• San Antonio, Texasএর AT&T Centerএ অনুষ্ঠিত বছরের সর্বপ্রথম RAW এর কিক-অফ করেন
Stephanie McMahon.
.
তাকে বাধা দেয় Roman Reigns.
রিংয়ে Stephanie ও Romanএর ভিতর একটি শর্ট সেগমেন্ট হয় ।
.
.
.
আগামী সপ্তাহে New Orleansএ অনুষ্ঠিতব্য RAWতে রিটার্ন করবেন The Beast "BROCK LESNAR"
.
Kevin Owens বনাম, Neville
.
• কমেন্ট্রিতে থাকে IC চ্যাম্প. Dean Ambrose.
ম্যাচের এক পর্যায়ে Nevilleকে pop-up powerbombদিয়ে পিনফলে বছরের ১ম RAWএর ১ম ম্যাচে জয়লাভ করে K.O.
.
♦ উইনার : K.O.
.
ম্যাচ শেষে Nevilleকে আবার powerbombদিতে যায় K.O.
কিন্তু Ambrose ছুটে আসে ও K.O.কে কমেন্ট্রি টেবিলে রেখে ব্যারিকেডের ওপর থেকে elbow dropদিয়ে টেবিল ভাঙে Ambrose.
.
.
.
ব্যাকস্টেজে Vince McMahonকে আসতে দেখা যায় । তার একটি সাক্ষাত্কার নেয় JoJo.
.
Stardust বনাম, Titus O'Neil
.
• Stardustকে clash of the titusফিনিশার দিয়ে হারায় Titus.
.
♦ উইনার : Titus.
ব্যাকস্টেজে Becky, Charlotteও Ric Flairকে দেখা যায় ।
.
.
.
Charlotte বনাম, Becky Lynch
.
♦ উইনার : Becky Lynch.
.
.
.
ব্যাকস্টেজে Vinceও Sheamusকে দেখা যায় ।
.
Ryback বনাম, Big Show
.
• ম্যাচের এক পর্যায়ে Rybackকে একটি chokeslamদেয় Show. অতঃপর সে Rybackকে রিংসাইডে ফেলে দেয় ।
হঠাত্ এরেনা অন্ধকার হয়ে যায় এবং Rybackকে ঘিরে ধরে Wyatt Family.
Rybackকে head&arm chokeদিয়ে senselessকরে দেয় Strowman.
অতঃপর তারা Big Showকে ঘিরে ধরে এবং তাকে কিছুক্ষণ মারার পর বাইরে এসে পোজ নেয়।
.
• No result.
.
.
.
League Of Nations
বনাম,
Uso's
.
• ম্যাচে L.O.N. এর পক্ষে অংশ নেয় Rusevও Alberto Del Rio.
ম্যাচটি খুবই এন্টারটেইনিং ছিলো । এক পর্যায়ে 2nd রোপ এ ঝুলন্ত Jey Usoকে টার্নবাকলের ওপর থেকে লাফিয়ে একটি massive 'double foot stomp'দিয়ে পিনফলে ম্যাচটি জিতে নেয় Del Rio.
.
♦ উইনারস : L.O.N.
.
.
.
Dolph Ziggler বনাম, Heath Slater
.
• রিংসাইডে থাকে Adam Rose, Curtis Axel ও Bo Dallas.
তাদের ডিস্ট্রাকশনের শিকার হয়ে roll-upএ হারে Ziggler.
.
♦ উইনার : Heath Slater.
.
.
.
• এ সপ্তাহের SmackDownএ 2টি চ্যাম্পিয়নশীপ ম্যাচ অনুষ্ঠিত হবে । যথা:
- Ambrose[C.] বনাম, Owens for IC Title
&
- Charlotte[c.] বনাম, Becky for Divas Title.
.
ব্যাকস্টেজে romanকে ম্যাচের রুলস বলে দেয় Vince.
.
.
.
রিংয়ে আসে New Day. তারা প্রোমো কাটে । সেখানে রিটার্ন করে
Y2J Chris Jericho.
.
Jerichoও New Dayর ভিতর একটি সেগমেন্ট হয় । Y2Jবলে যে সে অফিসিয়ালি Royal Rumbleএ অংশগ্রহণ করবে এবং বাকী 29জনকে হারিয়ে WMএ মেইন ইভেন্টে খেলবে ।
.
.
.
New Day
বনাম,
Kalisto & Dudley Boyz
.
• ম্যাচের এক পর্যায়ে Xavierকে তাড়া করে নিয়ে যায় Bubba.
তখন D Vonকে ডাবল টিম Big Endingফিনিশার দিয়ে পিনফলে জিতে যায় Big E.
.
♦ উইনারস : New Day.
.
.
.
- Main Event -
• WWE WH চ্যাম্পionship •
.
Roman reigns[c.]
বনাম,
Sheamus
.
special guest ref.: Vince McMahon
.
• প্রথমেই রিংয়ে আসে রেফারীর কস্টিউম পরিহিত Vince.
রিংয়ে এসে সে b**bs danceদিতে থাকে colonthree emoticon .
অতঃপর একে একে রিংয়ে আসে চ্যালেন্জার Sheamusও চ্যাম্পিয়ন roman.
.
ম্যাচটি অকল্পনীয় এবং অবাস্তব নাটকীয়তায় পরিপূর্ণ ছিল । ম্যাচে একের পর এক রেফারীকে superman paunch দিয়ে অজ্ঞান করে দেয় roman.
Sheamusকে আবাল হিসেবে উপস্হাপন করা হয় ।
শেষ পর্যন্ত Sheamusকে স্পেয়ার দিয়ে আরো একজন রেফারীর দ্বারা পিনফলে জিতে টাইটেল রিটেইন করে roman.
.
উইনার & চ্যাম্প.: Roman.
.
ম্যাচ শেষে Vince ঘোষণা করে যে আসন্ন Royal Rumble PPVএর 30man Royal Rumble ম্যাচটি হবে WWE WH Titleএর জন্য ।
.
এভাবেই আজকের RAW শেষ হয় । কেমন লাগলো আপনাদের আজকের Raw?
.
.
.
#R
#suplex_city