(১) WWE Hall Of Famer Jim Ross এর Twitter Accout গতকাল সকালে Hack হয়েছে।এ নিয়ে তিনি তার Facebook Account এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার ফেসবুক Account এ নিচের পোস্টটি করেছেনঃ
Some one hacked my Twitter account this morning. I'm NOT dead but I am pissed! Not a good rib. Costing me big money to...
Posted by Jim Ross "Good Ol' JR" on 6 December 2015
(২) Bubba Ray And Dudley রা তাদের Twitter এ একটি পোস্ট করেছেন যেখানে তারা ইন্গিত দিয়েছেন যে,EcW Original থেকে কাল কোন রেসলার Return করতে পারেন। তাদের Twitter পোস্টটি হলঃ
Just got to #WWECharlotte. Also, just got off phone with an EXTREME BROTHER!! DO NOT MISS @WWE #Raw tomorrow night!! @WWEUniverse 💪👌🔥
— Bubba Ray Dudley (@BubbaRayDudley) December 6, 2015
(৩) Saturday তে Baymon,Puerto Rico তে অনুষ্টিত WWC Lockout Event এ Alberto-Del Rio মুখোমুখি হয় Ray Gonzalez এর মুখোমুখি এবং সেই ইভেন্ট এ রিং এর বাইরে ফ্যানরা এট্যাক করে Alberto-Del Rio কে পরে সিকিউরিটি এসে তাকে ক্লিয়ার করে।(৪)NewsObserver কে দেওয়া এক সাক্ষাৎকার এ WWE Divas Champion Charlotte বলেছেন তিনি The Rock এর Female Version হতে চান।
(৫) Brad Maddox বলেছেন যে তার WWE থেকে রিলিস এর পর VinCe McMahon এর সাথে কোন কথা হয়নি।
(৬) Tommy Dreamer কে বেশকিছু লাইভ ইভেন্ট এ অর্ন্তভুক্ত করা হয়েছে।
(৭) Former WWE Superstar Ricardo Rodriguez বলেছেন যে Alberto-Del Rio এ WWE তে Return এর সময় WWE তার সাথে কোন Contract করেনি এবং তিনি অনেকটা Shocked খেয়েছেন Alberto-Del Rio কে Company তে Return করতে দেখে।
(৮) Brock Lesnar কে আগামী জানুয়ারীতে অনুষ্টিত Royal Rumble এ Advertise করা হয়েছে।
(৯) Jeff Hardy এর আগামী বছর WWE তে Return করার সম্ভাবনা রয়েছে।
(১০) WWE Ring Of Honour Star Jey Lethal এর সাথে Sign করতে আগ্রহী প্রকাশ করেছে।এছাড়া RoH এর সাথে Jey Lethal এর Contract শেষদিকে।
(১১) Alberto-Del Rio এর সাথে Zeb Colter এর Partnership দীর্ঘস্থায়ী হবেনা।WWE চাচ্ছে তাদের দুইজনকে আলাদা করে দিতে।
(১২) Nikki Bella এবছরের শেষ দিকে WWE Television Show তে Return করবেন।
(১৩) WWE সম্ভবত প্ল্যান করছে যে, TLC পিপিভিতে Divas Title এর জন্য Paige এবং Charlotte এর সাথে অন্য কোন Diva কে জয়েন করাতে।
(১৫) Observer বলছে আগামী ২০১৬ সালে Rey Mysterio এ AAA তে তেমন কোন Date নাই রেসলিং খেলার।ফলে WWE আগ্রহ প্রকাশ করেছে Rey Mysterio কে Company তে ফিরিয়ে আনতে।
(১৬) Next Stone Cold Podcast হবে ডিসেম্বরের ১৩ তারিখ, রবিবার এ মানে Directly TLC Event এর পরে।এই Podcast টি WWE Network এ সরাসরি দেখানো হবে।Podcast এ Stone Cold এ interview নিবে Shawn Michaels এর।
(১৭) এছাড়া Ric Flair কে আগামী ডিসেম্বরের ২৮ তারিখে Brooklyn,Barclays Centre এ অনুষ্টিত Raw Taping এ Advertise করা হয়েছে।তাছাড়া Ric Flair এ ডিসেম্বরের ২৮ তারিখ Madison Square Garden এ অনুষ্টিত WWE Live Event এ উপস্থিত থাকবেন।
(১৮) আগামীকালকের RAW-তে উপস্থিত থাকবেন Kevin Owens!! WWE Intercontinental চ্যাম্পিয়ন Kevin Owens আগামীকালকের RAW-তে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, গত সপ্তাহে অসুস্থতার জন্য তাকে RAW মিস করতে হয়েছিল। তবে এখন সে পুরোপুরি সুস্থ।
(১৯) Brock Lesnar কে ২০১৬ সালের রেসলমানিয়া ৩২ এর আগে মার্চ এর ১৪ তারিখে অনুষ্টিত Pittsburgh এর Raw তে Advertise করা হয়েছে। এছাড়া এই Raw তে আরো উপস্থিত থাকবে John Cena,Sheamus,Roman Reigns,Kevin Owens,The New Day,The Wyatt Family এবং Alberto-Del Rio। তাছাড়া Brock Lesnar কে আরো Advertise করা হয়েছে জানুয়ারীর ১৩ তারিখ New Orleans এ অনুষ্টিত Raw তে এবং ডিসেম্বরের ১৯ তারিখ ও জানুয়ারীর ৮ তারিখের লাইভ ইভেন্ট এ Advertise করা হয়েছে।
(২০) এটি বিশ্বাস করা যায় যে, Tommy Dreamer এ WWE তে Full Time হিসেবে Sign করেনি।তবে এটি বিশ্বাস করা যায় যে, তিনি Continue TLC তে The Dudly Boys এর সাথে Partner হয়ে The Wyatt Family এর বিপক্ষে খেলবেন।জানা গেছে যে, Tommy Dreamer হয়ত EcW তে আবার ফিরে যেতে পারেন।
• ক্রেডিটঃ Miraz Rahaman Chy