দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের প্রো রেসলিং ক্যারিয়ারের ব্যাপারে আমরা সবাই কমবেশি জানি কিন্তু তার MMA ক্যারিয়ারের ব্যাপারে খুব অল্প কয়েকজনের ই ধারনা রয়েছে তাই আজকে তার MMA (Mixed Martial Arts) ক্যারিয়ার নিয়ে আলোচনা করা যাক...।।
.
ডেথক্লাচ জিমে ট্রেনিং করার পরে ব্রক MMA তে আসার সিদ্ধান্ত নেন এবং তার Debut হয় জুন ২, ২০০৭ এ তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার Choi-Hong-Min কে ট্যাপ আউট করান । এর ফলে তিনি Ufc তে চান্স পেয়ে যান।