1. আশা করা যায় যে, Roman Reigns এই TLC পিপিভিতে World Heavyweight Champion হতে পারবেনা।তবে এটা বলা যায়,Roman Reigns এ Tables,Ladder এবং Chair ম্যাচ এ সহজে হারবেনা।Authority এর King Barrett এবং Rusev এ Sheamus কে তার WHC টাইটেল Return করতে সাহায্যে করবে।


2. Lana খুব শ্রীঘই Return করবেন WWE Television Show তে।


3. কিছু কারনে বলা যায় যে, The Wyatt Family এ The Dudly Boys এর বিপক্ষে ফিউড করবে।তাছাড়া প্রো-রেসলিং এ D-Von এবং Dudly তারা দুইজন Braun Strowman কে WWE তে জয়েন করাতে সাহায্যে করেছে।


4. Pwinsider জানিয়েছে যে, Finn Balor এবং Baron Corbin কে WWE House Show তে সিডিউল করা হয়েছে।ব্যাকস্টেজ থেকে তথ্য মতে, Finn Balor ও Baron Corbin এ খুব শীঘ্রই মেইন রোস্টারে ডাক পেতে পারে।


5. ব্যাকস্টেজ থেকে তথ্য মতে, WWE এ Roman Reigns কে পুশ দিবে এবং ফ্যানদের যেন আকর্ষন করতে পারে সে ব্যাপারে নানা প্ল্যান করা হয়েছে।এছাড়া WWE এখনো স্টিল যে Roman Reigns কে Carry করে WM32 এ World Heavyweight Champion জিতানো হবে।


6. Cesaro এর Shoulder Surgery সম্পন্ন হয়েছে।


7. Kurt Angel ঘোষনা করেছেন যে,তিনি Tna থেকে রিটায়ার করবেন আগামী ২০১৬ সালের U.K Tour এ।


8. Talksports কে দেওয়া এক সাক্ষাতকার এ Dudly Boys বলেছেন যে তারা Nxt তে রেসলিং করতে রাজি আছেন।


9. Brock Lesnar সম্ভবত আগামী ডিসেম্বরের ২১ তারিখের Raw তে Slammy Award Show তে Return করতে পারেন।


10. Stephanie Mcmahon এতদিন Eisenhower Fellowship এর জন্য ব্যস্ত ছিলেন।Observer বলছে Stephanie Mcmahon আগামী সবগুলো Raw তে উপস্থিত থেকে থাকবেন।


11. Observer বলছে Money in the Bank ইভেন্ট আগামী বছর অনুষ্ঠিত হবে MGM Arena,Las Vegas,Nevada তেl


12. বিখ্যাত রেসলিংবিদ Dave Meltzer বলেছেন যে এ পযর্ন্ত করা Wrestlemania32 এর সকল ম্যাচ এর প্ল্যান বাতিল করা হয়েছে।


13. Former Wrestler WWE এবং EcW Superstar Justin Credible প্রো-রেসলিং থেকে রিটায়ার করেছেন ৪২ বছর বয়সে।রিটায়ার করার আগে তিনি তার শেষ ম্যাচ এ Tommy Dreamer এর বিপক্ষে Hardcore ম্যাচ খেলেন।আর তার দীর্ঘ ২৩ বছরের রেসলিং ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটান।


14. Pwinsider বলছে যে Sting এর Wrestlemania32 এ উপস্থিত থাকার কোন সম্ভাবনা নেই।


15. Pro Wrestling Sheet থেকে তথ্য মতে, Former Nxt Tag Team Champion Wesley Blake কে বেপরোয়া দ্রুত গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে।


•ক্রেডিট: Miraz Rahaman Chy



•• WWE লেটেস্ট নিউজ, ২৮ নভেম্বর ২০১৫ ••



• আগের RAW ছিল ১৯৯৭ সালের পরে সবচেয়ে লোয়েস্ট রেটিং পাওয়া RAW (2.16)!!!

• Hell in a Cell পিপিভির আগের RAW ছিল ১৯৯৬ সালের পর সবচেয়ে কম দর্শক আসা RAW!!!

•Survivor Series পিপিভির আগের Smackdown ইতিহাসে সর্বপ্রথম ৫০০০+ সিট ফাঁকা পড়ে ছিল!!!

•অক্টোবর মাসের ১৯ তারিখের RAW ছিল 2012 সালের আগে তিন ঘন্টা RAW হবার পর সবচেয়ে কম রেটিং পাওয়া RAW.

•2015 সালে প্রায় ৪ বছর পর 2.50 এর নিচে RAW রেটিং পেয়েছে

•যেখানে প্রতিবছর একবার না একবার একটা RAW 5.00 পায় এইবছর কোন RAW তা পায়নি

•এইবছরের Smackdown এর রেটিং কে সর্বপ্রথম হারাল TNA এর Bound for Glory পিপিভি!!!

•এইবছরের Smackdown বিগত বছর গুলোর চাইতে সবচেয়ে বাজে হয়েছে এখন পর্যন্ত এই বছরে মাত্র ২ বার Smackdown এ No DQ ম্যাচ হয়েছে

•এই বছরে RAW এবং Smackdown এ Fake Crowd ব্যবহার করা হয়েছে অত্যাধিক ভাবে

•এই বছর RAW বাজে হওয়ায় Chicago এর কিছু দর্শক এরিনার বাইরে বিক্ষোভ করেছে!

•এই বছরের প্রায় প্রতিটা পিপিভির মাঝের ২য় এবং ৩য় RAW বাজে হয়েছে ১ম ও ৪র্থ RAW ভাল হয়েছে মোটামুটি

উপরের কথা গুলো দেখে চমকে যাবারই কথা! 

আরো অনেক রেকর্ড আছে, যদিও এগুলো গর্বের রেকর্ড না এইরকম হবার পেছনে আসলে কোন রেসলার কে দোষারোপ করা যায়না সকল দোষ হল Vince এবং তার গাঞ্জাখোর স্ক্রিপ্ট রাইটারদের দর্শক যাকে চায় তাকে মিড কার্ডে রেখে দেয় এবং যে যোগ্য নয় তাকে পুশের উপরে রাখা হচ্ছে ফালতু স্টোরিলাইন এবং প্রেডিক্টেড ম্যাচ এর ফলে প্রতিটা RAW দেখা দুর্বিষহ হয়ে উঠেছে কোন টুইস্ট কিংবা এক্সাইটমেন্ট নেই রেসলারদের অনাকাঙ্ক্ষিত ইঞ্জুরি তাতে বাড়তি সমস্যা এড করছে দর্শকদের ৪০% ইচ্ছা পুর্ণ হয়েছে এইবছর যা অন্যান্য বছরের তুলনায় খারাপ তবুও এই বছর অনেক ঐতিহাসিক ম্যাচ হয়েছে আর যে পিপিভি একবার ভাল হয়, সেই পুরো পিপিভি ভাল হয় কিন্তু বেশিরভাগ সময় তা ভাল হচ্ছে না রেসলারদের ভালমত বুকিং করা হচ্ছে না, তাদের ফালতু ইউজ করা হয়েছে

Vince এইগুলা কোন কর্ণপাত করছে না, আর প্রতিনিয়ত মানুষের গালি খাইতেছে তারপর কোন ভ্রুক্ষেপ নেই দর্শক দের সাথে জোড়াজুড়ি করা হচ্ছে যার ফলে প্রায়ই WWE দর্শক হারাচ্ছে আসলে WWE কে টক্কর দেবার মত কেউ নেই তাই তারা বিষয়টিকে গুরত্ব দিচ্ছেনা IWC (Internet Wrestling Community) এর প্রায়ই ৭০% এখন WWE এর প্রতি উদাসীন যারা দুই-এক বছর ধরে রেসলিং দেখেন তাদের এই বিরাট সমস্যা বোধগম্য হচ্ছেনা, তারা তাদের প্রিয় রেসলারের জন্য রেসলিং দেখেন তাই যারা একটু আগে থেকে WWE সম্পর্কে জানেন তারা এই প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়ে চিন্তায় আছেন

আশাকরি WWE তাদের ভুল গুলো শুধরে নিবে সম্প্রতি WWE এর বিপক্ষে ফেসবুক এ পেজ গুলো কে আনপাবলিশড করার ঘটনা শোনা যাচ্ছে Vince যদি ফ্যানদের বিপক্ষে যায় তাহলে সে নিজেই নিজের সর্বনাশ ডেকে আনবে।

ক্রেডিটঃ  Atik Shahrear Ananto

WWE এর জনপ্রিয়তা আস্তে আস্তে নিম্নমুখী?


(১) আজকে WWE Superstar এবং প্রাক্তন Raw General Manager Brad Maddox কে WWE রিলিস করে দিয়েছে।এর কারন হল এই সপ্তাহের Smackdown Tv Taping এ Brad Maddox এ R-truth এর বিপক্ষে খেলার আগে একটি Pre-match প্রমো কাটেন '' Cocky apricks'' নিয়ে যেখানে তিনি কিছু খারাপ ভাষা ব্যাবহার করেন।যার ফলে কোম্পানির অনেকে তার প্রতি হতাশ হয়েছেন।তাই WWE সিদ্ধান্ত নিয়েছে তাকে রিলিস করে দেয়ার।

•• WWE লেটেস্ট নিউজ অ্যান্ড ইঞ্জুরি রিপোর্ট ••


• আজকের Smackdown কিক-অফ করে Roman Reigns প্রমো এর মাধ্যমে। সেই সময় রিং এ table এবং Ladder ও Chair সেট ছিল এবং Roman Reigns এর প্রমোতে বাধা দেয় Sheamus। এদিকে Roman Reigns এ Sheamus কে রিং এ আসতে বলে। কিন্তুু Sheamus তাকে নিয়ে হাসতে থাকে। Roman Reigns বলে যে সে প্রমিয করেছে যে TLC পিপিভিতে সে তার টাইটেল ব্যাক করবে। 

• WWE SmackDown রেজাল্ট, ২৫ নভেম্বর ২০১৫



Nashville, Tennessee এ অনুষ্ঠিত আজকের RAW এর কিক-অফ করেন
HHH ও Stephanie - The Authority !!!

HHH বলতে থাকে যে আমাদের জীবন "Opportunity" দ্বারা ঘেরা ; আমরা এসব "Opportunity" দেখি এবং মিস করি । Romanও মিস্ করেছে ; সেজন্য সে আজ WWE WH Champ. নয় এবং সে আর "opportunity" পাবেনা ।

•• WWE Raw রেজাল্ট, ২৪ নভেম্বর ২০১৫


এবারের সারভাইভর সিরিজের অপেনিং এ টেকারের ২৫ বছর পূর্তি ও তার সাথে ওয়ায়েটের ফিউডের একটা ভিডিও দেখানো হয়। পরে WWE World HeavyWeight Championship tournament কে মেনশন করা হয়। আর এরপরেই pyro hit হয় ও মাইকেল কোল আমাদের স্বাগতম জানিয়ে মেইন শোতে নিয়ে আসেন।

WWE Survivor Series রেজাল্ট, ২৩ নভেম্বর ২০১৫


আজকে থেকে ২৫ বছর আগে এই দিনে Debut হয়েছিল "The God Of Wrestling, The Phenom,The Deadman,The American Bad-ass,The Lord Of Darkness, The Demon Of Death Valley, The Last Outlaws, The Master Of Mind Games,The Reaper-THE UNDERTAKER" এর। Survivor Series 1990 তে Traditional Survivor Series Match এ The Million Dollar Team এর মেম্বারর হিসেবে তার ডেবিউ হয়। 

আজকে টেকারের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি হল!