আজকে থেকে ২৫ বছর আগে এই দিনে Debut হয়েছিল "The God Of Wrestling, The Phenom,The Deadman,The American Bad-ass,The Lord Of Darkness, The Demon Of Death Valley, The Last Outlaws, The Master Of Mind Games,The Reaper-THE UNDERTAKER" এর। Survivor Series 1990 তে Traditional Survivor Series Match এ The Million Dollar Team এর মেম্বারর হিসেবে তার ডেবিউ হয়। 


Ted Dibiase তাকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় এবং সে সময় তার মেনেজার ছিল Brother Love.ম্যাচটাতে The Million Dollar Team,The Dream Team কে হারিয়ে ছিল।  তখন থেকে আজ পর্যন্ত The Undertaker অনেক সেরা ফিউড সৃস্টি করেছিল যা একজন সত্যিকারের রেসলিং ফ্যান আজীবন মনে রাখবে।  WWE এর সর্বোচ্চ ইভেন্ট Wrestlemania তে কোন রেসলার পুরোপুরি সক্ষম হলে সেটা হল একমাত্র The Undertaker.দীর্ঘ ২১ বছর ধরে সে ২১ টা Soul সংগ্রহ করেছে Wrestlemania তে যা কারো পক্ষে সম্ভব হবে না। জীবনের অধর্ক সময় সে WWE এর জন্য উৎসর্গ করেছে। কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে এসে তাকে অপমানিত হতে হল।  আশা করি এই Survivor Series এ তাকে সম্মান দেখানো হক Wyatt Family এর বিরুদ্ধে ম্যাচটা জিতিয়ে। Undertaker এর আর কিছু প্রমাণ করার দরকার নেই। অনেক রেসলার আসবে ও এসেছে কিন্তু Taker এর মতো রেসলার আর আসবে না। একজন রেসলিং ফ্যান হয়ে Taker এর জন্য থাকলো অসংখ্য রেস্পেক্ট এবং স্যালুট। 

‪#‎ThankYouTaker‬


ক্রেডিটঃ Inan Ahmed

আজকে টেকারের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হল!


আজকে থেকে ২৫ বছর আগে এই দিনে Debut হয়েছিল "The God Of Wrestling, The Phenom,The Deadman,The American Bad-ass,The Lord Of Darkness, The Demon Of Death Valley, The Last Outlaws, The Master Of Mind Games,The Reaper-THE UNDERTAKER" এর। Survivor Series 1990 তে Traditional Survivor Series Match এ The Million Dollar Team এর মেম্বারর হিসেবে তার ডেবিউ হয়। 


Ted Dibiase তাকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় এবং সে সময় তার মেনেজার ছিল Brother Love.ম্যাচটাতে The Million Dollar Team,The Dream Team কে হারিয়ে ছিল।  তখন থেকে আজ পর্যন্ত The Undertaker অনেক সেরা ফিউড সৃস্টি করেছিল যা একজন সত্যিকারের রেসলিং ফ্যান আজীবন মনে রাখবে।  WWE এর সর্বোচ্চ ইভেন্ট Wrestlemania তে কোন রেসলার পুরোপুরি সক্ষম হলে সেটা হল একমাত্র The Undertaker.দীর্ঘ ২১ বছর ধরে সে ২১ টা Soul সংগ্রহ করেছে Wrestlemania তে যা কারো পক্ষে সম্ভব হবে না। জীবনের অধর্ক সময় সে WWE এর জন্য উৎসর্গ করেছে। কিন্তু ক্যারিয়ারের শেষ সময়ে এসে তাকে অপমানিত হতে হল।  আশা করি এই Survivor Series এ তাকে সম্মান দেখানো হক Wyatt Family এর বিরুদ্ধে ম্যাচটা জিতিয়ে। Undertaker এর আর কিছু প্রমাণ করার দরকার নেই। অনেক রেসলার আসবে ও এসেছে কিন্তু Taker এর মতো রেসলার আর আসবে না। একজন রেসলিং ফ্যান হয়ে Taker এর জন্য থাকলো অসংখ্য রেস্পেক্ট এবং স্যালুট। 

‪#‎ThankYouTaker‬


ক্রেডিটঃ Inan Ahmed