এবারের সারভাইভর সিরিজের অপেনিং এ টেকারের ২৫ বছর পূর্তি ও তার সাথে ওয়ায়েটের ফিউডের একটা ভিডিও দেখানো হয়। পরে WWE World HeavyWeight Championship tournament কে মেনশন করা হয়। আর এরপরেই pyro hit হয় ও মাইকেল কোল আমাদের স্বাগতম জানিয়ে মেইন শোতে নিয়ে আসেন।
আজকের প্রথম ম্যাচ-
♠ Roman Reigns vs. Alberto Del Rio (Death Tournament)
Roman Reigns প্রথমে আসেন আর তার পরে আসেন Alberto Del Rio w/ Zeb Coalter. মোটামুটি ভালোই ম্যাচ হয়। শেষের দিকে ডেল রিও ক্রস আর্মব্রেকার ধরতে চাইলে রেইন্স তাকে পাওয়ার্বোম্ব দেন। রেইন্স ডেল রিওর দিকে আসতে থাকেন কিন্তু ডেল রিও তাকে ক্রস আর্মব্রেকার ধরে ফেলেন। রেইন্স সাবমিশন থেকে বের হওয়ার জন্য ও ডেল রিওকে টপ রোপের উপর দিয়ে ফেলে দেবার চেষ্টা করেন। কিন্তু ডেল রিও ধরে রাখেন। রেফারি কাউন্ট শুরু করলে ডেল রিও ছেড়ে দেন ও টপ রোপে যান ও রেইন্সকে মারার চেষ্টা করেন। রেইন্স নিচু হয়ে এড়িয়ে যায় ও স্পেয়ার মেরে পিন ধরে জিতে যান।
♦ Winner- Roman Reigns.
ম্যাচের পরে ব্যাকস্টেজে রেইন্সের ইন্টারভিউ হয়। এমব্রোস ও ওয়েন্স এসে কিছু কথা বলে ও চলে যায়।
♠ WWE World Heavyweight Title Tournament Semi-Final Match Dean Ambrose vs. Kevin Owens.
ম্যাচে তারা দুজনই অসাধারণ পারফরম্যান্স দেখায়। এক পর্যায়ে এমব্রোস, ওয়েন্সকে রিং এর বাইরে ফেলে দেন তিনি ওয়েন্সকে ডাইভিং এটাক করতে গেলে ওয়েন্স তাকে ধরে এনাউস টেবিলের উপরে F5 দেন। পরে ওয়েন্স তাকে রিং এ নিয়ে পপ আপ পাওয়ারবোম্ব মারতে গেলে ব্যর্থ হন। তিনি এমব্রোসকে দুইটা সুপারকিক মারেন। কিন্তু এমব্রোস তাকে ডার্টি ডিডস দিয়ে পিন ধরে ম্যাচ জিতে যান।
♦ Winner- Dean Ambrose.
টেকারের আরেকটা ভিডিও ফুটেজ দেখানো হয়।
♠ 5-on-5 Survivor Series Elimination Match-
Ryback, The Lucha Dragons, and the Uso’s vs. Sheamus, King Barrett & and The New Day.
সিন কারা, ব্যারেটকে একটা টপ রোপ Swanton মেরে পিন ধরে এলিমিনেট করেন। এরপরে Xavier Woods, Jimmy Uso কে টপ রোপ থেকে একটা ডাবল স্টোম্প মেরে এলিমিনেট করেন। শেমাস এরপরে সিন কারাকে Brogue Kick মেরে পিন ধরে এলিমিনেট করেন।(ম্যাচটায় আরো অনেক কিছুই হচ্ছে। এতোগুলো লেখা সম্ভব নয়। তাই, কে কাকে এলিমিনেট করছে তা লিখছি)। পরে বিগ ই ম্যাচে আসলে ফেস টিম খুব ভালো টিমওয়ার্ক করে বিগ ই কে এলিমিনেট করেন। পরে একা শেমাস থাকলে ফেস টিমের Ryback তাকে শেলশক মেরে পিন ধরে জিতে যান।
♦ Winners- Kalisto, Jey Uso and Ryback.
♠ WWE Divas Championship Match- Charlotte vs. Paige.
ডিভাস ডিভিশন আসলেই উন্নতি করছে। ম্যাচটা খুব ভালো ছিল। ম্যাচে শার্লট তার সাবমিশন দিয়ে পেইজকে ট্যাপ আউট করিয়ে রিটেইন করেন।
♦ Winner and STILL WWE Divas Champion- Charlotte.
♠ Singles Match- Tyler Breeze vs. Dolph Ziggler.
Unprettier মেরে জিতে যান Tyler Breeze
♦ Winner- Tyler Breeze.
পরে ব্রে আর টেকারের ফিউডের একটা ভিডিও দেখানো হয়। ব্রে স্টেজে আসেন। কিছু Fireflies দেখা যায়। এরপর আসেন টেকার ও কেইন।
♠ The Wyatt Family vs. The Brothers of Destruction.
বেশি কিছু লেখব না। শুধু রেসাল্ট দিচ্ছি। কারণ, ম্যাচটা আপনাদের দেখা উচিত। ম্যাচে টেকার ও কেইন জয় লাভ করেন।
♦ Winners- The Brothers of Destruction.
♠ WWE World Heavyweight Title Tournament Finals-
Roman Reigns vs. Dean Ambrose.
রেইন্স মিক্স রিএকশন পান। যেখানে এমব্রোস খুব পপ পান। রেইন্স জিতে গেলে ট্রিপল এইচ আসেন। রেইন্সের সাথে তিনি হ্যান্ডশেক করতে চাইলে রেইন্স তাকে স্পেয়ার মারে। শেমাস ব্রোগ কিক মেরে ক্যাশ ইন করেন রেইন্সের উপর। পরে আরেকটা ব্রোগ কিক মেরে চ্যাম্পিয়নশিপ জিতে যান ও বিশাল পপ পান।
♦ Winner- Our new WWE World HeavyWeight Champion is Sheamus.
অফ এয়ার হওয়ার পর রোমান রেইন্স খুব বু পান।