(1) শো যাচ্ছে, আগামী বছর এপ্রিলে অনুষ্ঠিতব্য WrestleMania 32-তে Brock Lesnar-এর প্রতিপক্ষ হতে পারে Bray Wyatt ।
(2) সম্প্রতি Reddit (Ask Me Anything) কে দেয়া একটি সাক্ষাৎকারে এর সাবেক সুপারস্টার Tyler Reks জানিয়েছেন Alex Riley দুর্দশাগ্রস্ত করার পিছনে John Cena'র হাত রয়েছে। সে জানিয়েছে Riley কে Bury করার পিছনে Cena'র সরাসরি অবদানও আছে।
(3) ডিসেম্বরের ২৭ তারিখ Madison Square Garden-এ অনুষ্ঠিতব্য লাইভ ইভেন্টে রিটার্ন করবে John Cena ।