আজ ১৫ নভেম্বর, WWF/E এর লিজেন্ডারী ও প্রয়াত রেসলার Randy Savage এর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৬৩ বছর। ১৯৫২ সালের আজকের দিনে আমেরিকার ওহাইও'র কলাম্বাসে জন্মগ্রহন করেন "Macho-Man" খ্যাত এই হল অফ ফেমার। তার আসল নাম ছিল Randy Mario Poffo.
Savage রেসলিং জগতে পদার্পণ করে ১৯৭৩ সালে। ক্যারিয়ারে WWF/E ছাড়াও Savage WCW ও TNA সহ বিভিন্ন প্রোমোশনে খেলেছেন। WWF/E-তে তার অর্জন ছিল WWF World Heavyweight চ্যাম্পিয়নশিপ, WWF Intercontinental চ্যাম্পিয়নশিপ। WCW-তে জিতেছিল WCW World Heavyweight চ্যাম্পিয়নশিপ। সে ১৯৮৭ সালে জিতেছিল King of the Ring. এই বছর WWE এর হল অফ ফেমার হিসেবে নির্বাচিত করা হয় Savage-কে।

২০১১ সালের ২০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই লিজেন্ডারি রেসলার।

ক্রেডিট : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU

☻শুভ জন্মদিন Randy Savage!



আজ ১৫ নভেম্বর, WWF/E এর লিজেন্ডারী ও প্রয়াত রেসলার Randy Savage এর জন্মদিন। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৬৩ বছর। ১৯৫২ সালের আজকের দিনে আমেরিকার ওহাইও'র কলাম্বাসে জন্মগ্রহন করেন "Macho-Man" খ্যাত এই হল অফ ফেমার। তার আসল নাম ছিল Randy Mario Poffo.
Savage রেসলিং জগতে পদার্পণ করে ১৯৭৩ সালে। ক্যারিয়ারে WWF/E ছাড়াও Savage WCW ও TNA সহ বিভিন্ন প্রোমোশনে খেলেছেন। WWF/E-তে তার অর্জন ছিল WWF World Heavyweight চ্যাম্পিয়নশিপ, WWF Intercontinental চ্যাম্পিয়নশিপ। WCW-তে জিতেছিল WCW World Heavyweight চ্যাম্পিয়নশিপ। সে ১৯৮৭ সালে জিতেছিল King of the Ring. এই বছর WWE এর হল অফ ফেমার হিসেবে নির্বাচিত করা হয় Savage-কে।

২০১১ সালের ২০ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় এই লিজেন্ডারি রেসলার।

ক্রেডিট : প্রো-রেসলিং ইউনিভার্স - PWU