(১) চলতি মাসের 19 তারিখে Inglewood, California তে অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে রিটার্নিং Brock Lesnar এর অপোনেন্ট হবেন Alberto Del Rio।
ঐ লাইভ ইভেন্টে ফিক্সড 3টি বিগ ম্যাচ হল:
- WWE WH Championship: Sheamus (c) vs। Roman Reigns
- US Championship: Alberto Del Rio (c) vs। Brock Lesnar
- IC Championship: Kevin Owens (c) vs। Dean Ambrose
উল্লেখ্য যে এ লাইভ ইভেন্ট Shemaus, ADR এবং K।O।কে যথাক্রমে WWE WH Champ। , US Champ। এবং IC Champ। হিসেবে ফিচার করা হয়েছে । এর অর্থ TLC PPVতে Sheamus, ADR এবং K.O. কেউই তাঁদের টাইটেল হারাবেননা - এটা মোটামুটি শিওর ।