(১) চলতি মাসের 19 তারিখে Inglewood, California তে অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে রিটার্নিং Brock Lesnar এর অপোনেন্ট হবেন Alberto Del Rio

ঐ লাইভ ইভেন্টে ফিক্সড 3টি বিগ ম্যাচ হল:

  1. WWE WH Championship: Sheamus (c) vs। Roman Reigns
  2. US Championship: Alberto Del Rio (c) vs। Brock Lesnar
  3. IC Championship: Kevin Owens (c) vs। Dean Ambrose

উল্লেখ্য যে এ লাইভ ইভেন্ট Shemaus, ADR এবং K।O।কে যথাক্রমে WWE WH Champ। , US Champ। এবং IC Champ। হিসেবে ফিচার করা হয়েছে । এর অর্থ TLC PPVতে Sheamus, ADR এবং K.O. কেউই তাঁদের টাইটেল হারাবেননা - এটা মোটামুটি শিওর ।

•• WWE লেটেস্ট নিউজ, ১১ ডিসেম্বর ২০১৫ ••


আজ ১১ ডিসেম্বর, সাবেক WWE সুপারস্টার ও অন্যতম সেরা হাই-ফ্লায়িং রেসলার "Rey Mysterio" এর ৪১তম জন্মদিন। ১৯৭৪ সালের আজকের দিনে আমেরিকার স্যান দিয়েগোর চুলা ভিস্তায় জন্মগ্রহন করেন "Master of the 619" খ্যাত এই ফ্রি-স্টাইল হাই-ফ্লাইয়ার । তার আসল নাম Oscar Gutierrez.


রেসলিং ক্যারিয়ারে Rey এখন পর্যন্ত WWE, AAA, ECW, ও WCW সহ বিভিন্ন রেসলিং কোম্পানিতে খেলেছেন এবং মোট ১8টিরও বেশি ভিন্ন প্রো-রেসলিং চ্যাম্পিয়নশিপ জিতেছে। সে রেসলিং জগতে পদার্পণ করে ১৯৯৬ সালে।

☻শুভ জন্মদিন Rey Mysterio!

 

আসল নাম

Bryan Lloyd Danielson

জন্মদিন

২২ মে, ১৯৮১

জন্মস্থান

এবেরডিন, ওয়াশিংটন, US

বাসস্থান

ফিনিক্স, এরিজোনা, US

উচ্চতা

৫ ফুট ১০ ইঞ্চি (১.৭৮ মি)

ওজন

৯৫ কেজি (২১০ পাউন্ড)

ট্রেনারস

William Regal, TWA, Shawn Michaels

অভিষেক

৪ অক্টোবর, ১৯৯৯


বাচ্চা বাচ্চা চেহারা, ছোটো খাটো দেহের গঠন, উচ্চতাও তেমন একটা না, শরীরে নেই কোনো ট্যাটু, ড্রেসাপ ও তেমন আহামরী না, পূর্বপুরুষরা নেই রেসলিং এ। এই ব্যক্তি আবার রেসলার হবেন কিভাবে? আমি বলছি PG এরার সেরা এবং ইতিহাসের অন্যতম সেরা টেকনিক্যাল রেসলার Bryan Lloyd Danielson এর ব্যাপারে, বর্তমান রেসলিং এর অন্যতম সেরা এই টেকনিক্যাল রেসলার হলেন ফর্মার WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন Daniel Bryan। 

১৯৮১ সালের ২২ মে আমেরিকার ওয়াশিংটনের এবেরডিনে জন্মগ্রহণ করেন বর্তমান প্রো-রেসলিং এর জনপ্রিয় এই রেসলার। তিনি সেই রেসলারদের মধ্যে অন্যতম যারা নিজেদের পুশ পুরোপুরি নিজেদের জনপ্রিয়তার বলে অর্জন করেছেন। WWE একতান্ত্রিক কোম্পানি এখানে সবাইকে সমান ভাবে মূল্যায়ন করা হয়না। তেমনি ভাবে কোণায় পড়েছিল এক হীরের টুকরো। যাকে বলা হত B+ রেসলার। তবে ট্যালেন্ট কে কখনো মাটি চাপা দিয়ে রাখা যায়না, একদিন না একদিন বেরিয়ে ঠিকই আসেই। ঠিক তেমনি বেরিয়ে আসেন এই ব্যক্তি। 

Bryan Danielson : ব্রায়েন ড্যানিয়েলসন


গতকাল অর্থাৎ ৯ ডিসেম্বর, TNA সুপারস্টার ও লিজেন্ডারি এমেচ্যুর রেসলার "Kurt Angle" এর ৪৭তম জন্মদিন ছিল, উপরে ছবিতে তার জন্মদিনে তিনি এবং তার বেস্ট ফ্রেন্ড Johnny -দেরকে সেলিব্রেট করতে দেখা যাচ্ছে। 

১৯৬৮ সালের ওই দিনে আমেরিকার প্যানসিলভ্যানিয়ার মাউন্ট লেবাননে জন্মগ্রহন করেন "Wrestling Machine" খ্যাত এই অলিম্পিক গোল্ড মেডালিস্ট। তার আসল নাম Kurt Steven Angle.

☻গতকাল ছিল Kurt Angle এর জন্মদিন।

আসল নাম

Paul Michael Levesque

জন্মদিন

২৭ জুলাই, ১৯৬৯

জন্মস্থান

Nashua, New Hampshire, US

বাসস্থান

Weston, Connecticut, US

উচ্চতা

৬ ফুট ৪ ইঞ্চি (১.৯৩ মি)

ওজন

১১৬ কেজি (২৫৫ পাউন্ড)

ট্রেনার

Killer Kowalski

অভিষেক

২৪ মার্চ, ১৯৯২


Paul Michael Levesque নামটা উচ্চারণ করলে খুব কম লোক-ই হয়তো তাকে চিনবে। কিন্তু যদি বলি Hunter Hearst Helmsley - তাহলে তাকে এক ডাকে সবাই চিনবে, Triple H! 

Triple H, WWE তে একটি ভরসার নাম। বাজে বুকিং, বাজে স্টোরিলাইন চলছে - কোথা থেকে উড়ে এসে সব ঠিক করে দিয়ে যান তিনি। একজন পারফেক্ট বিজনেসম্যান যাকে বলে, তিনি ট্রিপল এইচ। প্রো রেসলিং তাকে যেমন অনেক কিছুই দিয়েছে ঠিক তেমনিভাবে তিনি সেগুলো প্রো রেসলিংকে ফিরিয়ে দিচ্ছেন। 

"দ্যা কিং অফ কিংস", "দ্যা গেইম" নামেও যিনি পরিচিত, যিনি WWE এর COO পদে বহাল এবং বর্তমানে হাফ রিটায়ার্ড রেসলার হলেও WWEএর ইতিহাসে অন্যতম সেরা তথা সর্ব কালের সেরা রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় নিশ্চিত ভাবেই যার নাম থাকবে তিনি হলেন কিংবদন্তী রেসলার ট্রিপল এইচ। 

হাতে বিশালাকার লোহার একটি হাতুড়ি অথবা লোহার একটি মোটা চেইন দিয়ে প্রতিপক্ষকে আঘাত করেন এই ট্রিপল এইচ। আর এই কারণে সবার কাছে তিনি ভয়ঙ্কর খেলোয়াড় হিসেবেই পরিচিত। তার আসল নাম হল পল মাইকেল লেভক্স। তার আরও একটি নাম আছে আর সেটি হচ্ছে হন্টার হেরাস্ট হেলমাসলে (Hunter Hearst Helmsley)। এই নামটির শব্দ তিনটির প্রথম শব্দ “H” থাকার কারণে তাকে ট্রিপল এইচ (Triple H) বলা হয়। 

♦ ট্রিপল এইচের ব্যক্তিগত জীবন :

তিনি ব্যাক্তিগত জিবণে Nashua South High School এ পড়ালেখা করতেন এবং ১৯৮৭ সালে তিনি ঐ স্কুল থেকেই নিজের ডিগ্রি লাভ করেন। ট্রিপল এইচ এর স্ত্রীর নাম স্টেফিনা ম্যাকমোহন। ২০০০ সালে তিনি স্টেফনির সাথে সম্পর্ক তৈরি করেন এবং ২০০৩ সালের ২৫ অক্টোবর তাকে বিবাহ করেন। 

তাদের রয়েছে ৩টি কন্যা সন্তান। এদের নাম হলো : Aurora Rose Levesque (জন্মঃ 2006) Murphy Claire Levesque (জন্মঃ 2008) Vaughn Evelyn Levesque (জন্মঃ 2010)। 

ট্রিপল এইচের এর বয়স যখন ৫ বছর তখন তিনি "Chief Jay Strongbow" একটি ম্যাচ দেখেন এবং সেই ম্যাচ দেখার মাধ্যমে তিনি রেসলিং কে ভালবাসে ফেলেন। সেইদিন থেকেই তিনি নিজেকে একজন সেরা রেসলার হওয়ার ইচ্ছা নিয়ে ফেলেন।

এই কারনে তিনি মাত্র ১৪ বছর বয়স থেকেই Bodybuilding শুরু করেন। একজন সফল রেস্লার হওয়ার ইচ্ছার কারণেই তিনি শুরু থেকেই বিভিন্ন Bodybuilding Competition এও অংশগ্রহণ করা শুরু করেন। ট্রিপল এইচ একজন জিম ম্যানাজার ছিলেন। তিনি “Golds Gym” এ কাজ করতেন। তার বেতন ও খুব বেশি ছিল। তার বন্ধু Michaels এর অনুপ্রেরণাতে রেসলিংয়ে আসেন।

ট্রিপল এইচ ব্যাক্তিগত ভাবে জনপ্রিয় ব্যান্ড "Motorhead" এর অনেক বড় একজন ফ্যান। ব্যান্ডটির প্রধান Singer Lemmy তার খুব ভাল একজন বন্ধু ছিলেন। ২০১৫ সালে Lemmy মারা যান এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ট্রিপল এইচ।

ট্রিপল এইচ বিভিন্ন টিভি শো এবং চলচ্চিত্রেও অংশগ্রহণ করেছেন। যার মধ্যে রয়েছে প্যাসিফিক ব্লু, দ্যা ড্র ক্যারি শো, ইনসাইড আউট ইত্যাদি।

তিনি রেসলিং রিংএর ভেতরে হীল বা খারাপ চরিত্রে থাকলেও, বাস্তবে তিনি খুব ভালো মানুষ। WWE এর আয়ের ২০% তিনি বিভিন্ন চ্যারিটিকে দান করেন।

Triple H এর সবচেয়ে প্রিয় ড্রিংকস হল কোল্ড কফি, যদিও বিয়ার ও স্যাম্পেইনও তার অপছন্দের নয়।

♦ ট্রিপল এইচের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশ :

World Wrestling Federation (বর্তমানে WWE) তে তার ডেবিউ হয় ১৯৯৫ সালে। ২২ বছর ধরে তিনি কোম্পানিকে সার্ভিস দিয়ে যাচ্ছেন, কখনো পর্দার সামনে থেকে আবার কখনওবা পর্দার আড়ালে থেকে। এ সময়টুকুর মধ্যে তিনি WWF/E তে অনেক কিছুই অর্জন করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২৫টি চ্যাম্পিয়নশিপ যার ১৪টিই হচ্ছে World Championship।

১৯৯৭ সালে জিতেন King of the Ring টুর্নামেন্ট, ২০০২ এবং ২০১৬ সালে Royal Rumble জিতেন। WWE এর বৃহত্তম ও নাম্বার #১ ফ্ল্যাগশিপ পিপিভি Wrestlemania'র তিনি রেকর্ডসংখ্যক সাত বার হেডলাইন করেছেন। এমনকি D Generation X, Evolution, The Authority এর মত দর্শক মাতানো স্টেবল গড়েছেন এবং এগুলোকে নেতৃত্ব দিয়েছেন। 

৫ বছর বয়সে তিনি প্রথম রেসলিং দেখেন এবং ১৪ বছর বয়স থেকে বডিবিল্ডিং করা শুরু করে দেন। তিনি রেসলিং এর বেসিক শিক্ষা লাভ করেন Greenwich, Cunnecticut থেকে। বিভিন্ন বডিবিল্ডিং প্রতিযোগীতায় অংশগ্রহণ করে তিনি ১৯ বছর বয়সে হন Mr Teenage New Hampshire। ২৩ বছর বয়সে তিনি Kowalski এর রেসলিং স্কুলে প্রোফেশনাল রেসলিংয়ের প্রশিক্ষণ নিতে শুরু করেন।

পরবর্তীতে উপরিউক্ত প্রশিক্ষকের আন্ডারে থেকেই তিনি ২৩ বছর বয়সে প্রোফেশনাল রেসলিংয়ে ডেবিউ করেন, International Wrestling Federation (IWF)- নামক একটি রেসলিং কোম্পানিতে Terra Ryzing নামে। এরপরে ১৯৯৪ সালে ১ বছরের জন্য WCW এর সাথে চুক্তিবদ্ধ হন এবং চুক্তির মেয়াদ শেষ হলে তিনি WWF এর সাথে চুক্তিবদ্ধ হন এবং এভাবেই WWF/E এর সাথে তার পথচলা শুরু হয়। 

• The Kliq -এর সদস্য এবং প্রথম টাইটেল জয় :

ক্যারিয়ারের শুরুতে বেশ কিছু ফিউড জিতেন তিনি। এরপরে ১৯৯৬ সালের জুনে ঘটে এক নিদারুণ দুর্ঘটনা। Hunter, Marty Garner নামে একজনের সাথে একটি ম্যাচ খেলতেছিলেন। এমতাবস্থায়, ট্রিপ্স তার উপরে Pedigree এপ্লাই করার প্রস্তুতি নিলে Garner ভুলবশত অন্য মুভ ভেবে অন্যরকমভাবে সেল করার চেষ্টা করে এবং ফলশ্রুতিতে Garner-কে ঘাড়ের ইঞ্জুরিতে পড়তে হয়। এর জন্যে Triple H সমস্যায় পড়তে গিয়ে অল্পের জন্য বেঁচে যান। 

তৎকালীন সময়ের জনপ্রিয় স্টেবল The Kliq এর অন্যতম একজন সদস্য ছিলেন Hunter এবং ব্যাকস্টেজেও তার বেশ ক্ষমতা ছিল। এরই মাঝে ছোটখাটো একটি ঝড় বয়ে গেলেও পরে সেটি কাটিয়ে উঠেন তিনি এবং WWF তে প্রথম কোনো চ্যাম্পিয়নশিপ জিতেন, Intercontinental Championship। এই ইন্টারকন্টিনেন্টাল টাইটেলটি তিনি ১৯৯৬ সালের ২১শে অক্টোবর জিতেন। 

• ট্রিপল এইচ নাম ধারণ এবং D-Generation X :

যাই হোক, ১৯৯৭ সালে তার নাম হয় Triple H ও এখন অধিকাংশ মানুষ তাকে সেই নামেই চিনে। সেই বছরের ফাইনালে Mankind কে হারিয়ে King of the Ring টুর্নামেন্ট জিতেন তিনি। একই বছর তিনি Shawn Michaels, Chyna and Rick Rude কে সাথে নিয়ে গড়ে তোলেন রেসলিং ইতিহাসের অন্যতম স্টেবল যেটি কিনা রেসলারদের পানিশমেন্টের জন্য ব্যাপক বিখ্যাত ছিল, D-Generation X। এরপর শুরু হয় DX vs Hart Foundation স্টোরিলাইন এবং Hart Foundation এর বাকিথাকা একমাত্র মেম্বার Owen Hart কে পরাজিত করে তিনি European Championship জিতেন! 

এরপরে শুরু হয় DX [Triple H] vs The Corporation [Rock] ফিউড! তাদের মাঝে একটি "I Quit" ম্যাচ অনুষ্ঠিত যেটা ঘটনাক্রমে ট্রিপল এইচ হেরে যায় এবং ম্যাচশেষে তার বডিগার্ড বা গার্লফ্রেন্ড Chyna তাকে ধোকা দিয়ে কর্পোরেশনে যোগ দেয়। 

 প্রথম WWF চ্যাম্পিয়নশিপ জয় :

১৯৯৯ সালে, সামারস্ল্যামের পরের রাতে Mankind কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মত WWF Championship জিতেন Hunter aka Triple H। এরপরে Stephanie McMahon কে কেন্দ্র করে শুরু হয় The McMahon-Helmsley Faction যেটা পরবর্তীতে প্রায় ১৭ মাস পর্যন্ত চলে! ২০০০ সালের শুরুতে Mick Foley এর সাথে স্মরণীয় ফিউডের সূচনা হয় এবং এই ফিউডের মাধ্যমেই Hunter, Foley কে অবসরে যেতে বাধ্য করেন। এর আগে তিনি নিজেকে The Game নামে পরিচিত করেন। 

 'দ্যা গেম' নামের সূচনা :

"The Game" - সকল প্রো রেসলিং ফ্যানদের কাছে এটি শুধু একটি নিকনেম নয়, এটি আমাদের কাছে ভালোবাসা। ট্রিপল এইচ কর্তৃক ব্যবহৃত অসংখ্য নিকনেমের মধ্যে এটিও একটি এবং অন্যতম-ই বটে। কিন্তু আপনি কি জানেন, The Game নিকনেমটি প্রথমে ট্রিপল এইচের জন্য নয় বরঞ্চ অন্য একজন রেসলারের জন্য নির্ধারণ করা হয়েছিল? 

হ্যা, এটি প্রথমে অন্য এক রেসলারের জন্য ঠিক করা হয়েছিল এবং তিনি হলেন Hart Foundation এর অন্যতম সদস্য Owen Hart। কিন্তু ১৯৯৯ সালে অন গোয়িং একটি শো-তে মারাত্মক দূর্ঘটনায় তার হৃদয়বিদারক মৃত্যুতে এই নিকনেমটি আর পাওয়া হয়নি। পরে ২০০০ সালে Owen Hart এর সম্মানার্থে এই নিকনেমটি নিজের জন্য নির্ধারণ করেন Hunter বা নিকনেমটি তাকে সোপর্দ করা হয়।

যাই হোক, এরপরে শুরু হয় Hunter vs Kurt Angle vs Stephanie এর ট্রিপল থ্রেট Love ফিউড ! ফিউডের বিজেতা হলেন The Game। এরপরে তিনি বিভিন্ন জনের সাথে ফিউডে জড়িয়েছেন, যেমনঃ- Austin, Undertaker, Jericho etc। আর এই সময়টুকুর মধ্যেই তিনি Austin এর সাথে যুক্ত হয়ে "The Two-Man Power Trip" নামে মজার একটি ট্যাগ টিম গড়ে তোলেন যারা পরে The Brothers of Destruction [Kane and The Undertaker] কে হারিয়ে WWF Tag Team Championship হয়। মাঝে ইঞ্জুরির কারণে আট মাসের ব্রেক নিতে হয় তাকে। 

 'Evolution' টিমের গঠন :

রিটার্ন করেই ২০০২ সালের Royal Rumble জিতেন তিনি। ধীরে ধীরে তিনি Ric Flair, Randy Orton এবং Batista কে সঙ্গে নিয়ে দুনিয়া কাপানো স্টেবল "Evolution" গড়ে তোলেন। এই স্টেবলের মেম্বাররা WWE তে রাজত্ব করতে থাকে এবং এরই ফলশ্রুতিতে প্রো রেসলিং ভক্তরা Hunter এর নিকট থেকে ২৮০ দিনের বিশাল Title Reign পায়। এরপরে বেশ কিছু বিখ্যাত সুপারস্টারের সাথে ফিউডে জড়িয়েছেন তিনি, যেমনঃ- Edge, Goldberg, Cena, Michaels, Flair, Batista প্রভৃতি। 

পরে Shawn Michaels এর সাথে মিলে পুনরায় D-Generation X টিম গঠন করে এবং ২০০৬-২০০৭ সাল পর্যন্ত McMahon পরিবার, The Spirit Squad, Rated-RKO সহ বিভিন্ন টিমের সাথে বিভিন্ন পিপিভিতে বেশ ভাল কিছু ফিউড এবং ম্যাচ উপহার দিয়েছেন তারা। 

 অরটনের সাথে ফিউড :

এরপরে শুরু হয় WWE ইতিহাসের অন্যতম স্মরণীয় Rivalry, Randy Orton & Triple H এর ফিউড। কি ছিল না এই ফিউডটিতে? Ruthlessness, Aggression, Desire of being the Champion। কখনো বাড়িতে, কখনো রাস্তায়, কখনওবা ব্যাকস্টেজে কিংবা রিংসাইডে যেখানে একে অপরকে পেত ব্রল শুরু করে দিত তারা। দুইজন বন্ধু যখন একে অপরের শত্রু হয় তখন তারা কতটা মারাত্মক রূপ ধারণ করতে পারে এই ফিউডের মাধ্যমে সেটা স্পষ্টভাবে বুঝানো হয়েছে। ইতিহাসের অন্যতম এই ফিউডটি দফায় দফায় সম্পূর্ণ হয়েছে। এবং বলাই বাহুল্য, ফিউডের শেষ হাসিটি কিন্তু ট্রিপল এইচ-ই হেসেছেন!

 আন্ডারটেকারের সাথে ফিউড :

এরপরে বেশ কিছু ফিউডের পর Undertaker কে Wrestlemania 27 এর জন্য চ্যালেঞ্জ করেন Hunter যেটা টেকার গ্রহণ করেন। ম্যাচটি ছিল No Holds Barred Match & ম্যাচটিতে টেকার জয়লাভ করেন এবং তার Wrestlemania Streak [19-0] বজায় রাখেন। ম্যাচশেষে টেকারকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। এরপরে তিনি WWE এর Chief Operating Officer (COO) হিসেবে অধিষ্ঠিত হন কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয় নি। পরে Kevin Nash এর সাথে ছোটখাটো একটি ফিউড হয় তার। 

এরপরে Undertaker তাকে Wrestlemania 28 এর চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও তিনি সেটা মানা করেন। কিন্তু টেকার, হান্টারকে কাপুরুষ বলেন এবং আরো বলেন যে, Hunter সব সময় Shawn Michaels এর ছত্রছায়ায় থেকে এসেছে। এমতাবস্থায় Hunter, Undertaker এর চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং তাদের মাঝে Wrestlemania 28 এ স্মরণীয় "Hell in a Cell : End of an Era" ম্যাচ অনুষ্ঠিত হয় যার স্পেশাল রেফারি ছিলেন খোদ Shawn Michaels। এই ম্যাচটিতেও Triple H পরাজয়ের মুখ দেখেন!

 ব্রক লেসনারের সাথে ফিউড :

Triple H এর পরবর্তী ফিউড হয় The Beast Brock Lesnar এর সাথে। ফিউডের শুরুতেই Lesnar, Triple H এর হাত ভেঙ্গে দেয় এবং পরে ঘটনাক্রমে Shawn Michaels এর হাত ভেঙ্গে দেয়। ফলশ্রুতিতে, ২০১২ সালের Summerslam এ Hunter vs Lesnar ম্যাচ অনুষ্ঠিত হয় এবং দুঃখের বিষয় হচ্ছে, এই ম্যাচেও Hunter এর হাত ভেঙ্গে ফেলে Lesnar যার ফলে ম্যাচটি তাকে হারতে হয়। তবে ফিউড চলমান থাকে। ইঞ্জুরি কাটিয়ে তিনি রিটার্ন করেন এবং Lesnar কে মারাত্মকভাবে আক্রমণ করেন যার ফলে Lesnar এর মাথায় মোট ১৮টি সেলাই করতে হয়। 

Triple H, Lesnar কে Wrestlemania 29 এ No Holds Barred Match এর চ্যালেঞ্জ জানায় এবং Lesnar সেটা গ্রহণ করে এবং শর্ত থাকে যে, যদি Triple H হারে তবে তাকে অবসরগ্রহণ করতে হবে। ম্যাচটি অনুষ্ঠিত হয় এবং Triple H জয়লাভ করেন। এরপরে আবার Extreme Rules এ তাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে Triple H পরাজয়ের মুখ দেখেন এবং আলটিমেটলি তাদের ফিউডের সমাপ্তি ঘটে এবং এর পরপর-ই [২০১৩] The Authority হিসেবে Hunter এর যাত্রা শুরু হয়। 

 The Authority হিসাবে ট্রিপল এইচ :

Authority হিসেবে যাত্রার ঘটনাটা বেশ মজার। ওই বছর Summerslam এর মেইন ইভেন্টে মুখোমুখি হয় দুই জনপ্রিয় সুপারস্টার Cena & Bryan এবং ম্যাচটি Bryan নিজের ঝুলিতে ভরে নেয়। ম্যাচটির স্পেশাল রেফারি ছিলেন খোদ The Game aka Triple H। ম্যাচশেষে Hunter, Bryan কে আক্রমণ করেন এবং তৎকালীন Mr। MitB Randy Orton কে তার ব্রিফকেইস সফলভাবে ক্যাশ ইন করার সুযোগ করে দেন এবং ২০০৬ এর পর প্রথমবারের মত হীল হিসেবে তার পথচলা শুরু হয় এবং এরই মাধ্যমে The Authority এর সূচনা হয় যার Enforcer হিসেবে কাজ করত The SHIELD। 

Authority হিসেবে যাত্রা শুরুর পর তার সাথে Bryan এর ফিউড শুরু হয়। Wrestlemania 30 এ তাদের মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেটায় Bryan বিজয় লাভ করে। উল্লেখ্য যে, এ ম্যাচে Hunter দারুণভাবে তার এন্ট্রান্স সম্পন্ন করেন যেখানে তাকে সহায়তা করে Sasha Banks, Charlotte Flair & Alexa Bliss। 

 ইভোলিউশনের পুনর্গঠন :

এরপরে পুনরায় Randy Orton & Batista কে সাথে নিয়ে Evolution গড়ে তোলেন এবং The Shield এর সাথে দুটো ম্যাচে অংশগ্রহণ করে, অবশ্য দুটো ম্যাচেই তাদেরকে হারতে হয়েছে। পরে Seth Rollins কে অথোরিটির সদস্য বানিয়ে তাকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্নজনের সাথে ফিউড করাতে থাকেন।

পরে ঘটনাক্রমে Sting এর ডেবিউ হয় WWE তে এবং Wrestlemania 31 এ Sting vs Triple H ম্যাচ অনুষ্ঠিত হয় যেটায় সবাইকে অবাক করে দিয়ে Triple H জয়লাভ করেন। ম্যাচশেষে তার ও Stephanie McMahon এর সাথে The Rock এবং Ronda Rousey এর একটি সেগমেন্ট হয়। 

 রয়্যাল রাম্বাল জয় ও রেইন্সের সাথে ফিউড :

এরপরে সেথ রলিন্স ইঞ্জুরিতে পড়ায় Roman Reigns এর সাথে ঘটনাক্রমে তার ফিউড শুরু হয় এবং Reigns, Hunter কে ইঞ্জুরিতে পাঠায়। সবাইকে অবাক করে দিয়ে Triple H, 2016 Royal Rumble এ #৩০ নাম্বারে এন্ট্রি নেন, Defending Champion Roman Reigns & Sole Survivor Dean Ambrose কে Eliminate করেন এবং ২য় বারের মত Royal Rumble জিতেন এবং ১৪ বারের মত WWE Champion হন তিনি।

পরে Roman Reigns এর সাথে Wrestlemania 32 এ একটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ অনুষ্ঠিত হয় যে ম্যাচে Triple H হেরে যান। এরপরে Seth Rollins কে বাদ দিয়ে Kevin Owens কে Future of WWE হিসেবে উপস্থাপন করেন তিনি এবং ফলশ্রুতিতে তার সাথে Rollins এর ফিউড শুরু হয়। 

আর এই ফিউডের জের ধরে Wrestlemania 33 এ তার এবং Rollins এর মধ্যে একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং বরাবরের মতই এই ম্যাচটিও হেরে তিনি নতুন ট্যালেন্টকে পুটওভার করে যান! এরপরে ২০১৮ এর ২৭ এপ্রিলে হওয়া The Greatest Royal Rumble পিপিভিতে জন সিনা, ট্রিপল এইচকে পিনফলে পরাজিত করে।

• ফেস টার্ন করে টেকারের সাথে ফিউড :

২৩ জুলাইয়ের Raw তে ২০১৩ সালের পরে প্রথমবার ট্রিপল এইচ ফেস হিসাবে রিটার্ন করে। ট্রিপল এইচ স্টেফনি এবং ভিন্সের সাথে মিলে WWE ইতিহাসে প্রথমবারের মতো শুধুমাত্র ডিভাদের নিয়ে পিপিভি WWE Evolution আনাউন্স করে। সেখানে আরও ঘোষণা করা হয় যে ট্রিপল এইচের পরবর্তী এবং শেষবারের মতো ম্যাচ হবে আন্ডারটেকারের সঙ্গে Super Show-Down ইভেন্টে।

"Last Time Ever" নামক সেই ম্যাচে ট্রিপল এইচ শন মাইকেলের সাহায্যে জয়লাভ করে। ম্যাচের পরে ট্রিপল এইচ ও মাইকেলের সাথে আন্ডারটেকার ও কেইনের সৌজন্য বিনিময় হওয়ার সময় কেইন ও টেকার তাদেরকে অ্যাটাক করে ফলে তাদের ট্যাগ টিম ম্যাচ ঘোষিত হয়। Crown Jewel পিপিভিতে ট্রিপল এইচ ও শন মাইকেলের টিম D-X, টেকার ও কেইনের টিম Brothers of Destruction কে পরাজিত করে এবং তাদের ফিউড শেষ হয়।

২৫ ফেব্রুয়ারির Raw তে Batista রিটার্ন করে রিক ফ্লেয়ারকে অ্যাটাক করে ও ট্রিপল এইচকে রেসেলমেনিয়াতে ম্যাচ খেলার আহ্বান দেয় যেটাতে ট্রিপল এইচ সম্মতি জানায়। রেসেলমেনিয়া ৩৫ এ তাদের মধ্যে হওয়া No Holds Barred ম্যাচে রিক ফ্লেয়ারের সাহায্যে ট্রিপল এইচ বাতিস্তাকে পরাজিত করে। এরপরে Super ShowDown ইভেন্টে র‍্যান্ডি অরটনের কাছে ট্রিপল এইচ পরাজিত হয়।

• ট্রিপল এইচ তথা WWE এর উপর করোনার প্রকোপ :

কোভিড ১৯ মহামারীর কারণে, WWE ইতিহাসে ২০২০ সাল ছিল ডেবিউ করার পরে প্রথম সাল যেটাতে ট্রিপল এইচ কোন ম্যাচ খেলেনি। ১৩ মার্চের স্ম্যাকডাউন ছিল প্রথম শো যেটা দর্শকদের ছাড়াই অনুষ্ঠিত হয়েছিল। পরে ২০২১ সালের ১১ই জানুয়ারির Raw তে অরটন ট্রিপল এইচকে চ্যালেঞ্জ করে যেটা সে গ্রহণ করে।

সেই ম্যাচে এক পর্যায়ে ট্রিপল এইচ অরটনের উপর স্লেজহ্যামার ব্যবহার করতে গেলে সেটাতে আগুন ধরে যায় এবং সব আলো নিভে যায়, আলো ফিরে এলে ট্রিপল এইচ উধাও হয়ে যায় ফলে তাদের ম্যাচটা নো কন্টেস্টে শেষ হয়। এটা হয়েছিল অরটনের সাথে Bray Wyatt এর ফিউডের জন্য।

২০২১ এর ১০ই এপ্রিলে অনুষ্ঠিত রেসেলমেনিয়া ৩৭ Night 1 ইভেন্টে ট্রিপল এইচ, ভিন্স মিকম্যানসহ WWE এর পুরো রোস্টার ফ্যানদেরকে ওয়েলকাম জানায়, এটা ১ বছর পরে হওয়া প্রথম কোন লাইভ ইভেন্ট ছিল। এছাড়াও ট্রিপল এইচ র‍্যাপার Bad Bunny কে সেই ইভেন্টে ম্যাচ খেলার জন্য ধন্যবাদ জানায়।

 হান্টারের ব্যাপারে কয়েকটি অজানা কথা :

শুধু রেসলারদের ক্যারিয়ার গড়ে দিয়েই তিনি ক্ষান্ত হননি। Connor Michalek নামক এক WWE ফ্যান মাত্র আট বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় তার সম্মানার্থে Stephanie McMahon কে সাথে নিয়ে ২০১৪ সালের এপ্রিলে "Connor's Cure" নামে একটি তহবিল গড়ে তুলেন। এবং ২০১৫ সালে WWE Hall of Famer অনুষ্ঠানে কনরকে মরণোত্তর Warrior Award প্রদান করা হয়। আর এভাবেই রেসলিংয়ের পাশাপাশি মানবতার খাতিরেও কাজ করে যাচ্ছেন ট্রিপল এইচ!

একটি মজার ব্যাপার হল, ট্রিপল তার পুরো রেসলম্যানিয়া ক্যারিয়ারে যে কয়টা Highest Rated ম্যাচ উপহার দিয়েছেন তার সবগুলোতেই তিনি পরাজিত হয়েছেন। একজন ট্রিপ্স ফ্যান হিসেবে সেটা অবশ্যই বেদনাদায়ক। কিন্তু কি করার? সেগুলো অবশ্যই তার সিদ্ধান্ত ছিল যাতে করে কোম্পানি লাভবান হতে পারে।

আর হ্যা, অনেকেই মনে করে যে, ট্রিপল এইচ তার ক্যারিয়ারের উঠতি সময়ে অনেক রেসলারকে ব্যাকস্টেজ পাওয়ারের জোরে দমিয়ে দিয়েছে, বারি করেছে। কথাটা একেবারে মিথ্যা না হলেও নিজের ক্যারিয়ারকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তার চেষ্টা আমার কাছে মোটেও নিন্দাজনক লাগে নি। ক্যারিয়ারে সাফল্য পাওয়ার জন্য তাকে কিছু না কিছু করতেই হত। আর সফলতা পাবার পর প্রো রেসলিংকে তো তিনি ভুলে যান নি, বরঞ্চ পাইপাই করে শোধ করে যাচ্ছেন। 

রেসলম্যানিয়ার মত WWE'র সবচেয়ে বড় প্রোমোশনে সর্বোচ্চসংখ্যক হারার রেকর্ড আছে তার। হ্যা, ক্যারিয়ারে মোট ১৯টি রেসলম্যানিয়া ম্যাচের মধ্যে ১২ টিতেই তিনি হেরেছেন এবং উঠতি রেসলারের ক্যারিয়ার গড়ে দিয়েছেন, তাকে লাইমলাইটে এনেছেন। আর এভাবেই তিনি কখনো পর্দার আড়ালে থেকে আবার কখনো নিজে পারফর্ম করে নিউ ট্যালেন্ট এবং কোম্পানিকে উপরে ঠেলে দিতেছেন এবং কোম্পানির জন্যে সঠিক সময়ে সঠিক কাজটা করে দিচ্ছেন যাকে বলে বেস্ট ফর বিজনেস! 

 ট্রিপল এইচের একটি স্বরনীয় ভুল এবং তার সাজা : 

১৯৯৬ সালে এক RAW তে Kevin Nash এবং Scott Hall তাদের শেষ ম্যাচ খেলেন। ম্যাচ শেষে তাদের বাস্তব জীবনের ফ্রেন্ড Triple H, X-Pac এবং Shawn Michaels তাদের শুভ বিদায় জানাতে আসেন। তখন স্ক্রিপ্ট অনুযায়ী Triple H, Nash, X-Pac হিল ছিলেন এবং Shawn ও Hall ফেস ছিলেন। তারা নিজেদের গিমিক ভুলে রিংয়ে এসে সবাই সবাইকে Hug করেন। যা দেখে ফ্যানরা অবাক হয়ে যায়, এবং শকড হয়। কারণ সেইযুগে হিল-ফেস গিমিক কড়া করে ফুটিয়ে তুলতে হত। এটি MSG এর Curtain Call নামে পরিচিত। 

এই অপরাধের জন্য Shawn কোনমতে পার পেলেও Triple H এর পুশ কেড়ে নেওয়া হয় এবং তাকে King of The Ring 96 এর উইনার করার কথা ছিল তা অন্য একজন মিডকার্ড রেসলার Ringmaster কে দেওয়া হয়। যার ফলে সে পরবর্তী তে Steve Austin নামে পরিচিত হতে পেরেছিল।

• ট্রিপল এইচের NXT তে সাফল্য : 

ট্রিপল এইচ হলেন বর্তমানে WWE এর 'দ্যা অথরিটি' এর লিডার। কোন রেসলারকে কোম্পনির ফিউচার করলে ব্যবসায় লাভবান হওয়া যায় সেটা ট্রিপল এইচ ই ভালো জানে।

অনেকেই জানেন যে NXT বর্তমানে ট্রিপল এইচের আওতায়। যারা নিয়মিত NXT দেখেন তারা জানেন যে বর্তমানে একমাত্র দেখার মত বিষয় হল NXT। রেসলিং এর আসল মিনিং বর্তমানে অনেকটা বিলুপ্ত হলেও NXT এটা এখনো টিকিয়ে রেখেছে। অনেক লিজেন্ডস বর্তমানে WWE এর একটা জিনিসকে বেশি পছন্দ করে আর সেটা হল NXT যা ট্রিপল এইচের আওতায়। এবার চিন্তা করুন ট্রিপল এইচের চিন্তাধারা কোন জায়গায়!!!

HEEL চরিত্রটাকে যে কিভাবে প্লে করতে হয় সেটাও ট্রিপল এইচ থেকে জানা যায়। বর্তমান ফ্যানদের কাছে বিশেষত Daniel Bryan এর সাথে ফিউডটাই উদাহরন হিসাবে নেওয়া চলে। ট্রিপল এইচের অনেক অর্জন আছে WWE তে। ট্রিপল এইচ ১৩ বার ওয়াল্ড চ্যাম্পিয়ন হয়েছেন এবং তার সম্পূর্ণ রেসলিং ক্যারিয়ারে ২৩ টি টাইটেল পেয়েছেন। ২০১৩ সাল থেকে বর্তমান সময়েও তিনি রেসলিং এর পাশাপাশি WWE -এর Talent, Live Events ও Creative -এইসব ক্ষেত্রের Executive Vice President পদে আছেন। 

• ট্রিপল এইচের রেসলিং ক্যারিয়ার নিয়ে কিছু অজানা তথ্য :

১) ট্রিপল এইচ হলেন সর্বমোট ১৩ বারের World চ্যাম্পিয়ন যার মধ্যে একবার Undisputed চ্যাম্প।

২) তিনি ৮ বারের WWF(Undisputed)/E চ্যাম্পিয়ন, ৫ বারের World Heavyweight চ্যাম্পিয়ন, ২ বারের WWF European চ্যাম্পিয়ন, ৫ বারের Intercontinental চ্যাম্পিয়ন, ১ বারের WWE Tag Team চ্যাম্পিয়ন (With Shawn Michaels) এবং ২ বারের World Tag Team চ্যাম্পিয়ন(1 timeWith Steve Austin,1 time with Shawn Michaels) এবং একবারের IWF(International Wrestling Federation) Heavyweight চ্যাম্পিয়ন।

৩) এছাড়াও তিনি ১৯৯৭ সালের King Of The Ring চ্যাম্পিয়ন, ২০০২ সালের Royal Rumble চ্যাম্পিয়ন, ইতিহাসে সপ্তম Triple Clown চ্যাম্পিয়ন এবং দ্বিতীয় Grand Slam চ্যাম্পিয়ন।

৪) তিনি হলেন Undertaker এর পর একমাত্র রেসলার যে সবচেয়ে বেশিবার Hell In A Cell ম্যাচ খেলেছে।

৫) ২০১২ সালে WWE তে Wrestlemania 28 এ The Phenom এর সাথে এবং ২০০৪ সালে Wrestlemania XX এ ক্রিস বেনোয়া ও শন মাইকেলস এর সাথে ট্রিপল এইচ সেরা ম্যাচটাই খেলেছেন।

৬) WWE এর অন্যতম সফল স্টেবল "Evolution" এর লিডার ছিলেন এই ট্রিপল এইচই। "Evolution" এর বাকি সদস্যরা হল Ric Flair, Randy Orton এবং Batista।

৭) তিনি ২০০০ সালে কার্ট এঙ্গেলের সাথে, ২০০২ সালে Mick Foley এর সাথে, ২০০৪ সালে ক্রিস বেনোয়ার সাথে, ২০০৫ সালে বাতিস্তার সাথে, ২০০৯ সালে র‍্যান্ডি অর্টনের সাথে এবং ২০১৩ সালে ডেনিয়েল ব্রায়ানের সাথে অন্যতম সেরা ফিউড করেছিলেন।

৮) প্রো রেসলিং এর অন্যতম ভয়ংকর দানবীয় রেসলার ব্রক লেসনারকে যে কয়জন রেসলার হারাতে সক্ষম হয়েছে তাদের মধ্যে তিনি একজন। 

৯) রেসলমেনিয়া ২৯ এ ট্রিপল এইচ (হান্টার হাটর্জ হেমস্লে) এর এন্ট্রির সময় তার শরীরে ড্রাই আইস (শুস্ক বরফ) স্প্রে করা হয়। যান্ত্রিক গোলোযোগে এর মাত্রা বেশি হয়ে যায়। এতে তার শরীরে ২য় মাত্রায় পুড়ে যায়। ব্রক লেসনার এইটা দেখে অবাক হয়ে যায়। এই পোড়া নিয়েই সে ব্রক লেসনারের সঙ্গে লড়াই করে জিতে নেয়। 

১০) তিনি ছিলেন ২০০০ ও ২০০৮ এর Wrestler Of The Year এবং Pro Wrestling Illustrated এর মতে ২০০০ ও ২০০৯ সালে ১ নং রেসলার হিসেবে তিনি নির্বাচিত হন।

১১) এছাড়াও তিনি ২০১৫ সালের International Sports Hall of Fame এবং ২০০৫ সালের Wrestling Observer Newsletter Hall of Fame হয়েছেন। 

১২) The Elimination Chamber হল একটি প্রোফেসনাল রেসলিং এর অন্যতম ম্যাচ আর এটি তৈরি করেছিলেন Triple H স্বয়ং এবং সবচেয়ে বেশীবার Elimination Chamber জিতেছেন Triple H (৬) নিজেই। 

১৩) তিনি পুরানো রেসলারদের মধ্যে একমাত্র রেসলার যে কবে রিটায়ার করবে কেউ জানে না।

১৪) বর্তমানে WWE এর অন্যতম সেরা THEME SONG আছে ট্রিপল এইচ এর (এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটাই সত্য। আপনি নিজেই বিবেচনা করতে পারেন)

১৫) WrestleMania 31 এ স্টিং এর সাথে তার জেতা অনেকেই পছন্দ করেননি। আসলে WWE বাধ্য ছিল তাকে জেতাতে। ম্যাচটায় WWE অন দ্যা লাইন ছিল। আর যে মাত্র ৬বার Appearance এর কন্ট্রাক্ট নিয়েছে সে তো WWE নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই ট্রিপল এইচ ম্যাচটায় জিতেন।

এত অর্জন একজন আদর্শ রেসলারের কাছেই থাকতেই পারে আর সে হল Triple H, ইতিহাসের একজন অন্যতম সেরা রেসলার।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

International Sports Hall of Fame

Class of ২০১৫

International Wrestling Federation

IWF Heavyweight Championship (১ বার)

Pro Wrestling Illustrated

Feud of the Year (২০০০) vs. Kurt Angle

Feud of the Year (২০০৪) vs. Chris Benoit

Feud of the Year (২০০৯) vs. Randy Orton

Feud of the Year (২০১৩) vs. Daniel Bryan As a member of The Authority

Match of the Year (২০০৪)

Match of the Year (২০১২) vs. The Undertaker in a Hell in a Cell match at WrestleMania XXVIII

Most Hated Wrestler of the Year (২০০৩)

Most Hated Wrestler of the Year (২০১৩)

Most Hated Wrestler of the Year (২০১৪) With Stephanie McMahon

Most Hated Wrestler of the Decade (২০০০)

Wrestler of the Year (২০০৮)

Wrestler of the Decade (২০০০)

World Wrestling Federation/Entertainment/WWE

WWF (Undisputed)/E Championship (৮ বার)

World Heavyweight Championship (৫ বার)

WWF European Championship (২ বার)

WWF/E Intercontinental Championship (৫ বার)

WWE Tag Team Championship (১ বার) – সঙ্গে : Shawn Michaels

World Tag Team Championship (২ বার) – সঙ্গে : Stone Cold Steve Austin (১) এবং Shawn Michaels (১)

King of the Ring (১৯৯৭)

Royal Rumble (২০০২, ২০১৬)

Seventh Triple Crown Champion

Second Grand Slam Champion

Slammy Awards

Best Hair (১৯৯৭)

OMG Moment of the Year (২০১১) – Triple H performing a Tombstone Piledriver on The Undertaker এবং The Undertaker kicking out at WrestleMania XXVII

Match of the Year (২০১২) – vs. The Undertaker in a Hell in a Cell match at Wrestlemania XXVIII

Wrestling Observer Newsletter

Feud of the Year (২০০০) vs. Mick Foley

Feud of the Year (২০০৪) vs. Chris Benoit এবং Shawn Michaels

Feud of the Year (২০০৫) vs. Batista

Wrestler of the Year (২০০০)

Most Disgusting Promotional Tactic (২০০২) Accusing Kane of murder এবং necrophilia (Katie Vick)

Most Overrated (২০০২)

Readers' Least Favorite Wrestler (২০০২, ২০০৩)

Worst Feud of the Year (২০০২) vs. Kane

Worst Feud of the Year (২০০৬) with Shawn Michaels vs. Vince McMahon এবং Shane McMahon

Worst Feud of the Year (২০১১) vs. Kevin Nash

Worst Worked Match of the Year (২০০৩) vs. Scott Steiner at Royal Rumble

Worst Worked Match of the Year (২০০৮) vs. Edge এবং Vladimir Kozlov at Survivor Series

Wrestling Observer Newsletter Hall of Fame (Class of ২০০৫)


• লেখক : Ratul Islam Antor, রেসলিং বাংলা এবং অন্যান্য

Triple H : ট্রিপল এইচ


আজকের SmackDown অনুষ্ঠিত হয় জ্যাকসনভ্যালি, ফ্লোরিডাতে। 

• The Lucha Dragons হারিয়েছে WWE Tag Team Champion The New Day'কে! Lucha dragon 'দের পার্ফরমেন্স ভালো ছিলো! ম্যাচটি নন টাইটেল ম্যাচ ছিলো!

• এখন Dean Ambrose এবং Kavin Owens'এর মধ্যে WWE Intercontinental Championship'এর জন্য কন্ট্রাক সাইন হবে! কিন্তু Owens তাতে সাইন করেননি! তখন Ambrose তাতে সাইন করেন যখন কেভিন ওয়েন্স তার টাইটেল নিয়ে এম্ব্রোজের দিকে তাকিয়ে চিৎকার করছিলেন। এভাবে তাদের তাদের কন্ট্রাক সাইনিং পর্ব শেষ হয়!!

• Ryback হ্যান্ডিক্যাপ ম্যাচে The Ascension টিমকে হারিয়েছেন!

• Dolph Ziggler হারিয়েছেন Tyler Breeze কে!

• The Wyatt Family চমৎকার একটি প্রোমো কাটেন ECW Originals'দের উপর!

• Becky Lynch সাবমিশনের মাধ্যমে হারিয়েছেন Paige'কে

**** মেইন ইভেন্ট ****

  Roman Reigns এবং Dean Ambrose মেইন ইভেন্টে হারিয়েছেন Sheamus এবং Kevin Owens'কে। 


♦ ক্রেডিটঃ Aks Naeem

◘ WWE SmackDown স্পইলার রেজাল্ট, ৯ ডিসেম্বর ২০১৫


আজকের Raw কিক অফ করেন "League of Nations"। তারপর একে একে ইন্টারফেয়ার করেন "Wyatt Family" এবং ECW Originals। OMG! WWE তে হিউজ রিটার্ন করেন "রাইনো" এবং ECW Originals টিম'এ যোগদান করেন।

★ আজ রাতের জন্য Reigns, Ambrose এবং The Usos'রা 16-man Elimination ট্যাগ ম্যাচ বুক করেন।

★ Roman Reigns, Dean Ambrose and The Usos হারিয়েছেন The League of Nations, Team ECW consisting of The Dudleys, Tommy Dreamer, and Rhyno, এবং the Wyatt Family'দেরকে।

★ WWE Raw শর্ট রেজাল্ট, ৮ ডিসেম্বর ২০১৫


(১) WWE Hall Of Famer Jim Ross এর Twitter Accout গতকাল সকালে Hack হয়েছে।এ নিয়ে তিনি তার Facebook Account এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি তার ফেসবুক Account এ নিচের পোস্টটি করেছেনঃ

♦♦ WWE এর কিছু লেটেস্ট নিউজ এবং রিউমর, ৭ নভেম্বর ♦♦


আজ ৭ ডিসেম্বর, WWE সুপারস্টার "Dean Ambrose" এর ৩০তম জন্মদিন। ১৯৮৫ সালের আজকের দিনে আমেরিকার ওহাইওর সিনসিনাটি শহরে জন্মগ্রহন করেন "Lunatic Fringe" খ্যাত Ambrose । তার আসল নাম Jonathan "Jon" Good । 

রেসলিং ক্যারিয়ারে হার্ডকোর রেসলার হিসেবেই খ্যাতি পেয়েছে Ambrose (Jon Moxley). রেসলিং ক্যারিয়ারে Ambrose এখন পর্যন্ত WWE, CZW, Dragon Gate USA সহ বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে খেলেছেন। জিতেছেন FIP World Heavyweight চ্যাম্পিয়নশিপ, CZW World Heavyweight চ্যাম্পিয়নশিপ সহ WWE United States চ্যাম্পিয়নশিপও। WWE ইতিহাসে সে সবচেয়ে বেশিদিন United States চ্যাম্পিয়নশিপ ধরে রেখেছিলেন।

☻আজকে Dean Ambrose এর জন্মদিন।