UFC 193-এর মেইন ইভেন্টে UFC Women’s Bantamweight চ্যাম্পিয়নশিপ ম্যাচে চ্যাম্পিয়ন Ronda Rousey-কে হারিয়ে দিলো Holly Holm.
Rousey কে নক-আউটের করে ম্যাচটি জিতে নেয় Holm. UFC-তে প্রথমবারের মতো Rousey কে কেউ নক-আউট করলো। এর মাধ্যমে নতুন UFC Women’s Bantamweight চ্যাম্পিয়ন হলো Holly Holm. অন্যদিকে UFC ক্যারিয়ারে প্রথমবারের মত হারের স্বাদ গ্রহণ করলো Rousey!!
উল্লেখ্য টেকারের মতোই রোউসের স্ট্রিক ছিল ১২-০ কিন্তু আজকের পরে সেটা হয়ে যায় ১২-১ ।
অন্যদিকে বিয়ে করলো Randy Orton ও Kim Marie Kessler!
অবশেষে বিয়ে করেই ফেললো "The Viper'' খ্যাত Randy Orton ও তার দীর্ঘদিনের গার্লফ্রেন্ড Kim Marie Kessler. আজকে সকালেই তারা নেভাডার লাস ভেগাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
উল্লেখ্য যে, অরটনের আগের স্ত্রী Samamtha Speno এর সাথে অরটনের ডিভোর্স হয় ২০১৩ সালের জুনে।
তাদেরকে বিবাহ জীবনের জন্য অনেক অভিনন্দন জানায়, শুভ হোক তাদের নতুন জীবন।
ক্রেডিট: প্রো-রেসলিং ইউনিভার্স - PWU