এবার ISIS এর সম্ভাব্য আক্রমনের টার্গেট হতে পারে WWE Survivor Series!! না আপনি ভুল শুনেননি, WrestlingINC -তে কিছুক্ষন আগেই প্রকাশিত একটি খবরে এমনটাই দেখা যাচ্ছে।
"The International Business Times" -এর রিপোর্ট অনুসারে "Anonymous" নামে আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ ISIS এর পরবর্তী কিছু টার্গেটকে সবাইয়ের সামনে ফাঁস করে দিয়েছে। কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে টার্গেটগুলির মধ্যে ইউনাইটেড স্টেটস এর অন্তর্ভুক্ত একটিই টার্গেট ছিল এবং সেটী হল কিছুদিনের মধ্যেই হতে চলা 'WWE সারভাইবর সিরিজ' (যেটি ইউএসের অ্যাটলান্টাতে অবস্থিত ফিলিপ্স এরিনাতে হবে)! আজকেই ইমেইলের মাধ্যমে দেওয়া এই সতর্কবাণীতে "আন্যোনিমাস" গ্রুপ এটাও উল্লেখ করেছে যে তারা ওই PPV ইভেন্টে হামলার আশঙ্কা করলেও এটি ১০০ শতাংশ নিশ্চিত নয়।
আমাদের মধ্যে অনেকেই এই হ্যাকার গ্রুপের ভূমিকার ব্যাপারে কিছু ধারনা রাখি, তবুও যারা জানেননা তাদেরকে বলে রাখি, প্যারিসে কিছুদিন আগেই হওয়া ইসলামিক স্টেটস এর হামলার ফলে ১৩০ জন নির্দোশ মানুষ মারা গেছেন এবং সেই কারনেই "Anonymous" নামের আন্তর্জাতিক হ্যাকার গ্রুপ তাদের বিরুদ্ধে সাইবার যুদ্ধের ঘোষণা করেছে এবং ইতিমধ্যেই ৯,০০০ এর বেশী ট্যুইটার আকাউন্টকে মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে এবং তারা এবারে তাদের হামলার টার্গেটগুলিকে সবাইয়ের সামনে এনে শুধু তাদের প্লান বানচাল তথা সাময়িক প্রতিরোধ করছে তাই নয় বরং সবাইকে সতর্ক করে দিয়ে অসংখ্য মানুষের জীবনও বাঁচাচ্ছে, তাই যারা ভাবছেন টেররিস্টদেরকে হ্যাকারগ্রুপ কিভাবে কাবু করতে পারে, তারা আরও একবার ভেবে দেখুন।
• তাহলে এখন প্রশ্ন থাকছে যে সারভাইবর সিরিজ কি নিজেই সারভাইব করতে পারবে?? সময়ই সব বলে দেবে... পিস।।