1. Wrestletalk কে দেওয়া এক সাক্ষাতকার এ Rey Mysterio বলেন যে তিনি সম্ভবত Return করতে পারেন।তবে তা হবে একজন Part-time রেসলার হিসেবে।
2. Reveal Magazine কে দেওয়া এক সাক্ষাতকার এ Nikki Bella বলেন যে Dolph Ziggler এখনো তাকে নিয়ে অনুভব করে।
3. Survivor Series পিপিভিতে The Undertaker এবং Kane এর বিপক্ষে খেলবে The Wyatt Family এর Bray Wyatt এবং Braun Strowman।
4. WWE এই সপ্তাহের Smackdown এ ঘোষনা করেছে Survivor Series পিপিভিতে Dolph Ziggler এর বিপক্ষে খেলবে Tyler Breez।
5. এই সপ্তাহের এভারেজ দর্শক ছিল ৩.২৯২ মিলিয়ন এবং যা গত সপ্তাহের Raw তে ছিল ৩.১৭৩ মিলিয়ন।আর এই সপ্তাহের Raw তে দর্শক সংখ্যা ছিল ১ম ঘন্টাতে ৩.৫৪১ মিলিয়ন এবং ২য় ঘন্টাতে ছিল ৩.১৭৩ মিলিয়ন ও ৪র্থ ঘন্টাতে ছিল ৩.১৭৩ মিলিয়ন।
6. The Leschne Agency ঘোষনা করেছে যে, Former WWE Diva Aj Lee এর প্রথম বই Aj Brooks ২০১৭ সালে রিলিস হবে।
7. Becky Lynch এ European Tour এর পর কিছুদিনের জন্য ছুটিতে যাবার কথা থাকলেও পরে তিনি তার Twitter এ জানিয়ে দিয়েছেন যে তিনি কিছুদিনের জন্য ছুটিতে যাচ্ছেননা।
8. Observer বলছে যে,অনেকে বিশ্বাস করে WWE এ Billy Gunn তে আবার ফেরত আনবে।
9. Tna Wrestler James Strom তার Twitter এ ইন্গিত দিয়েছে যে তিনি আগামী সপ্তাহের Raw তে উপস্থিত থাকতে পারেন।উল্লেখ্য যে Survivor Series এর পর যে Raw অনুষ্ঠিত হবে তা হবে Nashville,Tennessee তে যা James Strom এর হোমটাউন।
10. হল অফ ফেমার ব্রেট হার্ট রিসেন্টলি একটী সাক্ষাৎকারে সি এম পাঙ্ক এবং ভিন্সের ব্যাপারে বলেছেন যে CM Punk কোম্পানি থেকে চলে যাওয়ায় তিনি (Vince) খুব ব্যথিত হয়েছিলেন CM Punk ছিলেন Vince এর খুবই একজন ভাল বন্ধু বলতে গেলে প্রিয়পাত্র। এছাড়াও তিনি রোমান রেইন্সকে কেভিন ন্যাশের সঙ্গে তুলনা করে কিছু মন্তব্য করেছেন।
• ক্রেডীটঃ Miraz Rahaman Chy
কোন মন্তব্য নেই
কমেন্ট করার জন্য ধন্যবাদ!