•• আজকের স্ম্যাকডাউন শুরু হয় Miz TV এর মাধ্যমে। কেভিন ওয়েন্স আসে ও মিযকে ইন্টারাপ্ট করে।
• এরপরে আসেন আলবার্তো দেল রিও তার সাথে ছিলেন যেব কোল্টার। তারা এসে ফেস অফ করেন।
• আর এরপরে আসেন ডিন এমব্রোস আর রোমান রেইন্স।
• এরপরে আসেন আর ট্রুথ। মিয ট্রুথকে জানিয়ে দেন যে, তিনি এই টুর্নাম্যান্টে নেই।এমব্রোস ট্রুথকে পাঞ্চ মারেন ও বাকিরা রিং ক্লিয়ার করেন। শেষে শুধু এমব্রোস ও রেইন্স রিংএ থাকেন।
•• আজকের অপেনিং ম্যাচ হল সিজারো বনাম মিয। ম্যাচটাতে স্বাভাবিকভাবেই সিজারো জিতেন। •• এরপরে Dudley Boys and Neville vs. Stardust and The Ascension ম্যাচ হয়। ম্যাচে Dudley Boys and Neville জিতেন।
• টাইলার ব্রিয আসেন। তার সাথে ছিলেন সামার রে। তিনি একটা প্রোমো করেন।
•• Tyler Breez vs. Zack Ryder ম্যাচ হয় যাতে টাইলার ব্রিয জিতে যান।(অত্যন্ত স্বাভাবিক)
• ব্রে ওয়ায়াট ও ব্রাউন স্ট্রোম্যান একটা প্রোমো করেন। একসময় টেকারকে স্ক্রিনে দেখা যায়। তিনি প্রোমো করেন। কেইন একটা পোড়া শীপমাস্ক নিয়ে আসেন ও প্রোমো শেষ হয়। টেকার তার Rest in Peace taunt করেন ও টার্নবাকলে আগুন বেরোয়। এভাবেই এই সেগম্যান্ট শেষ হয়।
•• Charlotte, Brie Bella কে হারান।
•• বিগ ই হারান কালিস্টোকে।
•• রেইন্স ও এমব্রোসের একটা ব্যাকস্টেজ সেগম্যান্টের পরে রেইন্স ও এমব্রোস বনাম কেভিন ওয়েন্স ও দেল রিও ম্যাচ হয়। ম্যাচ চলাকালীন সময়ে একবার দেল রিও রেইন্সকে স্টিল স্টেপসের উপর ফেলে দিলে DQ এর মাধ্যমে রেইন্স ও এমব্রোস জিতেন। আলবার্তো কয়েকবার বচ করেন।
• এরপরে একটি ব্রল হয় ও রেইন্স ও এমব্রোস স্পেয়ার ও ডার্টি ডিডস দিতে স্ম্যাকডাউন শেষ করেন।