জন্মদিন: March 30, 1983
জন্মস্থান: Ypsilanti, Michigan, US
বাসস্থান: Plymouth, Michigan, US
বাসস্থান: Plymouth, Michigan, US
উচ্চতা: 5 ft 11 in (1.80 m)
ওজন: 155 lb (70 kg)
ট্রেনারস: Tommy Johnson, Truth Martini
অভিষেক: March 16, 2002
কালের পরিক্রমায় হয়তো অনেক কিছুই হারিয়ে যায়। কথাটা হয়তো সত্যি ! আবার হয়তো না ! কারণ যতদিন রেসলিং আছে ততদিন হয়তো সবাই রক, অস্টিন, সিনা, রেনডিদের নিয়েই থাকবে। কিন্তু ইতিহাসে অনেক রেসলার ছিলেন যারা শত প্রতিকূলতার পরেও আমাদের আনন্দ দিয়ে গেছেন। আজ আমরা জানবো ইতিহাসের এক পা বিশিষ্ট বা One Legged Legend Zach Gowen এর সম্পর্কে।
♦ Zach এর ব্যক্তিগত জীবন:
Zach Gowen ১৯৮৩ সালের ৩০ শে মার্চ ফুটফুটে স্বাভাবিক শিশুদের মতোই জন্মগ্রহণ করেন। কিন্তু ছোট বেলায় সে দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত হয় যার ফলে তার এক পা কেটে ফেলতে হয় যখন তার বয়স ছিলো মাত্র আট বছর। ছোট বেলা থেকেই সে প্রোফেশনাল রেসলিংএর ভক্ত। তার আইকন হলেন আমাদের সবার প্রিয় রেই মিস্টেরি এবং শন মাইকেলস।
♦ রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :
Zach Gowen ১৯৮৩ সালের ৩০ শে মার্চ ফুটফুটে স্বাভাবিক শিশুদের মতোই জন্মগ্রহণ করেন। কিন্তু ছোট বেলায় সে দুর্ভাগ্যবশত ক্যান্সারে আক্রান্ত হয় যার ফলে তার এক পা কেটে ফেলতে হয় যখন তার বয়স ছিলো মাত্র আট বছর। ছোট বেলা থেকেই সে প্রোফেশনাল রেসলিংএর ভক্ত। তার আইকন হলেন আমাদের সবার প্রিয় রেই মিস্টেরি এবং শন মাইকেলস।
♦ রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :
Truth Martini এর কাছে Gowen ট্রেনিং নেওয়ার পর প্রফেশনাল রেসলিং এ তার ডেবিউ হয় ২০০২ সালের ১৬ই মার্চ। Gowen ট্রেনিংএর সময় সিদ্ধান্ত নেন যে সে তার পা ছাড়াই রেসলিং ক্যারিয়ার চালিয়ে যাবেন। WWE (World Wrestling Entertainment) তে তিনি 2003 থেকে 2004 পর্যন্ত রেসলিং করে গেছেন।
♦ Zach এর রেসলিং ক্যারিয়ার :
WWE তে তার ডেবিউ হয় ২০০৩ সালের ১৫ই মে, Smackdown এ ! তার পরের কাহিনি মোটামুটি বড়। ২৬ জুনের SmackDown এ McMahon Gowen কে বলেন যে যদি সে "Kiss My Ass Club" এ জয়েন করে তাহলে সে WWE এর কন্ট্রাক্ট পাবে। কিন্তু পরিবর্তে Gowen, McMahon কে আক্রমণ করে যার ফলে Gowen এবং Stephanie McMahon এর জন্য একটি ম্যাচ নির্ধারিত হয় Big Show এর বিপক্ষে। তবে ম্যাচটিতে Kurt Angle এবং Brock Lesnar এর সহায়তায় Gowen এবং Stephanie McMahon তাদের অপনেন্ট Big Show কে পরাস্ত করে। সেইসাথেই Gowen কন্ট্রাক্টটি পেয়ে যায়। এখানেই শেষ নয়। এটি ছিলো মূলত Gowen আর Mr. McMahon একটি দূর্দান্ত ফিউডের সূচনা। এই ফিউড গড়ায় Vengeance পিপিভি পর্যন্ত সেখানে McMahon, Gowen কে পরাজিত করেন।
WWE তে তার ডেবিউ হয় ২০০৩ সালের ১৫ই মে, Smackdown এ ! তার পরের কাহিনি মোটামুটি বড়। ২৬ জুনের SmackDown এ McMahon Gowen কে বলেন যে যদি সে "Kiss My Ass Club" এ জয়েন করে তাহলে সে WWE এর কন্ট্রাক্ট পাবে। কিন্তু পরিবর্তে Gowen, McMahon কে আক্রমণ করে যার ফলে Gowen এবং Stephanie McMahon এর জন্য একটি ম্যাচ নির্ধারিত হয় Big Show এর বিপক্ষে। তবে ম্যাচটিতে Kurt Angle এবং Brock Lesnar এর সহায়তায় Gowen এবং Stephanie McMahon তাদের অপনেন্ট Big Show কে পরাস্ত করে। সেইসাথেই Gowen কন্ট্রাক্টটি পেয়ে যায়। এখানেই শেষ নয়। এটি ছিলো মূলত Gowen আর Mr. McMahon একটি দূর্দান্ত ফিউডের সূচনা। এই ফিউড গড়ায় Vengeance পিপিভি পর্যন্ত সেখানে McMahon, Gowen কে পরাজিত করেন।
Gowen সিংগেল ম্যাচে যাদের সাথে হেরেছেন তাদের মধ্যে Shannon Moore, Nunzio, John Cena অন্যতম। ম্যাট হারডির সাথে ফিউডের আগে কোন এক শোতে Gowen কে Matt Hardy আক্রমণ করে। ২১ আগস্টের SmackDown -এর ম্যাচে Gowen, Brock Lesnar কে Disqualification এর মাধ্যমে হারায়। ম্যাচের পরে স্টোরিলাইন অনুযায়ী Lesnar, Gowen এর পা ভেঙে দেন। এরপর Gowen কে প্রায় মাসখানেক সকল টেলিভিশন শো তো অনুপস্থিত থাকতে দেখা যায়।
২রা অক্টোবরের SmackDown এ তিনি তার রিটার্ন নিয়ে প্রোমো করে। রেসলিং রিং এ রিটার্ন করার পরে Gowen, Moore এর কাছে হারে কারণ ম্যাট হারডি ইন্টারফেয়ার করে। ফলে মোটামুটি শক্তপোক্ত একটা ফিউডের দিকে এগিয়ে যায় দুজন। তারা পরস্পরের মুখোমুখি হয় No Mercy pay-per-view তে যেখানে Gowen জিতে যায়।
• WWE থেকে রিলিজ হওয়া :
• WWE থেকে রিলিজ হওয়া :
২৩ অক্টোবরের SmackDown এ, Gowen সিংগেল ম্যাচে Tajiri এর কাছে হেরে যায়, Tajiri এর দুই সহযোগী আক্রমণ করায়। এর ফলে তিনি ইন্জুরিতে পড়েন। Gowen আর WWE তে রিটার্ন করেননি ইন্জুরির কারণে। ফলে WWE ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারিতে কন্ট্রাক্ট থেকে তাকে রিলিজড করে দেয়।
WWE থেকে রিলিজড হওয়ার পর তিনি তার পড়াশুনার প্রতি নজর দেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি Michigan University তে Mathematics এর উপর অধ্যয়ন করেন। 2012 সালে তিনি একটি সন্তানের গর্বিত বাবা হোন।
• ROH, TNA, JCW তে প্রবেশ :
One Legged Superstar এর প্রফেশনাল রেসলিং বলতে এখানেই শেষ নয়। তিনি ROH এ 2006, 2008, 2010 সালে রেসলিং করেন। তারপর TNA ও তে 2003, 2005, 2006 সালে রেসলিং করেন। তাছাড়া তিনি JCW তে 2007 থেকে 2008 সাল এবং 2011 সাল থেকে আজ পর্যন্ত এখানেই রেসলিং করে যাচ্ছেন।
তেমন কিছু বলার নেই। ভিন্সের এই best for business এর কাছে হয়তো এই রেসলারটি কিছুই নয়। যদি ক্রিয়েটিভদের ইচ্ছে থাকতো তাহলে এই রেসলারটিকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারতো। কিন্তু তারাতো এই রেসলারটিকে পাত্তাই দেয় নি ,ধরে রাখারও চেষ্টা করে নি। কারণ কোম্পানির ঘানি টানতে তো দুই পা লাগে !! এক পায়ে কি করা যায় !! টাকা প্রিয় ভিন্স হয়তো সেই কারণেই রিলিজড করে দিয়েছে। যেখানেই থাকো যেইভাবেই থাকো Zach Gowen তোমার জন্য শুভ কামনা রইলো। সবাইকে ধন্যবাদ।
♦ Zach এর অর্জন সমূহ :
• ROH, TNA, JCW তে প্রবেশ :
One Legged Superstar এর প্রফেশনাল রেসলিং বলতে এখানেই শেষ নয়। তিনি ROH এ 2006, 2008, 2010 সালে রেসলিং করেন। তারপর TNA ও তে 2003, 2005, 2006 সালে রেসলিং করেন। তাছাড়া তিনি JCW তে 2007 থেকে 2008 সাল এবং 2011 সাল থেকে আজ পর্যন্ত এখানেই রেসলিং করে যাচ্ছেন।
তেমন কিছু বলার নেই। ভিন্সের এই best for business এর কাছে হয়তো এই রেসলারটি কিছুই নয়। যদি ক্রিয়েটিভদের ইচ্ছে থাকতো তাহলে এই রেসলারটিকে সারা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করতে পারতো। কিন্তু তারাতো এই রেসলারটিকে পাত্তাই দেয় নি ,ধরে রাখারও চেষ্টা করে নি। কারণ কোম্পানির ঘানি টানতে তো দুই পা লাগে !! এক পায়ে কি করা যায় !! টাকা প্রিয় ভিন্স হয়তো সেই কারণেই রিলিজড করে দিয়েছে। যেখানেই থাকো যেইভাবেই থাকো Zach Gowen তোমার জন্য শুভ কামনা রইলো। সবাইকে ধন্যবাদ।
♦ Zach এর অর্জন সমূহ :
- 3XWrestling
- 3XW Heavyweight Championship (1 time)
- All American Wrestling
- AAW Tag Team Championship (1 time) – with Krotch
- Blue Water Championship Wrestling
- BWCW Heavyweight Championship (1 time)
- CLASH Wrestling
- CLASH Tag Team Championship (1 time) – with Gregory Iron
- Cleveland All-Pro Wrestling
- CAPW Junior Heavyweight Championship (1 time)
- Independent Wrestling Revolution
- IWR King of the Indies Championship (1 time)
- IWR Tag Team Championships (1 time) - with Kamikaze
- Michigan Championship Wrestling Association
- MCWA Heavyweight Championship (1 time)
- Mid American Wrestling
- MAW Tag Team Championships (1 time) - with Silas Young
- Mr. Chainsaw Productions Wrestling
- MCPW Tag Team Championship (1 time) – with Gregory Iron
- Prime Wrestling
- Prime Tag Team Championship (2 times) – with Gregory Iron
- Pro Wrestling All-Stars Of Detroit
- PWASD Tag Team Championship (1 time) – with Gregory Iron
- Pro Wrestling Illustrated
- PWI Most Inspirational Wrestler of the Year (2003)
- PWI Rookie of the Year (2003)
- Pro Wrestling Syndicate
- PWS Tag Team Championship (1 time) – with Gregory Iron
- Pure Pro Wrestling
- PPW Michigan State Championship (1 time)
- Xtreme Intense Championship Wrestling
- XICW Light Heavyweight Championship (3 times)
- XICW Tag Team Championship (1 time) – with Jaimy Coxxx
- XICW Xtreme Intense Championship (1 time)
- Downriver Championship (1 time)
লেখকঃ Aks Naeem
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!