে কিনা...এবং এই ব্যাপারে নেটে সার্চ দিলেই এডি গরেরোর একটা ভিডিও উপরের দিকে থাকে, সেটা দেওয়া হল- 
অনেকে ভাবে এটা আসল তবে অনেকেই ভাবে এটা সত্য নয়।  বিভ্রান্তিটা পরিষ্কার করে দেওয়া দরকার বলে মনে করি।

আসল কথা হচ্ছে, না... এডি গরেরো স্ম্যাকডাউনের এই ম্যাচ চলার সময় হার্ট অ্যাটাক করে মারা যাননি। এডি প্রকৃতপক্ষে মারা গেছেন ২০০৫ সালের নভেম্বরে, মিনিয়াপোলিস, মিনেসোটার একটি হোটেল কক্ষে। তাঁর ভাস্তে চাভো গরেরো তাঁকে মৃত অবস্থায় সেই কক্ষে আবিস্কার করেন। কিভাবে নিশ্চিত হবেন? কিছু যুক্তি দেওয়া যাক।

১। এই ছবি বা ভিডিওটি প্রকৃতপক্ষে ২০০৪ সালের মে মাসের। আমরা এই ভিডিওতে এডি গরেরোর লুকস বা এপিয়ারেন্স দেখলে সহজেই বুঝতে পারবো। ২০০৫ সালে মারা যাওয়ার আগে এডির চুল ছিলো সামনের দিকে পুরোটা সোনালী ডাই করা, সাথে বেশ ঘন ফ্রেঞ্চকাট, যা এখানে ছিলো না। ষে সময় তিনি ম্যাচের সময়েও একটা ভেস্ট বা গেঞ্জি পরে আসতেন, সেটাও এখানে ছিলো না।

২। সেই সময়ে তাঁর ফিউড ছিলো বাতিস্তার সাথে। কিন্তু এই ম্যাচ চলাকালীন সময়ে একবারের জন্যও কমেন্টেটররা বাতিস্তাকে মেনশন করেন নি।

৩। কমেন্টেটর ট্যাজ ম্যাচের এক পর্যায়ে এডিকে উদ্দেশ্য করে বলেন, "The champ is fired up." ২০০৫ সালে মারা যাওয়ার আগে দিয়ে এডির কাছে কোনো চ্যাম্পিয়নশিপ বেল্ট ছিলো না।

৪। এটা অবশ্যই একটা স্টোরিলাইন ঘটনা। কারন, রিয়াল লাইফে একজন রেস্লার হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছেন, এমন অবস্থায় জেবিএল দৌড়ে এসে তাঁকে পিন করার চেষ্টা করতেন না। জেবিএল ব্যক্তিগত জীবনে কোনো ভিলেন নন। আমরা সর্বোচ্চ আশা করতে পারি, যে জেবিএল নিজের ক্যারেক্টার ভাঙতেন না, বা এডির সাহায্যে হয়তো আসতেন না (আমার কাছে এটাও অবাস্তব মনে হয়)। কিন্তু ঘটনার সুবিধা নেওয়াটা কোনোমতেই সম্ভব না।

৫। ঘটনার সময়ে এডি গরেরো আর জেবিএলের মধ্যে একটা ফিউড বা রাইভালরি চলছিলো। এর কিছু পরেই জেবিএল এডির কাছ থেকে WWE চ্যাম্পিয়নশিপ জিতে নেন। এরকম সময়ে খুব সম্ভব এডিদের পারিবারিকভাবেই দুর্বল হার্টের মানুষ হিসেবে দেখানো হচ্ছিলো, কারন এর কিছুদিন আগে জেবিএল এডির মাকেও হার্ট অ্যাটাক (কেইফেব) করিয়েছেন। ন্যাক্কারজনক সুবিধা নেওয়ায় জেবিএলকে উপযুক্ত হিট (ঘৃণা) দেওয়াই ছিলো ঘটনার মুল উদ্দেশ্য।


Credit :  AB Hasan Chowdhury

Eddie কি সত্যিই স্ম্যাকডাউনে ম্যাচের সময় হার্টঅ্যাটাকে মারা যান?

Daniel Bryan ফ্যানদের জন্য দুঃসংবাদ!
◘ WWE এর প্ল্যান ছিল ২০১৫ সালের রয়েল রাম্বলে Bryan কে রিটার্ন করানোর। কিন্তু সেটা হয়তো আর হতে যাচ্ছেনা...। 

◘ Brayn এর এখনো হাতে ইঞ্জুরি রয়েছে। যার কারণে তাকে আরেকটি সার্জারি নিতে হতে পারে। তাছাড়া বর্তমানে তার বিশ্রামের প্রয়োজন আছে। 

◘ আগস্ট মাসে Brayn চেয়েছিল সার্জারি কর‍তে কিন্তু ডাক্তার বলেছিলেন সার্জারির দরকার নেই। কিন্তু বর্তমানে তার অবস্থা যে রকম তাতে সার্জারি করা হতে পারে।

◘ তবে Daniel Bryan চান সার্জারি না করে যত দ্রুত সম্ভব ফিরে আসতে।

◘ আর তা না হলে Wrestlemania 31 এর আগে বা পরে রিটার্ন করবেন।


ড্যানিয়েল ব্রায়েন -এর ফ্যানদের জন্য দুঃসংবাদ !!


◘ আমার ওয়ান অফ দ্য অল টাইম ফেবারিট রিং আনাউন্সার হলে জাস্টিন রবার্টস। তিনি ২০০২ সাল থেকে WWE তে রিং আনাউন্সার-এর  কাজ করছেন। কয়েকদিন আগে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়, তবে WWE তাদের বাজেটের কারনে তার সাথে এ বছর আর চুক্তি বাড়ায় নি। সুতরাং তাকে আর আমরা  WWE তে দেখতে পাবো না।

 আটলান্টাতে হওয়া শেষ RAW -তে শেষবারের মতো জাস্টিন কাজ করে, শো শেষ হলে কেভিন ডান তাকে বলে দেন যে, এটা তার করা শেষ শো ছিল, এরপরে তাকে আর কাজে আসতে হবে না।  

 এই ব্যাপারে জাস্টিন রবার্টস কিছু মন্তব্য করেছেন, ছোটবেলা থেকেই রেসলিংকে ভালোবেসে এবং এর মধ্যে থেকেই বড় হওয়া জাস্টিন তার সকল ফ্যানদের উদ্দেশে বলেছেন যে "দয়া করে কেউ রেগে যাবেন না এবং দুঃখও করবেন না, এটা আমার কাছে স্বপ্নর মতো ছিল এবং আমি সেই স্বপ্নটাকে পুরোপুরি পূরণ উপোভোগ করে নিয়েছি, এখন সময় এসেছে অন্যজনকে তার স্বপ্ন পূরণের সুজোগ দেওয়ার"।

 এখন একটাই দুঃখ যে আর আমরা শুনতে পাবো না...প্লিজ ওয়েলকাম দ্য ভাইপ্পার...র‍্যান্ডিইইই অররটওওন, জনননন...সিইইইইইনাআআ। তার এই এত ভালো টানা সুরে কথা বলতে আর কেউ পারে কিনা জানিনা। 

♦ আসুন দেখে নেই তার করা শেষ মন্তব্যটিকে  (ফুল) - 
"It might sound cliche, but I am truly overwhelmed & humbled by the messages I've received. As a kid who grew up loving & living for professional wrestling, I was able to chase, catch & live an impossible dream. I was a part of events I couldn't fathom with the heroes I idolized from both WWF & various childhood favorite television shows (Hello Betty White). For a guy in a supporting ambience role--usually unnamed & unseen--I am blown away by the amount of people who apparently not only noticed, but also enjoyed my work. Announcing was my dream, until I realized the absolute best part was using my position to help others. It brought me so much joy to bring a smile to a fellow fan's face. The Superstars I've announced & traveled with over the past 12 years are not only extremely talented to work year round and on the fly, but they are also the most unselfish people I've ever met. I couldn't help others without their support. Not one Superstar or Diva ever once hesitated when I asked them to meet a fan..or autograph..or call..or do whatever was needed. After reading through all of your messages, I just want to say this: Please do not be angry & Please do not be sad. I lived my dream! I'm glad that maybe now someone else will have a spot to live theirs. Many thanks to everyone I have worked with in WWE. Sue, the company gem & my guardian angel. The producers who have taught me so much and constantly let me pick their brains. The referees (They make it look easy. NOT an easy job). Security. Props. Audio. Lighting. PR. Cameras. Travel. TR. Catering. Production. PA's. My eyes and ears at the bell-Mark Yeaton. Everyone I have met along the way. Everyone who has come into my life because of this job & to those who I have never had the opportunity to meet, but have enjoyed my work. I appreciate & am grateful for everyone's support. To Vince McMahon, Kevin Dunn & The Authority who gave me this incredible opportunity, I've got two words for ya: Thank You. The journey has been incredible & almost unbelievable. This is the opportunity I've been waiting for to pen the final chapter of my memoirs."
রেসলার না হলেও জাস্টিনকে আমি মন থেকে রেসপেক্ট করি এবং আশা করছি তার ভবিষ্যৎ জীবন সুখের ও সাফল্যের হবে।  

এবার রিলিজ করা হল রিং আনাউন্সার জাস্টিন রবার্টসকে।

সেথ রলিন্স আজকের স্মাকডাউন শুরু করে এবং চরম হিট পায় দর্শকদের কাছ থেকে। ফ্যানরা চ্যান্ট করতে থাকে "you sold out" এবং রলিন্স তাদেরকে নিয়ে একটু মজা করে, এবং বলে যে আরও হিট চায় আমাকে...। রলিন্স বলে ফ্যানরাও আসলে সোল্ড আউট। রলিন্স ডিন আম্ব্রোসের ব্যাপারে বলে যে তার জায়গা হেল ইন এ সেলের ভিতরে নয়, তার জায়গা হল straight-jacket এর মধ্যে। 

◘ ডলফ জিগ্লার আসে এবং বলে ফ্যানরা তাকেই দেখতে চায়, রলিন্সকে নয়। এরপর জিগ্লার তার মাইকটাকে ফেলে দেয় এবং রলিন্সকে একটা জোরদার ড্রপকিক মারে এবং দর্শকদের কাছ থেকে অনেক পপ পায়...এরপরেই তাদের ম্যাচ শুরু হয়ে যায়। 

♠ Seth Rollins vs. Dolph Ziggler

ভালো ম্যাচ হয়। শেষে, Curb Stomp -এর মাধ্যমে রলিন্স জয়লাভ করে। 

♥ Winner : Seth Rollins

◘ ম্যাচের পরে ডিন আম্ব্রোস আসে এবং দারুন পপ পায়। আম্ব্রোস বলতে থাকে যে HIAC -তে সে রলিন্সের সাথে কি কি করবে...। কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেইন এর মিউজিক হিট করে এবং কেইন আসে, কেইন আজকের মেইন ইভেন্টের জন্য তার সঙ্গে আম্ব্রোসের ম্যাচ ঠিক করে। 

♠ Layla vs. AJ Lee

Paige এবং Alicia Fox -রিংসাইড থেকে ম্যাচটা দেখছিল। ব্লাক উইডোর মাধ্যমে এজে লি জয়লাভ করে যেটা আশা করে হচ্ছিল। 

♥ Winner : AJ Lee

◘ ম্যাচের পরে ফক্স, এজে লি-কে অ্যাটাক করে কিন্তু এজে সেটাকে কাউন্টার করে নেয়। এরপএ পেইজ রিঙ্গের মধ্যে আসে এবং তার ফিনিশার দিয়ে এজে-কে ফিনিশ করে দেয়। 

◘ শেমাস এবং উসোসদের মধ্যে একটা ব্যাকস্টেজ সেগমেন্ট দেখানো হয়। 

◘ ওয়্যাট ফ্যামিলির একটা প্রোমো দেখানো হয়...তাদেরকে আজকাল প্রোমোতেই বেশী দেখা যায়। 

♠ Sheamus & The Usos vs. Stardust, Goldust & The Miz

এদের ট্যাগ টিম ম্যাচ সবসময় ভালোই হয়। শেষে, গোল্ডডাস্টকে একটা ব্রোজ কিক দিয়ে শেমাস তার দলের জন্য ম্যাচটা জিতে যায়। 

♥ Winners : Sheamus & The Usos

◘ বিগ শো আসে এবং অনেক পপ পায়। শো বলে যে, রুসেভকে সে HIAC-তে ধ্বংস করে দেবে। এরপর সে মার্ক হেনরিকে বলে রিঙ্গে আসতে। বিগ শো, হেনরিকে বলে যে Hell In a Cell-এর ম্যাচে ইন্টারফিয়ার বা তাকে সাহায্য না করতে এবং হেনরি তখন উত্তরে সম্মতি প্রকাশ করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই চলে আসে রুসেভ এবং লানা...তারা HIAC -এর ম্যাচের ব্যাপারে একটা প্রোমো কাট করে। 

♠ Nikki Bella vs. Naomi

নিক্কি তার ফিনিশারের মাধ্যমে সহজেই ম্যাচটা জিতে নেয়। এই WWE যে কবে বেলাদের বোরিং ফিউড বন্ধ করবে কে জানে...। 

♥ Winner : Nikki Bella

◘ ব্যাকস্টেজে রিনি ইওং ডিন আম্ব্রোসের একটা ইন্টারভিউ নেয়। 

♠ Dean Ambrose vs. Kane

সেথ রলিন্স ম্যাচ চলাকালীন রিংসাইডে ছিল। আম্ব্রোস ডিস্কোয়ালিফিকেশনে জয়লাভ করে যখন রলিন্স রোপকে পিছন দিকে টেনে ধরে। 

♥ Winner by DQ : Dean Ambrose

◘ ম্যাচের পরে কেইন ও রলিন্স মিলে আম্ব্রোসকে অ্যাটাক করে। কেইন তাকে পাওয়ারবম্ব মারে এবং রলিন্স একটা Curb Stomp মারতে গেলে আম্ব্রোস কাউন্টার করে কিন্তু রলিন্স বেঁচে যায় ও আম্ব্রোস কেইনকে চিয়ারে করে হিট করে এবং রলিন্স সুজোগ বুঝে সেখান থেকে চম্পট দেয়। এইভাবেই আজকের স্মাকডাউন শেষ হয়...। 



☻WWE SmackDown স্পইলার রেজাল্ট, ১৫ অক্টোবর ২০১৪


The Undertaker,Edge,Batista,Triple H,Shawn Michales,Jeff Hardy


উপরে যাদের নাম বললাম এরাই Ruthless Aggression Era তে রাজত্ব করেছে এবং Rock Austin চলে যাওয়ার পর WWE এর হাল ধরেছে।ফলে ঐ দুই টপ ডগের অনুপস্থিতি WWE কে বেশী একটা ভোগান্তি দেয়নি।এছাড়া ঐ সময় Cena-Randy রাও ছিলো যদিও তারা ঐ সময় নিতান্তই বাচ্চা।যদিও Ruthless Aggression Era এর শেষ দিকে(2007-2009) তারাই মাথা চাড়া দিয়ে উঠল এবং রাজত্ব শুরু করলো।এরপর আসলো PG Era যার আধিপত্য শুধুই Cena and সর্পবাবা Randy Orton এর।সাথে CM Punk এর নামটাও যোগ করা উচিত।


◘ 2011 সাল থেকে এখন পর্যন্ত WWE একটা Huge Change এর মধ্য দিয়া যাচ্ছে।ঐ বছর HHH and Undertaker হয়ে যান Part Timer wrestler.আর Edge তো একেবারে WWE থেকে Leave নিয়ে ফেলেন।John Morrison ও রাগ করে চলে যান।

এর আগের বছর অর্থাৎ 2010 এ আবার WWE থেকে Jeff Hardy,Shawn Michales,Batista এরাও বিদায় নেন।

◘ অর্থাৎ এই দুই বছরে একটা Huge amount এর 5 Star Wrestler হারিয়ে ফেলে WWE...

সেই যে Roster Star Power এর দুর্ভিক্ষ লাগলো তা এখনো বিদ্যমান।এমনকি তাদের Replacement এর মতো পর্যাপ্ত New Talent ও এখনো আসেনি WWE তে। ফলাফলস্বরুপ-->

1. প্রায় যেকোনো PPV and Main Event Storyline Hit করতে গেলে বিরাট Amount খসিয়ে বাইরে থেকে Player আনাটা হয়ে গেছে নিত্যনৈমিত্তক একটা ব্যাপার।।


2. শুধুমাত্র Current Roster এর Running Wrestler দের দিয়ে Wrestlemania এর Main Event করানো রীতিমতো আকাশ-কুসুম কল্পনা।


3.Title Unified করা।যার জন্য Cody,Dolph,Drew,Miz,Wade Barret এরা নিজেদেরকে Spot Light এ আনতে পারছে না।


4. Smackdown কে একটা নামমাত্র Show তে পরিণত করা।দুই ঘন্টা শো এর প্রায় এক ঘন্টা থাকে RAW এর Promo.


5. Smackdown এর জন্য Particular কোনো Feud বা Roster নেই।Main Event এর জন্য ঐ Cena,Randy,Kane,Dean,Seth,Roman,Bray এরাই ভরসা।


6. Mid Carder দের একই Type এর এবং Same Wrestler দের Match বার বার দেখা।


7. HHH and Stephanie এর On Screen এ Regular Authority রুপে দেখা।এটা করতে তারা বাধ্য যেহেতু Company টা তাদের এবং Star Power বজায় রাখার জন্য এটা তাদের করতেই হবে।


8. Randy,Kane কে ক্যারিয়ারের সবথেকে বাজে অবস্থায় দাড় করানো।যদিও এটা একটা Right Move তবুও অনেকে এটা মানতে পারবে না।এই দুইজন Heel Player এর ঘাড়ে চড়েই অনেকে Company এর Future Face হয়ে যাবে।মনে রাখা উচিত যে,এরা এখন Push দেয়া Heel অতএব এদের কাছ থেকে আগের মতো ছিড়েখুঁড়ে খেয়ে ফেলা Activities আশা করতে পারি না।অনেক wrestling বোদ্ধাগণ এটা মানতে পারেন না।


9. Raw and Smackdown এর ভিতরে এ কেউ কোনো নির্দিষ্ট Brand এর Wrestler না।


10. WWE এখন আমাদের কাছে বোরিং... । 


◘ কিন্তু এতো কিছুর পরেও মানুষ WWE দেখতো Cena, Randy, Daniel Bryan,CM Punk এর কারণে। এর মধ্যে 2014 Royal Rumble এর পর থেকে আবার CM Punk ও চলে গেলো।হতে পারে ইনজুরির জন্যে অথবা অথবা অন্য কোনো কারণে।তবে আমার মতে সেই অন্য কোনো কারণটা হলো 'The Evolution',,,এটা শুনে আশ্চর্য হতে পারেন অনেকেই এই ভেবে যে এখানে আবার Evolution আসলো কিভাবে???


◘ As you noted Batista returned to WWE earliar this year...Randy and Triple H Already Company তে আছে।অতএব,ঐ সময় Evolution unofficially Reunion হয়ে গেলো।যদিও পরে আমরা ঐ তিনজনকে একত্রে Evolution হিসেবে On screen এ দেখেছি।


anyway,past is past.... 


◘ বর্তমানে New Talents কম হওয়াতে তাদেরকে Company এর Future বানানোর জন্য Extreme পরিমাণে Push করা হচ্ছে।যারা Push really deserve করে তারা পেলে কোনো ক্ষতি নেই কিন্তু কিছু কিছু Player পাচ্ছে Undeserving push যেটা অনেক মানুষের কাছে মেনে নেয়া কষ্টকর। এই অবস্থায় যেটা উচিত হবে সেটা হলো-->


1.Main Event screen এ পরিবর্তন আনা।


2.New Talents দেরকে ধীরে ধীরে Mid card and upper card এর মাঝামাঝি জায়গাতে নামিয়ে এনে পুশ করা।এতে করে তারা Future এ Perfect main eventer হবে।


3.বর্তমানে Uncared wrestler like sheamus,miz,barret এদেরকে Upper card এ আনা।সাথে Cena,randy কে মিলিয়ে আরো Extreme Feud and Hardcore Match আয়োজন করা।


◘ আশাকরি এতে Main Event গুলো আরো জমজমাট হবে এবং Attitude era এর Player দের আনার প্রবণতাও একটু কমবে।পাশাপাশি অর্থও বাঁচবে WWE এর।



Credit : Þrinçe Øf Þaradise

WWE রোস্টারে ঘটে যাওয়া অবিশ্বাস্য পরিবর্তন, এর ভোগান্তি এবং এটা থেকে বেরিয়ে আসার উপায়


◘ USA নেটওয়ার্কে Raw লাইভ। আজকের শো একটা ভিডিও রিক্যাপএর দ্বারা ওপেন হয়।

◘ ডিন আম্ব্রোস প্রথমে আসে এবং অনেক চ্যান্ট পায়। আম্ব্রোস বলে যে অথোরিটির আসল প্লান হল সে এবং সিনা যাতে নিজেদের মধ্যে ঝগড়া করে একে অপরের ক্ষতীসাধন করে। কিছুক্ষণের মধ্যেই সিনা চলে আসে। উল্লেখ্য, WWE -এর টুইটারে ভুলবশত বলা হয় যে রলিন্স এখন লাইভ এসেছে।

◘ আম্ব্রোস এবং সিনার মধ্যে তাদের ম্যাচের ব্যাপারে কিছু কথোপকথন হয় এবং সিনা আম্ব্রোসকে কাল্ম ডাউন করতে বলে।

◘ এরপর ট্রিপল এইচ এবং স্টেফনি মিকম্যান আসে এবং তারা ঘোষণা করে যে সিনা এবং আম্ব্রোসকে আজকে ট্যাগ টিম ম্যাচে দেখা যাবে। ট্রিপদের সন্দেহ ছিল যে আজকেও সিনা ও আম্ব্রোস একে অপরের সঙ্গেই যুদ্ধ করতে লাগবে। ট্যাগ টিম ম্যাচটা হবে - Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust। স্টারডাস্টএর মিউজিক হিট করে এবং সেই ম্যাচটা এক্ষণই হবে বলে মনে হয়।

♠ Ambrose ও Cena vs. The Usos vs. Gold ও Stardust

আম্ব্রোস এবং জিমি উসো খেলা শুরু করে। তাদের মধ্যে ভালো ফাইট চলে। শেষে সিনা স্টারডাস্টকে AA দিতে গেলে সে কাউন্টার করে এবং গোল্ডডাস্ট এর কাছে সিনা একটা পাওয়ারস্লাম খেয়ে নেয়। উসোরা ডাস্ট ব্রাদারের উপর ড্রাইভ মারে এবং সিনাও তাদের উপর ঝাপিয়ে পরে। শেষে আম্ব্রোস দুইজন লিগ্যাল ম্যানকে (ডাস্ট ব্রাদারস) রিঙ্গে নিয়ে যায় এবং সে ও সিনা মিলে তাদের উপর ফিনিশিং মুভ দেয় এবং জয়লাভ করে।

♥ Winners: Cena and Ambrose

◘ ম্যাচটা হয় দারুন এবং এটা ছিল একটা ফানি ম্যাচ। ম্যাচের পরে ট্রিপল এইচ এবং স্টেফনি আসে এবং তারা মেনে নেয় যে তারা ভুল ছিল, আম্ব্রোস এবং সিনা আজকে টিম হয়েই কাজ করেছে। তারা সিনা vs. আম্ব্রোস ম্যাচটাকে HIAC থেকে পোল ম্যাচে রূপান্তরিত করে...অর্থাৎ মজাটা কমে গেল।


♠ AJ ও Layla vs. Paige ও Alicia Fox

এজে লি এবং আলিসিয়া ফক্স ম্যাচ স্টার্ট করে, এজে তার স্ফূর্তির কারনে কিছু সুবিধা পায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ফক্স ম্যাচের কন্ট্রোল হাতে পায়, তখন এজে লায়লাকে ট্যাগ দিতে গেলে সে রিং থেকে নেমে যায় এবং এজেকে একা রেখে পালিয়ে যায় এবং হিল টার্ন করে সম্ভবত। যদিও এরপর এজে Shining Wizard দিতে সক্ষম হয় এবং ম্যাচটাও জিতে নেয়।

♥ Winner: AJ

◘ ম্যাচের পরে এজে লাইলাকে তেরে যায় এবং অ্যাটাক করে। সে লায়লাকে ব্যারিকেডে কয়েকবার ছুরে ফেলে এবং  তার চারিধারে স্কিপ করে  চলে যায়।

◘ এরপর দেখা যায় দ্য ভাইপারকে...অরটন ট্রিপ এবং স্টেফের অফিসে যায় এবং তাদেরকে একটা সেল ম্যাচের জন্য অনুরোধ করে। অপনেন্ট হিসাবে বলে যেকোনো একজন যে রলিন্সএর সঙ্গে লড়ছে না।

◘ তারপর একটা ওয়াট ফ্যামিলির প্রোমো দেখানো হয় যেটাতে এরিক রোয়ানের উপর ফোকাশ করা হয়।

♠ Dolph Ziggler vs. Randy Orton

ম্যাচ চলাকালীন সিজারো কমেন্টারিতে ছিল। এই দুই ভালো রেষলারের মধ্যে দারুন ফাইট চলে এবং শেষে জিগ্লার অরটনকে একটা সুপারকিক মারতে গেলে সে কাউন্টার করে এবং একটা পাওয়ারস্লামএর মাধ্যমে দুই কাউন্ট লাভ করে। এরপর তারা একে অপরের মুভকে কাউন্টার করে এবং জিগ্লার একটা সুপারকিক মারতে সক্ষম হয় যদিও সেটা দুই কাউন্টের বেশী যায়নি। অরটনের কাঁধের উপর জিগ্লার ছিল এবং সেখান থেকেই তাকে উপরে করে হঠাৎ একটা RKO হিট করে জয়লাভ করে অরটন। এই ম্যাচটা ছিল আসলেই একটা অসাম ম্যাচ...।

♥ Winner: Randy Orton

♠ Seth Rollins vs, Jack Swagger

রলিন্স এবং স্বাগারের মধ্যে ফাইট চলাকালীন অরটন আসে এবং স্বাগারকে ডিস্ট্রাক্ট করে এবং রলিন্স সেই সুজোগে তাকে একটা সুইসাইড ড্রাইভ হিট করে। শেষে স্বাগার কোনভাবে সেথকে লক করতে সক্ষম হয় কিন্তু সেথ রোপে পৌছায়ে লকটাকে ভেঙ্গে দেয় এবং সেথ তারপর রোলআপের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winner: Seth Rollins

◘ ম্যাচের পরে অরটন রিঙ্গে আসে এবং স্বাগারকে একটা জোরদার RKO হিট করে এবং রলিন্সএর সামনাসামনি চলে আসে, তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে কিন্তু কেউই কাউকে হিট করেনি...মনে হত সেথের RKO খাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল।

◘ এরপর আম্ব্রোস তার গার্লফ্রেন্ডের সঙ্গে একটা ইন্টারভিউ দেয় এবং এরপর অন্য একটা সেগ্মেন্টে দেখা যায় Big Show এবং Tom Phillips-কে। এরপরের ম্যাচ হবে রুসেভের সাথে বিগশো-এর।

♠ Big Show vs. Rusev

রুসেভ এবং লানা অনেকক্ষণ ধরে বকবক করতে থাকে এবং ফাউনালি বিগ শো এলে তারা চুপে যায়। একটা বিগ বুটের মাধ্যমে বিগ শো তার ধোলাই পক্রিয়া চালু করে। তাদের মধ্যে শারীরিক ম্যাচ চলে এবং শেষে শো একটা KO পাঞ্চ দিতে গেলে রুসেভ সরে যায় এবং শোকে একটা জোরদার কিক মারে। রুসেভ আকোলেড দিতে গেলে মার্ক হেনরি চলে আসে, রুসেভ হেনরিকে মারতে বিগ শোকে ছেড়ে দেয় এবং হেনরিকে পাঞ্চ করে আবার শোকে আকোলেড দেয়। হেনরি এসে একটা ক্লোথস্লাইনের মাধ্যমে রুসেভকে অ্যাটাক করে এবং ডিস্কোয়ালিফিকেশন হয়।

♥ Winner by DQ: Rusev

◘ এরপর হেনরি বিগশোকে চেক করে যে ঠিক আছে কিনা...। বিগ শো আপ্সেট ছিল ডিস্কোয়ালিফিকেশন এরজন্য কিন্তু শো, হেন্রিকে ক্ষমা করে দেয়। এরপর রুসেভ তার ফ্লাগ নাড়াতে থাকে এবং হেনরি ও শো তাকে ঘিরে ফেলে। শো তাকে নক আউট করে দেয় এবং হেনরি ও শো, রুসেভ এর পাশে দাড়িয়ে থাকে...এইভাবেই সেগমেন্টটা শেষ হয়, কেউ হিল টার্ন হল না।

♠ Sheamus vs. Miz

স্বাভাবিক ভাবেই ড্যামিয়েন মিজের সাথে ছিল। শেষে মিজ শেমাসের গালে চড়াতে শুরু করে এবং শেমাস খুব রেগে যায়। মিজ এবং সান্ডোউ শেমাসের সঙ্গে একটা ট্রিক করে এবং শেমাস রিঙ্গের নীচে গিয়ে কাউন্টেড আউট হয়ে যায় এবং মিজ জিতে যায়।

♥ Winner: Miz

♠ Summer Rae, Nikki Bella and Cameron vs. Brie Bella, Natalya and Naomi w/ Rosa

শেষে নিক্কি বেলা বাস্টার দিতে গেলে ব্রি কাউন্টার করে এবং একটা ফেসবাস্টারের মাধ্যমে জয়লাভ করে।

♥ Winners: Brie, Natalya and Naomi

◘ সিনা তার কন্ট্রাক্ট-পোল ম্যাচের ব্যাপারে একটা ইন্টারভিউ দেয়।

◘ মেইন ইভেন্টে  ট্রিপ এবং স্টেফ রিংসাইডে ছিল।

♠ Dean Ambrose vs. John Cena (Contract on a Pole Match)

রিং বেল হওয়ার আগেই সেথ আসে HIAC -তে তার অপনেন্ট কে হবে তা দেখার লেগে। এরপর অরটনও দেখার জন্য আসে এবং তারপর আসে কেইন। 

ম্যাচ চলাকালীন আম্ব্রোস অথরিটিকে মারতে যায় এবং সিনা আম্ব্রোসকে ধরে অথরিটির দিকে ছুরে দেয়। সিনা এরপর রিঙ্গে উঠলে অরটন তাকে অ্যাটাক করে। আম্ব্রোস চলে আসে এবং এখন হয় অথরিটি vs. সিনা ও আম্ব্রোস।

সিনা এবং আম্ব্রোস রিং থেকে সবাইকে ফেলে দেয়, সিনা কেইনকে AA হিট করে এবং অইদিকে আম্ব্রোস কন্ট্রাক্টটাকে নামিয়ে নেয় এবং জয়লাভ করে।

♥ Winner: Dean Ambrose

◘ অরটন আর একটা অ্যাটাকের জন্য যায় কিন্তু সিনা ও আম্ব্রোস একসঙ্গে দাড়িয়ে গেলে অরটন তার প্লান চেঞ্জ করে। এখন আম্ব্রোস vs. রলিন্স এবং সিনা vs. অরটন ম্যাচ HIAC -এর জন্য ফিক্স হয়ে গেল মনে হয়।

◘ আজকের "র" টা আসলেই যোশ ছিল, আগের অনেকগুলি সপ্তাহের থেকে ভালো ছিল...আপনাদের কেমন লাগলো আজকের RAW?



☻WWE Raw রেজাল্ট, ১৪ অক্টোবর ২০১৪

আজকে অথরিটির ঘটানো কিছু রিসেন্ট মিস্টেকের ব্যাপারে আলোচনা করা হবে, যার জন্য এখন রেসলিং দেখার মজা হয়তো অনেকটাই চলে গিয়েছে। 

2011 এর Wrestlemania তে Triple H হেরে যান The Undertaker এর কাছে।এরপর সম্ভবত ঐ বছর Extreme Rules এর পর থেকে Triple H স্যুট অ্যান্ড বুট পরে মস্তক কামিয়ে পুরোদস্তর 'Authority' বনে যান।একজন Fan Favourite 13 time world champ ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে এসে Heel turn করেছেন শুধুমাত্র তার এই প্রিয় Company টি কে বাঁচানোর জন্যে।এক্ষেত্রে তার স্ত্রী Stephanie ও যথেষ্ট সম্মানের দাবিদার। আপনারা হয়তবা জানেনও যে তারা শুধুমাত্র On Screen এ Authority নন তারা অরিজিনালই WWE এর হর্তা-কর্তা-বিধাতা।ক্ষুরধার মস্তিষ্কের অধিকারী HHH এর WWE এর প্রতি আত্মনিবেদন এবং তার কর্মপদ্ধতি সত্যিই প্রশংসামূলক এবং আমার জানামতে WWE এর অধিকাংশ wrestler এবং কর্মকর্তা তার উপর অনেক Happy।

But one thing you should not forget and it is,"There is no unmixed good on the earth.তাদের যে ভুলগুলো আমার চোখে পড়েছে সেইগুলোই আজ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।তবে তার মানে এই নয় যে আমি তাদের Disrespect করছি।Anyway,let's go and start--->

1. Royal Rumble 2012 এ Chris Jericho কে Last 2 তে এনেও Sheamus কে জিতিয়ে দেয়া। 
জাতীর কাছে আমার একটা প্রশ্ন একজন Living Legend যাকে কখনো Royal Rumble জেতানো হয়নি,যে মানুষটা ক্যারিয়ারের প্রায় 15 টা বছর WWE কে Dedicate করেছে তাকে জেতানো উচিত ছিলো নাকি যার সামনে আরো 15 টা বছর রয়েছে তাকে জেতানোটা উচিত হলো?এইবার যুক্তি আসতে পারে যে "New Talent হিসেবে পুশ করার জন্য Sheamus কে জেতানো হয়েছে"।তাহলে আমার কথা হলো তার পরবর্তী 2 বছর অর্থাৎ 2013 এবং 2014 তে Old Player John Cena and Batista কে জেতানো হলো কেনো?

2. Celebrating a great show "RAW 1000" Without Randy Orton
2007 এর পর থেকে WWE Raw এর Heart যদি হয় John Cena তাহলে WWE এর Lungs হলো Randy Orton.যে মানুষটা ছাড়া RAW কল্পনা করা যেতো না তাকে ছাড়াই উদযাপিত করা হলো RAW 1000 এর মত একটা Huge Show.যদিও Randy ঐ সময় Suspention এ ছিলো তবুও তাকে দিয়ে Match না খেলাক At Least Giant screen একটা Segmant করানো যেতো না?আফসোসের বিষয় এই যে ঠিক তার পরের RAW তেই Randy Return করলো।আরো আফসোস লাগে এই কথা মনে উঠলে যে RAW 1000 চলাকালীন Randy Orton স্বশরীরে Locker Room এ উপস্থিত।

3. The Rock vs CM Punk storyline
CM Punk এর Historical 434 দিনের Title ধরে রাখার story টা আমরা সবাই জানি।তার পথে বাগড়া দিয়ে বসেন Mr.Brahama Bull.Remind RAW 1000,,,,ঐ শো তে Rock কে দিয়ে CM Punk কে Challenge করানো হলো 2013 Royal Rumble এ WWE Championship Match খেলানোর জন্য।
ব্যাপারটা তাহলে কি দাড়ালো?এর মাধ্যমে মানুষ Cleanly ভাবে বুঝতে পেরেছে যে CM Punk Royal Rumble 2013 PPV এর আগ অব্দি আর হারছে না আর হারলেও Royal Rumble এর আগ দিয়ে Punk আবার Champ হয়ে যাবে।অর্থাৎ WWE Storyline একেবারে Openly ফাঁস করা হয়ে গেলো. . . . !!

4.Making Roman The Leader Of The Shield And Forcing Dean To Be Upset
Shield এর জন্মের ক্রান্তিলগ্ন থেকেই Leader ছিলেন Mr.Dean সাহেব।হোক সেটা Fight এর সময় অথবা Mic হাতে Dean-ই সবার আগে এগিয়ে যেতো।কিন্তু Roman যখনি তার Crowd Handling এর ক্ষমতার মাধ্যমে Heel থাকা সত্বেও Fan Support পেলো তখনি Unofficial Leader(Mic Skill না থাকা সত্বেও)।এরপর থেকে পুরো Shield যখন Ring এ থাকতো তখন Dean কে বেশ হতাশাগ্রস্থ লাগতো।মনে মনে যেনো বলতো,"Hey Roman,I'm lagging behind your ass?You don't deserve to be the leader.It's much terrible.A democratic state can't go through illiterate people"(just fun!)
আচ্ছা একটা আপনাদের কাছে একটা প্রশ্ন->
Who is the perfect leader of the shield?
->My answer is Dean পাগলা

5. Making Batista The Royal Rumble 2014 winner
Triple H চেয়েছিলেন wrestlemania xxx এর Main Event তার দুই প্রিয় পাত্র Batista And Randy Orton কে দিয়ে করাতে।Randy তখন World Champion and Company এর Bloody Heel তাই Batista কে ফিরিয়ে আনা হলো Face হিসেবে।সবকিছুই Plan মাফিক চলছিলো।কিন্তু হাটে হাঁড়ি ভাঙলো Royal Rumble PPV তে গিয়ে।
Royal Rumble Match চলাকালীন সময়ে মানুষ Daniel এর জন্য চেঁচিয়ে Arena একাকার করে ফেলছিলো।কিন্তু Daniel আর আসে না।শেষ দিকে গিয়ে অবধারিত ভাবে Batista-ই Winner হয়ে গেলো।ইতিমধ্যে Face Batistar automatic Heel Turn হয়ে গেছে।
এর ফলে Storyline ও Change করতে হলো আর Wrestlemania তে গিয়ে সেই Daniel কে আর Main Event থেকে দুরে রাখা গেলো না।এবং Huge Fan Support এর কারণে তাকেই শেষ অব্দি Champion বানাতে হলো।
কিন্তু এতে লাভটা কি হলো?
HHH এর গুড়ে বালি এবং Batista কে ডেকে এনে অপমান করা ছাড়া আর কিছুই হলো না।

6. Overpushing Roman
যেসকল Wrestler রা ক্যারিয়ারের শুরুতেই over rated and underving Push পেয়েছে তাদের সবাইকে বেশ তাড়াতাড়ি Mid Card এ এসে পঁচতে হয়েছে।আদর্শ উদাহরণ:Wade Barret,Sheamus,Ryback,Curtis Axel,Tensai,,Kharma তো চলেই গেলো।
এতোগুলো জ্বলন্ত Example And Experience এর পরেও HHH roman কে Non Stop Push দিচ্ছে।ঘটনাটা কি?
WWE তে এখন আবার Star Power এর অভাব।Roman কে Push দিয়ে HHH কি তার Cousin Rock কে তেল মারছে Wrestlemania এর জন্য??আমার তো মনে হয় তাই-ই।হঠাৎ Rock এর এক আকস্মিক Bolt from the blue return এর পর এই ধারণা আমার মনে আরও বদ্ধমূল হয়েছে।

7. Let not Sheamus turn to heel and burning his future
Sheamus দারুণ একটা Wrestler...উৎকৃষ্ট মানের গ্রাপলিং স্কিল,সাবমিশন এবং এরিয়েল মুভ সবই আছে তার মধ্যে।কিন্তু এতো দিন Mid Card এ পঁচার পরেও তাকে এখনো Heel turn না করানোটা সত্যিই আশ্চর্যের বিষয়।আদর্শ Main Eventing Skill থাকা সত্বেও তার ক্যারিয়ারটাই ধ্বংস হচ্ছে এখন।
ধন্যবাদ



Credit : Þrinçe Øf Þaradise

WWE অথরিটির ঘটানো কিছু মিস্টেক যার মাসুল আজকেও দিতে হচ্ছে...।