(1) শো যাচ্ছে, আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিতব্য WrestleMania 32-তে Brock Lesnar-এর প্রতিপক্ষ হতে পারে Bray Wyatt । 

(2) সম্প্রতি Reddit (Ask Me Anything) কে দেয়া একটি সাক্ষাৎকারে এর সাবেক সুপারস্টার Tyler Reks জানিয়েছেন Alex Riley দুর্দশাগ্রস্ত করার পিছনে John Cena'র হাত রয়েছে। সে জানিয়েছে Riley কে Bury করার পিছনে Cena'র সরাসরি অবদানও আছে। 

(3) ডিসেম্বরের ২৭ তারিখ Madison Square Garden-এ অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে রিটার্ন করবে John Cena ।

•• WWE লেটেস্ট নিউজ অ্যান্ড রিউমর, স্ল্যামি অ্যাওয়ার্ড আপডেট ••


আজকে এই পোষ্টের আপনাদের WWE -এর শীর্ষ ১০ জন ধনী রেসলারদের নাম বলতে যাচ্ছি ১০ থেকে শুরু করবো ।

•• নম্বর- 10 ••

১০ নাম্বার এ যিনি রয়েছেন তার নাম হলো Mick Foley$15 মিলিয়ন  তার আসল নাম হলো Michael Francis Foley । তাকে The Hardcore Legend বলা হয় ।
সে তিন বার এর WWE চ্যাম্পিয়নships এবং এছারা ও ৮ বারের ট্যাগ টিম চ্যাম্পিয়ন । তাকে এপ্রিল 2013 সালে অফ ফেম এ অভিষিক্ত করা হয় ।

•• নম্বর- 9 ••
দ্য আন্ডারটেকার - $ 16 মিলিয়ন । তার আসল নাম Mark William Calaway কিন্তু তাকে আমরা দ্য আন্ডারটেকার হিসাবে চিনি । তার Wrestlemania তে একটা record ছিল যা ব্রক লেস্নার ভেঙ্গে দেই ২২-১ ।  সে ৪ বার এর WWE চ্যাম্পিয়নships এবং ৬ বার এর WWE ট্যাগ টিম চ্যাম্পিয়ন ।

আজকের টপিকঃ The Top 10 Richest WWE Wrestlers।


১৯৬৪ সালের আজকের দিনে আমেরিকার টেক্সাসের অস্টিনে জন্মগ্রহন করেন সাবেক WWE সুপারস্টার ও "Texas Rattlesnake" খ্যাত রেসলার "Steve Austin", আজ তার ৫১তম জন্মদিন। তার আসল নাম হল Steven James Anderson। 


যদি প্রশ্ন করা হয় অ্যাটিটিউড এরার তারকা কারা, আপনারা বলবেন শন মাইকেলস, কেইন, দ্যা রক, ম্যানকাইন্ড, দি আন্ডারটেকার, ভিন্স ম্যাকম্যান, দ্যা বিগ শো এবং কার্ট এঙ্গেল। যদি প্রশ্ন করা হয় এটিচুড ইরারর সবচেয়ে বড় তারকা কে? তাহলে আমার মনে হয় সবাই এক বাক্যে একটি নামই বলবে টেক্সাস র‍্যাটল স্নেক স্টোন কোল্ড স্টিভ অস্টিন। স্টিভ অস্টিন যে দারুণ জনপ্রিয় একজন রেসলার তা বলার অপেক্ষা রাখে না। 


আজকে ৫১ বছরে পা দিলেন আমাদের সবার প্রিয় স্টোন কোল্ড স্টিভ অস্টিন।


১৯৭০ সালের আজকের দিনে আমেরিকার মিশিগ্যানের ব্যাটেল ক্রিকে জন্মগ্রহন করেন WWE সুপারস্টার ও "One of a Kind" খ্যাত রেসলার "Rob Van Dam", আজ তার ৪৫তম জন্মদিন। তার আসল নাম Robert Alex Szatkowski। 

• আসুন তার ব্যাপারে কিছু জানা-অজানা কথা জেনে নেইঃ 

◘ আজকের দিনেই জন্মগ্রহন করেছিলেন Rob Van Dam!


১৯৭৫ সালের আজকের দিনে ক্যানাডার অন্ট্যারিওর রিচমন্ড হিলে জন্মগ্রহন করেন "The Quintessential WWE Diva" খ্যাত সাবেক WWE ডিভা Trish Stratus। আজ এই ক্যানাডিয়ান ডিভার ৪০তম জন্মদিন। তার আসল নাম হল Patricia Anne Stratigeas।

☻আজকে Trish Stratus এর ৪০ তম জন্মদিন।


── এই সপ্তাহের Smackdown কিক-অফ করে WWE World Heavyweight চ্যাম্পিয়ন Roman Reigns সে রিঙে আসে ও তার চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতির কথা জানায়। 

সে আরও জানায় নিজের মেয়ের জন্মদিনে চ্যাম্পিয়নশিপ জেতার আনন্দই অন্যরকম। Roman জানায় তার মনে হয়না সে আর বেশিদিন WWE-তে থাকবে। Sheamus তাকে বাধা দেয় এবং জানায় তার চ্যাম্পিয়নশিপ Reign ৫ মিনিট ১৫ সেকেন্ডের চেয়েও বেশি ছিল। সে আরও বলে এই চ্যাম্পিয়নশিপ বেশিদিন Roman এর কাছে থাকবে না। “You look stupid” চ্যান্ট শুরু হয় এবং Sheamus দর্শকদের বলে "Respect the Hawk" 

★WWE SmackDown স্পইলার রেজাল্ট, ১৬ ডিসেম্বর ২০১৫


দ্যা ভাইপার RANDY ORTON আজকের দিনেই হয়েছিলেন ইতিহাসের সর্বপ্রথম WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন!

WWE এর ইতিহাসে আজকে থেকে ঠিক দুইবছর আগে এই দিনে তৎকালীন WWE চ্যাম্পিয়ন Randy Orton, তৎকালীন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন John Cena কে একটা TLC ম্যাচে হারিয়ে হয়েছিল WWE ইতিহাসের ১ম WWE ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন!

RANDY আজকের দিনেই হয়েছিলেন WWE WH চ্যাম্পিয়ন


আজকে রোমান রেইন্স হলো নতুন WWE WH চ্যাম্পিয়ন, সেই উপলক্ষে গ্রুপের সবাইকে জানায় অভিনন্দন। রোমান লাভারদের কাছে তো এটা খুবই খুশির খবর তবে হেটারদের কাছেও এটা কম খুশির নয়। প্রথমেই এটা বলে রাখা ভালো যে WWE এর প্লান ছিল রেসেলমেনিয়ার মেইন ইভেন্টে রোম্যানকে চ্যাম্পিয়ন বানানো, আজকের Raw তে যেই প্লান পরিবর্তন করা হল।

•• রোম্যানকে চ্যাম্প করার কারণ কি? জেনে নিন।


Philadelphia, Pennsylvaniaতে অনুষ্ঠিত আজকের RAW এর কিক-অফ করেন Stephanie McMahon। গতরাতে TLCএর ঘটনা নিয়ে প্রোমো কাটেন তিনি । তিনি বলেন যে তার 2টা মেয়ে আছে । তখন রিংয়ে আসে Roman সে বলে যে তারও 1টা মেয়ে আছে এবং আজ তার জন্মদিন । অতঃপর সে বলে যে Stephanieর পুরো ফ্যামিলিকে অপমানিত হয়েছে । তখন Romanকে 7টা চড় মারে Stephanie অতঃপর ফিরে এসে আরেকটি বড় চড় মারে Steph অতঃপর Stephanie বলে যে HHH এর নিষেধের কারণে Romanকে ফায়ার করছেনা সে । কিন্তু আজ রাতে উপস্হিত থাকবেন WWE Chairman Vince McMahon !! ক্রাউড উত্তেজনায় ফেটে পড়ে ।

® WWE Raw রেজাল্ট, ১৫ ডিসেম্বর ২০১৫


 TLC এর প্রি-শোতে Becky Lynch-কে হারালো Sasha Banks।

Ladder Match: 

♦ WWE Tag Team Championship

New Day (c) বনাম, Lucha Dragons বনাম, The Usos

→ The Usos ও Lucha Dragons কে হারিয়ে Tag Team চ্যাম্পিয়নশিপ অক্ষুণ্ণ রাখলো The New Day
অসাধারণ একটি Tag Teamম্যাচ ছিল। তিন টিমই অসাধারণ পারফর্ম করেছে।

Single Match:

Rayback vs Rusev

→ Ryback কে Accolade দিয়ে সাবমিশনের মাধ্যমে Rusev ম্যাচটি জিতে নেয়। 

•• WWE TLC 2015 রেজাল্ট, ১৪ ডিসেম্বর ২০১৫


আগামীকাল বস্টন, ম্যাসাচুসেটের TD Garden -এ WWE এর পরবর্তি পিপিভি TLC (Tables, Ladders & Chairs) অনুষ্ঠিত হবে। টিভিতে লাইভ না দেখালেও ভারতে সন্ধ্যা ৬টায় এবং বিডিতে সারে ৬টায় তা প্রচার করবে টেন স্পোর্টস। TLC এর ম্যাচকার্ড ও সময়সূচী নিম্নরূপঃ

♦ ‎ম্যাচকার্ডঃ‬ 

•• WWE World Heavyweight চ্যাম্পিয়নশিপ "TLC" ম্যাচঃ Sheamus (C) বনাম, Roman Reigns

•• WWE Intercontinental চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Kevin Owens (C) বনাম, Dean Ambrose 

•• WWE United States চ্যাম্পিয়নশিপ "Chairs" ম্যাচঃ Alberto Del Rio (C) বনাম, Jack Swagger

•• WWE Divas চ্যাম্পিয়নশিপ ম্যাচঃ Charlotte (C) বনাম, Paige 

•• WWE Tag Team চ্যাম্পিয়নশিপ "Ladders" ম্যাচঃ The New Day (C) বনাম, The Lucha Dragons বনাম, The Usos 

•• 8-Man Tag Team Elimination "Tables" ম্যাচঃ The ECW Originals (The Dudley Boyz, Tommy Dreamer ও Rhyno) বনাম, The Wyatt Family 

•• Singles ম্যাচঃ Rusev বনাম, Ryback ।


♦ সময়সূচীঃ‬ 

বাংলাদেশ
• লাইভ কভারেজঃ সোমবার ভোর ৭ টায় (১৪ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় (১৪ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ বুধবার রাত সাড়ে ৯ টায় (১৬ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ রবিবার দুপুর আড়াইটায় (২০ ডিসেম্বর, ২০১৫)



ভারত
• লাইভ কভারেজঃ সোমবার সাড়ে ৬ টায় (১৪ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ সোমবার সন্ধ্যা ৬ টায় (১৪ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ বুধবার রাত ৯ টায় (১৬ ডিসেম্বর, ২০১৫) 
• টিভিঃ রবিবার দুপুর ২ টায় (২০ ডিসেম্বর, ২০১৫)

◘ WWE TLC ২০১৫ ম্যাচ-কার্ড ও সময়সূচী।


গত Raw এর রেটিং ছিল 2.15. যা ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক রেটিং। যেরকম প্রেডিক্টেবল বুকিং দেয়া হচ্ছে তাতে মনে হয়না এর চেয়ে ভাল কিছু আশা করতে পারি আমরা। বাট কিছু জিনিস আছে যেগুলো করলে হয়তবা এই লজ্জাজনক রেটিংস থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যাবে।।

 ভিন্স ম্যাকম্যাহন আর কেভিন ডান এর মাথায় হয়ত লো রেটিংস নিয়ে আইডিয়া নেই, কিন্তু এখন রোস্টারে এমন অনেক প্লেয়ার আছে যারা এই রেটিং বাড়াতে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে।।।সেগুলোর মধ্যেই কিছু পয়েন্ট-আউট করলাম... 

WWE এর ক্রমাগত লো রেটিং, এর কারণ ও সমাধান।