রেসলিং দুনিয়ায় এই উক্তিগুলো কেউ কখনো ভুলতে পারবেনা। এগুলো সেই জিম রস এর যিনি তার ভাষা দিয়েই প্রো রেসলিং এ একটি রেভুলুশ্যন এনেছিলেন। আজ তার জন্মদিন।  তাকে উৎসর্গ করে এই পোস্ট টি।    


১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগে জন্মগ্রহন করেন WWE এর সাবেক ধারাভাষ্যকার ও ২০০৭ সালের হল অফ ফেমার "Jim Ross". আজ তার ৬৪তম জন্মদিন। তার আসল নাম James William Ross.


Jim William "Jim" Ross একজন সেমি রিটায়ার্ড প্রোফেশনাল রেসলিং কমেন্টেটর,রেফারি এবং WWE এর একজন প্রাক্তন এক্সিকিউটিভ। তিনি মূলত WWE তেই পরিচিত হয়ে ওঠেন তার কমেন্টেরির মাধ্যমে। বর্তমানে তিনি ফক্স স্পোর্টস এর হয়ে কাজ করেন।  তিনি প্রো রেসলিং সম্পর্কে Foxsports.com এ কমেন্টেরি লিখেন এবং মাঝে মাঝে বক্সিং এবং মার্শাল আর্ট সম্পর্কেও।   


তিনি ২০০৭ সালে WWE হল অফ ফেইম এ ইন্ডাক্ট হন।  তিনি বেশি পরিচিত Good Ol' JR নামে এবং সারাবিশ্বে WWE এর Voice হিসেবে বিবেচিত হন। প্রো রেসলিং এর বাইরে তিনি নিজের বার্বিকিউ সসের ব্র্যান্ড তৈরী করেছেন। জিম রস Gordon Solie কে তার এনাউন্সিং ক্যারিয়ার এর পেছনে সবচেয়ে বড় ভুমিকার ব্যক্তি হিসেবে দাবী করেন।   


তিনি তার কলেজ লাইফ এ কলেজ রেডিও তে কমেন্টেরি করতেন।  সেটারর অভিজ্ঞতা দেখেই একটি প্রোমোশন কম্পানী তে প্রথম কমেন্টেরি করেন, যেখানে তিনি একজন সাইডলাইন কমেন্টেটর হিসেবে এক দিন কাজ করেন। JR, NWA Tri State এ প্রথম রেফারি হিসেবে অন্তর্ভূক্ত হন এবং ১৯৭৭ পর্যন্ত সেখানে থাকেন।   


NWA তে পরে কিছুদিন কাজ করার সুবাদে জিম রস কে ১৯৯৩ এ WWE তাদের কম্পানী তে নেয় এবং জিম তার প্রথম অন স্ক্রিন কমেন্টেরি ডেবিউ করেন Wrestlemania IX এ। ৯৩ এ ববি হেনান কম্পানী ছেড়ে যাওয়ার আগে তিনি ও জিম কমেন্টেরি টিম হিসেবে কাজ করেন।  তবে কম্পানী তে আসার সাথে সাথেই জিম WWE(F) এর মেইন ভয়েস হয়ে ওঠেন। তিনি প্রথমদিকেই রেসেলমেনিয়া, কিং অফ দ্য রিং এ চমৎকার পারফর্মেন্স এর দরূণ জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময়ে তিনি WWF Radio তেও কাজ করেন এবং এটাও বলে রাখি WWF Radio করার প্ল্যান টা জিম রস ই ভিন্স ম্যাকম্যাহন কে দিয়েছিলেন।   


এটাই ছিল জিম রস এর শুরু।  এরপর থেকেই তিনি উঠতে থাকেন সাফল্যের শিখরে। যদিও মাঝে তার অসুস্থতার কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল কিন্তু বলা বাহুল্য তিনি তা কাটিয়ে ওঠেন। মানডে নাইট ওয়ার এর সময় গুলোতে জিম রস ছিলেন "Voice of Raw Is War"।  এ সময় টিতেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।  Baw Gawd, It's Gotta Be Kane এ ঐতিহাসিক মুহূর্ত গুলো ও এ সময়েই আসে।


WCW কিনে নেয়ার পর জিম রস Raw ব্র্যান্ডের কমেন্টেটর হিসেবে কাজ করেন। তিনি এ সময় Jerry Lawler এর সাথে কমেন্টেরি স্টেবল গঠন করেন, যা ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত।  জুন ২৩, ২০০৮ এ জিম রস র ব্যান্ড ছেড়ে স্ম্যাকডাউন ব্র্যান্ড এ চলে যান এবং মাইকেল কোল র তে চলে আসেন।  এভাবেই তার ১২ বছরের Monday Night Raw Run শেষ হয়।  


পরবর্তীতে আবারো পুরনো অসুখে আক্রান্ত হলে তিনি ফুল টাইম কমেন্টেটর হিসেবে অবসর নেন।  এরপর নভেম্বর এ Old School Raw তে জিম গেস্ট হিসেবে রিটার্ন করেন।  সেখানে কোল তাকে ইন্সাল্ট করলে তিনি কোল কে ম্যাচ শেষে হ্যাট দিয়ে বাড়ি দেন। কোল এর সাথে ছোটখাট একটি ফিউড হয় জিম এর।   


২০১১ এর জুলাইয়ে ট্রিপল এইচ জিম রসকে আবারো ফুল টাইম কমেন্টেটর হিসেবে নিয়ে আসেন। তারপর সে বছরেই র এর তৎকালীন জেনেরাল ম্যানেজার John Laurinaitis তাকে ফায়ার করেন কারণ টা ঠিক মনে নেই। এরপর রস কোল এর সাথে Cole Challenge নামের একটি মজার সেগমেন্ট এ অংশগ্রহণ করেন। সেটাতে হেরে তিনি টেলিভিশন থেকে অন্তরায় চলে যান।   


তিনি এরপর রেসেলমেনিয়া ১৮ তে রিটার্ন করেন "End of an Era" ম্যাচটির জন্য।  ম্যাচ এর আগেই কোল এর সাথে হ্যান্ডশেক করে তিনি ঝামেলা মিটিয় ফেলেন। জিম র এর ১০০০ তম এপিসোডেও উপস্থিত ছিলেন। ।   


এরপর কয়েকবার সাময়িকভাবে রস রিটার্ন করেন বিভিন্ন সেগমেন্ট এর জন্য। সেপ্টেম্বর ২০১৩ তিনি অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট এনাউন্স করেন কারণ তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। যদিও মনে করা হয়েছিল যে WWE জিম কে ফায়ার করছিল 2k14 এর রোস্টার এনাউন্সমেন্ট এ রিক ফ্লেয়ার এর সাথে কিছু ঝামেলার কারণে। পরে ভিন্স ম্যাকম্যাহন ক্লিয়ার করেন যে এটা একটা ইস্যু হলেও শেষ পর্যন্ত রিটায়ার করার সিদ্ধান্ত টা জিম এর ই ছিল কারণ তিনি তার পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলেন এবং এটাও বলেন যে তাদের মধ্যে কোন ঝামেলা বিদ্যমান নেই।   


জিম রস কে সবাই এককথায় কমেন্টেটর হিসেবে চিনলেও তিনি কিন্তু একজন পার্ট টাইম রেসলার ও ছিলেন!! তার সবচেয়ে বড় রেসলিং এপিয়ারেন্স ছিল ২০০৩ এর Unforgiven পে পার ভিউ তে ; যেখানে তিনি Jerry Lawler এর সাথে টিম আপ করে Al Snow এবং জোনাথান কোচম্যান এর সাথে ম্যাচ খেলেন। ।  জিম রস এছাড়াও বিভিন্ন সময়ে ট্রিপল এইচ, ম্যানকাইন্ড, কেইন, স্টিভ অস্টিন এর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।  ( স্ক্রিপ্টেড) তাকে একবার কেইন আগুনে পুড়িয়েও দিয়েছিল!! 


যারা জিমের কমেন্টেরি দেখতে পারেননি তারা ইউটিউব এ দেখে নিবেন। বর্তমানের মাইকেল কোল, জেবিএল এর হরিবল কমেন্টেরি দেখে এই মানুষটার কথা সবসময় ই মনে পড়ে। খুব কম কমেন্টেটরএসেছেন যারা নিজের এটিটিউড দিয়েই ম্যাচ এর থ্রিল বহুগুনে বাড়িয়ে দিতে সক্ষম,তাদের মধ্যে জিম রস ওপরের সারিতেই থাকবেন।   ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মাফ করবেন।

  

  • আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। Happy Birthday to Jim Ross...।

  

• লেখক : Sadman Deadman

•• আজকে জিম রসের জন্মদিন : তাকে নিয়েই স্পেশ্যাল পোস্ট।

রেসলিং দুনিয়ায় এই উক্তিগুলো কেউ কখনো ভুলতে পারবেনা। এগুলো সেই জিম রস এর যিনি তার ভাষা দিয়েই প্রো রেসলিং এ একটি রেভুলুশ্যন এনেছিলেন। আজ তার জন্মদিন।  তাকে উৎসর্গ করে এই পোস্ট টি।    


১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগে জন্মগ্রহন করেন WWE এর সাবেক ধারাভাষ্যকার ও ২০০৭ সালের হল অফ ফেমার "Jim Ross". আজ তার ৬৪তম জন্মদিন। তার আসল নাম James William Ross.


Jim William "Jim" Ross একজন সেমি রিটায়ার্ড প্রোফেশনাল রেসলিং কমেন্টেটর,রেফারি এবং WWE এর একজন প্রাক্তন এক্সিকিউটিভ। তিনি মূলত WWE তেই পরিচিত হয়ে ওঠেন তার কমেন্টেরির মাধ্যমে। বর্তমানে তিনি ফক্স স্পোর্টস এর হয়ে কাজ করেন।  তিনি প্রো রেসলিং সম্পর্কে Foxsports.com এ কমেন্টেরি লিখেন এবং মাঝে মাঝে বক্সিং এবং মার্শাল আর্ট সম্পর্কেও।   


তিনি ২০০৭ সালে WWE হল অফ ফেইম এ ইন্ডাক্ট হন।  তিনি বেশি পরিচিত Good Ol' JR নামে এবং সারাবিশ্বে WWE এর Voice হিসেবে বিবেচিত হন। প্রো রেসলিং এর বাইরে তিনি নিজের বার্বিকিউ সসের ব্র্যান্ড তৈরী করেছেন। জিম রস Gordon Solie কে তার এনাউন্সিং ক্যারিয়ার এর পেছনে সবচেয়ে বড় ভুমিকার ব্যক্তি হিসেবে দাবী করেন।   


তিনি তার কলেজ লাইফ এ কলেজ রেডিও তে কমেন্টেরি করতেন।  সেটারর অভিজ্ঞতা দেখেই একটি প্রোমোশন কম্পানী তে প্রথম কমেন্টেরি করেন, যেখানে তিনি একজন সাইডলাইন কমেন্টেটর হিসেবে এক দিন কাজ করেন। JR, NWA Tri State এ প্রথম রেফারি হিসেবে অন্তর্ভূক্ত হন এবং ১৯৭৭ পর্যন্ত সেখানে থাকেন।   


NWA তে পরে কিছুদিন কাজ করার সুবাদে জিম রস কে ১৯৯৩ এ WWE তাদের কম্পানী তে নেয় এবং জিম তার প্রথম অন স্ক্রিন কমেন্টেরি ডেবিউ করেন Wrestlemania IX এ। ৯৩ এ ববি হেনান কম্পানী ছেড়ে যাওয়ার আগে তিনি ও জিম কমেন্টেরি টিম হিসেবে কাজ করেন।  তবে কম্পানী তে আসার সাথে সাথেই জিম WWE(F) এর মেইন ভয়েস হয়ে ওঠেন। তিনি প্রথমদিকেই রেসেলমেনিয়া, কিং অফ দ্য রিং এ চমৎকার পারফর্মেন্স এর দরূণ জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময়ে তিনি WWF Radio তেও কাজ করেন এবং এটাও বলে রাখি WWF Radio করার প্ল্যান টা জিম রস ই ভিন্স ম্যাকম্যাহন কে দিয়েছিলেন।   


এটাই ছিল জিম রস এর শুরু।  এরপর থেকেই তিনি উঠতে থাকেন সাফল্যের শিখরে। যদিও মাঝে তার অসুস্থতার কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল কিন্তু বলা বাহুল্য তিনি তা কাটিয়ে ওঠেন। মানডে নাইট ওয়ার এর সময় গুলোতে জিম রস ছিলেন "Voice of Raw Is War"।  এ সময় টিতেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।  Baw Gawd, It's Gotta Be Kane এ ঐতিহাসিক মুহূর্ত গুলো ও এ সময়েই আসে।


WCW কিনে নেয়ার পর জিম রস Raw ব্র্যান্ডের কমেন্টেটর হিসেবে কাজ করেন। তিনি এ সময় Jerry Lawler এর সাথে কমেন্টেরি স্টেবল গঠন করেন, যা ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত।  জুন ২৩, ২০০৮ এ জিম রস র ব্যান্ড ছেড়ে স্ম্যাকডাউন ব্র্যান্ড এ চলে যান এবং মাইকেল কোল র তে চলে আসেন।  এভাবেই তার ১২ বছরের Monday Night Raw Run শেষ হয়।  


পরবর্তীতে আবারো পুরনো অসুখে আক্রান্ত হলে তিনি ফুল টাইম কমেন্টেটর হিসেবে অবসর নেন।  এরপর নভেম্বর এ Old School Raw তে জিম গেস্ট হিসেবে রিটার্ন করেন।  সেখানে কোল তাকে ইন্সাল্ট করলে তিনি কোল কে ম্যাচ শেষে হ্যাট দিয়ে বাড়ি দেন। কোল এর সাথে ছোটখাট একটি ফিউড হয় জিম এর।   


২০১১ এর জুলাইয়ে ট্রিপল এইচ জিম রসকে আবারো ফুল টাইম কমেন্টেটর হিসেবে নিয়ে আসেন। তারপর সে বছরেই র এর তৎকালীন জেনেরাল ম্যানেজার John Laurinaitis তাকে ফায়ার করেন কারণ টা ঠিক মনে নেই। এরপর রস কোল এর সাথে Cole Challenge নামের একটি মজার সেগমেন্ট এ অংশগ্রহণ করেন। সেটাতে হেরে তিনি টেলিভিশন থেকে অন্তরায় চলে যান।   


তিনি এরপর রেসেলমেনিয়া ১৮ তে রিটার্ন করেন "End of an Era" ম্যাচটির জন্য।  ম্যাচ এর আগেই কোল এর সাথে হ্যান্ডশেক করে তিনি ঝামেলা মিটিয় ফেলেন। জিম র এর ১০০০ তম এপিসোডেও উপস্থিত ছিলেন। ।   


এরপর কয়েকবার সাময়িকভাবে রস রিটার্ন করেন বিভিন্ন সেগমেন্ট এর জন্য। সেপ্টেম্বর ২০১৩ তিনি অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট এনাউন্স করেন কারণ তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। যদিও মনে করা হয়েছিল যে WWE জিম কে ফায়ার করছিল 2k14 এর রোস্টার এনাউন্সমেন্ট এ রিক ফ্লেয়ার এর সাথে কিছু ঝামেলার কারণে। পরে ভিন্স ম্যাকম্যাহন ক্লিয়ার করেন যে এটা একটা ইস্যু হলেও শেষ পর্যন্ত রিটায়ার করার সিদ্ধান্ত টা জিম এর ই ছিল কারণ তিনি তার পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলেন এবং এটাও বলেন যে তাদের মধ্যে কোন ঝামেলা বিদ্যমান নেই।   


জিম রস কে সবাই এককথায় কমেন্টেটর হিসেবে চিনলেও তিনি কিন্তু একজন পার্ট টাইম রেসলার ও ছিলেন!! তার সবচেয়ে বড় রেসলিং এপিয়ারেন্স ছিল ২০০৩ এর Unforgiven পে পার ভিউ তে ; যেখানে তিনি Jerry Lawler এর সাথে টিম আপ করে Al Snow এবং জোনাথান কোচম্যান এর সাথে ম্যাচ খেলেন। ।  জিম রস এছাড়াও বিভিন্ন সময়ে ট্রিপল এইচ, ম্যানকাইন্ড, কেইন, স্টিভ অস্টিন এর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।  ( স্ক্রিপ্টেড) তাকে একবার কেইন আগুনে পুড়িয়েও দিয়েছিল!! 


যারা জিমের কমেন্টেরি দেখতে পারেননি তারা ইউটিউব এ দেখে নিবেন। বর্তমানের মাইকেল কোল, জেবিএল এর হরিবল কমেন্টেরি দেখে এই মানুষটার কথা সবসময় ই মনে পড়ে। খুব কম কমেন্টেটরএসেছেন যারা নিজের এটিটিউড দিয়েই ম্যাচ এর থ্রিল বহুগুনে বাড়িয়ে দিতে সক্ষম,তাদের মধ্যে জিম রস ওপরের সারিতেই থাকবেন।   ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মাফ করবেন।

  

  • আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। Happy Birthday to Jim Ross...।

  

• লেখক : Sadman Deadman

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!