• আগের RAW ছিল ১৯৯৭ সালের পরে সবচেয়ে লোয়েস্ট রেটিং পাওয়া RAW (2.16)!!!

• Hell in a Cell পিপিভির আগের RAW ছিল ১৯৯৬ সালের পর সবচেয়ে কম দর্শক আসা RAW!!!

•Survivor Series পিপিভির আগের Smackdown ইতিহাসে সর্বপ্রথম ৫০০০+ সিট ফাঁকা পড়ে ছিল!!!

•অক্টোবর মাসের ১৯ তারিখের RAW ছিল 2012 সালের আগে তিন ঘন্টা RAW হবার পর সবচেয়ে কম রেটিং পাওয়া RAW.

•2015 সালে প্রায় ৪ বছর পর 2.50 এর নিচে RAW রেটিং পেয়েছে

•যেখানে প্রতিবছর একবার না একবার একটা RAW 5.00 পায় এইবছর কোন RAW তা পায়নি

•এইবছরের Smackdown এর রেটিং কে সর্বপ্রথম হারাল TNA এর Bound for Glory পিপিভি!!!

•এইবছরের Smackdown বিগত বছর গুলোর চাইতে সবচেয়ে বাজে হয়েছে এখন পর্যন্ত এই বছরে মাত্র ২ বার Smackdown এ No DQ ম্যাচ হয়েছে

•এই বছরে RAW এবং Smackdown এ Fake Crowd ব্যবহার করা হয়েছে অত্যাধিক ভাবে

•এই বছর RAW বাজে হওয়ায় Chicago এর কিছু দর্শক এরিনার বাইরে বিক্ষোভ করেছে!

•এই বছরের প্রায় প্রতিটা পিপিভির মাঝের ২য় এবং ৩য় RAW বাজে হয়েছে ১ম ও ৪র্থ RAW ভাল হয়েছে মোটামুটি

উপরের কথা গুলো দেখে চমকে যাবারই কথা! 

আরো অনেক রেকর্ড আছে, যদিও এগুলো গর্বের রেকর্ড না এইরকম হবার পেছনে আসলে কোন রেসলার কে দোষারোপ করা যায়না সকল দোষ হল Vince এবং তার গাঞ্জাখোর স্ক্রিপ্ট রাইটারদের দর্শক যাকে চায় তাকে মিড কার্ডে রেখে দেয় এবং যে যোগ্য নয় তাকে পুশের উপরে রাখা হচ্ছে ফালতু স্টোরিলাইন এবং প্রেডিক্টেড ম্যাচ এর ফলে প্রতিটা RAW দেখা দুর্বিষহ হয়ে উঠেছে কোন টুইস্ট কিংবা এক্সাইটমেন্ট নেই রেসলারদের অনাকাঙ্ক্ষিত ইঞ্জুরি তাতে বাড়তি সমস্যা এড করছে দর্শকদের ৪০% ইচ্ছা পুর্ণ হয়েছে এইবছর যা অন্যান্য বছরের তুলনায় খারাপ তবুও এই বছর অনেক ঐতিহাসিক ম্যাচ হয়েছে আর যে পিপিভি একবার ভাল হয়, সেই পুরো পিপিভি ভাল হয় কিন্তু বেশিরভাগ সময় তা ভাল হচ্ছে না রেসলারদের ভালমত বুকিং করা হচ্ছে না, তাদের ফালতু ইউজ করা হয়েছে

Vince এইগুলা কোন কর্ণপাত করছে না, আর প্রতিনিয়ত মানুষের গালি খাইতেছে তারপর কোন ভ্রুক্ষেপ নেই দর্শক দের সাথে জোড়াজুড়ি করা হচ্ছে যার ফলে প্রায়ই WWE দর্শক হারাচ্ছে আসলে WWE কে টক্কর দেবার মত কেউ নেই তাই তারা বিষয়টিকে গুরত্ব দিচ্ছেনা IWC (Internet Wrestling Community) এর প্রায়ই ৭০% এখন WWE এর প্রতি উদাসীন যারা দুই-এক বছর ধরে রেসলিং দেখেন তাদের এই বিরাট সমস্যা বোধগম্য হচ্ছেনা, তারা তাদের প্রিয় রেসলারের জন্য রেসলিং দেখেন তাই যারা একটু আগে থেকে WWE সম্পর্কে জানেন তারা এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে চিন্তায় আছেন

আশাকরি WWE তাদের ভুল গুলো শুধরে নিবে সম্প্রতি WWE এর বিপক্ষে ফেসবুক এ পেজ গুলো কে আনপাবলিশড করার ঘটনা শোনা যাচ্ছে Vince যদি ফ্যানদের বিপক্ষে যায় তাহলে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে।

ক্রেডিটঃ  Atik Shahrear Ananto

WWE এর জনপ্রিয়তা আস্তে আস্তে নিম্নমুখী?



• আগের RAW ছিল ১৯৯৭ সালের পরে সবচেয়ে লোয়েস্ট রেটিং পাওয়া RAW (2.16)!!!

• Hell in a Cell পিপিভির আগের RAW ছিল ১৯৯৬ সালের পর সবচেয়ে কম দর্শক আসা RAW!!!

•Survivor Series পিপিভির আগের Smackdown ইতিহাসে সর্বপ্রথম ৫০০০+ সিট ফাঁকা পড়ে ছিল!!!

•অক্টোবর মাসের ১৯ তারিখের RAW ছিল 2012 সালের আগে তিন ঘন্টা RAW হবার পর সবচেয়ে কম রেটিং পাওয়া RAW.

•2015 সালে প্রায় ৪ বছর পর 2.50 এর নিচে RAW রেটিং পেয়েছে

•যেখানে প্রতিবছর একবার না একবার একটা RAW 5.00 পায় এইবছর কোন RAW তা পায়নি

•এইবছরের Smackdown এর রেটিং কে সর্বপ্রথম হারাল TNA এর Bound for Glory পিপিভি!!!

•এইবছরের Smackdown বিগত বছর গুলোর চাইতে সবচেয়ে বাজে হয়েছে এখন পর্যন্ত এই বছরে মাত্র ২ বার Smackdown এ No DQ ম্যাচ হয়েছে

•এই বছরে RAW এবং Smackdown এ Fake Crowd ব্যবহার করা হয়েছে অত্যাধিক ভাবে

•এই বছর RAW বাজে হওয়ায় Chicago এর কিছু দর্শক এরিনার বাইরে বিক্ষোভ করেছে!

•এই বছরের প্রায় প্রতিটা পিপিভির মাঝের ২য় এবং ৩য় RAW বাজে হয়েছে ১ম ও ৪র্থ RAW ভাল হয়েছে মোটামুটি

উপরের কথা গুলো দেখে চমকে যাবারই কথা! 

আরো অনেক রেকর্ড আছে, যদিও এগুলো গর্বের রেকর্ড না এইরকম হবার পেছনে আসলে কোন রেসলার কে দোষারোপ করা যায়না সকল দোষ হল Vince এবং তার গাঞ্জাখোর স্ক্রিপ্ট রাইটারদের দর্শক যাকে চায় তাকে মিড কার্ডে রেখে দেয় এবং যে যোগ্য নয় তাকে পুশের উপরে রাখা হচ্ছে ফালতু স্টোরিলাইন এবং প্রেডিক্টেড ম্যাচ এর ফলে প্রতিটা RAW দেখা দুর্বিষহ হয়ে উঠেছে কোন টুইস্ট কিংবা এক্সাইটমেন্ট নেই রেসলারদের অনাকাঙ্ক্ষিত ইঞ্জুরি তাতে বাড়তি সমস্যা এড করছে দর্শকদের ৪০% ইচ্ছা পুর্ণ হয়েছে এইবছর যা অন্যান্য বছরের তুলনায় খারাপ তবুও এই বছর অনেক ঐতিহাসিক ম্যাচ হয়েছে আর যে পিপিভি একবার ভাল হয়, সেই পুরো পিপিভি ভাল হয় কিন্তু বেশিরভাগ সময় তা ভাল হচ্ছে না রেসলারদের ভালমত বুকিং করা হচ্ছে না, তাদের ফালতু ইউজ করা হয়েছে

Vince এইগুলা কোন কর্ণপাত করছে না, আর প্রতিনিয়ত মানুষের গালি খাইতেছে তারপর কোন ভ্রুক্ষেপ নেই দর্শক দের সাথে জোড়াজুড়ি করা হচ্ছে যার ফলে প্রায়ই WWE দর্শক হারাচ্ছে আসলে WWE কে টক্কর দেবার মত কেউ নেই তাই তারা বিষয়টিকে গুরত্ব দিচ্ছেনা IWC (Internet Wrestling Community) এর প্রায়ই ৭০% এখন WWE এর প্রতি উদাসীন যারা দুই-এক বছর ধরে রেসলিং দেখেন তাদের এই বিরাট সমস্যা বোধগম্য হচ্ছেনা, তারা তাদের প্রিয় রেসলারের জন্য রেসলিং দেখেন তাই যারা একটু আগে থেকে WWE সম্পর্কে জানেন তারা এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে চিন্তায় আছেন

আশাকরি WWE তাদের ভুল গুলো শুধরে নিবে সম্প্রতি WWE এর বিপক্ষে ফেসবুক এ পেজ গুলো কে আনপাবলিশড করার ঘটনা শোনা যাচ্ছে Vince যদি ফ্যানদের বিপক্ষে যায় তাহলে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে।

ক্রেডিটঃ  Atik Shahrear Ananto