Kevin Owens......প্রো রেসলিংয়ে এক ভয়ংকর নাম।দীর্ঘ ১৬ বছর ধরে রেসলিং করে আসা এই রেসলারটা একটা বিশেষ উপাধি পেয়েছে আর সেটা হল "Wrestling's Worst Nightmare"।এই খেতাবটা দিয়ে বুঝা যায় যে এই রেসলারটা কত ভয়ংকর!!অবশ্য WWE এর Main Rosterএ ডেবিউ করার পর তার এই খেতাবটাকে অনেকটা ফালুদা বানায় দেয়া হয় "ছিচকে চোর" টাইপ গিমিক দিয়ে। 

★Kevin Owens : ভবিষ্যতে WWE এর "Big Thing"? ★


(১) December এর ১৪ তারিখ RAW তে কিংবা Christmas এর আগের RAW তে রিটার্ন করবেন John Cena

(২) Daniel Bryan এর ইঞ্জুরি অনেকটাই সেরে গিয়েছে। কিন্তু কোম্পানি তার আসার দিন ঠিক করেনি তবে এখনো তার রেস্টের প্রয়োজন।

•• WWE লেটেস্ট নিউজ, ৪ ডিসেম্বর ২০১৫ ••


• আজ SmackDown কিক অফ করেন Roman Reigns, Dean Ambrose এবং The Usos'রা। তারা রিং'এ এসে টিম "League of Nations"কে ডাকতে থাকেন! তারা এন্ট্রি করেন এবং ৮ জনের মেইন ইভেন্ট ম্যাচ আজ রাতের জন্য সেট করে! কিন্তু নিউ আসে এবং তারা বলে The Usos এবং Ambrose তাদের বিপক্ষে ম্যাচ খেলবেন এবং রোমান মেইন ইভেন্টে একাই লড়বেন! 

◘ WWE SmackDown রেজাল্ট, ২ ডিসেম্বর ২০১৫


আসল নাম: নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ

জন্মদিন: জুলাই ২৭, ১৯৮০

জন্মস্থান: ক্লিভল্যান্ড, ওহিও, US

বাসস্থান: ফিনিক্স, অ্যারিজোনা, US

ট্রেনার(স): FCW, OVW (ও অন্যান্য)

উচ্চতা: ৬ ফুট (১.৮৩ মি)

ওজন: ২১৩ পাউন্ড (৯৭ কেজি)

অভিষেক: নভেম্বর ২০০৪। 


নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ (Nicholas Theodore "Nick" Nemeth) হলেন একজন আমেরিকান পেশাদার রেসলার, যাকে আমরা তার রিং নাম ডলফ জিগলার নামে চিনি। ১৯৮০ সালের ২৭ শে জুলাই অ্যামেরিকার ক্লিভল্যান্ড, ওহিও তে জন্মগ্রহন করা এই রেসলার বর্তমানে ডাব্লিউডাব্লিউই (WWE) এর সাথে চুক্তিবদ্ধ আছে। জিগলার হলেন দুই বারের ওয়ার্ল্ড হেভিওয়েট, ৪ বারের ইন্টারকন্টিনেন্টাল এবং একবারের US চ্যাম্পিয়নশিপ জয়ী রেসলার। 

DOLPH ZIGGLER : ডলফ জিগলার


আজকের Raw শুরু হয় দর্শকদের উদ্দেশ্যে বিগ E এর হ্যালো তথা The New Day -এর এন্ট্রান্স দিয়ে। তারা কিছুটা ভাঁট বকে রোজকার মতো। বকা শেষ হলে তারা নতুন WWE WH চ্যাম্পিয়ন শেইমাসের উদ্দেশ্যে ওয়ার্ম ওয়েলকাম করার জন্য দর্শকদেরকে অনুরোধ করে, শেইমাস শ্যুট-ব্যুট পরে আসে এবং দর্শকদের দ্বারা "YOU LOOK STUPID" চ্যান্টে অপমানিত হয়। 

শেইমাস অথরিটিতে জয়েন না করার জন্য রোমান রেইন্সকে ধন্যবাদ জানায়।  সে রোমানের ৫ মিনিট ১৫ সেকেন্ড টাইটেল রিটেইন করা নিয়ে একটা দারুন জোক মারে, "You can forget you about your Austin 3:16 because Sheamus 5:15 just kicked your arse!" 

এইভাবে প্রোমো প্রায় শেষ হয়ে যাচ্ছিল কিন্তু রোমান হঠাৎ চলে আসে এবং শেইমাসকে অ্যাটাক করে এবং শেইমাসের উপরে কতৃত্ব ফলিয়ে প্রোমো শেষ করে। 

♠ Dolph Ziggler vs. Tyler Breeze

♦ Winner(s) :  Dolph Ziggler

♠ Ryback vs. Rusev

♦ Winner(s) :  Ryback (কাউন্টআউটের মাধ্যমে)

♠ The Dudley Boyz & Tommy Dreamer vs. The Wyatt Family

♦ Winner(s) :  নো কন্টেস্ট। 

♠ WWE United States Champion Alberto Del Rio vs. Goldust

♦ Winner(s) :  Alberto Del Rio

♠ The Lucha Dragons vs. The Usos (No. 1 Contenders match)

♦ Winner(s) :  নো কন্টেস্ট। 

♠ Sasha Banks vs. Brie Bella

♦ Winner(s) :  Sasha Banks
 
♠ Roman Reigns vs. Sheamus (WWE World Heavyweight Title ম্যাচ)

♦ Winner(s) :  Roman Reigns (DQ -এর মাধ্যমে), শেইমাস টাইটেল রিটেইন করলো।  

♠ WWE Divas Champion Charlotte vs. Becky Lynch

♦ Winner(s) :  Charlotte

♠ Roman Reigns, Dean Ambrose & The Usos vs. League of Nations (WWE World Heavyweight Champion Sheamus, WWE United States Champion Alberto Del Rio, King Barrett & Rusev) & The New Day (Big E, Kofi Kingston & Xavier Woods)

♦ Winner(s) :  League of Nations & The New Day

ম্যাচের পরে রুসেভ ডিন অ্যামব্রোজকে অ্যাটাক করে। রোমান রেইন্স ডেল রিও কে মারতে যায় কিন্তু 'লিগ অফ নেশন' এবং 'দ্যা নিউ ডেই'  রোমানের সুপারম্যান পাওয়ারের কাছেও ভারী পরে। শেইমাস এই সুযোগে রোমানকে একটা জোরদার ব্রোজ কিক দেয়। রুসেভ ও ব্যারেট শেইমাসকে কাধে চাপিয়ে সম্মান দেয়।  'লিগ অফ নেশন' এবং 'দ্যা নিউ ডেই' তাদের টাইটেল সহ সেলিব্রেশনে যোগ দেয়। 

কমেন্টেটাররা আজকের Raw তে মেজর ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে জানায় এবং নতুন হিল রাজত্বের ইঙ্গিত দিয়ে এইভাবেই আজকের Raw শেষ হয়। 

♦ WWE Raw শর্ট রেজাল্ট, ১ ডিসেম্বর ২০১৫


একজন টিম ওয়ার্কার এবং ইন রিং সম্পন্ন রেসলার ক্রিশ্চিয়ান বর্গাকার রিং-এ যেন এক শৈল্পিক কায়দায় রেসলিং করতেন! অধিকাংশ সময়ই তিনি হিল রেসলার হিসেবে ক্যারিয়ারটা পার করে এসেছেন!  তার মনোমুগ্ধকর ফাইটং স্কিল, হিল হিসেবে ক্রাউডদের কাছ থেকে হিট আদায় করা যেন তার বাঁ হাতের খেলা!  এজন্যই তিনি ক্যাপ্টেইন কারিশমা ক্রিশ্চিয়ান! সম্ভবত তিনি রেসলিং রিং থেকে রিটায়ার করেছেন! ক্রিশ্চিয়ানের রিং কারিশমা সত্যিই আমরা মিস করবো! অনেক শুভেচ্ছা রইল ক্রিশ্চিয়ান! 

☻আজ ক্রিশ্চিয়ানের ৪২তম জন্মদিন।