Denver, CO তে হওয়া আজকের Raw কিক অফ করেন রোম্যান রেইন্স।তিনি এসে সেথ রলিন্স ও অথরিটি কে নিয়ে প্রোমো কাটেন।তারপর সেথ আসে এবং কথা বলে।রেইন্স সেথ কে ফেইস টু ফেইস কথা বলার জন্য রিং এ ডাকে।সেথ রিং এর দিকে হাটতে থাকলে তখন অথরিটি আসে এবং বলে যে আজকের মেইন ইভেন্টে 5 on 5 ট্র্যাডিশনাল সারভাইবর সিরিজ ম্যাচ হবে।।


Team Reigns vs Team Rollins


♣ Dolph Ziggler vs Kevin Owens


ম্যাচটিতে এক পর্যায়ে টাইলার ব্রিজ আসলে ডল্ফ ডিস্ট্রাক্ট হন, ম্যাচ কন্ট্রল এ নিয়ে নেন ওয়েন্স।সুযোগ নিয়ে পপ আপ পাওয়ারবম্ব মেরে ম্যাচ টি জিতে নেন কেভিন ওয়েন্স।।।ম্যাচ শেষে ডল্ফ যখন রিং এ ছিল তখন সেখানেই সেলফি তোলার জন্য আসলে ডল্ফ উঠে মারার চেষ্টা করেন, কিন্তু টাইলার কাউন্টার করে ডল্ফ কে ধরাশায়ী করে।তারপর সামার রে আর টাইলার ব্রিজ রিং ত্যাগ করে।।


★ সারভাইবর সিরিজ নিয়ে একটি প্রোমো দেখানো হয়।


★ ব্যাকস্টেজ এ রলিন্স কে দেখা যায় ওয়েন্স কে বলতে টিম রলিন্স এ জয়েন করতে, ওয়েন্স রাজি হয়।।।


★ আজকে ডিভাস ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচ হবে Becky Lynch,Paige,Sasha Banks এবং Brie Bella এর মধ্যে।এ ম্যাচ এর উইনার সারভাইবর সিরিজ এ শার্লট এর বিপক্ষে ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে।


♣ Cesaro vs The Miz

>> ম্যাচ এ Miz Skull Crushing Finale দিতে গেলে , Cesaro. কাউন্টার করে Cesaro Swing দেয় এবং শার্পশুটার এ ট্যাপ আউট করায় Miz কে।।।


★ Bray Wyatt এসে টেকার এবং কেইন কে নিয়ে প্রোমো কাটেন।তিনি বলেন যে টেকার এবং কেইন এর পাওয়ার ও Soul তার কাছে। তারপর তিনি টেকার এর মত লাইটনিং ও কেইন এর ফায়ার পাওয়ার দেখান।Brothers of Destruction এর অসাধারণ একটি প্রোমো দেখানো হয়।।।


Lucha Dragons vs King Barret & Sheamus

>>চরম হাই ফ্রাইং এই ম্যাচটিতে কালিস্টো ব্যারেট কে পিন করে জিতে যান।দেখার মত ম্যাচ ছিল।


★ ব্যাকস্টেজ এ Zeb Colter এর সাথে Jack Swagger কে কথা বলতে দেখা যায়।


Alberto Del Rio vs R Truth

>>ছোট এই ম্যাচটিতে ডেল রিও পিন করে জিতে যান।এখনো Cross arm Breaker দেখতে পেলাম না।। Viva Del Rio!!!


★ ব্যাকস্টেজ এ দেখা যায় নিউ ডে রলিন্স এর টিম এ যোগ দিচ্ছে।জেভিয়ার উড রিটার্ন করেছেন।

# Team Rollins : Seth, Owens, Big E, Kofi & Xavier Woods


♣ Brie Bella vs Paige vs Sasha Banks vs Becky Lynch [ No 1 Conterdership match for the Diva's Championship ]

>> Outstanding Match!!! পেইজ, বেকি কে Rampaige দেয়ার মাধ্যমে জিতে যায়।ম্যাচ এ সবচেয়ে ভাল পারফর্ম করে Sasha.. This is Awesome চ্যান্ট ছিল।।।


® Main Event Time 


♣ Team Rollins(Rollins,Owens,Big E,Kofi & Woods) vs Team Reigns (? )


>> নিউ ডে প্রথমে এসে তাদের স্বভাবমত কান্ডকারখানা করতে থাকে।  . তারপর রলিন্স ও ওয়েন্স রিং এ আসে।

রোম্যান রেইন্স এরপর এন্ট্রি নেয়।কিন্তু তার টিম মেম্বার কে কেউ জানেনা।।।

তারপর ই রিটার্ন করে The Uso's!!!!! তারা এসে টিম রেইন্স এ যোগ দেয়।আর ৪র্থ মেম্বার হিসেবে যোগ দেয় The Big Guy Ryaback!! আর শেষ মেম্বার অবশ্য জানাই ছিল, The Lunatic Fringe Dean Ambrose....

Jimmy Uso এবং Xavier Woods ম্যাচ শুরু করে।শুরুতেই সুপারকিক ও splash খেয়ে এলিমিনেট হয় উডস।

কিছুক্ষনের ভাল একশন এর পর আরেকটি splash খেয়ে এলিমিনেট হয় কোফি।।

এরপর পরই Jay Uso কে এলিমিনেট করে Big E..

তার পর মূহুর্তেই পপ আপ পাওয়ারবম্ব দিয়ে জিমি উসো কে এলিমিনেট করে ওয়েন্স।।।

রেইন্স সুপার ম্যান পাঞ্চ দিতে গেলে প্রচুর বু পায়, রলিন্স ডিস্ট্রাক্ট করলে সুপারকিক দিয়ে দেয় ওয়েন্স।

দুই টিম এর ক্যাপ্টেনের মধ্যে সুন্দর কিছু মুভস দেখা যায়।রলিন্স এর স্কিল মনে হয় দিন দিন আরো ভাল হচ্ছে।

এরপর রেইন্স কে পুরো Warrior রূপে দেখা যায়।

এরপর বিগ ই কে Shellshocked দিয়ে এলিমিনেট করে Ryback..

কিন্তু সুবিধা নেয়ার আগেই রায়ব্যাক কে এলিমিনেট করে রলিন্স।।।

রেইন্স ও ডিন এবং সেথ ও ওয়েন্স অসামান্য স্কিল প্রদর্শন করে।

এম্ব্রোস এর হাই ফ্লাইং এবিলিটি আরেকবার দেখতে পাই আমরা।

বাট রলিন্স কিক দিয়ে ডিন কে এলিমিনেট করতে গেলে রেইন্স বাধা দেয়।।

রলিন্স ডিন কে 3rd rope থেকে Knee মারতে গেলে ভুলে তা ওয়েন্স কে লাগে এবং ডিন সুযোগ নিয়ে Dirty Deeds মেরে ওয়েন্স কে এলিমিনেট করে দেয়।।।

রলিন্স এরর সামনে ডিন ও রোম্যান।।

রিং ছেড়ে চলে যেতে গেলে রোম্যান তাকে এনাউন্স টেবিল এ নিয়ে এসে ড্রপ কিক মারে।

রলিন্স আবারো বাইরে গেলে ডিন তাকে ধরতে যায়, কিন্তু রলিন্স চেয়ার শট মারে ডিন ও রেইন্স কে।ফলে ডিস্কোয়ালিফিকেশন এ জিতে যায় টিম রেইন্স।

রলিন্স থেমে থাকে না , রেইন্স কে আরেকটি চেয়ার শট মেরে রিং এ পাঠায়।কিন্তু রলিন্স রিং এ ঢুকলে হটাৎ ই একটা সুপারম্যান পাঞ্চ মেরে দেয় রেইন্স।। রলিন্স এরিনা ত্যাগ করে।।।

ম্যাচ টা ১০ এ ১০ হত, যদি ফিনিশিং টা আরেকটু ভাল হত। তবে অসামান্য Raw হয়েছে সেই ব্যাপারে সন্দেহ নেই।।।


ধন্যবাদ।।


#Credit: Raiyan

® WWE Raw রেজাল্ট, ০৩ নভেম্বর ২০১৫

Denver, CO তে হওয়া আজকের Raw কিক অফ করেন রোম্যান রেইন্স।তিনি এসে সেথ রলিন্স ও অথরিটি কে নিয়ে প্রোমো কাটেন।তারপর সেথ আসে এবং কথা বলে।রেইন্স সেথ কে ফেইস টু ফেইস কথা বলার জন্য রিং এ ডাকে।সেথ রিং এর দিকে হাটতে থাকলে তখন অথরিটি আসে এবং বলে যে আজকের মেইন ইভেন্টে 5 on 5 ট্র্যাডিশনাল সারভাইবর সিরিজ ম্যাচ হবে।।


Team Reigns vs Team Rollins


♣ Dolph Ziggler vs Kevin Owens


ম্যাচটিতে এক পর্যায়ে টাইলার ব্রিজ আসলে ডল্ফ ডিস্ট্রাক্ট হন, ম্যাচ কন্ট্রল এ নিয়ে নেন ওয়েন্স।সুযোগ নিয়ে পপ আপ পাওয়ারবম্ব মেরে ম্যাচ টি জিতে নেন কেভিন ওয়েন্স।।।ম্যাচ শেষে ডল্ফ যখন রিং এ ছিল তখন সেখানেই সেলফি তোলার জন্য আসলে ডল্ফ উঠে মারার চেষ্টা করেন, কিন্তু টাইলার কাউন্টার করে ডল্ফ কে ধরাশায়ী করে।তারপর সামার রে আর টাইলার ব্রিজ রিং ত্যাগ করে।।


★ সারভাইবর সিরিজ নিয়ে একটি প্রোমো দেখানো হয়।


★ ব্যাকস্টেজ এ রলিন্স কে দেখা যায় ওয়েন্স কে বলতে টিম রলিন্স এ জয়েন করতে, ওয়েন্স রাজি হয়।।।


★ আজকে ডিভাস ফ্যাটাল ফোর ওয়ে ম্যাচ হবে Becky Lynch,Paige,Sasha Banks এবং Brie Bella এর মধ্যে।এ ম্যাচ এর উইনার সারভাইবর সিরিজ এ শার্লট এর বিপক্ষে ডিভাস চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলবে।


♣ Cesaro vs The Miz

>> ম্যাচ এ Miz Skull Crushing Finale দিতে গেলে , Cesaro. কাউন্টার করে Cesaro Swing দেয় এবং শার্পশুটার এ ট্যাপ আউট করায় Miz কে।।।


★ Bray Wyatt এসে টেকার এবং কেইন কে নিয়ে প্রোমো কাটেন।তিনি বলেন যে টেকার এবং কেইন এর পাওয়ার ও Soul তার কাছে। তারপর তিনি টেকার এর মত লাইটনিং ও কেইন এর ফায়ার পাওয়ার দেখান।Brothers of Destruction এর অসাধারণ একটি প্রোমো দেখানো হয়।।।


Lucha Dragons vs King Barret & Sheamus

>>চরম হাই ফ্রাইং এই ম্যাচটিতে কালিস্টো ব্যারেট কে পিন করে জিতে যান।দেখার মত ম্যাচ ছিল।


★ ব্যাকস্টেজ এ Zeb Colter এর সাথে Jack Swagger কে কথা বলতে দেখা যায়।


Alberto Del Rio vs R Truth

>>ছোট এই ম্যাচটিতে ডেল রিও পিন করে জিতে যান।এখনো Cross arm Breaker দেখতে পেলাম না।। Viva Del Rio!!!


★ ব্যাকস্টেজ এ দেখা যায় নিউ ডে রলিন্স এর টিম এ যোগ দিচ্ছে।জেভিয়ার উড রিটার্ন করেছেন।

# Team Rollins : Seth, Owens, Big E, Kofi & Xavier Woods


♣ Brie Bella vs Paige vs Sasha Banks vs Becky Lynch [ No 1 Conterdership match for the Diva's Championship ]

>> Outstanding Match!!! পেইজ, বেকি কে Rampaige দেয়ার মাধ্যমে জিতে যায়।ম্যাচ এ সবচেয়ে ভাল পারফর্ম করে Sasha.. This is Awesome চ্যান্ট ছিল।।।


® Main Event Time 


♣ Team Rollins(Rollins,Owens,Big E,Kofi & Woods) vs Team Reigns (? )


>> নিউ ডে প্রথমে এসে তাদের স্বভাবমত কান্ডকারখানা করতে থাকে।  . তারপর রলিন্স ও ওয়েন্স রিং এ আসে।

রোম্যান রেইন্স এরপর এন্ট্রি নেয়।কিন্তু তার টিম মেম্বার কে কেউ জানেনা।।।

তারপর ই রিটার্ন করে The Uso's!!!!! তারা এসে টিম রেইন্স এ যোগ দেয়।আর ৪র্থ মেম্বার হিসেবে যোগ দেয় The Big Guy Ryaback!! আর শেষ মেম্বার অবশ্য জানাই ছিল, The Lunatic Fringe Dean Ambrose....

Jimmy Uso এবং Xavier Woods ম্যাচ শুরু করে।শুরুতেই সুপারকিক ও splash খেয়ে এলিমিনেট হয় উডস।

কিছুক্ষনের ভাল একশন এর পর আরেকটি splash খেয়ে এলিমিনেট হয় কোফি।।

এরপর পরই Jay Uso কে এলিমিনেট করে Big E..

তার পর মূহুর্তেই পপ আপ পাওয়ারবম্ব দিয়ে জিমি উসো কে এলিমিনেট করে ওয়েন্স।।।

রেইন্স সুপার ম্যান পাঞ্চ দিতে গেলে প্রচুর বু পায়, রলিন্স ডিস্ট্রাক্ট করলে সুপারকিক দিয়ে দেয় ওয়েন্স।

দুই টিম এর ক্যাপ্টেনের মধ্যে সুন্দর কিছু মুভস দেখা যায়।রলিন্স এর স্কিল মনে হয় দিন দিন আরো ভাল হচ্ছে।

এরপর রেইন্স কে পুরো Warrior রূপে দেখা যায়।

এরপর বিগ ই কে Shellshocked দিয়ে এলিমিনেট করে Ryback..

কিন্তু সুবিধা নেয়ার আগেই রায়ব্যাক কে এলিমিনেট করে রলিন্স।।।

রেইন্স ও ডিন এবং সেথ ও ওয়েন্স অসামান্য স্কিল প্রদর্শন করে।

এম্ব্রোস এর হাই ফ্লাইং এবিলিটি আরেকবার দেখতে পাই আমরা।

বাট রলিন্স কিক দিয়ে ডিন কে এলিমিনেট করতে গেলে রেইন্স বাধা দেয়।।

রলিন্স ডিন কে 3rd rope থেকে Knee মারতে গেলে ভুলে তা ওয়েন্স কে লাগে এবং ডিন সুযোগ নিয়ে Dirty Deeds মেরে ওয়েন্স কে এলিমিনেট করে দেয়।।।

রলিন্স এরর সামনে ডিন ও রোম্যান।।

রিং ছেড়ে চলে যেতে গেলে রোম্যান তাকে এনাউন্স টেবিল এ নিয়ে এসে ড্রপ কিক মারে।

রলিন্স আবারো বাইরে গেলে ডিন তাকে ধরতে যায়, কিন্তু রলিন্স চেয়ার শট মারে ডিন ও রেইন্স কে।ফলে ডিস্কোয়ালিফিকেশন এ জিতে যায় টিম রেইন্স।

রলিন্স থেমে থাকে না , রেইন্স কে আরেকটি চেয়ার শট মেরে রিং এ পাঠায়।কিন্তু রলিন্স রিং এ ঢুকলে হটাৎ ই একটা সুপারম্যান পাঞ্চ মেরে দেয় রেইন্স।। রলিন্স এরিনা ত্যাগ করে।।।

ম্যাচ টা ১০ এ ১০ হত, যদি ফিনিশিং টা আরেকটু ভাল হত। তবে অসামান্য Raw হয়েছে সেই ব্যাপারে সন্দেহ নেই।।।


ধন্যবাদ।।


#Credit: Raiyan

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!