American Airline Center, Dallas,Texas এ অনুষ্ঠিত আজকের Smackdown কিক অফ হয় একটি ভিডিও ফুটেজের মাধ্যমে। ভিডিও ফুটেজে গত সপ্তাহে Talking Smack এ হওয়া Daniel Bryan এবং The Miz এর মধ্যকার কথা কাটাকাটি দেখানো হয়।

ব্যাকস্টেজে দেখা যায় Shane Mcmahon ও Daniel Bryan সেই ভিডিও ফুটেজ টি দেখছে। Shane Bryan কে বলে তোমার Miz এর নিকট ক্ষমা চাওয়া উচিৎ, তুমি এভাবে WWE Superstar দের প্রভাবিত করতে পার না। Shane বলে তোমার তো এভাবে কোন WWE Talent এর মুখোমুখি হওয়ার দরকার নাই। তখন Bryan পালটা Shane কে বলে তুমি কেন Summerslam এ Brock Lesnar এর মুখোমুখি হয়েছিলে এবং Shane কে হতভম্ব রেখে সেখান থেকে চলে যায় Daniel Bryan।

The Miz রিং এর দিকে আসতে থাকে। তার মিউজিক হিট করলে সে WWE ক্রুদের বলে মিউজিক বন্ধ করতে। The Miz বলে সে চায়না কেউ যেন তাকে Boo দেয়। সে চায়না Smackdown এর GM ও Commissioner তাকে লাইমলাইটে আসতে না দেওয়ায় কেউ তাকে Boo দেয়। সে আরও বলে তার ১৪৮ দিন সময় লেগেছে সবার দৃষ্টি আকর্শন করতে। The Miz বলে Smackdown এর Commissioner তার মতের সাথে এক তবুও কেন Bryan তার নিকট ক্ষমা চাচ্ছে না। The Miz ক্রাউডদের বলে তোমরা শুধু সেটাই দেখ যেটা তোমাদের দেখানো হয়। কিন্তু এর পিঠপিছে আরও অনেক কিছুই হয়। The Miz বলে সে তার এত বছরের Career এ একবারো Injured হয় নি। সে ক্রাউডদের বলে Bryan হয়েছিল বলেই তোমরা তাকে Cheer করো, আমাকে নয়। সে বলে WWE এর সকল ক্রাউড ও ফ্যানরা হলো Coward।

তখন The Miz কে বাধা দেয় Dolph Ziggler। Ziggler বলে Miz এর কথায় যুক্তি আছে কিন্তু জনগণ Miz কে পছন্দ না করার প্রধান কারণ Miz শুধুই Famous হতে চায়, তার ফ্যানদের কথা কখনই ভাবে না। Ziggler Miz কে বলে আর এজন্যই Bryan তোমাকে Soft এবং Coward বলেছে।
Ziggler Miz কে বলে তুমি যে Coward না সেটা তুমি কারও কাছেই প্রমাণ করতে চাও না, তুমি শুধু চাও নিজের কাছেই প্রমাণ করতে। Ziggler বলে Miz তুমি নিজেকে প্রমাণ কর আমাকে মেরে, প্রমাণ কর তুমি পারবে আমার সাথে ফাইট করতে। Ziggler তার টি শার্ট খুলে ফেলে কিন্ত Miz তাকে বলে Wait করতে এবং রিং থেকে নিচে নেমে যায়। Ziggler তার Coat খুলে ফেলে এবং রিং আ্যপ্রণে উঠে কিন্ত পুনরায় নিচে নেমে যায়। তখন Ziggler বলতে থাকে Bryan ঠিকই বলেছে, তুমি একজন Coward। এতে চটে যায় Miz এবং রিং এর দিকে ছুটতে থাকলে তাকে থামানোর চেষ্টা করে তার বউ Maryse।

The Miz কিন্ত আবার সিরিয়াস ফর্ম এ ব্যাক করেছে। সে যেন কোন জোকার না, সে যে কোন জবার না এটাই সেটা প্রমাণ করার উপযুক্ত সময়। :)

First Match of the Night

♠ First Match: The Hype Bro’s Vs The Vaudevillians in a First Round Match in the Vacant WWE SmackDown Tag Team Championship

Jack Ryder এবং Aiden English ম্যাচ শুরু করে। Ryder English কে রিং রোপের দিকে পুশ করে কিন্ত English Ryder কে Shoulder Tackle দিয়ে বসে। Ryder কে English তুলতে আসলে Ryder English কে Dropkick দেয় ফলে English রিং কর্নারে পড়ে যায়। Ryder English কে মারতে থাকে তখন Simon Gotch English কে নিচে টেনে নিয়ে যায়। Ryder Wrecking Ball Dropkick দিতে গেলে English তাকে রিং আ্যপ্রনের মাঝেই হিট করে এবং Ryder কে পুনরায় রিং এ নিয়ে যায়। English Ryder কে কর্নারে নিয়ে যায় এবং Gotch এর সাথে ট্যাগ করে। Gotch রিং এ এসেই Ryder কে Rolling Fireman’s Carry Slam হিট করে। Gotch পুনরায় ট্যাগ ইন করে। English Flying Clothesline হিট করতে যায় কিন্ত Ryder কাউন্টার করে এবং Mojo Rawley কে ট্যাগ করে। Mojo English কে একের পর এক Clothesline মারতে থাকে। English কর্নারে চলে গেলে Mojo তাকে Stinger Splash দেয়। Gotch বাধা দিলে Ryder এসে Gotch কে কর্নারে নিয়ে যায় এবং Broski Boot হিট করে এবং সেই সুযোগে The Hype Bro's তাদের ফিনিশার Hype Ryder হিট করে জয় ছিনিয়ে আনে।

আমার মনে হয় বর্তমান WWE তে সবচেয়ে Misused ট্যাগ টিম হলো The Vaudevillains। NXT তে এদের ম্যাচ দেখে এদের ফ্যান হয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য WWE তাদেরকে মনে হয় সর্বদা জবার ই বানিয়ে রাখবে। :(
Winner: The Hype Bro’s via PinfallRating: 2.00/5.00
ব্যাকস্টেজে AJ Styles কে দেখা যায়। AJ সবাইকে হ্যালো বলতে বলতে হাটতে থাকে, তখনি তার সামনে আসে Apollo Crews। AJ Crews নাম ভুল বললে Crews. খেপে যায় এবং তার নামের বানান AJ কে বুঝিয়ে দেয়। AJ বলে তার এসব শোনার টাইম নাই কারণ AJ ই হলো সেই Face যে কোম্পানি টা চালাচ্ছে।

ছোট একটি বিরতির পর রিং এ আসে AJ Styles। AJ বলে সে হলো Phenomenal এবং সে Smackdown এর মেইন ফেস। AJ বলে সে John Cena কে হারিয়েছে এবার Backlash এ Dean Ambrose কে হারাবে। AJ বলে Dean তার মুখ দেখতে পাবে যখন Dean রিং এ শুয়ে থাকবে এবং AJ হবে New WWE World Champion।

Apollo Crews আসে এবং AJ এর প্রমো তে বাধা দেয়। Crews বলে সে Daniel Bryan এর সাথে কথা বলেছে এবং তাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাতেই, এখনি।

♠ Second Match: AJ Styles Vs Apollo Crews

AJ এবং Crews দুইজনেই একে অপরকে মারতে থাকে। Right Hand Chop এর মাধ্যমে ম্যাচ নিজের কন্ট্রোলে আনে AJ। Crews কে টপ টার্নবাকলে ছুড়ে মারে AJ। Crews AJ কে Running Boot এবং Dropkick হিট করে। AJ গড়াতে গড়াতে রিং এর বাইরে চলে যায়। Crews নিচে নামে এবং AJ কে রিং আ্যপ্রনে Head Buster দেয়। Crews AJ কে পুনরায় রিং এ নিয়ে যায়। AJ রিং এর কর্নারে চলে গেলে Crews তাকে Stinger Splash দিয়ে বসে। AJ উঠলেই তাকে Leap Lariat দেয় Crews।
Crews AJ কে রিং এর বাইরে ফেলে দেয় এবং রিং আ্যপ্রন থেকে AJ এর উপর Moonsault হিট করে। AJ পুনরায় রিং এ উঠে পড়ে এবং Crews কে Leap Lariat হিট করে। AJ 2nd রোপ থেকে ডাইভ দিতে গেলে AJ কে Mid Air এই ধরে ফেলে Crews এবং AJ কে দিয়ে বসে Samoan Driver। AJ কে Crews Big Boot দিতে গেলে AJ Crews কে Jawbreaker দেয় এবং 2nd রোপ থেকে Phenomenal Forearm এর মাধ্যমে জয় নিজের করে নেয়।

AJ যার সাথেই খেলে ম্যাচটা হয় দেখার মতো। এই ম্যাচ টাই তার প্রমাণ সরূপ। ^_^
Winner: AJ Styles via PinfallRating: 2.75/5.00
Renne Young কে দেখা যায় Heath Slater এর বাড়িতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল Rhyno। সেখানে Heath Slater এর বউ Beulah কে দেখানো হয়। Renne Slater কে Tag Team Championship ম্যাচ নিয়ে প্রশ্ন করলে Slater বলতে থাকে সে এবং Rhyno ই হবে Smackdown এর Tag Team Champion।

Bray Wyatt রিং এ আসে। Bray বলতে থাকে সে কোন সাপ কিংবা দানবে ভয় পায় না। Bray বলে Randy অসুস্থ এবং সে এটাই পছন্দ করে। Bray বলে Brock Lesnar Summerslam এ Randy এর মাথা ফাটিয়েছে। Randy এখন Damaged। Bray বলে Randy এর মাথায় সর্বদা বিভিন্ন ভয়েস ঘোরাঘুরি করে এবং তারা যেন Randy কে বলে পালাতে। বিশাল পপ এর সাথে রিং এ আসে Randy। Randy বলে তার মাথায় সেলাই করা লেগেছে বলে সে Damaged না। সে আগে থেকেই Damaged ছিল বলেই এত দূর আসতে পেরেছে। Bray বলে Randy এখন আর Predator নাই সেই হলো রিয়েল Predator। Randy বলে সে Undertaker এর মোকাবিলা করেছে এবার Bray এর সাথেও মোকাবিলা করবে। Randy Bray এর চ্যালেঞ্জ Accept করে এবং বলে সে Bray কে ভয় পায় না এবং সে Bray এর Ass Kick করে ছাড়বে। হঠাত লাইট অফ হয়ে যায় এবং যথারীতি Bray রিং থেকে উধাউ হয়ে যায়।

♠ Third Match: Natalya & Alexa Bliss Vs Naomi & Becky Lynch

Naomi এবং Natalya ম্যাচ টা শুরু করে। Naomi Natalya কে Dropkick দিলে Natalya রিং এর বাইরে পড়ে যায়। Natalya উপরে উঠে এবং Alexa Bliss কে ট্যাগ করে। Bliss Naomi কে পিছন থেকে Big Boot দেয়। Naomi Bliss কে Dropkick দিয়ে ম্যাচ কন্ট্রলে আনে। Naomi ট্যাগ করতে গেলে Bliss তাকে বাধা দেয় এবং মারতে থাকে। Naomi Leg Lariat. হিট করে কামব্যাক করে এবং Becky কে ট্যাগ করে। Becky Bliss কে একের পর এক Dropkick দিতে থাকে। Becky Bliss কে Bexploder দিয়ে বসে। কোথা হতে Carmella চলে আসে এবং Nikki Bella কে মারতে থাকে। Becky দেখতে থাকলে Bliss তাকে পিছন দিয়ে আ্যটাক করে এবং রোল আপ এর মাধ্যমে ম্যাচ টা জিতে যায়।

যদি Becky Woman Champion হতে না পারে আমি চায় যেন Bliss কেই Champion করা হোক। কারণ সেই হবে Smackdown এর Next Top Heel। :)
Winner: Natalya & Alexa BlissRating: 1.50/5.00

♠ Fourth Match: Heath Slater & Rhyno vs. The Headbangers in a First Round in the Vacant WWE SmackDown Tag Team Championship Tournament

Slater এবং Mosh ম্যাচ শুরু করে। Mosh Clothesline দিতে গেলে Slater ডাক করে। Mosh Slater কে পিছন থেকে Running Forearm হিট করে। Mosh Slater কে Springboard Clothesline দেয় এবং Trasher কে ট্যাগ করে। Trasher 2nd রোপ থেকে Flying Clothesline এবং Back Suplex হিট করে। Trasher ট্যাগ করে এবং The Headbanger Slater কে Mid Air এ ছুড়ে মারে। Slater কর্নারে গেলে Mosh তাকে Running Butt Splash হিট করে। Rhyno Mosh কে নিচে ফেলে দেয় এবং Slater কোনায় টেনে নিয়ে এসে ট্যাগ করে। Rhyno Trasher কে Gore হিট করে এবং জয়ের খাতায় নিজেদের নাম লেখায়।

আপনারা হয়ত অনেকেই চান American Alpha Tag Team Champion হোক কিন্ত আমি Personally চায় Rhyno এবং Slater ই যেন হয় New Tag Team Champion।
Winner: Heath Slater and RhynoRating: 2.25/5.00
একজন লোকাল রেস্লার রিং এ আসে এবং সকল রেস্লার কে চ্যালেঞ্জ জানিয়ে নিজের জামাকাপড় খুলতে থাকে। :3 তখন সেখানে উপস্থিত হয় Kane। Kane রিং এ আসে এবং তাকে Chokeslam দিয়ে চলে যায়।

Its Time for the Main Event of the Night

♠ Fifth Match: Dean Ambrose vs. Baron Corbin

Dean Corbin কে Headlock দিতে গেলে Corbin Dean কে Shoulder Tackle দেয়। Corbin একের পর এক Haymaker মারতেই থাকে। Ambrose Running Clothesline দিয়ে Corbin কে বাইরে ফেলে দেয়। Ambrose রিং আ্যপ্রন থেকে Flying Crossbody হিট করে। Ambrose Corbin কে Commentary Table এ ছুড়ে মারে। Ambrose Corbin কে রিং এ নিয়ে যায় এবং টপ রোপ থেকে Flying Dropkick হিট করে। কিন্ত Corbin কামব্যাক করে এবং Dean কে একের পর এক Punch করতেই থাকে। Corbin Dean কে STO দেয় এবং ২ কাউন্ট পায়। Corbin Dean কে Various Lariat দিলে Dean উলটা Corbin কে Lunatic Lariat দিয়ে বসে। Ambrose টপ রোপে উঠে কিন্ত Corbin বাধা দেয়। Ambrose Corbin কে Forearm দিলে Corbin সজোরে রিং এর বাইরে পড়ে যায়। Ambrose Corbin এর উপর Suicide Dive দেয়। Corbin Dean কে Deep Six দেয় এবং তাকে Barricade এ ছুড়ে মারে। AJ Commentary Table থেকে উঠে আসে এবং Corbin এর সাথে কথা কাটাকাটি করতে থাকে। এই সুযোগে Dean Corbin কে ধাক্কা মারে এবং AJ দূরে ছিটকে যায়। Ambrose পুনরায় রিং এ যায় এবং Corbin কে Diving Elbow দেয়। এদিকে AJ রিং আ্যপ্রনে উঠে Dean কে মারতে যেয়ে ভুলে Corbin কে Knee Strike দিয়ে আসে এবং ম্যাচ টা Disqualification এর মাধ্যমে শেষ হয়।

Winner: Baron Corbin via DisqualificationRating: 3.25/5.00

ম্যাচ এর শেষে Ambrose AJ কে Slingshot Dive হিট করে। AJ Dean কে Commentary Table এ ছুড়ে মারলে Dean সেখান থেকে AJ কে Flying Clothesline দিয়ে বসে। Corbin পিছন থেকে Ambrose কে আ্যটাক করে এবং Ambrose কে পুনরায় রিং এ প্রবেশ করায়। Corbin রিং এ উঠতেই তাকে Dirty Deeds দিয়ে বসে Lunatic Ambrose। এদিকে AJ Styles Phenomenal Forearm দিতে গেলে Dean বাধা দেয় এবং AJ রোপ এর মাঝামাঝি তার মূল জায়গায় ব্যাথা পেয়ে ঝুলে থাকে এবং কাদতে থাকে। তখন Dean এসে রোপ ঝাকাতে থাকে এবং AJ চিল্লাইতে থাকে। পরবর্তীতে Dean Ambrose Aj এর সাথে Hand Shake করে চলে যায় এবং এভাবেই সমাপ্তি ঘটে আজকের Smackdown এর।


ক্রেডিটঃ #Thunder_FL** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **


• WWE SmackDown রেজাল্ট, ৩১ আগস্ট ২০১৬


American Airline Center, Dallas,Texas এ অনুষ্ঠিত আজকের Smackdown কিক অফ হয় একটি ভিডিও ফুটেজের মাধ্যমে। ভিডিও ফুটেজে গত সপ্তাহে Talking Smack এ হওয়া Daniel Bryan এবং The Miz এর মধ্যকার কথা কাটাকাটি দেখানো হয়।

ব্যাকস্টেজে দেখা যায় Shane Mcmahon ও Daniel Bryan সেই ভিডিও ফুটেজ টি দেখছে। Shane Bryan কে বলে তোমার Miz এর নিকট ক্ষমা চাওয়া উচিৎ, তুমি এভাবে WWE Superstar দের প্রভাবিত করতে পার না। Shane বলে তোমার তো এভাবে কোন WWE Talent এর মুখোমুখি হওয়ার দরকার নাই। তখন Bryan পালটা Shane কে বলে তুমি কেন Summerslam এ Brock Lesnar এর মুখোমুখি হয়েছিলে এবং Shane কে হতভম্ব রেখে সেখান থেকে চলে যায় Daniel Bryan।

The Miz রিং এর দিকে আসতে থাকে। তার মিউজিক হিট করলে সে WWE ক্রুদের বলে মিউজিক বন্ধ করতে। The Miz বলে সে চায়না কেউ যেন তাকে Boo দেয়। সে চায়না Smackdown এর GM ও Commissioner তাকে লাইমলাইটে আসতে না দেওয়ায় কেউ তাকে Boo দেয়। সে আরও বলে তার ১৪৮ দিন সময় লেগেছে সবার দৃষ্টি আকর্শন করতে। The Miz বলে Smackdown এর Commissioner তার মতের সাথে এক তবুও কেন Bryan তার নিকট ক্ষমা চাচ্ছে না। The Miz ক্রাউডদের বলে তোমরা শুধু সেটাই দেখ যেটা তোমাদের দেখানো হয়। কিন্তু এর পিঠপিছে আরও অনেক কিছুই হয়। The Miz বলে সে তার এত বছরের Career এ একবারো Injured হয় নি। সে ক্রাউডদের বলে Bryan হয়েছিল বলেই তোমরা তাকে Cheer করো, আমাকে নয়। সে বলে WWE এর সকল ক্রাউড ও ফ্যানরা হলো Coward।

তখন The Miz কে বাধা দেয় Dolph Ziggler। Ziggler বলে Miz এর কথায় যুক্তি আছে কিন্তু জনগণ Miz কে পছন্দ না করার প্রধান কারণ Miz শুধুই Famous হতে চায়, তার ফ্যানদের কথা কখনই ভাবে না। Ziggler Miz কে বলে আর এজন্যই Bryan তোমাকে Soft এবং Coward বলেছে।
Ziggler Miz কে বলে তুমি যে Coward না সেটা তুমি কারও কাছেই প্রমাণ করতে চাও না, তুমি শুধু চাও নিজের কাছেই প্রমাণ করতে। Ziggler বলে Miz তুমি নিজেকে প্রমাণ কর আমাকে মেরে, প্রমাণ কর তুমি পারবে আমার সাথে ফাইট করতে। Ziggler তার টি শার্ট খুলে ফেলে কিন্ত Miz তাকে বলে Wait করতে এবং রিং থেকে নিচে নেমে যায়। Ziggler তার Coat খুলে ফেলে এবং রিং আ্যপ্রণে উঠে কিন্ত পুনরায় নিচে নেমে যায়। তখন Ziggler বলতে থাকে Bryan ঠিকই বলেছে, তুমি একজন Coward। এতে চটে যায় Miz এবং রিং এর দিকে ছুটতে থাকলে তাকে থামানোর চেষ্টা করে তার বউ Maryse।

The Miz কিন্ত আবার সিরিয়াস ফর্ম এ ব্যাক করেছে। সে যেন কোন জোকার না, সে যে কোন জবার না এটাই সেটা প্রমাণ করার উপযুক্ত সময়। :)

First Match of the Night

♠ First Match: The Hype Bro’s Vs The Vaudevillians in a First Round Match in the Vacant WWE SmackDown Tag Team Championship

Jack Ryder এবং Aiden English ম্যাচ শুরু করে। Ryder English কে রিং রোপের দিকে পুশ করে কিন্ত English Ryder কে Shoulder Tackle দিয়ে বসে। Ryder কে English তুলতে আসলে Ryder English কে Dropkick দেয় ফলে English রিং কর্নারে পড়ে যায়। Ryder English কে মারতে থাকে তখন Simon Gotch English কে নিচে টেনে নিয়ে যায়। Ryder Wrecking Ball Dropkick দিতে গেলে English তাকে রিং আ্যপ্রনের মাঝেই হিট করে এবং Ryder কে পুনরায় রিং এ নিয়ে যায়। English Ryder কে কর্নারে নিয়ে যায় এবং Gotch এর সাথে ট্যাগ করে। Gotch রিং এ এসেই Ryder কে Rolling Fireman’s Carry Slam হিট করে। Gotch পুনরায় ট্যাগ ইন করে। English Flying Clothesline হিট করতে যায় কিন্ত Ryder কাউন্টার করে এবং Mojo Rawley কে ট্যাগ করে। Mojo English কে একের পর এক Clothesline মারতে থাকে। English কর্নারে চলে গেলে Mojo তাকে Stinger Splash দেয়। Gotch বাধা দিলে Ryder এসে Gotch কে কর্নারে নিয়ে যায় এবং Broski Boot হিট করে এবং সেই সুযোগে The Hype Bro's তাদের ফিনিশার Hype Ryder হিট করে জয় ছিনিয়ে আনে।

আমার মনে হয় বর্তমান WWE তে সবচেয়ে Misused ট্যাগ টিম হলো The Vaudevillains। NXT তে এদের ম্যাচ দেখে এদের ফ্যান হয়ে গিয়েছিলাম। দুর্ভাগ্য WWE তাদেরকে মনে হয় সর্বদা জবার ই বানিয়ে রাখবে। :(
Winner: The Hype Bro’s via PinfallRating: 2.00/5.00
ব্যাকস্টেজে AJ Styles কে দেখা যায়। AJ সবাইকে হ্যালো বলতে বলতে হাটতে থাকে, তখনি তার সামনে আসে Apollo Crews। AJ Crews নাম ভুল বললে Crews. খেপে যায় এবং তার নামের বানান AJ কে বুঝিয়ে দেয়। AJ বলে তার এসব শোনার টাইম নাই কারণ AJ ই হলো সেই Face যে কোম্পানি টা চালাচ্ছে।

ছোট একটি বিরতির পর রিং এ আসে AJ Styles। AJ বলে সে হলো Phenomenal এবং সে Smackdown এর মেইন ফেস। AJ বলে সে John Cena কে হারিয়েছে এবার Backlash এ Dean Ambrose কে হারাবে। AJ বলে Dean তার মুখ দেখতে পাবে যখন Dean রিং এ শুয়ে থাকবে এবং AJ হবে New WWE World Champion।

Apollo Crews আসে এবং AJ এর প্রমো তে বাধা দেয়। Crews বলে সে Daniel Bryan এর সাথে কথা বলেছে এবং তাদের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে আজ রাতেই, এখনি।

♠ Second Match: AJ Styles Vs Apollo Crews

AJ এবং Crews দুইজনেই একে অপরকে মারতে থাকে। Right Hand Chop এর মাধ্যমে ম্যাচ নিজের কন্ট্রোলে আনে AJ। Crews কে টপ টার্নবাকলে ছুড়ে মারে AJ। Crews AJ কে Running Boot এবং Dropkick হিট করে। AJ গড়াতে গড়াতে রিং এর বাইরে চলে যায়। Crews নিচে নামে এবং AJ কে রিং আ্যপ্রনে Head Buster দেয়। Crews AJ কে পুনরায় রিং এ নিয়ে যায়। AJ রিং এর কর্নারে চলে গেলে Crews তাকে Stinger Splash দিয়ে বসে। AJ উঠলেই তাকে Leap Lariat দেয় Crews।
Crews AJ কে রিং এর বাইরে ফেলে দেয় এবং রিং আ্যপ্রন থেকে AJ এর উপর Moonsault হিট করে। AJ পুনরায় রিং এ উঠে পড়ে এবং Crews কে Leap Lariat হিট করে। AJ 2nd রোপ থেকে ডাইভ দিতে গেলে AJ কে Mid Air এই ধরে ফেলে Crews এবং AJ কে দিয়ে বসে Samoan Driver। AJ কে Crews Big Boot দিতে গেলে AJ Crews কে Jawbreaker দেয় এবং 2nd রোপ থেকে Phenomenal Forearm এর মাধ্যমে জয় নিজের করে নেয়।

AJ যার সাথেই খেলে ম্যাচটা হয় দেখার মতো। এই ম্যাচ টাই তার প্রমাণ সরূপ। ^_^
Winner: AJ Styles via PinfallRating: 2.75/5.00
Renne Young কে দেখা যায় Heath Slater এর বাড়িতে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল Rhyno। সেখানে Heath Slater এর বউ Beulah কে দেখানো হয়। Renne Slater কে Tag Team Championship ম্যাচ নিয়ে প্রশ্ন করলে Slater বলতে থাকে সে এবং Rhyno ই হবে Smackdown এর Tag Team Champion।

Bray Wyatt রিং এ আসে। Bray বলতে থাকে সে কোন সাপ কিংবা দানবে ভয় পায় না। Bray বলে Randy অসুস্থ এবং সে এটাই পছন্দ করে। Bray বলে Brock Lesnar Summerslam এ Randy এর মাথা ফাটিয়েছে। Randy এখন Damaged। Bray বলে Randy এর মাথায় সর্বদা বিভিন্ন ভয়েস ঘোরাঘুরি করে এবং তারা যেন Randy কে বলে পালাতে। বিশাল পপ এর সাথে রিং এ আসে Randy। Randy বলে তার মাথায় সেলাই করা লেগেছে বলে সে Damaged না। সে আগে থেকেই Damaged ছিল বলেই এত দূর আসতে পেরেছে। Bray বলে Randy এখন আর Predator নাই সেই হলো রিয়েল Predator। Randy বলে সে Undertaker এর মোকাবিলা করেছে এবার Bray এর সাথেও মোকাবিলা করবে। Randy Bray এর চ্যালেঞ্জ Accept করে এবং বলে সে Bray কে ভয় পায় না এবং সে Bray এর Ass Kick করে ছাড়বে। হঠাত লাইট অফ হয়ে যায় এবং যথারীতি Bray রিং থেকে উধাউ হয়ে যায়।

♠ Third Match: Natalya & Alexa Bliss Vs Naomi & Becky Lynch

Naomi এবং Natalya ম্যাচ টা শুরু করে। Naomi Natalya কে Dropkick দিলে Natalya রিং এর বাইরে পড়ে যায়। Natalya উপরে উঠে এবং Alexa Bliss কে ট্যাগ করে। Bliss Naomi কে পিছন থেকে Big Boot দেয়। Naomi Bliss কে Dropkick দিয়ে ম্যাচ কন্ট্রলে আনে। Naomi ট্যাগ করতে গেলে Bliss তাকে বাধা দেয় এবং মারতে থাকে। Naomi Leg Lariat. হিট করে কামব্যাক করে এবং Becky কে ট্যাগ করে। Becky Bliss কে একের পর এক Dropkick দিতে থাকে। Becky Bliss কে Bexploder দিয়ে বসে। কোথা হতে Carmella চলে আসে এবং Nikki Bella কে মারতে থাকে। Becky দেখতে থাকলে Bliss তাকে পিছন দিয়ে আ্যটাক করে এবং রোল আপ এর মাধ্যমে ম্যাচ টা জিতে যায়।

যদি Becky Woman Champion হতে না পারে আমি চায় যেন Bliss কেই Champion করা হোক। কারণ সেই হবে Smackdown এর Next Top Heel। :)
Winner: Natalya & Alexa BlissRating: 1.50/5.00

♠ Fourth Match: Heath Slater & Rhyno vs. The Headbangers in a First Round in the Vacant WWE SmackDown Tag Team Championship Tournament

Slater এবং Mosh ম্যাচ শুরু করে। Mosh Clothesline দিতে গেলে Slater ডাক করে। Mosh Slater কে পিছন থেকে Running Forearm হিট করে। Mosh Slater কে Springboard Clothesline দেয় এবং Trasher কে ট্যাগ করে। Trasher 2nd রোপ থেকে Flying Clothesline এবং Back Suplex হিট করে। Trasher ট্যাগ করে এবং The Headbanger Slater কে Mid Air এ ছুড়ে মারে। Slater কর্নারে গেলে Mosh তাকে Running Butt Splash হিট করে। Rhyno Mosh কে নিচে ফেলে দেয় এবং Slater কোনায় টেনে নিয়ে এসে ট্যাগ করে। Rhyno Trasher কে Gore হিট করে এবং জয়ের খাতায় নিজেদের নাম লেখায়।

আপনারা হয়ত অনেকেই চান American Alpha Tag Team Champion হোক কিন্ত আমি Personally চায় Rhyno এবং Slater ই যেন হয় New Tag Team Champion।
Winner: Heath Slater and RhynoRating: 2.25/5.00
একজন লোকাল রেস্লার রিং এ আসে এবং সকল রেস্লার কে চ্যালেঞ্জ জানিয়ে নিজের জামাকাপড় খুলতে থাকে। :3 তখন সেখানে উপস্থিত হয় Kane। Kane রিং এ আসে এবং তাকে Chokeslam দিয়ে চলে যায়।

Its Time for the Main Event of the Night

♠ Fifth Match: Dean Ambrose vs. Baron Corbin

Dean Corbin কে Headlock দিতে গেলে Corbin Dean কে Shoulder Tackle দেয়। Corbin একের পর এক Haymaker মারতেই থাকে। Ambrose Running Clothesline দিয়ে Corbin কে বাইরে ফেলে দেয়। Ambrose রিং আ্যপ্রন থেকে Flying Crossbody হিট করে। Ambrose Corbin কে Commentary Table এ ছুড়ে মারে। Ambrose Corbin কে রিং এ নিয়ে যায় এবং টপ রোপ থেকে Flying Dropkick হিট করে। কিন্ত Corbin কামব্যাক করে এবং Dean কে একের পর এক Punch করতেই থাকে। Corbin Dean কে STO দেয় এবং ২ কাউন্ট পায়। Corbin Dean কে Various Lariat দিলে Dean উলটা Corbin কে Lunatic Lariat দিয়ে বসে। Ambrose টপ রোপে উঠে কিন্ত Corbin বাধা দেয়। Ambrose Corbin কে Forearm দিলে Corbin সজোরে রিং এর বাইরে পড়ে যায়। Ambrose Corbin এর উপর Suicide Dive দেয়। Corbin Dean কে Deep Six দেয় এবং তাকে Barricade এ ছুড়ে মারে। AJ Commentary Table থেকে উঠে আসে এবং Corbin এর সাথে কথা কাটাকাটি করতে থাকে। এই সুযোগে Dean Corbin কে ধাক্কা মারে এবং AJ দূরে ছিটকে যায়। Ambrose পুনরায় রিং এ যায় এবং Corbin কে Diving Elbow দেয়। এদিকে AJ রিং আ্যপ্রনে উঠে Dean কে মারতে যেয়ে ভুলে Corbin কে Knee Strike দিয়ে আসে এবং ম্যাচ টা Disqualification এর মাধ্যমে শেষ হয়।

Winner: Baron Corbin via DisqualificationRating: 3.25/5.00

ম্যাচ এর শেষে Ambrose AJ কে Slingshot Dive হিট করে। AJ Dean কে Commentary Table এ ছুড়ে মারলে Dean সেখান থেকে AJ কে Flying Clothesline দিয়ে বসে। Corbin পিছন থেকে Ambrose কে আ্যটাক করে এবং Ambrose কে পুনরায় রিং এ প্রবেশ করায়। Corbin রিং এ উঠতেই তাকে Dirty Deeds দিয়ে বসে Lunatic Ambrose। এদিকে AJ Styles Phenomenal Forearm দিতে গেলে Dean বাধা দেয় এবং AJ রোপ এর মাঝামাঝি তার মূল জায়গায় ব্যাথা পেয়ে ঝুলে থাকে এবং কাদতে থাকে। তখন Dean এসে রোপ ঝাকাতে থাকে এবং AJ চিল্লাইতে থাকে। পরবর্তীতে Dean Ambrose Aj এর সাথে Hand Shake করে চলে যায় এবং এভাবেই সমাপ্তি ঘটে আজকের Smackdown এর।


ক্রেডিটঃ #Thunder_FL** সব কিছু মিস করলে ও রেসলিং দেখা মিস করিনা  **