WWE হল অফ ফেমার Tammy “Sunny” Sytch তাঁর পোস্টে গতকালের প্যারিস দুর্ঘটনা নিয়ে বিতর্কিত কথা বলেছেন। তিনি বলেছেন যে "আমার মনে হয় এই বিশ্বের আরও একটি মহা হত্যাকান্ড ঘটা উচিত এবং এইবারে সেটা হওয়া উচিত সমস্ত ইসলাম পন্থিদের উদ্দেশ্যে, যাদের আসলেই পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাওয়া উচিত।"

1. WWE তাদের ওয়েবসাইট এ একটি Following আপডেট দিয়েছে।যার দ্বারা বলা যায় যে এই সপ্তাহের Raw তে একটি সেগমেন্ট হবে,যেখানে Bray Wyatt ঘোষনা করবে যে Survivor Series এ The Undertaker এবং Kane এর বিপক্ষে The Wyatt Family এর কোন ২জন খেলবে।

2. Brock Lesnar এর সাথে WWE নতুনভাবে Contract করেছে এবং Brock Lesnar কে এর সাথে বেশকিছু ইভেন্ট এ অর্ন্তভুক্ত করা হয়েছে।

3. অনেকে জানি যে,Wrestlemania32 এ John Cena vs Undertaker ম্যাচ আয়োজনের প্ল্যান করেছে WWE।তবে বেশ কিছু রোমোর বলছে যে Wrestlemania32 এ Roman Reigns vs John Cena ম্যাচও হতে পারে WHC Title এর জন্য।

4. এই সপ্তাহের Raw তে The Undartaker উপস্থিত থাকবেন।

5. Brisbane Rugby League Player Daniel Vidot এ WWE Quit করেছেন।উল্লেখ্য যে WWE এ Vidot কে নেয়ার আগ্রহ প্রকাশ করেছিল এবং এদিকে Daniel Vidot তার instagram এ ঘোষনা করেছেন যে তিনি Rugby তে ব্যাক করছেন।

6. এই সপ্তাহের আমেরিকান সময় নভেম্বর এর ১৪ তারিখে Las Vegas এ Randy Orton এবং তার Girl Friend Fiancee Kim এর মধ্যে বিবাহ সম্পন্ন হবে।

7. WWE Championship Tournament এর Quaterfinal অনুষ্ঠিত হবে এই সপ্তাহের Raw তে।আর ম্যাচগুলো হল: 

  • Roman Reigns vs Cesaro
  • Alberto-Del Rio vs Kalisto
  • Kevin Owens vs Neville
  • Dolph Ziggler vs Dean Ambrose

8. The Steve Austin Show তে Austin বলেছেন যে তার মনে কোন আগ্রহ নেই আবার রেসলিং এ ফেরার।তাছাড়া Wreslemania32 এ ম্যাচ খেলা নিয়ে এটিকে গুজব বলে জবাব দিয়েছেন।

9. আগামী Fastlane পিপিভি এর টিকেট বিক্রি শুরু হবে নভেম্বর এর ২১ তারিখ থেকে এবং এই পিপিভি অনুষ্ঠিত হবে Quicken loans Arena,Cleveland এ।

10. ব্যাকস্টেজ এর সূএ অনুযায়ী জানা গেছে যে,Seth Rollins এ injury থেকে Return এর পর WWE প্ল্যান করছে যে আগামী বছর Summerslam এ Seth Rollins vs Triple H এর মধ্যে ম্যাচ আয়োজন করতে।তবে এ থেকে বুঝা যায় যে Seth Rollins এ Return করলে অনেকটা বেবিফেস হিসেবে ফিরে আসবে।

11. WWE এর প্ল্যান অনুযায়ী Roman Reigns কে Survivor Series এ WWE World Heavyweight Champion করানো হতে পারে এবং এছাড়া Royal Rumble এ Brock Lesnar কে Return করিয়ে ফিউড তৈরী করতে পারে এবং এ ফিউড এর মাধ্যমে Wrestlemania32 এর মেইন ইভেন্ট এ WHC Title কে নিয়ে Roman Reigns vs Brock Lesnar ম্যাচ হবে পরপর দুইবার Wrestlemania মেইন ইভেন্ট এ।আর সেখানেও Roman Reigns তার টাইটেল রিটেইন করবে।

12. Wrestling Observer Newsletter থেকে তথ্য অনুযায়ী জানা গেছে যে,Former UFC Fighter এবং Ultimate Fighter Veteran Matthew আগামী ফেব্রুয়ারিতে WWE এর সাথে কাজ করবেন।

13. Dave Bautista এর আগামী রয়্যাল রামবেল এ Return করার কথা থাকলেও তিনি Return করবেননা বলে জানিয়েছেন।আর এর কারন হল Dave Bautista এর আগামী বছরের জানুয়ারীতে Guardians of Galaxy 2 এর শুটিং আছে।তাই তিনি Return করতে পারছেননা।

14. Daniel Bryan বলেছেন যে তিনি এখনো স্টিল WWE তে Return করতে এবং তাছাড়া Doctor বলেছে যে তিনি এখন ক্লিয়ার।তিনি যে কোন সময় WWE তে Return করতে পারেন।

15. Social Media তে অনেকদিন ধরে Paige এবং Alundra Blayze এর সাথে ফিউড চলছে।এদিকে The Mirror কে দেওয়া এক সাক্ষাতকার এ Paige বলেন যে তিনি Alundra Blayze এর সাথে প্রোগ্রাম এ কাজ করতে রাজি আছেন।

•• WWE লেটেস্ট নিউজ : 15 Nov, 2015 ••

আসল নাম

Brock Edward Lesnar

জন্মদিন

১২ জুলাই, ১৯৭৭

জন্মস্থান

ওয়েবস্টার, দক্ষিণ ড্যাকতার, US

বাসস্থান

মোসোমিন, ক্যানাডা

উচ্চতা

৬ ফুট ৩ ইঞ্চি (১.৯১ মি)

ওজন

১৩০ কেজি (২৮৬ পাউন্ড)

ট্রেনারস

Brad Rheingans, Curt Hennig, Dean Malenko, Doug Basham, Nightmare Danny Davis

অভিষেক

অক্টোবর মাস, ২০০০ সাল


রেসলিং জগৎে বিধ্বংশী রেসলার হিসেবেই ব্রক লেসনারের পরিচয়, যাকে আমরা "দ্যা বিস্ট ইনকারনেট" ব্রক লেসনার নামে চিনি। প্রতিপক্ষের কাছে যেন আতঙ্কের নাম ব্রক লেসনার। শুধু রেসলার হিসেবেই নয় MMA ফাইটার এবং American Football Player হিসেবেও লেসনারের স্বীকৃতি রয়েছে। 

কলেজিয়েট রেসলিং এ লেসনার এর ক্যারিয়ার উজ্জ্বল ছিল, সেখানে ২ বছরে সে Heavyweight চ্যাম্পিয়নশিপসহ মোট ৫টি টাইটেল জিতেছে। প্রফেশনাল রেসলিং ক্যারিয়ারে সে IWGP Heavyweight চ্যাম্পিয়নশিপ, OVW Southern Tag Team চ্যাম্পিয়নশিপ, WWE/World Heavyweight চ্যাপিয়নশিপ জিতেছে। লেসনার হলেন পাঁচ বারের WWE চ্যাম্পিয়ন এবং ৩ বারের ইউনিভার্সাল চ্যাম্পিয়ন। তিনিই ইতিহাসের একমাত্র NCAA, UFC এবং WWE চ্যাম্পিয়নশীপ উইনার। 

ব্রক তাঁর প্রো রেসলিং ক্যারিয়ারে কখনও একই বছরে যত ম্যাচে জিতেছেন, তার চেয়ে বেশি হারেননি। তিনি কখনো মিডকার্ডেও যাননি। তিনি সর্বদা মেইন ইভেন্টার ছিলেন এবং আছেন কারণ লেসনার Is Money! WWE তে যেসব শো এবং PPV এ ব্রক কে ফিচার করা হয়েছে তার অধিকাংশই সুপারহিট রেটিং পেয়েছে। তিনি ইতিহাসের বিরল রেসলার যিনি ৩০০+ ওজন নিয়েও Shooting Star Press, Moonsault ইত্যাদি বিপদজনক মুভ ব্যবহার করতেন।

BROCK LESNAR : ব্রক লেসনার


● ডার্ক ম্যাচে NxT চ্যাম্পিয়ন Finn Balor হারায় The Ascension-এর Viktor কে।

── এই সপ্তাহের Smackdown কিক-অফ করে The Wyatt Family. তারা রিঙে আসে এবং Bray Wyatt মাইক নেয় এবং The Brothers of Destruction-কে নিয়ে প্রোমো কাট করে। এরপর Kane ও The Undertaker কে চ্যালেঞ্জ করে তার ফ্যামিলির যেকোন দুজন সদস্যের সাথে ম্যাচ খেলার জন্য Survivor Series-এ। Fandango এর মিউজিক বেজে উঠে। Fandango vs. Braun Stroman ম্যাচ সেট করে হয় এবং আরও ঘোষণা করা হয় আজ ট্যাগ টিম ম্যাচে Erick Rowan ও Luke Harper এর মুখোমুখি হবে The Usos.

♦ WWE SmackDown রেজাল্ট, ১২ নভেম্বর ২০১৫


১) Seth Rollins এর Knee সার্জারি সফল ভাবে শেষ হয়েছে কিন্তু Dr.Dugus জানিয়েছেন যে ৬-৯ মাস এখোনো লাগবে রলিন্সকে পুরোপুরি রিং সেপ এ আনার জন্য। 


২)  Seth Rollins এর অনুপস্থিতে WWE বর্তমানে রেটিং সংকটে পড়েছে।তাই WWE প্ল্যান করছে যে John Cena এবং Brock Lesnar কে খুব শীঘ্রই রিটার্ন করাতে।আর এদিকে Toyota Centre তাদের Twitter এ ঘোষনা করেছে যে Brock Lesnar এ আগামী জানুয়ারীর এর ৮ তারিখ Houston,Texas এ Live event এ রিটার্ন করতে পারে।

•• WWE লেটেস্ট নিউজ : 12 Nov, 2015 ••


এই সপ্তাহেই Seth Rollins এর ACL, MCL ও Medial Meniscus-এর জন্য সার্জারি করা হয়েছে যা সফলভাবে সম্পন্ন হয়েছে। 

Dr. Jeffrey Dugas জানিয়েছে এটি খুবই বড় ধরনের একটি ইনজুরি কারন তার হাঁটুর ভিতর খুব খারাপভাবেই চিঁড়ে গিয়েছে। Dugas আরও জানায়, ইনজুরিটি সফলভাবে সম্পন্ন হওয়াটা তাদের জন্য খুব বড় একটি প্রাপ্তি, কিন্তু ঠিকমতো চলাফেরা করার জন্য Rollins-কে অন্তত ৬-৯ মাস অপেক্ষা করা লাগবে।

– অন্যদিকে সার্জারি সম্পন্ন হওয়ার পর Rollins তার পার্সোনাল ফেসবুক পেজে জানিয়েছেঃ
"সবাই অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা সমর্থন করেছেন। এটা আমার জন্য অনেক কিছু। সার্জারি সম্পন্ন হয়েছে এবং আমি উন্নতিও করছি। প্রতিটা দিনই এখন সামনে এগিয়ে যাওয়ার। আপনারা আমাকে মিস করার আগেই আমি ফিরে আসবো "

ক্রেডিট : Rakib Rayan Protik


☻ সফলভাবে সম্পন্ন হল Seth Rollins এর সার্জারি

আজ ১০ নভেম্বর, WWE সুপারস্টার "Ryback" এর ৩৪তম জন্মদিন এবং সেই সাথে WWF/E এর লিজেন্ডারী রেসলার ও WWF/E সুপারস্টার Randy Orton এর বাবা "Bob Orton Jr." এরও ৬৫তম জন্মদিন। 



১৯৮১ সালের আজকের দিনে আমেরিকার লাস ভেগাস, নেভাডায় জন্মগ্রহন করেন ""The Big Guy"" খ্যাত রাইব্যাক। তার আসল নাম Ryan Allen Reeves। 

☻ শুভ জন্মদিন Ryback এবং Bob Orton!

আসল নাম

Glenn Thomas Jacobs

জন্মদিন

২৬ এপ্রিল, ১৯৬৭

জন্মস্থান

Torrejón de Ardoz, Spain

বাসস্থান

Knoxville, Tennessee, US

উচ্চতা

৭ ফুট (২.১৩ মি)

ওজন

১৪৭ কেজি (৩২৩ পাউন্ড)

ট্রেনারস

Dean Malenko, Ray Candy

অভিষেক

১৮ জুন, ১৯৯২


কেইন! নাম শুনলেই প্রথমেই যে প্রতিমূর্তির চিন্তা সবার মনে উদয় হয় তা হল ভয়ঙ্কর মাস্ক পড়া, কোঁকড়ানো চুল ওয়ালা ৭-ফুটের এক বিশাল দৈত্য যে কিনা ১৯৯৭ সাল হতে এখন অবধি সবার মনে শয়তানের প্রিয় দৈত্য হিসেবে রাজত্ব করে চলেছে। গ্লেন জ্যাকব হলেন একজন আমেরিকান রেসলার। জ্যাকব তার রিং নেম কেইন হিসেবেই অধিক পরিচিত।

WWE তে কেইন হিসেবে তার অভিষেক আর পাঁচটা রেসলারের মতন ছিল না, সে ডেবিউ করেছিল আরেক কিংবদন্তী তাঁর সতীর্থ আন্ডারটেকারের ভাই হিসেবে। সে ডেবিউ করেই তার অনন্য শক্তি এবং দাপটের কথা সবাইকে জানিয়ে দেয়, সে প্রমাণ করে যে সে WWE তে হারিয়ে যাবার জন্য আসেনি, বরং এসেছে অনেক বছর পর্যন্ত WWE-এ রাজত্ব করার জন্য। ২ বারের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্লেইন থমাস জ্যাকোবস সম্পর্কে চলুন কিছু জেনে নেওয়া যাক।

KANE : কেইন


এই সপ্তাহের RAW কিক-অফ করে Triple H. তার মিউজিক হিট করে এবং সে রিঙের দিকে আসতে থাকে, WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপকে রিঙে দেখা যায়। সে Seth Rollins’র ইনজুরি নিয়ে কথা বলে। 

এরপর সে জানায় Rollins এখন আর চ্যাম্পিয়ন নেই, তাই আজ একটি নতুন টুর্নামেন্ট শুরু হবে যার মাধ্যমে নতুন চ্যাম্পিয়ন Crown করা হবে। দর্শক বিশাল জোরে “Thank You Rollins” চ্যান্ট করতে থাকে। Roman Reigns রিঙে আসে। Triple H তাকে চ্যাম্পিয়নশিপটি দেয় এবং অথরিটিতে যোগ দেয়ার জন্য অফার করে। Reigns তার অফার ফিরিয়ে দেয় এবং Triple H জানায় সে Tournament এর প্রথম ম্যাচে Big Show'র মুখোমুখি হবে। 

★ WWE RAW রেজাল্ট, ১০ নভেম্বর ২০১৫


♦ সংক্ষেপেঃ




আজ প্রো-রেসলিং ইতিহাসের সেই বিতর্কিত দিন যা Montreal Screwjob নামে পরিচিত। ১৯৯৭ সালের আজকের দিনে (৯ নভেম্বর) Survivor Series-এ তৎকালীন চ্যাম্পিয়ন Bret Hart-কে বিতর্কিত মেইন ইভেন্টে হারিয়ে তৃতীয়বারের মত WWF চ্যাম্পিয়নশিপ জিতেছিল Shawn Michaels!

ম্যাচ চলাকালীন Michaels, Hart-কে Sharpshooter সাবমিশন দিলে হঠাৎ Vince McMahon রেফারী Earl Hebner-কে আদেশ দেয় ম্যাচ শেষ করার জন্য এবং Hebner ম্যাচ সমাপ্ত করে দেয় (যদিও Hart সাবমিট করেনি) এবং Michaels কে সাবমিশনের মাধ্যমে বিজয়ী ঘোষণা করে। আর এই সম্পূর্ণ ঘটনাটি ঘটেছিল Bret Hart-এর অজান্তে এবং ঘটনাটি ছিল আন-স্ক্রিপ্টেড।

স্ক্রিপ্ট অনুযায়ী ম্যাচের ফলাফল হওয়ার কথা ছিল Double Disqualification কিন্তু শেষ মুহূর্তে এসে Vince পুরো ঘটনাই বদলে দেয়। এর ফলে ২০০৫ সাল পর্যন্ত Bret Hart-কে WWE-তে দেখা যায়নি। অন্যদিকে Vince ও Shawn হয়ে যায় সকলের চোখে ঘৃণিত ব্যক্তি। অন্যদিকে এটিই ছিল Shawn-এর শেষ WWF চ্যাম্পিয়নশিপ জয়।

ক্রেডিট: Rakib Rayan Protik

ইতিহাসে আজকের দিন - Montreal Screwjob!!


  • যেহেতু সেথ রলিন্স ইঞ্জুরিতে ভুগছেন তাই ব্রক লেসনার শীঘ্রই ফিরে আসবেন যদিও কথা ছিল যে তাকে রয়েল রাম্বল এর আগে দেখা যাবেনা। ব্রক লেসনার পরের র তে উপস্থিত থাকার রুমোর শোনা যাচ্ছে।
  • স্টিং আপাতত সুস্থ আছেন এবং আন্ডারটেকার ও কেইন এর সাথে টিমআপ করতে পারেন। সারভাইভর সিরিজে দুইজন লেজেন্ড এর রিটার্ন এর রুমোর ও শোনা যাচ্ছে।
  • আপাতত সেথ রলিন্স এর পরিবর্তে সিজারো কে রাখা হয়েছে। WWE গোল্ডবার্গকে ফিরিয়ে আনার প্ল্যান করছে।
  • The Boogyman WWE এর সাথে Legend Contract এ সাইন করেছেন, বুগিম্যানকে Swerved প্রোগ্রাম এ দেখা গেছে। রিটার্ন করতে পারেন। 
  • কালকের Raw তে WWE WHC এর জন্য টুর্নামেন্ট শুরু হয়ে যাবে ।
  • আন্ডারটেকার এর রেসলমেনিয়া এর জন্য অপনেন্ট হতে পারে জন সিনা
  • মিক ফলি ভাবেন যে রেসলিং এর জন্য NXT ভালো যায়গা ।
  • Steve Austin বলেছেন যে তিনি রিটার্ন করতে পারেন রেসলমেনিয়াতে কিন্তু ব্রক এর সাথে কোন ম্যাচ খেলবেন না ।
  • Roman Reigns কে হিল টার্ন করানো হতে পারে, সারভাইভর সিরিজে রোমান এর WWE WHC হবার সম্ভাবনা বেশি ।
  • John Cena vs the Undertaker এর ম্যাচ হতে পারে Wrestlemania 32 তে ।
  • Goldberg বলেছেন যদি সে WWE টে রিটার্ন করেন তাহলে তিনি Steve Austin এর সাথে ম্যাচ খেলতে চান ।
  • Batista আর রেসলিং করবেন না বলে জানিয়েছেন ।
  • Kurt Angle বলেছেন যে তিনি Ken Shamerock এর সাথে ম্যাচ খেলতে চান যা ২০১৬ তে হতে পারে ।
  • Jim Ross বলেছেন যে Del Rio খুব শিঘ্রই ফেস টার্ন করবেন ।
  • Goldust তার রিটার্ন এর পরে IC Title ফিউডে ঢোকানো হতে পারে ।
  • Daniel Bryan এবার Dubai ভিসিট করতে পারেন ।

•• WWE লেটেস্ট নিউজ : 9 Nov, 2015 ••

আজ ৯ নভেম্বর, WWE সুপারস্টার "Chris Jericho" এর ৪৫তম জন্মদিন। ১৯৭০ সালের আজকের দিনে আমেরিকার নিউইয়র্কের লং আইল্যান্ড শহরে জন্মগ্রহন করেন "Y2J" খ্যাত Jericho. তার আসল নাম Christopher Keith Irvine.

ক্যারিয়ারে বিভিন্ন রেসলিং কোম্পানিতে খেলেছে Jericho কিন্তু তার ক্যারিয়ার গড়ে ওঠে আমেরিকান প্রো-রেসলিং কোম্পানিগুলোতেই। রেসলিং ক্যারিয়ারে Jericho এখন পর্যন্ত WWE, ECW, WCW সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতেও খেলেছেন এবং বিশেষ করে এই তিন কোম্পানিতে (WWE, ECW, WCW) মোট ৩০টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯০ সালে।

অন্য কোম্পানিগুলোর তুলনায় WWE-তে Jericho'র সাফল্যের পাল্লা ভারী। WWE-তে সে ৮টি ভিন্ন চ্যাম্পিয়নশিপ জিতেছে যার মধ্যে WCW/World চ্যাম্পিয়নশিপ জিতেছে ১বার ও World Heavyweight চ্যাম্পিয়নশিপ জিতেছে ৩বার। ইতিহাসের প্রথম Undisputed WWF চ্যাম্পিয়নশিপ (WWF ও WCW চ্যাম্পিয়নশিপ) জয় করেছে Jericho. এছাড়া সে রেকর্ড ৯বারের Intercontinental চ্যাম্পিয়ন, ১বারের European ও Hardcore চ্যাম্পিয়ন, ৫বারের World Tag Team চ্যাম্পিয়ন এবং ২বারের WWE Tag Team চ্যাম্পিয়ন।

Jericho ২০০১ সালের Queen's Cup বিজয়ী। সে নবম Triple Crown চ্যাম্পিয়ন ও চতুর্থ Grand Slam চ্যাম্পিয়ন। ২০০৮ সালে সুপারস্টার অফ দ্যা ইয়ারের জন্য জিতেছিল স্ল্যামি এ্যাওয়ার্ড। ১৯৯৯ ও ২০০০ সালে Jericho কে "Most Underrated সুপারস্টার" হিসেবে ঘোষণা করে Wrestling Observer Newsletter এবং ২০০৮-০৯ সালে তাকে ঘোষণা করে রেসলার অফ দ্যা ইয়ার হিসেবে।

২০০০ সালে Jessica -এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় Jericho. তাদের তিনটি সন্তান আছে। Jericho'র নিজস্ব ব্যান্ডদল আছে, নাম Fozzy.


ক্রেডিট: >| Bàlor Club |<

☻শুভ জন্মদিন Chris Jericho!

সম্প্রতি PWinsider.com সহ আর কয়েকটি বিস্বস্ত ওয়েব সাইট আসন্ন Survivor Series এ কোন কোন রেসলার এর চ্যাম্পিওন হয়ার সম্ভাবনা আছে, তেমন কয়েক জন রেসলার এর নাম প্রকাশ করেছে। যার মধ্যে...


নাম্বারে Roman Reings, কারন Wwe এর First Choice Roman Reings এবং Vince এর প্রিয় পাত্র। রেসেলমেনিয়ায় তাকে চ্যাম্পিয়ন করার কথা তাকলেও তা করা হয়নি তাই,এবার Survivor series হয়ত তাকে চ্যাম্প করা হতে পারে।


নাম্বারে Brock lesnar. এখন যদি ব্রক কে চ্যাম্প করা হয় তাইলে এটা বেস্ট ফর বিজনেস। যদি তিনি Survivor Series এ ব্যাক করেন।


নাম্বারে আমাদের সবার প্রিয় The Great One Daniel Bryan. PWinsider এর তথ্যানুসারে যদি তাকে চ্যাম্প করা হয় তাহলে Roman Reings কে হিল টার্ন করানু হবে এবং Bryan vs Reings ফিউড হতে পারে।


নাম্বারে The lunatic Fringe Dean Ambrose এখন যদি Dean কে চ্যাম্প করা হয় তাইলে Wwe এর জন্য ভাল + বেস্ট ফর বিজনেস। Dean কে অনেক দিন ধরে পুস দেয়ার কথা তাকলেও ভাল স্টোরি লাইনের অভাবে জন্য তা হয়নাই। এখন Dean কে পুস দেয়ার সুবর্ণ সুজোগ। আর সম্প্রতি সে দর্শক এর কাছ থেকে যেভাবে চিয়ার পায় তা আর বলার দরকার নাই। তাকে যদি চ্যাম্প করা হয় আমি সবচেয়ে বেশি খুসি হব।


•ক্রেডিট: ব্রিলিয়্যান্ট স্টুডেন্ট

 

© এবারে WWE চ্যাম্পিয়ন কে হতে পারে? -জেনে নিন


1. বর্তমানে যেহেতু Seth Rollins তার Suffers injury এর জন্য ৬ থেকে ৮ মাস রিং এর বাইরে থাকবেন।সেহেতু WWE তার বদলে কোন Major Superstar কে Return করবার জন্য প্ল্যান করছে।

2. এই সপ্তাহের Raw তে হয়ত কোন Superstar এর Return করার সম্ভাবনা রয়েছে।

3. বিখ্যাত রেসলিংবিদ Brayn Alvarez থেকে তথ্য অনুযায়ী জানা গেছে যে আসছে Survivor Series পিপিভি এর Storyline এ বড় ধরনের পরিবর্তন আসছে।

4. আশা করা যাচ্ছে যে,Roman Reigns কে আসছে Survivor Series পিপিভিতে WWE World Heavyweight Champion করানো হতে পারে।যেহেতু  Seth Rollins এর injury এর কারনে টাইটেল ব্যাকেট হয়েছে,সেহেতু তার জায়গাটি দখল করবে Roman Reigns।

5. Ranity Fair থেকে তথ্য মতে জানা গেছে যে HBO এ The Andre Giant এর Documantary নিয়ে কাজ করবে এবং তা রিলিস করবার প্ল্যান করেছে।

7. The Undertaker তার WWE তে ২৫ বছরের উদযাপন উপলক্ষে এ বছরের ডিসেম্বর এর ১০ তারিখ Smackdown এ উপস্থিত থাকবে।

8. Former WWE Superstar Boogeyman এ WWE Legend Contract এ Sign করেছেন।

9. WWE.Com কে দেওয়া এক interview তে Batista বলেন যে তিনি Wrestlemania তে The Rock এর মুখোমুখি হতে চান।

10. Jim Ross এ JrsBarBQ তে একটি নতুন ব্লক লেখেছেন যেখানে তিনি মনে করেন Seth Rollins এর injury অবস্থায় John Cena এর উচিত এ মুহূর্তে খুবই শীঘ্রই WWE তে Return করা।

11. Observer জানিয়েছে যে WWE তে Return করার আগে Tna $300,000 মিলিয়ন ডলার Offer দিয়েছিল Alberto-Del Rio কে।


ক্রেডিটঃ  Miraz Rahaman Chy

♦♦ WWE লেটেস্ট নিউজ : 8 Nov, 2015 ♦♦