এই সপ্তাহেই Seth Rollins এর ACL, MCL ও Medial Meniscus-এর জন্য সার্জারি করা হয়েছে যা সফলভাবে সম্পন্ন হয়েছে।
Dr. Jeffrey Dugas জানিয়েছে এটি খুবই বড় ধরনের একটি ইনজুরি কারন তার হাঁটুর ভিতর খুব খারাপভাবেই চিঁড়ে গিয়েছে। Dugas আরও জানায়, ইনজুরিটি সফলভাবে সম্পন্ন হওয়াটা তাদের জন্য খুব বড় একটি প্রাপ্তি, কিন্তু ঠিকমতো চলাফেরা করার জন্য Rollins-কে অন্তত ৬-৯ মাস অপেক্ষা করা লাগবে।
– অন্যদিকে সার্জারি সম্পন্ন হওয়ার পর Rollins তার পার্সোনাল ফেসবুক পেজে জানিয়েছেঃ
"সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা সমর্থন করেছেন। এটা আমার জন্য অনেক কিছু। সার্জারি সম্পন্ন হয়েছে এবং আমি উন্নতিও করছি। প্রতিটা দিনই এখন সামনে এগিয়ে যাওয়ার। আপনারা আমাকে মিস করার আগেই আমি ফিরে আসবো "
ক্রেডিট : Rakib Rayan Protik