◘ এই সপ্তাহের ক্রিসমাস এডিশনের Raw শুরু হয়েছে গিফটের বাক্স দিয়ে ভর্তি স্টেজের মাধ্যমে, আজকের Raw তেই থাকছে Piper's Pit, যার গেস্ট হবে রুসেভ, তবে প্রথমে হবে কিছু স্পেশাল...Ho Ho Hogan আজকের শো শুরু করে, হাল্ক হোগান পুরোপুরি সান্টার ড্রেস পরে হয়ে যায় হো হো হোগান, যদিও মিক ফোলিকেই এটাতে মানায় বেশী। হোগান প্রথমে গিফটের নাম করে আজকে হতে চলা ম্যাচগুলির ব্যাপারে বলতে থাকে। এরপর জন সিনার মিউজিক হিট করে এবং সে ক্রাউডদের কাছ থেকে মিশ্র রিঅ্যাকশন পায়।

◘ সিনা আগের সপ্তাহের ব্রক লেস্নারের ধ্বংসলীলার ভিডিও দেখায়। সে রলিন্সের বিরুদ্ধে একটা ম্যাচ চাই এবং এটা শুনে রলিন্স চলে আসে। সে হোগান এবং সিনা উভয়কে লেজেন্ড বলে কিন্তু তারপরেই মনে করিয়ে দেয় যে সিনার টাইম শেষ এখন তার টাইম শুরু। সে আরও বলে যে অথরিটির Raw চালানো উচিত, হোগানের নয়, যার সঙ্গে আমিও একমত। এরপর তাদের মধ্যে কিছু কথাবাত্রা হয় এবং সিনা vs. রলিন্স ম্যাচ ঠিক হয়, যেটা হবে এরপরেই। 

♠ John Cena vs. Seth

• তাদের মধ্যে ভালো ম্যাচ হয়। শেষের দিকে রলিন্স কারব স্টোম্প দিতে গেলে সিনা কাউন্টার করে এবং রলিন্সকে STF -এর মাধ্যমে লক করে ফেলে। কিন্তু নোবেল এবং মার্কারি চলে আসায় সিনাকে সেটা ছারতে হয়। এরপর সিনা সুপারমানের মতো চামচা দুটিকে ডবল AA হিট করে এবং তারপরেই সেথ রলিন্সকেও AA হিট করে আজকের Raw -এর প্রথম ম্যাচে দারুনভাবে জয়লাভ করে। 

♥ Winner: John Cena

◘ এরপর কেইনের একটা প্রোমো দেখানো হয়। 

♠ Fandango vs. Jack Swagger

• ফান্ডাঙ্গো টপ রোপ থেকে লেগ ড্রপের মাধ্যমে এই শর্ট ম্যাচটাতে জয়লাভ করে। 

♥ Winner: Fandango

◘ এরপর দ্য নিউ ডেই এর একটা প্রোমো দেখানো হয়। 

♠ Adam Rose vs. R-Truth

• ম্যাচ শুরুর আগে, রোসের সঙ্গে বানি আসে এবং বানির একটা নেকব্রেস ছিল। ম্যাচ শুরু হবার পরে ফাইটিং কম ডান্সিং বেশী হয়েছে এবং খুবই তাড়াতাড়ি রোল আপের মাধ্যমে ট্রুথ জয়লাভ করে। 

♥ Winner: R-Truth

◘ ম্যাচের পরে বানি রোসকে সান্ত্বনা দিতে এলে, রোস তাকে স্পাইনবাস্টার দেয় এবং তারপর নির্দয়ভাবে আঘাত করতে থাকে। বানিকে দারুনভাবে মারার পরে রোস এক্সটিক এক্সপ্রেস ছেড়ে সোজা চলে যায়, অর্থাৎ সে অফিসিয়ালি হিল টার্ন করলো। 

♠ Big Show vs. Roman Reigns

• ম্যাচের শেষের দিকে রোমান বিগ শোকে একটা সামোয়ান ড্রপ দেয় এবং তারপর সুপারম্যান পাঞ্চ দিতে যায় কিন্তু শো তাকে ধরে নেয়, কিন্তু শেষপর্যন্ত বিগ শো, রোমানের আপ্রন ড্রপ কিকের পজিশনে চলে আসে এবং রোমান সেটাই ব্যবহার করে, রিঙ্গের নীচে রোমান শোকে সুপারম্যান পাঞ্চ হিট করে এবং শো আনাউন্স টেবিলের উপরে গিয়ে পরে। এরপর কাউন্ট আউটের মাধ্যমে রোমান জিতে যায় কারন বিগ শো আর উঠতেই পারেনি। 

♥ Winner: Roman Reigns

♠ Brie Bella vs. Natalya

• ম্যাচের শেষে ব্রী টাইসনের দিকে একটা ফ্লাইং কিস দিয়ে Natalyaকে তার সাবমিশন হোল্ডে লক করার চেষ্টা করে কিন্তু Natalya কাউন্টার করে তাকে শার্পশুটার, কিন্তু ব্রি এটার কাউন্টার করে এবং রোল আপের মাধ্যমে জয়লাভ করে। 

♥ Winner: Natalya

◘ ম্যাচের পরে নিক্কি আপ্রনে উঠলে Natalya তাকে হিট করে এবং ডিভাস টাইটেলটীকে তার মাথার উপরেই তুলে ধরে। 

♠ Gold and Stardust vs. Los Matadores

• একপর্যায়ে, ফারনান্দো ট্যাগ লাভ করে এবং উভয় ডাস্ট ব্রাদারকেই মারতে শুরু করে দেয়। এরপর টোরিটো একধরনের গোপন ট্যাগ দিয়ে গোল্ডডাস্টের উপর মুন্সল্ট দেয় এবং সবাইকে অবাক করে দিয়ে ম্যাটাডোরস জয়লাভ করে। 

♥ Winners: Los Matadores

♠ Dolph Ziggler vs. Luke Harper (IC Title Match)

• শেষের দিকে জিগ্লার, হারপারকে যথাক্রমে ফেসবাস্টার এবং fameasser হিট করে, কিন্তু তাতেও হারপারকে পিন করতে অসামর্থ্য হয়। এরপর তারা উভয়েই নিজের পায়ে দাঁড়াতে থাকে এবং সেই অবস্থাতেও একে অপরকে মারতে থাকে। এরপর জিগ্লার আরও দুইটা সুপারকিক হিট করে এবং ফাইনালি তারপরেই জিগ-জ্যাগ হিট করে হারপারকে পিন করে জয়লাভ করে। 

♥ Winner: Dolph Ziggler

◘ এইটা ছিল আজকের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ, জিগ্লার দারুন পারফর্মেন্স করে। ম্যাচের পরে জেরি, জিগ্লারের একটা ইন্টারভিউ নেয়, সে বলে ক্রাউডরা এই জয়ে তাকে সাহায্য করেছে। জিগ্লার মনে করিয়ে দেয় যে এই অবস্থায় আসার লেগে তাকে অনেক বাঁধা পার করতে হয়েছে। 

◘ Rowdy Roddy Piper চলে আসে তার ফেমাস Piper's Pit সেগমেন্টের জন্য, যার কথা প্রথমেই বলা হয়েছিল। এরপর আসে রুসেভ এবং লানা, তারা আমেরিকাতে হওয়া ক্রিসমাসকে ইন্সাল্ট করে, এবং পাইপার তার উপরে রেগে যায়। এরপর লানা স্মাকডাউনে রুসেভের উপরের আক্রমনের ঘটনা দেখায়। এরপর পাইপার বলে যে তাদের জন্য একটা ক্রিসমাস স্পেশাল গিফ্ট আছে এবং সেই গিফট হল রাইব্যাক নিজেই! এরপর রাইব্যাক আসে এবং রিঙ্গের বাইরে তাদের দেখা হয়, রাইব্যাক প্রায় সঙ্গে সঙ্গেই তাকে ধোলাই দেওয়া শুরু করে দেয়। এরপর সে রুসেভকে রিঙ্গের মধ্যে নিয়ে যায়, কিন্তু এই সুযোগে রুসেভ কন্ট্রোল নিজের হাতে নিয়ে নেয়। কিন্তু রাইব্যাক তাকে হঠাৎ করেই একটা স্পাইনবাস্টার হিট করে, এবং মিটহুক দিতে গেলে রুসেভ রোল করে রিং থেকে বেড়িয়ে যায় এবং সেখান থেকে চলে গিয়ে বুদ্ধিমানের কাজ করে। 

♠ Alicia Fox, Emma and Naomi vs. Cameron, Summer Rae and Paige

আলিসিয়া ফক্স একটা অজানা মুভের মাধ্যমে ক্যামেরনকে পিন করে এবং জয়লাভ করে। 

♥ Winners: Fox, Emma and Naomi

♠ The Miz vs. Jey Uso

• শেষের দিকে উসো  এবং মিজ একে অপরের মুভকে কাউন্টার করতে থাকে, শেষে মিজ রোল আপের মাধ্যমে উসোকে শক্ত করে ধরে এবং জয়লাভ করে। 

♥ Winner: Miz

◘ এইবার হবে আজকের আসল ম্যাচ, আজকের মেইন ইভেন্ট ডিন vs. ওঅ্যাট। 

♠ Bray Wyatt vs. Dean Ambrose

• ম্যাচের আগে ব্রে ক্রিসমাসের গানটা একটু গেয়ে শুনায়।  তাদের মধ্যে দারুন ম্যাচ হয়। শেষে আম্ব্রোস কর্নারের দিকে একটা ল্যাডার ফিট করে, কিন্তু হঠাৎ করে ওঅ্যাট চলে আসে এবং তাকেই ল্যাডারটির উপরে স্লাম করে দেয়। এরপর সিস্টার আবিগেইল দিতে গেলে আম্ব্রোস কাউণ্টার করে এবং এবার ওঅ্যাটকে ল্যাডারটিতে স্লাম করে এবং দুই কাউন্ট পেতে সক্ষম হয়। এরপর আম্ব্রোস ল্যাডারটার উপরে উঠে এবং ওঅ্যাটের মাথায় একটা এল্বোউ শট হিট করে কিন্তু এবারও ওঅ্যাট কিক আউট করে দেয়। এরপর আম্ব্রোস হাতে একটা চেয়ার নেয় এবং ল্যাডার উঠে যায়, কিন্তু ওঅ্যাট উঠে দাঁড়ায় এবং আম্ব্রোসের দিকে একটা চেয়ার ছুরে মারে, এরপর ব্রে, কেন্ডো স্টিকের উপর ডীনের মুখকে স্লাম করে তাকে কভার করে জয়লাভ করে এবং তাদের ফিউডে নিজেকেই এগিয়ে রাখে। 

♥ Winner: Bray Wyatt

◘ ম্যাচের পরে আম্ভ্রোস একটা ফায়ার এক্সটিঙ্গুইশার নিয়ে আসে এবং ওঅ্যাটের মুখে সেটাকে স্প্রে করে দেয়, এরপর তাকে একটা টেবিলের উপরে শুইয়ে দেয়। এরপর ফাইনালি একটা এল্বোউ ড্রপের মাধ্যমে টেবিল এবং ওঅ্যাট উভয়েকেই ডিন ভেঙ্গে ফেলে। তারা দুজনেই নিজের পায়ে দাঁড়াতে পারেনি, যদিও শুয়ে থাকা অবস্থাতেই ডিনের মুখে হাসি ছিল। এইভাবেই আজকের Raw শেষ হয়। 




WWE Raw রেজাল্ট, ২৩ ডিসেম্বর ২০১৪


আজকের স্ম্যাক ডাউন Sioux City, Iowa তে অনুষ্ঠিত হয়।

* Hulk Hogan স্ম্যাকডাউন কিকঅফ করে এবং অনেক পপ পায়। সে সবাইকে জানিয়ে দেয় যে আজকে সে স্ম্যাকডাউনের জেনারেল ম্যানেজার। তারপর Seth Rollins এসে হোগেনকে ইন্সাল্ট করে ও রিং ত্যাগ করতে বলে। হোগেনের হয়ে Dolph Ziggler আসে। তার Big Show এসে হোগেন ও যিগলারকে নোকআউট করার ভয় দেখায়। তখন Roman Reigns এসে ইন্টারফেস করে। তারপর হোগেন আজকের মেইন ইভেন্টের জন্য Rollins এবং Show vs. Reigns এবং Ziggler ট্যাগ টীম ম্যাচের ঘোষণা দেয়।

* Kane vs. Ryback 

Rusev এসে ইন্টারফেস করার পূর্ব পর্যন্ত ম্যাচটা ভালই চলছিলো। কেইন রাইব্যাক কে চোকস্ল্যাম দিতে গেলে সেটাকে ব্লক করে রাইব্যাক রুসেভকে আ্যাপ্রোনে knock করে। শেলসক দিয়ে রাইব্যাক ম্যাচ জিতে যায়। কিন্তু ম্যাচের পরে কেইন আর রুসেভ মিলে তাকে মারতে থাকে।
Winner→ Ryback 

* Hulk Hogan এসে Rusev এর সম্মুখীন হয় এবং তাকে জানিয়ে দেয় যে আজকে সে United States চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।

* Naomi vs Alicia Fox 

নাওমি খুব দ্রুত এই ফালতু ম্যাচটা জিতে যায়।
Winner→ Naomi

* R-Truth vs. Adam Rose

 আজকে রোজবাডদের সাথে বানি ছিল না। এডাম তার ফিনিশারের মাধ্যমে খুব সহজেই ম্যাচটা জিতে যায়।
Winner→ Adam Rose

* Lana আর Rusev একটি প্রোমোর জন্য আসে। কিছুক্ষণ পর সে Dean Ambrose এর বিপক্ষে তার US চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড করবে।

Dean Ambrose vs. Rusev

তাদের মধ্যে খুব ভাল একটা ম্যাচ চলছিলো। কিন্তু Bray Wyatt এসে ম্যাচের মধ্যে ইন্টারফেস করে। তারা রিং এর বাইরে ফাইট করতে থাকে, এম্ব্রোস ব্রে ওয়াইটকে এনাউন্স টেবিলের উপর ফেলে দেয়। এম্ব্রোস টাইম কিপারস এরিয়া থেকে স্টীল চেয়ার এনে ওয়াইটকে হিট করে। এম্ব্রোস ব্রে কে রিং এ নিয়ে যায় তারপর নিচে নেমে একটার পর একটা চেয়ার রিং এর দিকে ছুড়তে থাকে। কিন্তু ব্রে সেখান থেকে পালিয়ে যায়।

* The Miz vs. Jimmy Uso 

তাদের partners রা রিংসাইডে উপস্থিত ছিল। মিজ ম্যাচ চলাকালীন রিং ছেড়ে চলে যায়। কিন্তু জিমি তাকে আবার নিয়ে আসে। মিজ জিমির সাথে হ্যান্ডশেক করতে চায়। কিন্তু জিমি দুইটা সুপারকিক আর splash এর মাধ্যমে ম্যাচটা জিতে যায়।
Winner→ Jimmy Uso

* ব্যাকস্টেজে Stardust এবং Goldust এর ফালতু প্রোমো দেখানো হয়।

* ব্যাকস্টেজে Hogan কে দেখা যায় Reigns আর Ziggler এর সাথে কথা বলতে।

* Dolph Ziggler and Roman Reigns vs. Big Show and Seth Rollins 

রোলিন্স রেইন্সকে কন্ট্রল করে। যিগলার ট্যাপ করে রিং এ আসে কিন্তু ম্যাচ তখনো রোলিন্স আর বিগ শোর কন্ট্রলেই ছিলো। রেইন্স যিগলারকে ট্যাপ করে আবার আসে, এক পর্যায়ে রোলিন্স কে স্পিয়ার দিয়ে ম্যাচ জিতে যায়।
Winners→ Dolph Ziggler and Roman Reigns

- রিংসাইডে ফ্যানদের সাথে যিগলার আর রেইন্স তাদের জয় সেলিব্রেট করে। আর এভাবেই শেষ হয় আজকের স্পেসাল স্ম্যাকডাউন।

#বিঃদ্রঃ আমেরিকায় হলিডের জন্য স্ম্যাকডাউন আগে ট্যাপ করা হয়েছে।

Credit :  Dewan Farhan Nadeem

••• WWE Smack Down spoilers •••