¤ ¤ ¤ Survivor Series Predictions ¤ ¤ ¤
★Bray Wyatt Vs Dean Ambrose (Single Match)★আপনারা সবাই জানেন এই ম্যাচটি কেন হচ্ছে। Hell in a Cell এর মেইন ইভেন্ট এ এ এমব্রোস আর রলিন্স এর ম্যাচ এ ইন্টারফেয়ার করার কারনে তাদের ফিউড শুরু হয়।তাদের হিসাব নিকাশ একটা ম্যাচ এ শেষ হবে না। আর এমব্রোস যেমন ঘাড় তেড়া লোক তারা আরও কয়েকটা Pay-Per-View তে ম্যাচ খেলবে। ব্রে কেবল রির্টান করেছে। এখন যদি তাদের ম্যাচ এ ব্রে হেরে যায় তাহলে তাদের ফিউড এর ক্ষতি হবে। ব্রে কিছুদিন WWE তে ছিল না। এখন তার আগের হিল পজিশন এর ফিরে যেতে হলে একটি জিত দরকার। এমব্রোস এর টপ বেবিফেইস। ব্রে কে আবার টপ হিল লুক পেতে হলে একটা জিত দরকার।
♥ Winner : আমার মতে জিতবে ব্রে।
Credit : রাইয়ান ফেরদৌস তুর্য