ড্যানিয়েল ব্রায়ানের রিটার্ন নিয়ে আরো ধোঁয়াশার সৃষ্টি হলো...!!
◘ তিনি আদৌ আর রেসলিং এ ফিরতে পারবেন কিনা সেটাও একটা বড় রহস্য।
◘ নেক সার্জারির ভয়াবহতা আমরা আগেও দেখেছি এজের ক্ষেত্রে।এখন একের পর এক সার্জারিরর তলে প্রায় পিষ্ট ব্রায়ানের অধমৃত ক্যারিয়ার।
◘ মাড়ার ওপর ঘাঁ এর মতো খবর হলো আরো একটা সার্জারিরর মুখোমুখি হতে যাচ্ছে ব্রায়ান।এবারে যেটা হলো এলবো সার্জারি...!!
◘ এই ব্যাপারে অফিসিয়ালরা কোনো মুখ না খুললেও রোস্টারের অনেকেই এই ব্যাপারে কিছু তথ্য দিয়েছে।তাদের অনেকেরই মতে এই সার্জারি যদি হয় তবে এর রিকোভারি করতে ড্যানিয়েল এর আর ২ থেকে ৩ বছর লেগে যেতে পারে।অর্থাৎ এবারের রয়েল রাম্বল তো দূরের কথা রেসেলম্যানিয়ায় ফেরার সম্ভাবনাও ক্ষীণ।
◘ এই সপ্তাহের Smack Down অফ এয়ার এ ড্যানিয়েলকে সান্ত্বনা দিতে একটি সেগমেন্ট এর আয়োজন করা হয় যা চালনা করে বিগ শো এবং এতে সবাই ইয়েস চ্যান্ট করে তাকে উৎসাহ জাগায়।এতে এমন কিছু ঘটার সম্ভাবনা আরো বেগবান হলো।
◘ অফিসিয়ালদের নিকট হতে ব্রায়ান ফেরতে পারে এমন কোনো গ্যারান্টিও নেই।
◘ আমরা অনেকেই তাকে ছাগল বলে জাত নিয়ে প্রশ্ন তুলি।কিন্তু চিন্তা করে দেখুন সে আমাদের এন্টারটেইন করার জন্য নিজের ক্যারিয়ার লাইফটাকে স্যাক্রিফাইস করে গেলো। হয়তোবা এর পরে আরেকটা সার্জারি আর তার ক্যারিয়ার শেষ। সবাই তার জন্য প্রার্থনা করুন।
Credit : কিং কোবরা