আজকে আপনাদের একটা শকিং নিউজ দেবো। Great Khali কে WWE রিলিজ করে দিয়েছে। ওকে আর আমরা WWE তে দেখবো না। ব্যাক্তিগত ভাবে ও আমার অনেক পছন্দের রেসলার ছিলো। সর্বশেষ তথ্যমতে ও শেষের দিকে ফিটনেস সমস্যায় ভুগছিলো। ভারতের এই রেসলারের বাস্তব জীবনে নাম দিলীপ সিং আর ও পেশায় একজন ভারতীয় পুলিশ ছিলো।
WrestlingInc.com -এর একটা আর্টিকেলে বলা হয়-
তার জীবনী পড়ে আসার জন্য এখানে ক্লিক করুন।
WrestlingInc.com -এর একটা আর্টিকেলে বলা হয়-
Sources within WWE confirmed to F4WOnline.com and PWInsider.com on Friday that Dalip Singh Rana, who is known as the Great Khali, is no longer with the organization after his profile on WWE.com was transferred to the Alumni section on Thursday.অনেক মিস করবো দ্য পাঞ্জাবি প্লেবয়কে...অনেকদিন ধরেই WWE তাকে মিসইউস করছিল যদিও এতে তারও কিছুটা দোষ ছিল কিন্তু তাও সে আরও কিছুটা পুশের যোগ্য ছিল। যাইহোক, আশা করি তার ভবিষ্যৎ জীবন সুখের হবে।
It was noted to both websites that the 42-year-old's contract expired this past week and company officials opted not to renew it.
তার জীবনী পড়ে আসার জন্য এখানে ক্লিক করুন।