• আজকের Smackdown কিক-অফ করে Roman Reigns প্রমো এর মাধ্যমে। সেই সময় রিং এ table এবং Ladder ও Chair সেট ছিল এবং Roman Reigns এর প্রমোতে বাধা দেয় Sheamus। এদিকে Roman Reigns এ Sheamus কে রিং এ আসতে বলে। কিন্তুু Sheamus তাকে নিয়ে হাসতে থাকে। Roman Reigns বলে যে সে প্রমিয করেছে যে TLC পিপিভিতে সে তার টাইটেল ব্যাক করবে।
♠ The Dudly Boyz vs Erick Rowan and Braun Strowman
• ম্যাচ এর মধ্যে Luke Harper এবং Braun Strowman বাধা দেয়, এর ফলে ম্যাচটিতে DQ এর মাধ্যমে জয়ী হয় The Dudly Boys। ম্যাচ এর পর Erick Rowan এবং Luke Harper মিলে Dudley কে টেবিল এর ওপর ফেলে দেয় এবং Braun Strowman এ Devon কে Choke Out দেয়।
♦ Winner(s) : The Dudly Boys (DQ)
♠ Paige vs Becky Lynch
• রোল আপ এর মাধ্যমে জয়ী হয় Paige
♦ Winner(s) : Paige
♠ Alberto-Del Rio vs Jack Swagger in a Non title Match
• এই ম্যাচটিতে DQ এর মাধ্যমে জয়ী হয় Jack Swagger এবং ম্যাচ এর মধ্যে Del-rio রিং এর বাইরে Chair দিয়ে এট্যাক করে Swagger কে। পরে Swagger ফাইট ব্যাক করলে Alberto-Del Rio এবং Zeb Colter রিং পরিত্যাগ করে।
♦ Winner(s) : Jack Swagger (DQ)
♠ The Lucha Dragons vs Big E And Kofi kingston with the Gobbledy Gooker in a non title Match
• ম্যাচ এর মধ্যে Jimmy এবং Jey Uso বাধা দিয়ে Lucha Dragons দের জয়ী হতে সাহায্যে করে।
♦ Winner(s) : Lucha Dragons
♠ Dean Ambrose vs Tyler Breez vs Dolph Ziggler to Become New #1 Contender to the intercontinental Championship
• Tyler Breez কে Dirty Deeds দিয়ে পিন করে ম্যাচ জিতে Dean Ambrose। এই জয়ের মাধ্যমে নিশ্চিত হয় যে TLC পিপিভিতে intercontinental Championship এর জন্য Dean Ambrose এ Kevin Owens এর বিপক্ষে খেলবে।
♦ Winner(s) : Dean Ambrose
ক্রেডিটঃ Miraz Rahaman Chy
উল্লেখ্যঃ রেজাল্ট দিতে একদিন দেরি হওয়াতে আমি দুঃখিত।