♦ সংক্ষেপেঃ
আজ প্রো-রেসলিং ইতিহাসের সেই বিতর্কিত দিন যা Montreal Screwjob নামে পরিচিত। ১৯৯৭ সালের আজকের দিনে (৯ নভেম্বর) Survivor Series-এ তৎকালীন চ্যাম্পিয়ন Bret Hart-কে বিতর্কিত মেইন ইভেন্টে হারিয়ে তৃতীয়বারের মত WWF চ্যাম্পিয়নশিপ জিতেছিল Shawn Michaels!
ম্যাচ চলাকালীন Michaels, Hart-কে Sharpshooter সাবমিশন দিলে হঠাৎ Vince McMahon রেফারী Earl Hebner-কে আদেশ দেয় ম্যাচ শেষ করার জন্য এবং Hebner ম্যাচ সমাপ্ত করে দেয় (যদিও Hart সাবমিট করেনি) এবং Michaels কে সাবমিশনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করে। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল Bret Hart-এর অজান্তে এবং ঘটনাটি ছিল আন-স্ক্রিপ্টেড।
স্ক্রিপ্ট অনুযায়ী ম্যাচের ফলাফল হওয়ার কথা ছিল Double Disqualification কিন্তু শেষ মুহূর্তে এসে Vince পুরো ঘটনাই বদলে দেয়। এর ফলে ২০০৫ সাল পর্যন্ত Bret Hart-কে WWE-তে দেখা যায়নি। অন্যদিকে Vince ও Shawn হয়ে যায় সকলের চোখে ঘৃণিত ব্যক্তি। অন্যদিকে এটিই ছিল Shawn-এর শেষ WWF চ্যাম্পিয়নশিপ জয়।
ক্রেডিট: Rakib Rayan Protik