• John Cena এবার তার Twitter এ ঘোষনা করেছেন যে তিনি Shoulder Injury‬ তে পড়েছেন। প্রথমেই তার করা ট্যুইটটি দেওয়া হল- 
John Cena আজ Birmingam,alabama তে তার Undergoing Shoulder Surgery সম্পন্ন করবেন।Pwinsider এক Report এ বলেছে,যে তিনি Torn Rorator Cuff ইনজুরীতে ভোগছেন এবং যার কারনে John Cena রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।উল্লেখ্য যে John Cena এর রেসলমানিয়া৩২ এ Undertaker অথবা Roman Reigns এর মুখোমুখি হতে পারে।


সর্বশেষ John Cena ডিসেম্বরের ৩০ তারিখ,২০১৫ তে লাইভ ইভেন্ট এ U.S টাইটেল এর জন্য Alberto-Del Rio এর মুখোমুখি হয়েছেন।Raw তে উপস্থিত না হলেও Smackdown এ Alberto-Del Rio কে U.S টাইটেল এর জন্য রিম্যাচ দাবি করেন।

অরটোন, সেথ, সিজারো, ব্যারেট প্রভৃতিদের পরে এবার জন সিনা, একটা কথা বলতেই হচ্ছে যে ইনজুরি লিস্ট এখনকার কারেন্ট প্লেয়ারদের থেকে অনেক ভালো ভালো তারকাখচিত। 

WWE এর ট্যালেন্ট রেসলারদের Injury‬ তে পুরাই Boring হয়ে যাচ্ছে, তাঁদের ভাগ্য খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। এখন দেখার পালা রেসলমানিয়া৩২ কেমন হয়।


• ক্রেডিটঃ Miraz Rahaman Chy

ব্রেকিং নিউজঃ এবার জন সিনা ইনজুরিতে!!


• John Cena এবার তার Twitter এ ঘোষনা করেছেন যে তিনি Shoulder Injury‬ তে পড়েছেন। প্রথমেই তার করা ট্যুইটটি দেওয়া হল- 
John Cena আজ Birmingam,alabama তে তার Undergoing Shoulder Surgery সম্পন্ন করবেন।Pwinsider এক Report এ বলেছে,যে তিনি Torn Rorator Cuff ইনজুরীতে ভোগছেন এবং যার কারনে John Cena রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।উল্লেখ্য যে John Cena এর রেসলমানিয়া৩২ এ Undertaker অথবা Roman Reigns এর মুখোমুখি হতে পারে।


সর্বশেষ John Cena ডিসেম্বরের ৩০ তারিখ,২০১৫ তে লাইভ ইভেন্ট এ U.S টাইটেল এর জন্য Alberto-Del Rio এর মুখোমুখি হয়েছেন।Raw তে উপস্থিত না হলেও Smackdown এ Alberto-Del Rio কে U.S টাইটেল এর জন্য রিম্যাচ দাবি করেন।

অরটোন, সেথ, সিজারো, ব্যারেট প্রভৃতিদের পরে এবার জন সিনা, একটা কথা বলতেই হচ্ছে যে ইনজুরি লিস্ট এখনকার কারেন্ট প্লেয়ারদের থেকে অনেক ভালো ভালো তারকাখচিত। 

WWE এর ট্যালেন্ট রেসলারদের Injury‬ তে পুরাই Boring হয়ে যাচ্ছে, তাঁদের ভাগ্য খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। এখন দেখার পালা রেসলমানিয়া৩২ কেমন হয়।


• ক্রেডিটঃ Miraz Rahaman Chy