এই সপ্তাহের RAW কিক-অফ করে Triple H. তার মিউজিক হিট করে এবং সে রিঙের দিকে আসতে থাকে, WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপকে রিঙে দেখা যায়। সে Seth Rollins’র ইনজুরি নিয়ে কথা বলে।
এরপর সে জানায় Rollins এখন আর চ্যাম্পিয়ন নেই, তাই আজ একটি নতুন টুর্নামেন্ট শুরু হবে যার মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন Crown করা হবে। দর্শক বিশাল জোরে “Thank You Rollins” চ্যান্ট করতে থাকে। Roman Reigns রিঙে আসে। Triple H তাকে চ্যাম্পিয়নশিপটি দেয় এবং অথরিটিতে যোগ দেয়ার জন্য অফার করে। Reigns তার অফার ফিরিয়ে দেয় এবং Triple H জানায় সে Tournament এর প্রথম ম্যাচে Big Show'র মুখোমুখি হবে।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ Roman Reigns হারায় Big Showকে। ম্যাচটি কিছুটা বোরিং ছিল। দর্শকও ম্যাচের মাঝে তেমন উত্তেজিত ছিল না। Spear দিয়ে ম্যাচটি জিতে নেয় Reigns এবং টুর্নামেন্টের Second রাউন্ডে উত্তীর্ণ হয়।
── WWE Intercontinental চ্যাম্পিয়ন Kevin Owens রিঙে আসে ও WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament নিয়ে একটি প্রমো কাট করে। সে তার প্রমোতে ইংল্যান্ডকে নিয়েও কটূক্তি করে।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ WWE Intercontinental চ্যাম্পিয়ন Kevin Owens হারায় Titus O’Neil কে। Titus কে Pop-Up Powerbomb দিয়ে Owens ম্যাচটি জিতে নেয়। ম্যাচ শেষে Owens রিঙসাইডে থাকা চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে থাকে এবং বিশাল পপ পায় তখন। Owens টুর্নামেন্টের Second রাউন্ডে উত্তীর্ণ হল।
── ব্যাকস্টেজে Paige ও Renee Young কে দেখা যায়। Paige WWE Divas চ্যাম্পিয়ন Charlotte ও Survivor Series এ তার ম্যাচ নিয়ে কথা বলে Renee'র সাথে। Paige আজ Becky Lynch এর মুখোমুখি হবে।
● Becky Lynch হারায় Paige কে। Handful of Tights সাবমিশন দিয়ে সাবমিশনের মাধ্যমে ম্যাচটি জিতে নেয় Becky. ম্যাচ শেষে Becky কে আক্রমণ করে Paige. পরে এ্যানাউন্স টেবিলের উপর PTO সাবমিশন দেয় Becky কে। এরপর Charlotte আসে বাঁচাতে কিন্তু তার আগেই Paige সাবমিশন ছেড়ে দিয়ে স্থান ত্যাগ করে।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ Dolph Ziggler হারায় The Miz কে। Superkick দিয়ে ম্যাচটি জিতে নেয় Ziggler. টুর্নামেন্টের Second রাউন্ডে উত্তীর্ণ হল Ziggler. ম্যাচ শেষে Ziggler রিঙসাইডে থাকা চ্যাম্পিয়নশিপটি উঁচিয়ে ধরে এবং দর্শক সেই সময় বিশাল বড় চিয়ার করে।
── WWE United States চ্যাম্পিয়ন Alberto Del Rio ও Zeb Colter রিঙে আসে। তারা MexAmerica নিয়ে প্রমো কাট করে। তারা ইউরোপ ও ইংল্যান্ডকে নিয়ে কটূক্তি করে এবং বিশাল বু পায়।
── WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচে Smackdown-এ Stardust এর মুখোমুখি হবে Del Rio.
● Natalya হারায় Naomi কে। দর্শক “We Want Sasha” চ্যান্ট করতে থাকে পুরো ম্যাচে। Rollup দিয়ে ম্যাচটি জিতে নেয় Natalya. ম্যাচ শেষে Natalya কে আক্রমণ করে Sasha কিন্তু তাকে Sharpshooter দিয়ে বসে Natalya. Tamina Snuka আক্রমণ করে Natalya কে। পরে Natalya কে Banks Statement দেয় Sasha.
── Sheamus ও King Barrett রিঙে আসে। Barrettবিশাল চিয়ার পায় কিন্তু Sheamus বু পায়। Barrett রিঙে এসে ফুটবলার Wayne Rooney কে নিয়ে প্রমো কাট করে। তাকে রিঙে আসতে অনুরোধ জানায়। পরে তার ব্যর্থতার জন্য তাকে অপমান করে Barrett ও sheamus.
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ Cesaro হারায় Sheamus কে। ম্যাচ চলাকালীন Barrett ও Sheamus এর সাথে Rooney'র কথা কাটাকাটি হয়। পরে Barrett কে Punch মারে Rooney এবং Sheamus বিভ্রান্ত হয়ে যায়। আর সেই সুযোগে Sheamus কে হারিয়ে দেয় Cesaro ও Second রাউন্ডে উত্তীর্ণ হয়।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ Dean Ambrose হারায় Tyler Breezeকে। Breeze কে Rollup দিয়ে ম্যাচটি জিতে নেয় Ambrose. ম্যাচটি খুব ভাল ছিল এবং ডেব্যু ম্যাচ হিসেবে Breeze ভাল পারফর্ম করে। Dean দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়।
── ফ্যানরা WWE Tag Team Champions The New Day এর জন্য চ্যান্ট করতে থাকে। তাদের মিউজিক হিট করে এবং দর্শক বিশাল পপ দেয়। আজকের রাতে অন্যতম সেরা পপ পায় তারা।
● The New Day হারায় The Usos ও Neville কে। ম্যাচের একপর্যায়ে Xavier Woods কে Red Arrow দিতে যায় Neville কিন্তু তাকে ধাক্কা মেরে সেখান থেকে ফেলেল দেয়। পরে রোপের উপর পা রেখে তাকে পিন করে Woods ও ম্যাচ জিতে নেয়।
── মেইন ইভেন্ট সেগমেন্টে Kane ও The Undertaker কে ট্রিবিউট দিতে রিঙে আসে Bray Wyatt. Wyatt এরপর মাইক হাতে Kane ও Undertaker এর আত্মা নিয়ে কথা বলে। পরে বিশাল পপের মাধ্যমে Undertaker এর মিউজিক হিট করে। দর্শক চিয়ার পায় যখন The Brothers of Destruction রিঙের দিকে আসতে থাকে।
পরে হঠাৎ লাইট চলে যায়, যখন আসে তখন দেখা যায় The Wyatt Family এর সব মেম্বাররা রিঙে দাঁড়িয়ে আছে। Kane ও Undertaker তাদের আক্রমণ করে এবং Harper ও Rowan কে রিঙ থেকে ফেলে দেয়। Braun Strowman ফাইট ব্যাক করে কিন্তু তাকেও বাইরে ফেলে দেয় Brothers of Destruction. পরে তারা Bray কে Double Chokeslam দেয় এবং রিঙ ত্যাগ করে।
ক্রেডিট: Rakib Rayan Protik