- যেহেতু সেথ রলিন্স ইঞ্জুরিতে ভুগছেন তাই ব্রক লেসনার শীঘ্রই ফিরে আসবেন যদিও কথা ছিল যে তাকে রয়েল রাম্বল এর আগে দেখা যাবেনা। ব্রক লেসনার পরের র তে উপস্থিত থাকার রুমোর শোনা যাচ্ছে।
- স্টিং আপাতত সুস্থ আছেন এবং আন্ডারটেকার ও কেইন এর সাথে টিমআপ করতে পারেন। সারভাইভর সিরিজে দুইজন লেজেন্ড এর রিটার্ন এর রুমোর ও শোনা যাচ্ছে।
- আপাতত সেথ রলিন্স এর পরিবর্তে সিজারো কে রাখা হয়েছে। WWE গোল্ডবার্গকে ফিরিয়ে আনার প্ল্যান করছে।
- The Boogyman WWE এর সাথে Legend Contract এ সাইন করেছেন, বুগিম্যানকে Swerved প্রোগ্রাম এ দেখা গেছে। রিটার্ন করতে পারেন।
- কালকের Raw তে WWE WHC এর জন্য টুর্নামেন্ট শুরু হয়ে যাবে ।
- কালকের Raw তে আন্ডারটেকার উপস্থিত থাকতে পারেন ।
- আন্ডারটেকার এর রেসলমেনিয়া এর জন্য অপনেন্ট হতে পারে জন সিনা ।
- মিক ফলি ভাবেন যে রেসলিং এর জন্য NXT ভালো যায়গা ।
- Steve Austin বলেছেন যে তিনি রিটার্ন করতে পারেন রেসলমেনিয়াতে কিন্তু ব্রক এর সাথে কোন ম্যাচ খেলবেন না ।
- Roman Reigns কে হিল টার্ন করানো হতে পারে, সারভাইভর সিরিজে রোমান এর WWE WHC হবার সম্ভাবনা বেশি ।
- John Cena vs the Undertaker এর ম্যাচ হতে পারে Wrestlemania 32 তে ।
- Goldberg বলেছেন যদি সে WWE টে রিটার্ন করেন তাহলে তিনি Steve Austin এর সাথে ম্যাচ খেলতে চান ।
- Batista আর রেসলিং করবেন না বলে জানিয়েছেন ।
- Kurt Angle বলেছেন যে তিনি Ken Shamerock এর সাথে ম্যাচ খেলতে চান যা ২০১৬ তে হতে পারে ।
- Jim Ross বলেছেন যে Del Rio খুব শিঘ্রই ফেস টার্ন করবেন ।
- Goldust তার রিটার্ন এর পরে IC Title ফিউডে ঢোকানো হতে পারে ।
- Daniel Bryan এবার Dubai ভিসিট করতে পারেন ।