দ্যা বিস্ট ইনকারনেট ব্রক লেসনারের প্রো রেসলিং ক্যারিয়ারের ব্যাপারে আমরা সবাই কমবেশি জানি কিন্তু তার MMA ক্যারিয়ারের ব্যাপারে খুব অল্প কয়েকজনের ই ধারনা রয়েছে তাই আজকে তার MMA (Mixed Martial Arts) ক্যারিয়ার নিয়ে আলোচনা করা যাক...।।
.
ডেথক্লাচ জিমে ট্রেনিং করার পরে ব্রক MMA তে আসার সিদ্ধান্ত নেন এবং তার Debut হয় জুন ২, ২০০৭ এ তিনি তার প্রথম ম্যাচে ১ মিনিট ৯ সেকেন্ডে কোরিয়ান ফাইটার Choi-Hong-Min কে ট্যাপ আউট করান । এর ফলে তিনি Ufc তে চান্স পেয়ে যান। 

** স্পেশাল পোস্টঃ ব্রক লেজনারের MMA তথা UFC ক্যারিয়ার


এতদিনে নিজের ইনজুরি নিয়ে কথা বললেন Randy Orton!!

কয়েকমাস আগেই কাঁধের ইনজুরি জন্য সার্জারি করিয়েছিলেন Randy Orton. তার এই সার্জারির পরপরই Wrestling Observer Newsletter'র রিপোর্টার Dave Meltzer জানিয়েছিলেন Orton কে এইবার ঘাড়ের সার্জারি করাতে হবে।
.
কিন্তু এইবার এই খবরটিকে গুজব বলে উড়িয়ে দিল Orton নিজেই। সে গতকাল তার Instagram এ একজন ফ্যানের রিপ্লাইয়ে সবাইকে জানিয়েছেন যে তার কোন ঘাড়ের সার্জারির প্রয়োজন নেই। কাঁধের সার্জারির পর এখন সে রিহ্যাবে আছে। শতভাগ ফিট হলেই সে রিটার্ন করবে এবং তা খুব শীঘ্রই।

•• ব্রেকিং নিউজঃ দ্যা ভাইপার জানালেন তার নেক সার্জারির ব্যাপারটা আসলে গুজব, শীঘ্রই রিঙে ফিরছেন তিনি।


• ১ম ছবিতেঃ জন সিনা সার্জারির জন্যে প্রস্তুত এবং সার্জারির বিশেষ পোশাকও পরে নিয়েছেন। তার সঙ্গে দেখা করতে এসেছেন সিজারো, খারাপ সময়ে এক ইঞ্জুরিড রেসলারই অন্য ইঞ্জুরিড রেসলারের কাজে লাগে। তাছাড়া নিজেকে Bury থেকে বাঁচাতেও সিজারো সিনার সাথে ভালো সম্পর্ক রাখছে মনে হয়। :p 

• ২য় ছবিতেঃ জন সিনার সার্জারি চলছে। সার্জারি করছেন Dr. Jeffrey Dugas এবং তার সহকর্মিরা।

• ৩য় ছবিতেঃ জন সিনার ডান কাঁধে হওয়া Torn Rotator Cuff -এর সার্জারি সাকসেসফুল হয়েছে তাই ডাক্তাররা আনন্দ করছেন। 

•• ছবির মাধ্যমে জন সিনার ইনজুরি আপডেট।



1) ইঞ্জুরি ম্যানিয়া কন্টিনিউ রয়েছে। জন সিনার পর এবার Sasha Banks এবং Natalya ইঞ্জুরড হয়েছেন।। সাশা এর টা কিছুটা মারাত্মক তবে Natalya ১ সপ্তাহের মধ্যেই রিকভার করবেন বলে আশা করা যায়।।। সর্বশেষ Sasha Banks তার শেষ ম্যাচটি খেলে ডিসেম্বরের ২৮ তারিখ যেখানে Becky Lynch এর বিপক্ষে জয় পায়।

2) Chad Gable এবং Jason Jordan এ Nxt তে তাদের ট্যাগ টিম এর নতুন নাম দিয়েছেন American Alpa।

•• WWE লেটেস্ট নিউজ অ্যান্ড রিউমর, ৮ জানুয়ারি ২০১৬


1) এই সপ্তাহের Raw এর রেটিং ছিল ২.৪৯ এবং মোট দর্শকসংখ্যা ছিল ৩.৫৭৫ মিলিয়ন, যা গত সপ্তাহে ছিল ৩.৫৩৬ মিলিয়ন।১ম ঘন্টায় দর্শকসংখ্যা ছিল ৩.৭০৭ মিলিয়ন,২য় ঘন্টায় ছিল ৩.৫১৬ মিলিয়ন এবং ৩য় ঘন্টায় ছিল ৩.৫০৩ মিলিয়ন।

2) Pwinsider এক Report এ বলেছে, John Cena তার Shoulder injury এর জন্য রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।

3) WWE এ Fastlane পিপিভি এর জন্য Brock Lesnar এবং Chris Jericho কে Advertise করা হয়েছে।

4) Jim Ross তার ব্লগ JrsBarBq তে বলেছেন যে,তিনি বিশ্বাস করতে পারেননি যে, Chris Jericho এ Raw তে প্রমো কাটবেন।

5) Pwinsider বলেছে যে, Konnor তার Jaw injury এর জন্য রিং এর বাইরে আছেন।

6) এ সপ্তাহের Smackdown এর পরে Dean Ambrose এ Steel Cage ম্যাচ এ Kevin Owens এর মুখোমুখি হয়। কিন্তুু ম্যাচ এর মধ্যে The Wyatt Family এ Dean Ambrose কে এট্যাক করে। পরে Dolph Ziggler,Ryback এবং Big Show দৌড়ে আসে। ম্যাচ এর মধ্যে বেবিফেস রেসলারদের জয় হয় এবং বেবিফেসরা তাদের ফিনিসার হিলদের উপর প্রয়োগ করে।

7) Vince Russo এক পোডকাস্ট এ বলেছেন যে,তিনি মনে করেননা Aj Style এ WWE এর কোন উপাদান।

8) এখন থেকে Smackdown এ নতুন এনাউন্সার হিসেবে কাজ করবেন Mauro Ranallo এবং এ নিয়ে তিনি তার টুইটারে পোস্ট এ ইন্গিত দিয়েছেন।

9) The Associated Prees কে দেয়া এক সাক্ষাৎকার এ Tna এর প্রেসিডেন্ট Dixie Carter বলেছেন যে, WWE চেষ্টা করছে Tna রোস্টার থেকে কিছু ট্যালেন্টদের সাইন করাতে।

10) The Dudley Boys তাদের Twitter এ ঘোষনা করেছেন যে,তারা যদি কখনো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়,তাহলে আগেকার ট্যাগ টিম টাইটেল ফিরিয়ে আনবে।

11) WWE তে হয়ত Bullet Club এর ডেবিউ হতে পারে।

• ক্রেডিটঃ Miraz Rahaman Chy

•• WWE লেটেস্ট নিউজ এবং রিউমর (৭/১/১৬)


• John Cena এবার তার Twitter এ ঘোষনা করেছেন যে তিনি Shoulder Injury‬ তে পড়েছেন। প্রথমেই তার করা ট্যুইটটি দেওয়া হল- 
John Cena আজ Birmingam,alabama তে তার Undergoing Shoulder Surgery সম্পন্ন করবেন।Pwinsider এক Report এ বলেছে,যে তিনি Torn Rorator Cuff ইনজুরীতে ভোগছেন এবং যার কারনে John Cena রেসলমানিয়া৩২ মিস করতে পারেন।উল্লেখ্য যে John Cena এর রেসলমানিয়া৩২ এ Undertaker অথবা Roman Reigns এর মুখোমুখি হতে পারে।

ব্রেকিং নিউজঃ এবার জন সিনা ইনজুরিতে!!


..

১।2016 এর Royal Rumble এ থাকছে The Wyatt Family।
..
২।খুব তাড়াতাড়ি শুরু হতে পারে Roman Reigns VS HHH এর ফিউড।
..
৩।এবারের Royal Rumble এ Surprise হিসেবে থাকতে পারেন Aj Styles।
..
৪।Royal Rumble 30 Man Match এ থাকছেন  ক্রিস জেরিকো।
..
৫।Roman Reigns কে  তার টাইটেল রাখতে  হবে 30 Man Battle Royal ম্যাচে।

#Devils_Outta_Nowhere

••WWE Latest news and Rumor••


আজ WWE SmackDown অনুষ্ঠিত হয় Laredo, Texas শহরে। 
.
★★ Mauro Ranallo এবং Byron Saxton আজ Jerry Lawler'এর সাথে কমেন্ট্রিতে আসন নেন! 


● আজ Smackdown কিক অফ করেন John Cena এবং প্রচুর পপ পান! সিনা একটি প্রোমো কাটেন এবং WWE United States Champion Alberto Del Rio'এর বিপক্ষে তার রিম্যাচ চান!

◆ WWE Smackdown রেজাল্ট, 6 জানুয়ারি 2016


• San Antonio, Texasএর AT&T Centerএ অনুষ্ঠিত বছরের সর্বপ্রথম RAW এর কিক-অফ করেন
Stephanie McMahon.
.
তাকে বাধা দেয় Roman Reigns.
রিংয়ে Stephanie ও Romanএর ভিতর একটি শর্ট সেগমেন্ট হয় ।
.
.
.

•• WWE Raw রেজাল্ট, ৫ জানুয়ারি ২০১৫


আমারা অনেকেই হয়তো কমবেশি জানি NXT কি জিনিস এবং ট্রিপল এইচের হাত ধরে এটি এখন কি পর্যায়ে পৌঁছেছে, অনেকের মতেই এটি বর্তমানের Raw এবং SmackDown এর থেকে ভালো হয় (কারণ এটি ওল্ড শিটদের দ্বারা নিয়ন্ত্রিত হয়না)। 

WWE এখন NXT -কে খুব সিরিয়াস ভাবেই নেওয়া শুরু করেছে, ট্যুইটারে COO ট্রিপল এইচ 'NXT Year-End Awards' নামক একটি আওয়ার্ড শো এর ঘোষণা করেছে যেটি হল NXT ইতিহাসে সর্বপ্রথম আওয়ার্ড শো! 

'NXT Year-End Awards' : বিস্তারিত জেনে নিন।


..

আজ WWE এর Hall of Famer Jim Ross এর জন্মদিন।১৯৫২ সালের এই দিনে Fort Bragg,Califirnia তে জন্মগ্রহন করে Jim ross।তার জন্মগত নাম  James William Ross।তিনি Westville High School  এ লেখাপড়া করেছেন। ••

..

♣Jim Ross (WWE)♣

..

••Jim Ross WWE তে ডেবিউ করেন WM IX এ।মার্চ ৩১,২০০৭ সালে তাকে WWE Hall of Famer খেতাব দেওয়া হয়।এছাড়া বর্তমানে তার নিজস্ব একটি ওয়েবসাইট আছে।তিনি তাতে প্রায়ই WWE সম্পর্কে লেখেন।আজ তার জন্মদিন,,,তার কেরিয়ারে রয়েছে অনেক বিখ্যাত ম্যাচ।যা তার কেরিয়ারকে শক্তিশালী করে তুলে। ••

..

.

••একনজরে দেখেনিন তার কেরিয়ারের সিম্পল Highlights ••

••Nick Name ••

*GOOD OI(J.R)
*The Voice of WWE
..

••CAC ••
Art Abrams Lifetime Achievement Award.

..
-PWI-

#Stanley_Weston_Award
..

••WWE••

→WWE Hall of Fame (2007)
.
→Slammy Award For Moment of the Year (2011)
.
.

••Wrestling Observer Newsletter ••

•Best Television Announcer (1988–1993,1998-2001, 2006, 2007, 2009, 2012)
.
• Most Disgusting Promotional Tactic
(2011) mistreatment by WWE despite their
anti-bullying campaign.
.
•Worst Feud of the year vs Mcmahon Family (2005).
.
• Wrestling Observer Newsletter Hall of
Fame. (1999)

.

• •পরিশেষেঃ Ross এর মত একজন রেসলিং এক্সপার্ট পাওয়া অসম্ভব। তাই একজন রেসলার হিসেবে তাকে রেস্পেক করা আমাদের উচিত।সে যে একজন ভালো রেসলার তার প্রমান WWE HOF,WON HOF। • •

..

#Happy_Birthday_JimRoss
#The_Big_Devil

••Birthday Special Post ••

রেসলিং দুনিয়ায় এই উক্তিগুলো কেউ কখনো ভুলতে পারবেনা। এগুলো সেই জিম রস এর যিনি তার ভাষা দিয়েই প্রো রেসলিং এ একটি রেভুলুশ্যন এনেছিলেন। আজ তার জন্মদিন।  তাকে উৎসর্গ করে এই পোস্ট টি।    


১৯৫২ সালের আজকের দিনে ক্যালিফোর্নিয়ার ফোর্ট ব্র্যাগে জন্মগ্রহন করেন WWE এর সাবেক ধারাভাষ্যকার ও ২০০৭ সালের হল অফ ফেমার "Jim Ross". আজ তার ৬৪তম জন্মদিন। তার আসল নাম James William Ross.


Jim William "Jim" Ross একজন সেমি রিটায়ার্ড প্রোফেশনাল রেসলিং কমেন্টেটর,রেফারি এবং WWE এর একজন প্রাক্তন এক্সিকিউটিভ। তিনি মূলত WWE তেই পরিচিত হয়ে ওঠেন তার কমেন্টেরির মাধ্যমে। বর্তমানে তিনি ফক্স স্পোর্টস এর হয়ে কাজ করেন।  তিনি প্রো রেসলিং সম্পর্কে Foxsports.com এ কমেন্টেরি লিখেন এবং মাঝে মাঝে বক্সিং এবং মার্শাল আর্ট সম্পর্কেও।   


তিনি ২০০৭ সালে WWE হল অফ ফেইম এ ইন্ডাক্ট হন।  তিনি বেশি পরিচিত Good Ol' JR নামে এবং সারাবিশ্বে WWE এর Voice হিসেবে বিবেচিত হন। প্রো রেসলিং এর বাইরে তিনি নিজের বার্বিকিউ সসের ব্র্যান্ড তৈরী করেছেন। জিম রস Gordon Solie কে তার এনাউন্সিং ক্যারিয়ার এর পেছনে সবচেয়ে বড় ভুমিকার ব্যক্তি হিসেবে দাবী করেন।   


তিনি তার কলেজ লাইফ এ কলেজ রেডিও তে কমেন্টেরি করতেন।  সেটারর অভিজ্ঞতা দেখেই একটি প্রোমোশন কম্পানী তে প্রথম কমেন্টেরি করেন, যেখানে তিনি একজন সাইডলাইন কমেন্টেটর হিসেবে এক দিন কাজ করেন। JR, NWA Tri State এ প্রথম রেফারি হিসেবে অন্তর্ভূক্ত হন এবং ১৯৭৭ পর্যন্ত সেখানে থাকেন।   


NWA তে পরে কিছুদিন কাজ করার সুবাদে জিম রস কে ১৯৯৩ এ WWE তাদের কম্পানী তে নেয় এবং জিম তার প্রথম অন স্ক্রিন কমেন্টেরি ডেবিউ করেন Wrestlemania IX এ। ৯৩ এ ববি হেনান কম্পানী ছেড়ে যাওয়ার আগে তিনি ও জিম কমেন্টেরি টিম হিসেবে কাজ করেন।  তবে কম্পানী তে আসার সাথে সাথেই জিম WWE(F) এর মেইন ভয়েস হয়ে ওঠেন। তিনি প্রথমদিকেই রেসেলমেনিয়া, কিং অফ দ্য রিং এ চমৎকার পারফর্মেন্স এর দরূণ জনপ্রিয় হয়ে ওঠেন। সে সময়ে তিনি WWF Radio তেও কাজ করেন এবং এটাও বলে রাখি WWF Radio করার প্ল্যান টা জিম রস ই ভিন্স ম্যাকম্যাহন কে দিয়েছিলেন।   


এটাই ছিল জিম রস এর শুরু।  এরপর থেকেই তিনি উঠতে থাকেন সাফল্যের শিখরে। যদিও মাঝে তার অসুস্থতার কারণে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছিল কিন্তু বলা বাহুল্য তিনি তা কাটিয়ে ওঠেন। মানডে নাইট ওয়ার এর সময় গুলোতে জিম রস ছিলেন "Voice of Raw Is War"।  এ সময় টিতেই তিনি বিখ্যাত হয়ে উঠেন।  Baw Gawd, It's Gotta Be Kane এ ঐতিহাসিক মুহূর্ত গুলো ও এ সময়েই আসে।


WCW কিনে নেয়ার পর জিম রস Raw ব্র্যান্ডের কমেন্টেটর হিসেবে কাজ করেন। তিনি এ সময় Jerry Lawler এর সাথে কমেন্টেরি স্টেবল গঠন করেন, যা ইতিহাসের অন্যতম সেরা হিসেবে বিবেচিত।  জুন ২৩, ২০০৮ এ জিম রস র ব্যান্ড ছেড়ে স্ম্যাকডাউন ব্র্যান্ড এ চলে যান এবং মাইকেল কোল র তে চলে আসেন।  এভাবেই তার ১২ বছরের Monday Night Raw Run শেষ হয়।  


পরবর্তীতে আবারো পুরনো অসুখে আক্রান্ত হলে তিনি ফুল টাইম কমেন্টেটর হিসেবে অবসর নেন।  এরপর নভেম্বর এ Old School Raw তে জিম গেস্ট হিসেবে রিটার্ন করেন।  সেখানে কোল তাকে ইন্সাল্ট করলে তিনি কোল কে ম্যাচ শেষে হ্যাট দিয়ে বাড়ি দেন। কোল এর সাথে ছোটখাট একটি ফিউড হয় জিম এর।   


২০১১ এর জুলাইয়ে ট্রিপল এইচ জিম রসকে আবারো ফুল টাইম কমেন্টেটর হিসেবে নিয়ে আসেন। তারপর সে বছরেই র এর তৎকালীন জেনেরাল ম্যানেজার John Laurinaitis তাকে ফায়ার করেন কারণ টা ঠিক মনে নেই। এরপর রস কোল এর সাথে Cole Challenge নামের একটি মজার সেগমেন্ট এ অংশগ্রহণ করেন। সেটাতে হেরে তিনি টেলিভিশন থেকে অন্তরায় চলে যান।   


তিনি এরপর রেসেলমেনিয়া ১৮ তে রিটার্ন করেন "End of an Era" ম্যাচটির জন্য।  ম্যাচ এর আগেই কোল এর সাথে হ্যান্ডশেক করে তিনি ঝামেলা মিটিয় ফেলেন। জিম র এর ১০০০ তম এপিসোডেও উপস্থিত ছিলেন। ।   


এরপর কয়েকবার সাময়িকভাবে রস রিটার্ন করেন বিভিন্ন সেগমেন্ট এর জন্য। সেপ্টেম্বর ২০১৩ তিনি অফিসিয়ালি তার রিটায়ারমেন্ট এনাউন্স করেন কারণ তার কন্ট্র্যাক্ট শেষ হয়ে গিয়েছিল। যদিও মনে করা হয়েছিল যে WWE জিম কে ফায়ার করছিল 2k14 এর রোস্টার এনাউন্সমেন্ট এ রিক ফ্লেয়ার এর সাথে কিছু ঝামেলার কারণে। পরে ভিন্স ম্যাকম্যাহন ক্লিয়ার করেন যে এটা একটা ইস্যু হলেও শেষ পর্যন্ত রিটায়ার করার সিদ্ধান্ত টা জিম এর ই ছিল কারণ তিনি তার পরিবারকে বেশি সময় দিতে চেয়েছিলেন এবং এটাও বলেন যে তাদের মধ্যে কোন ঝামেলা বিদ্যমান নেই।   


জিম রস কে সবাই এককথায় কমেন্টেটর হিসেবে চিনলেও তিনি কিন্তু একজন পার্ট টাইম রেসলার ও ছিলেন!! তার সবচেয়ে বড় রেসলিং এপিয়ারেন্স ছিল ২০০৩ এর Unforgiven পে পার ভিউ তে ; যেখানে তিনি Jerry Lawler এর সাথে টিম আপ করে Al Snow এবং জোনাথান কোচম্যান এর সাথে ম্যাচ খেলেন। ।  জিম রস এছাড়াও বিভিন্ন সময়ে ট্রিপল এইচ, ম্যানকাইন্ড, কেইন, স্টিভ অস্টিন এর সাথে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন।  ( স্ক্রিপ্টেড) তাকে একবার কেইন আগুনে পুড়িয়েও দিয়েছিল!! 


যারা জিমের কমেন্টেরি দেখতে পারেননি তারা ইউটিউব এ দেখে নিবেন। বর্তমানের মাইকেল কোল, জেবিএল এর হরিবল কমেন্টেরি দেখে এই মানুষটার কথা সবসময় ই মনে পড়ে। খুব কম কমেন্টেটরএসেছেন যারা নিজের এটিটিউড দিয়েই ম্যাচ এর থ্রিল বহুগুনে বাড়িয়ে দিতে সক্ষম,তাদের মধ্যে জিম রস ওপরের সারিতেই থাকবেন।   ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটি মাফ করবেন।

  

  • আমাদের সাইটের পক্ষ থেকে তাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। Happy Birthday to Jim Ross...।

  

• লেখক : Sadman Deadman

•• আজকে জিম রসের জন্মদিন : তাকে নিয়েই স্পেশ্যাল পোস্ট।

          

..
Former WWE Star Jeff Hardy  এর একটি কন্যা সন্তান হয়েছে।যার নাম Nera Quinn Hardy।  নতুন বছরের শুরু হল jeff এর একটি ফুটফুটে কন্যা সন্তান দিয়ে:)।

..

#Congratulations_JeffHardy
#The_Big_Devils

••Good News ••