আপনারা সকলেই হয়তো জেনে ফেলেছেন যে Dublin এ অনুষ্ঠিত Live Event এ Seth Rollins এবং Kane এর মধ্যকার No Disqualification Match এ Seth পায়ে খুবই মারাত্নক একটি ইঞ্জুরি পায়। যা ACL/MCL/Medical Mensicus Tears নামে পরিচিত। যার জন্য কিছুক্ষন আগে সিদ্ধান্ত হয়েছে যে Seth Rollins এর টাইটেল টি ভ্যাকেটেড করা হবে এরপরের RAW তে!
শুধু তাই নয় Seth Rollins আগামি ৬ বা ৭ মাস খেলতে পারবেন না। তাই WWE এইবারের Survivor Series পিপিভিতে Roman vs Seth ম্যাচটি বাদ দিয়েছে।
তার বদলে 4 or 6 Man Single Elimination ম্যাচ অনুষ্ঠিত হবে WWE World Heavyweight Title ম্যাচের জন্য।
WWE কর্মকর্তা রা খুবই হতাশ এই Unexpected ইঞ্জুরির জন্য। Seth এর এই ইঞ্জুরি জন্য বদলে যেতে পারে পুরো স্টোরিলাইন এবং ব্যাপক আকারে চেইঞ্জ আসবে। Seth এর জায়গায় Authority তে অন্য কাউকে নেওয়া হতে পারে, তবে কোন ফেস রেসলার কেই হিল করে Authority তে ঢোকানোর প্ল্যান চলছে।
Seth যাইহোক একটা চরম হিল এবং হিট পাওয়া রেসলার ছিল। তার স্কিল এবং ক্রাউড হিট করার মত পাওয়া আছে এবং এক্টিভ এবং ব্যালেন্সেড হিল চ্যাম্পিয়ন ছিলেন। বর্তমানে কোম্পানি তে Rusev,Randy Orton, Sami Zayn,Tyson Kidd, Hideo Itami সহ বেশ কিছু রেসলার একসাথে ইঞ্জুরিতে পড়ায় WWE বেশ বড়সর বিপদে পড়েছে। হিল এবং ফেস এর ভারসাম্য নষ্ট হচ্ছে ।
Brock এবং John Cena লিভ নিয়েছেন কয়েকমাসের জন্য। অপরদিকে বর্তমানে এক্টিভ থাকা একমাত্র টপকার্ড Roman Reigns অন্যতম ফেস হলেও, সে রেটিং বাড়ানোর মত কিছু করতে পারছে না। সেইসাথে দিনদিন স্ক্রিপ্টের মান বাজে ও প্রেডিক্টেড হচ্ছে এবং রেটিং তলানি তে গিয়ে ঠেকেছে। Seth এই ইঞ্জুরি বলতে গেলে WWE কর্মকর্তাদের ঘুম হারাম করে দিয়েছে ... এখন দেখা যাক কি হয়...
#ক্রেডিট: আতিক শাহরিয়ার অনন্ত
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!