1. আশা করা যায় যে, Roman Reigns এই TLC পিপিভিতে World Heavyweight Champion হতে পারবেনা।তবে এটা বলা যায়,Roman Reigns এ Tables,Ladder এবং Chair ম্যাচ এ সহজে হারবেনা।Authority এর King Barrett এবং Rusev এ Sheamus কে তার WHC টাইটেল Return করতে সাহায্যে করবে।
2. Lana খুব শ্রীঘই Return করবেন WWE Television Show তে।
3. কিছু কারনে বলা যায় যে, The Wyatt Family এ The Dudly Boys এর বিপক্ষে ফিউড করবে।তাছাড়া প্রো-রেসলিং এ D-Von এবং Dudly তারা দুইজন Braun Strowman কে WWE তে জয়েন করাতে সাহায্যে করেছে।
4. Pwinsider জানিয়েছে যে, Finn Balor এবং Baron Corbin কে WWE House Show তে সিডিউল করা হয়েছে।ব্যাকস্টেজ থেকে তথ্য মতে, Finn Balor ও Baron Corbin এ খুব শীঘ্রই মেইন রোস্টারে ডাক পেতে পারে।
5. ব্যাকস্টেজ থেকে তথ্য মতে, WWE এ Roman Reigns কে পুশ দিবে এবং ফ্যানদের যেন আকর্ষন করতে পারে সে ব্যাপারে নানা প্ল্যান করা হয়েছে।এছাড়া WWE এখনো স্টিল যে Roman Reigns কে Carry করে WM32 এ World Heavyweight Champion জিতানো হবে।
6. Cesaro এর Shoulder Surgery সম্পন্ন হয়েছে।
7. Kurt Angel ঘোষনা করেছেন যে,তিনি Tna থেকে রিটায়ার করবেন আগামী ২০১৬ সালের U.K Tour এ।
8. Talksports কে দেওয়া এক সাক্ষাতকার এ Dudly Boys বলেছেন যে তারা Nxt তে রেসলিং করতে রাজি আছেন।
9. Brock Lesnar সম্ভবত আগামী ডিসেম্বরের ২১ তারিখের Raw তে Slammy Award Show তে Return করতে পারেন।
10. Stephanie Mcmahon এতদিন Eisenhower Fellowship এর জন্য ব্যস্ত ছিলেন।Observer বলছে Stephanie Mcmahon আগামী সবগুলো Raw তে উপস্থিত থেকে থাকবেন।
11. Observer বলছে Money in the Bank ইভেন্ট আগামী বছর অনুষ্ঠিত হবে MGM Arena,Las Vegas,Nevada তেl
12. বিখ্যাত রেসলিংবিদ Dave Meltzer বলেছেন যে এ পযর্ন্ত করা Wrestlemania32 এর সকল ম্যাচ এর প্ল্যান বাতিল করা হয়েছে।
13. Former Wrestler WWE এবং EcW Superstar Justin Credible প্রো-রেসলিং থেকে রিটায়ার করেছেন ৪২ বছর বয়সে।রিটায়ার করার আগে তিনি তার শেষ ম্যাচ এ Tommy Dreamer এর বিপক্ষে Hardcore ম্যাচ খেলেন।আর তার দীর্ঘ ২৩ বছরের রেসলিং ক্যারিয়ারের পরিসমাপ্তি ঘটান।
14. Pwinsider বলছে যে Sting এর Wrestlemania32 এ উপস্থিত থাকার কোন সম্ভাবনা নেই।
15. Pro Wrestling Sheet থেকে তথ্য মতে, Former Nxt Tag Team Champion Wesley Blake কে বেপরোয়া দ্রুত গাড়ি চালানোর জন্য গ্রেপ্তার করা হয়েছে।
•ক্রেডিট: Miraz Rahaman Chy