দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের প্রো রেসলিং ক্যারিয়ারের ব্যাপারে আমরা সবাই কমবেশি জানি কিন্তু তার MMA ক্যারিয়ারের ব্যাপারে খুব অল্প কয়েকজনের ই ধারনা রয়েছে তাই আজকে তার MMA (Mixed Martial Arts) ক্যারিয়ার নিয়ে আলোচনা করা যাক...।।
.
ডেথক্লাচ জিমে ট্রেনিং করার পরে ব্রক MMA তে আসার সিদ্ধান্ত নেন এবং তার Debut হয় জুন ২, ২০০৭ এ তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার Choi-Hong-Min কে ট্যাপ আউট করান । এর ফলে তিনি Ufc তে চান্স পেয়ে যান। 
.
প্রথমে UFC 81 তে শুরু থেকে ডমিনেট করলেও Frank Mir তার সাবমিশন মুভ এঙ্গেল চোক দিয়ে ব্রককে ট্যাপ আউট করান যা ছিলো প্রো রেসলিং ফ্যানদের জন্য বেদনাদায়ক Frank Mir বলেন " আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে এটা স্ক্রিপ্টেড রেসলিং না এটা UFC যেখানে তার রাজত্ব চলে না " 
.
ব্রকের পরবর্তী ফাইট ছিলো হেথ হেরিংসের বিপক্ষে UFC 87 তে হেরিংসকে এককথায় ধ্বংস করে দেন লেসনার এবং ডমিনেট করে ৩টি রাউন্ড জিতে নেন যার ফলে UFC 91 তে টাইটেল ম্যাচ পান তখনকার UFC Havyweight Champion রেন্ডি কোতিউর এর বিপক্ষে ।
.
২০০৮ সালের ১৫ই নভেম্বরে হওয়া Ufc 91 -তে অসাধারন স্পিডে কোতিউরকে বারবার বিট করে দ্বিতীয় রাউন্ডে কতিউরকে স্ট্রেট রাইট হুক দিয়ে নক আউট করে ব্রক লেসনার হয়েযান নতুন UFC Havyweight Champion...!!! 
.
ব্রক নেক্সট ম্যাচে UFC 100 তে তার টাইটেল ডিফেন্ড করেন Frank Mir এর বিপক্ষে। তখন ফ্রাঙ্ক বলেন  "লেজনার একটা লুজার", লেসনার রিপ্লাই দেন " আমি শুধু ওর দাতগুলোকে ওর চোয়ালের থেকে আলাদা করে দিবো "
.
২০০৯ সালের ১১ই জুলাই UFC 100 -তে ম্যাচের শুরুতেই লেসনার  তার পাওয়ারফুল টেকডাউনের দ্বারা মিরের বডি কন্ট্রোলে এনে মারাত্মক কিছু পাঞ্চ দেন এবং ফলস্বরূপ প্রথম রাউন্ড শেষে রক্তাক্ত হয়ে যান Frank Mir ।
.
দ্বিতীয় রাউন্ডে আবার লেসনারের টেকডাউন এবং ৬/৭ টা হ্যামার ফিস্ট এর ফলে মির নকড আউট হয়ে যান এবং ম্যাচ শেষে মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে যান মির !
.
ব্রকের পরবর্তী ম্যাচ ছিলো তখনকার Interim Champion শেন কারউইনের সাথে। কারউইন একজন মারাত্মক ফাইটার তিনি এর আগে তিনি তার খেলা প্রতিটা ম্যাচ জিতেছিলেন, অর্থাৎ তার স্ট্রিক ছিল একটা ম্যাচেও না হারার। 
.
২০১০ সালের ৩রা জুলাই UFC 116 -তে লেসনারকে প্রথমদিকে ডমিনেট করেন কারউইন। প্রথম রাউন্ড লেজনারের মাথার ডান দিক থেকে প্রচুর রক্ত ঝরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে সাবমিশনে কারউইনকে ট্যাপ আউট করিয়ে তার টাইটেল রিটেইন করেন লেজনার ।
.
পরবর্তী ফাইটে ব্রক লেসনার কেইন ভালাস্কেজের কাছে তার টাইটেল হারান এবং UFC 141 এ ওভারিমের কাছে হেরে যাওয়ার পরে বিশেষ ধরনের শারীরিক অসুস্থতার কারনে UFC কে বিদায় জানান ব্রক কিন্তু এখনো ব্রকের সাথে UFC এর কন্ট্র্যাক্ট আছে।

• ক্রেডিটঃ Akash এবং অ্যাডমিন।

** স্পেশাল পোস্টঃ ব্রক লেজনারের MMA তথা UFC ক্যারিয়ার


দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের প্রো রেসলিং ক্যারিয়ারের ব্যাপারে আমরা সবাই কমবেশি জানি কিন্তু তার MMA ক্যারিয়ারের ব্যাপারে খুব অল্প কয়েকজনের ই ধারনা রয়েছে তাই আজকে তার MMA (Mixed Martial Arts) ক্যারিয়ার নিয়ে আলোচনা করা যাক...।।
.
ডেথক্লাচ জিমে ট্রেনিং করার পরে ব্রক MMA তে আসার সিদ্ধান্ত নেন এবং তার Debut হয় জুন ২, ২০০৭ এ তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার Choi-Hong-Min কে ট্যাপ আউট করান । এর ফলে তিনি Ufc তে চান্স পেয়ে যান। 
.
প্রথমে UFC 81 তে শুরু থেকে ডমিনেট করলেও Frank Mir তার সাবমিশন মুভ এঙ্গেল চোক দিয়ে ব্রককে ট্যাপ আউট করান যা ছিলো প্রো রেসলিং ফ্যানদের জন্য বেদনাদায়ক Frank Mir বলেন " আমি ওকে বুঝিয়ে দিয়েছি যে এটা স্ক্রিপ্টেড রেসলিং না এটা UFC যেখানে তার রাজত্ব চলে না " 
.
ব্রকের পরবর্তী ফাইট ছিলো হেথ হেরিংসের বিপক্ষে UFC 87 তে হেরিংসকে এককথায় ধ্বংস করে দেন লেসনার এবং ডমিনেট করে ৩টি রাউন্ড জিতে নেন যার ফলে UFC 91 তে টাইটেল ম্যাচ পান তখনকার UFC Havyweight Champion রেন্ডি কোতিউর এর বিপক্ষে ।
.
২০০৮ সালের ১৫ই নভেম্বরে হওয়া Ufc 91 -তে অসাধারন স্পিডে কোতিউরকে বারবার বিট করে দ্বিতীয় রাউন্ডে কতিউরকে স্ট্রেট রাইট হুক দিয়ে নক আউট করে ব্রক লেসনার হয়েযান নতুন UFC Havyweight Champion...!!! 
.
ব্রক নেক্সট ম্যাচে UFC 100 তে তার টাইটেল ডিফেন্ড করেন Frank Mir এর বিপক্ষে। তখন ফ্রাঙ্ক বলেন  "লেজনার একটা লুজার", লেসনার রিপ্লাই দেন " আমি শুধু ওর দাতগুলোকে ওর চোয়ালের থেকে আলাদা করে দিবো "
.
২০০৯ সালের ১১ই জুলাই UFC 100 -তে ম্যাচের শুরুতেই লেসনার  তার পাওয়ারফুল টেকডাউনের দ্বারা মিরের বডি কন্ট্রোলে এনে মারাত্মক কিছু পাঞ্চ দেন এবং ফলস্বরূপ প্রথম রাউন্ড শেষে রক্তাক্ত হয়ে যান Frank Mir ।
.
দ্বিতীয় রাউন্ডে আবার লেসনারের টেকডাউন এবং ৬/৭ টা হ্যামার ফিস্ট এর ফলে মির নকড আউট হয়ে যান এবং ম্যাচ শেষে মারাত্মকভাবে রক্তাক্ত হয়ে যান মির !
.
ব্রকের পরবর্তী ম্যাচ ছিলো তখনকার Interim Champion শেন কারউইনের সাথে। কারউইন একজন মারাত্মক ফাইটার তিনি এর আগে তিনি তার খেলা প্রতিটা ম্যাচ জিতেছিলেন, অর্থাৎ তার স্ট্রিক ছিল একটা ম্যাচেও না হারার। 
.
২০১০ সালের ৩রা জুলাই UFC 116 -তে লেসনারকে প্রথমদিকে ডমিনেট করেন কারউইন। প্রথম রাউন্ড লেজনারের মাথার ডান দিক থেকে প্রচুর রক্ত ঝরে কিন্তু দ্বিতীয় রাউন্ডে সাবমিশনে কারউইনকে ট্যাপ আউট করিয়ে তার টাইটেল রিটেইন করেন লেজনার ।
.
পরবর্তী ফাইটে ব্রক লেসনার কেইন ভালাস্কেজের কাছে তার টাইটেল হারান এবং UFC 141 এ ওভারিমের কাছে হেরে যাওয়ার পরে বিশেষ ধরনের শারীরিক অসুস্থতার কারনে UFC কে বিদায় জানান ব্রক কিন্তু এখনো ব্রকের সাথে UFC এর কন্ট্র্যাক্ট আছে।

• ক্রেডিটঃ Akash এবং অ্যাডমিন।