এতদিনে নিজের ইনজুরি নিয়ে কথা বললেন Randy Orton!!

কয়েকমাস আগেই কাঁধের ইনজুরি জন্য সার্জারি করিয়েছিলেন Randy Orton. তার এই সার্জারির পরপরই Wrestling Observer Newsletter'র রিপোর্টার Dave Meltzer জানিয়েছিলেন Orton কে এইবার ঘাড়ের সার্জারি করাতে হবে।
.
কিন্তু এইবার এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিল Orton নিজেই। সে গতকাল তার Instagram এ একজন ফ্যানের রিপ্লাইয়ে সবাইকে জানিয়েছেন যে তার কোন ঘাড়ের সার্জারির প্রয়োজন নেই। কাঁধের সার্জারির পর এখন সে রিহ্যাবে আছে। শতভাগ ফিট হলেই সে রিটার্ন করবে এবং তা খুব শীঘ্রই।

তাহলে এতদিনে WWE এর উপর থেকে কালো মেঘ কাটতে শুরু করেছে মনে হয়, অরটন কিছুদিনের মধ্যেই ফিরে এলে তার থেকে ভালো খবর আর কিই বা হতে পারে? এখন দেখা যাক অরটন কত তাড়াতাড়ি হিল হয়ে রিঙে আসতে পারে...।  

• PS: পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না।

• ক্রেডিটঃ রাকিব রাইয়ান প্রতিক ও অ্যাডমিন। 

•• ব্রেকিং নিউজঃ দ্যা ভাইপার জানালেন তার নেক সার্জারির ব্যাপারটা আসলে গুজব, শীঘ্রই রিঙে ফিরছেন তিনি।


এতদিনে নিজের ইনজুরি নিয়ে কথা বললেন Randy Orton!!

কয়েকমাস আগেই কাঁধের ইনজুরি জন্য সার্জারি করিয়েছিলেন Randy Orton. তার এই সার্জারির পরপরই Wrestling Observer Newsletter'র রিপোর্টার Dave Meltzer জানিয়েছিলেন Orton কে এইবার ঘাড়ের সার্জারি করাতে হবে।
.
কিন্তু এইবার এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিল Orton নিজেই। সে গতকাল তার Instagram এ একজন ফ্যানের রিপ্লাইয়ে সবাইকে জানিয়েছেন যে তার কোন ঘাড়ের সার্জারির প্রয়োজন নেই। কাঁধের সার্জারির পর এখন সে রিহ্যাবে আছে। শতভাগ ফিট হলেই সে রিটার্ন করবে এবং তা খুব শীঘ্রই।

তাহলে এতদিনে WWE এর উপর থেকে কালো মেঘ কাটতে শুরু করেছে মনে হয়, অরটন কিছুদিনের মধ্যেই ফিরে এলে তার থেকে ভালো খবর আর কিই বা হতে পারে? এখন দেখা যাক অরটন কত তাড়াতাড়ি হিল হয়ে রিঙে আসতে পারে...।  

• PS: পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে ভুলবেন না।

• ক্রেডিটঃ রাকিব রাইয়ান প্রতিক ও অ্যাডমিন।