• ১ম ছবিতেঃ জন সিনা সার্জারির জন্যে প্রস্তুত এবং সার্জারির বিশেষ পোশাকও পরে নিয়েছেন। তার সঙ্গে দেখা করতে এসেছেন সিজারো, খারাপ সময়ে এক ইঞ্জুরিড রেসলারই অন্য ইঞ্জুরিড রেসলারের কাজে লাগে। তাছাড়া নিজেকে Bury থেকে বাঁচাতেও সিজারো সিনার সাথে ভালো সম্পর্ক রাখছে মনে হয়। :p 

• ২য় ছবিতেঃ জন সিনার সার্জারি চলছে। সার্জারি করছেন Dr. Jeffrey Dugas এবং তার সহকর্মিরা।

• ৩য় ছবিতেঃ জন সিনার ডান কাঁধে হওয়া Torn Rotator Cuff -এর সার্জারি সাকসেসফুল হয়েছে তাই ডাক্তাররা আনন্দ করছেন। 
• ৪র্থ ছবিতেঃ জন সিনা হাসিমুখে দাড়িয়ে পোজ দিচ্ছেন, তিনি এখন সুস্থ আছেন। আশা করি তাড়াতাড়ি রিকভার করবেন। 

.

এই ইনজুরির ফলে সিনা রয়েল রাম্বালে অংশগ্রহন করতে পারবেন না, ইন্ডিয়া ট্যুরে থাকতে পারবেন না এবং খুব সম্ভবত রেসেলমেনিয়ার ৩২ খেলতে পারবেন না, যেখানে তার সঙ্গে দ্যা আন্ডারটেকার এর ম্যাচ হবার কথা ছিল, যা এখন হচ্ছে না। 
.
ভেবে দেখুন সিনা, অরটন, সেথ, সিজারো এদেরকে বাদ দিয়েই রেসেলমেনিয়া আয়োজিত হতে চলেছে...এর চেয়ে খারাপ কিছু হতে পারে? 
.

এখন দেখা যাক কি হয়, আসুন আমরা সবাই জন সিনার তাড়াতাড়ি সুস্থ হবার জন্য একটু প্রার্থনা করে নেই। বেস্ট অফ লাক চ্যাম্প।

উল্লেখ্যঃ সমস্ত ছবি WWE.com দ্বারা অফিসিয়ালি দেওয়া হয়েছে।

•• ছবির মাধ্যমে জন সিনার ইনজুরি আপডেট।


• ১ম ছবিতেঃ জন সিনা সার্জারির জন্যে প্রস্তুত এবং সার্জারির বিশেষ পোশাকও পরে নিয়েছেন। তার সঙ্গে দেখা করতে এসেছেন সিজারো, খারাপ সময়ে এক ইঞ্জুরিড রেসলারই অন্য ইঞ্জুরিড রেসলারের কাজে লাগে। তাছাড়া নিজেকে Bury থেকে বাঁচাতেও সিজারো সিনার সাথে ভালো সম্পর্ক রাখছে মনে হয়। :p 

• ২য় ছবিতেঃ জন সিনার সার্জারি চলছে। সার্জারি করছেন Dr. Jeffrey Dugas এবং তার সহকর্মিরা।

• ৩য় ছবিতেঃ জন সিনার ডান কাঁধে হওয়া Torn Rotator Cuff -এর সার্জারি সাকসেসফুল হয়েছে তাই ডাক্তাররা আনন্দ করছেন। 
• ৪র্থ ছবিতেঃ জন সিনা হাসিমুখে দাড়িয়ে পোজ দিচ্ছেন, তিনি এখন সুস্থ আছেন। আশা করি তাড়াতাড়ি রিকভার করবেন। 

.

এই ইনজুরির ফলে সিনা রয়েল রাম্বালে অংশগ্রহন করতে পারবেন না, ইন্ডিয়া ট্যুরে থাকতে পারবেন না এবং খুব সম্ভবত রেসেলমেনিয়ার ৩২ খেলতে পারবেন না, যেখানে তার সঙ্গে দ্যা আন্ডারটেকার এর ম্যাচ হবার কথা ছিল, যা এখন হচ্ছে না। 
.
ভেবে দেখুন সিনা, অরটন, সেথ, সিজারো এদেরকে বাদ দিয়েই রেসেলমেনিয়া আয়োজিত হতে চলেছে...এর চেয়ে খারাপ কিছু হতে পারে? 
.

এখন দেখা যাক কি হয়, আসুন আমরা সবাই জন সিনার তাড়াতাড়ি সুস্থ হবার জন্য একটু প্রার্থনা করে নেই। বেস্ট অফ লাক চ্যাম্প।

উল্লেখ্যঃ সমস্ত ছবি WWE.com দ্বারা অফিসিয়ালি দেওয়া হয়েছে।