২০১৫ সালটা প্রায় শেষ পথে। এই বছর WWE এর অনেক সুপারস্টারস ইঞ্জুরিতে পরাতে একটা বাজে বছর হলেও এই বছর অনেক দারূণ মোমেন্ট তৈরি হয়ে যায়। বলতে গেলে এই বছরটা হল THE SHIELD এর। 

প্রায় পুরা বছরই রাজত্ব করেছে তিনজন। অবশ্য ৭৫% ক্রেডিট Seth Rollins কেই দেওয়া যায় কারণ সে এবছর ৭ মাস ধরে WWE তে রাজত্ব করেছে এবং শেষের দিকে এসে রাজত্ব করছে তার শিল্ড ব্রাদার্স Roman Reigns ও Dean Ambrose। 

২০১৫ হল "দ্যা শিল্ডের" এর বছর।


✤ Pre-Show ✤

• প্রথমেই আজকের pre showতে আমাদের আমন্ত্রণ জানান Renee Young, Booker T এবং Corey Graves তাঁরা বেশ কয়েকটি Slammy Awards এর নমিনেশন ও এওয়ার্ড ঘোষণা করেন। সেগুলো নিচে তুলে ধরছি:

• RIVALRY Of The Year -
Brock Lesnar Vs Undertaker
এওয়ার্ড গ্রহণ করেন Paul Heyman

◘ WWE RAW & Slammy Awards রেজাল্ট, ২২ ডিসেম্বর ২০১৫