•• WWE এবং UFC এর তুলনা। এতদিন আপনারা সবাই চিন্তা করেছেন আসলে কোনটা সেরা? এবার নিজেই চয়েস করুন। নীচে আমি এই দুই কোম্পানির মধ্যে কিছু উল্লেখযোগ্য বিষয় তুলে ধরলাম।
১) UFC প্রথম টেলিভাইসড হয় ১৯৯৩ সালে। আর WWE ১৯৫৩ সালে।
২) UFC ফাইট রিয়েল (অনেকের মতে এটি হালকা স্ক্রিপ্টেড হলেও তার প্রমান পাওয়া যায়না)। আর WWE পুরোটাই স্ক্রিপ্টেড।
৩) UFC এর এটেন্ডেন্স রেকর্ড ৫৪০০০। আর WWE এর ৯৩০০০।