WWE কিছু সময় আগে Survivor Series PPV তে Historical 5 on 5 Elimination Match ঘোষণা করেছে যেখানে পিনফল এর মাধ্যমে একজন একজন করে এলিমিনেট হবে এবং শেষে যে টিমের যে টিকে থাকবে সেই টিম হবে চ্যাম্প।

WWE এর এই ডিসিশনটা একদম ১০০% যৌক্তিক কারণ এই ঐতিহাসিক ম্যাচটা ১৯৮৭ থেকে হয়ে আসছে যেটা না হলে রেটিংস এর বারোটা বাজতো।গত বছর এই ঐতিহাসিক ম্যাচের মাধ্যমে WWE তে ডেবিউ হয় Pro Wrestling এর Icon-The Sting এর।

এই ম্যাচটা ছাড়া Survivor Series অনেকটা "কালি ছাড়া কলম" এর মত।এই ম্যাচে কাদের নেয়া হবে সেটা এখনো জানানো হয়নি।সম্ভবত একটা সারপ্রাইজ থাকতে পারে যেমন হয়তো James Storm এর ডেবিউ হতে পারে কারণ সে কয়েকদিন আগে Twitter এ লিখেছিল যে সে Survivor Series এর জন্য প্রস্তুতি নিচ্ছে।অথবা Rey Mysterio এর রিটার্ন থাকতে পারে।

#ক্রেডিট: Mohammed Inan

শেষ পর্যন্ত ট্র্যাডিশনাল সারভাইবর সিরিজ ম্যাচ হতে চলেছে...।


WWE কিছু সময় আগে Survivor Series PPV তে Historical 5 on 5 Elimination Match ঘোষণা করেছে যেখানে পিনফল এর মাধ্যমে একজন একজন করে এলিমিনেট হবে এবং শেষে যে টিমের যে টিকে থাকবে সেই টিম হবে চ্যাম্প।

WWE এর এই ডিসিশনটা একদম ১০০% যৌক্তিক কারণ এই ঐতিহাসিক ম্যাচটা ১৯৮৭ থেকে হয়ে আসছে যেটা না হলে রেটিংস এর বারোটা বাজতো।গত বছর এই ঐতিহাসিক ম্যাচের মাধ্যমে WWE তে ডেবিউ হয় Pro Wrestling এর Icon-The Sting এর।

এই ম্যাচটা ছাড়া Survivor Series অনেকটা "কালি ছাড়া কলম" এর মত।এই ম্যাচে কাদের নেয়া হবে সেটা এখনো জানানো হয়নি।সম্ভবত একটা সারপ্রাইজ থাকতে পারে যেমন হয়তো James Storm এর ডেবিউ হতে পারে কারণ সে কয়েকদিন আগে Twitter এ লিখেছিল যে সে Survivor Series এর জন্য প্রস্তুতি নিচ্ছে।অথবা Rey Mysterio এর রিটার্ন থাকতে পারে।

#ক্রেডিট: Mohammed Inan