● ডার্ক ম্যাচে NxT চ্যাম্পিয়ন Finn Balor হারায় The Ascension-এর Viktor কে।
── এই সপ্তাহের Smackdown কিক-অফ করে The Wyatt Family. তারা রিঙে আসে এবং Bray Wyatt মাইক নেয় এবং The Brothers of Destruction-কে নিয়ে প্রোমো কাট করে। এরপর Kane ও The Undertaker কে চ্যালেঞ্জ করে তার ফ্যামিলির যেকোন দুজন সদস্যের সাথে ম্যাচ খেলার জন্য Survivor Series-এ। Fandango এর মিউজিক বেজে উঠে। Fandango vs. Braun Stroman ম্যাচ সেট করে হয় এবং আরও ঘোষণা করা হয় আজ ট্যাগ টিম ম্যাচে Erick Rowan ও Luke Harper এর মুখোমুখি হবে The Usos.
● Braun Strowman হারায় Fandango কে। সংক্ষিপ্ত ম্যাচে খুব সহজেই জয় পায় Braun. ম্যাচ শেষে Bray জানায় সে আজকে রাতের মধ্যেই চ্যালেঞ্জের জবাব চায় Brothers of Destruction-এর কাছ থেকে।
── ব্যাকস্টেজে Reene Young ইন্টার্ভিউ নেয় The Usos এর যেখানে তারা The Wyatt Family কে নিয়ে প্রোমো কাট করে ও তাদের ম্যাচ নিয়ে কথা বলে।
── এরপর রিঙে আসে King Barrett. সে Wayne Rooney-কে নিয়ে প্রোমো কাট করে এবং জানায় সে Vince কে বাধ্য করবে যাতে ইংল্যান্ডে আর কখনো WWE-এর কোন শো না হয়। তাকে বাধা দেয় The Undertaker. Barrett এরপর Undertaker কে জিজ্ঞাসা করে, “Can I Help You Mate?” Barrett এরপর Undertaker কে Bullhammer মারার হুমকি দেয়। কিন্তু Undertaker তাকে আক্রমণ করে ও Chokeslam দিয়ে রিঙ ত্যাগ করে। পরে আবার ফিরে আসে ও টানা দু'টো Tombstone মারে ও চলে যায়।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ
Neville হারায় King Barrett কে। Barrett কে Red Arrow দিয়ে Neville ম্যাচটি জিতে নেয়। Neville টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হল।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ
Kalisto হারায় Ryback কে। Kalisto টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হল।
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ
● WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ Tournament ম্যাচঃ
Alberto Del Rio হারায় Stardust কে। Del Rio টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হল।
── এরপর রিঙে আসে Roman Reigns। সে Survivor Series ও Cesaro এর সাথে তার ম্যাচ নিয়ে কথা বলে। সে আরও জানায় সে Survivor Series-এই তার প্রথম World Heavyweight চ্যাম্পিয়নশিপ জিতবে। সে জানায় সে Sellout না এবং Triple-H এর অফার কখনো গ্রহণ করবে না।
● মেইন ইভেন্টে The Usos ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হারায় Luke Harper ও Erick Rowan কে। ম্যাচ চলাকালীন The Wyatt Family এর অন্য সদস্যরা Usos-দের আক্রমণ করায় ম্যাচ DQ হয়ে যায়। ম্যাচ শেষে Usos-দের মারতে থাকে The Wyatt Family. এরপর The Undertaker’র মিউজিকের ঘ্নটা বেজে উঠে এবং Undertaker’র কন্ঠে শোনা যায় যেখানে সে বলে Wyatt’র চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে। এভাবেই শো শেষ হয়।
── এরপর রিঙে আসে Roman Reigns। সে Survivor Series ও Cesaro এর সাথে তার ম্যাচ নিয়ে কথা বলে। সে আরও জানায় সে Survivor Series-এই তার প্রথম World Heavyweight চ্যাম্পিয়নশিপ জিতবে। সে জানায় সে Sellout না এবং Triple-H এর অফার কখনো গ্রহণ করবে না।
● মেইন ইভেন্টে The Usos ডিসকোয়ালিফিকেশনের মাধ্যমে হারায় Luke Harper ও Erick Rowan কে। ম্যাচ চলাকালীন The Wyatt Family এর অন্য সদস্যরা Usos-দের আক্রমণ করায় ম্যাচ DQ হয়ে যায়। ম্যাচ শেষে Usos-দের মারতে থাকে The Wyatt Family. এরপর The Undertaker’র মিউজিকের ঘ্নটা বেজে উঠে এবং Undertaker’র কন্ঠে শোনা যায় যেখানে সে বলে Wyatt’র চ্যালেঞ্জ সে গ্রহণ করেছে। এভাবেই শো শেষ হয়।
ক্রেডিট: Rakib Rayan Protik